আজ - সোমবার
হাই! বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম হাড় কিপটি নাটকের ১০৫ পর্বের মধ্য থেকে ৬৯ তম পর্ব রিভিউ করে শেয়ার করার জন্য। আশা করি আমার এই রিভিউ পোস্ট আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
নাম | হাড় কিপটে |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাউদ্দিন লাভলু |
অভিনয়ে | আমিরুল হক চৌধুরী, চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, মোশাররফ করিম, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | আঞ্চলিক বাংলা |
ধরণ | কমেডি,ড্রামা |
পর্বের সংখ্যা | ১০৫ |
রিভিউ | ৬৯ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৮ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- মোশাররফ করিম (গোল্লা)
- আমিরুল হক চৌধুরীর (নজর আলী)
- চঞ্চল চৌধুরী (বহর আলী)
- বৃন্দাবন দাস (ভূপেন) সহ আরো অনেকে
হারাধন কাকার একমাত্র ছেলে ভূপেন বিয়ে করে বউ বাড়িতে এনেছে। নজরা আলি কৃপণের দুই কুলাঙ্গার ছেলে অনেকদিন প্রেম করে আজ পর্যন্ত বিয়ে করতে পারল না। এদিকে নজর আলী কৃপণের বড় ছেলে ফজর আলী চুমকিকে ভালোবেসে বিয়ে করবে করবে এমন একটা মুহূর্তে, ভূপেনের বিয়ের বিষয়টা তাদেরকে যেন ঝামেলা সৃষ্টি করে তুলেছে। চুমকি এখানে ঝামেলার কিছুই দেখতে পারছে না। ফজরের বিয়ে করবে এতে ভূপেনের বিয়েতে সম্পর্ক কি। কিন্তু ফজর মনে করছে হঠাৎ ভূপেনের বিয়ের বিষয়টা যখন জানাজানি হয়েছে, তখন তার বাবা নজর আলী কৃপণ তাদের বিষয়ে কঠোর হয়ে উঠতে পারে। আর এমন মনে হতে তাদের গোপন করে বিয়ে করাটাও হয়ে যাবে কঠিন।
ভূপেন আর তার বউ লক্ষ্মী দুজনার মধ্যে বেশ সুন্দর সম্পর্ক সৃষ্টি হয়েছে। ভূপেন এমন একটা বউ আশা করছিল, যে তার বাড়িতে এসে তার অধিকার স্থাপন করতে পারবে। বাবার কৃপণতা আর বোনের কৃপণতাকে জয় করে যেন তার বউ চলতে পারে এমন মেয়ে দরকার ছিল। লক্ষীর কাছে ভুপেন পছন্দ পাত্র না হলেও মানুষটা সাদাসিধা তাই ভালো লেগেছে। তাই ভুপেন নিশ্চিত থাকতে পারে যে লক্ষ্মী তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসে যাবে।
পুকুরপাড়ের গাছ তলায় নজর আলী কৃপণ এবং তার বন্ধু হারাধন একসাথে বসে থাকে। বেশ কয়েকদিন ছেলের বিয়ের কারণে হারাধন পুকুরপাড়ে বেড়াতে আসছে না। তাই নজর আলীর মনের ভিতর চিন্তা শুরু হয়েছে। বন্ধু এমন একটা বিপদে রয়েছে, সে দেখা করতে গেল না। এদিকে বন্ধু পুকুর পাড়ে বেড়াতে আসছে না, এই মুহূর্তে নিজে কি করবে। সে ভাবল তাদের বাড়িতে যাই, বন্ধুর সাথে দেখা করে আসি। এরপর আবার মনে হল বন্ধুর ব্যাটা যেই বাড়িতে বিয়ে করেছে সেই বেয়াই বেয়াইয়ের ছেলেরা সব ডাকাত। না জানে উল্টাপাল্টা কিছু বলে ফেললে হারাধনের বিয়াইয়ের ছেলেরা নজর আলীকে ক্ষতি করে। অনেক ভেবেচিন্তে নজর আলী হারাধনের বাড়িতে গেল না।
এদিকে নজর আলী কৃপণের মেজো ছেলে বহর কৃপণ ভূপেনের বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছে। এমনিতে হারাধন দত্ত বিভিন্ন ঝামেলার সম্মুখীন। তার ছেলে যদি হঠাৎ এভাবে বিয়ে করে নিয়ে এসে বাবার ঘাড়ের উপর ওঠে তাহলে হারাধন দত্ত কিভাবে বেঁচে থাকবে। হারাধন দত্ত চাচার উপর মায়া দেখিয়ে বহর ছুটে চলল তাদের বাড়িতে। ভূপেন কোথায় আছে কেন এত বড় একটা কাজ করে বসলো কাউকে না জানিয়ে সেটা সে যাচাই করতে চায়। হারাধন দত্তের বাড়িতে এসে শিবানির সাথে বিভিন্ন বিষয়ে কথা শুনতে থাকলো। শিবানীর কষ্টতে সে মর্মাহত। এরপর ভূপেন আর তার বউ ঘর থেকে বের হয়ে আসে। ভূপেনের বউকে দেখে বহর একটু থেমে গেল। এদিকে বহরের স্ত্রী মিলনকে দিয়ে বাজার থেকে মিষ্টি কিনতে পাঠিয়েছিল। মিলন মিষ্টি নিয়ে উপস্থিত। ভূপেনের বউ চাই বাড়ির উপর যে সমস্ত মানুষেরা আসবে তাদের সবাইকে মিষ্টিমুখ করাতে হবে। মিষ্টির লোভে বহর বসে থাকলো। কিন্তু শিবানী কিছুতেই বহরের সামনে মিষ্টি আনতে দিল না মিলনকে।
হাড় কিপটে নাটকের এ পর্বে আমরা একটা বিষয় ভালো করে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে হারাধন দত্ত ছেলেকে বিয়ে না দিলেও বিভিন্ন কৌশল করে একমাত্র ছেলে ভূপেন বিয়ে করে বউ নিয়ে বাসায় ফিরেছে। হারাধন দত্তের মেয়ে এবং হারাধন দত্ত কিছুতেই বিষয়টা মেনে নিতে পারছে না। এই বিষয়টা তাদের কাছে বেশ কষ্টদায়ক হয়ে উঠেছে। কিন্তু ভূপেনের বউ বেশ কঠিন জিনিস। ভূপেনের বউ লক্ষ্মী ডাকাতের বোন। কেউ তার সাথে খারাপ ব্যবহার করলে সেও থেমে থাকবে না। তবে ভূপেনের বিয়েতে নজর আলী কৃপণের বড় ছেলে ফজর বেশ চিন্তিত। তারা গোপন করে বিয়ে করবে এমন মুহূর্তে ভূপেনের বিয়েটা তার কাছে ঝামেলা হয়ে উঠেছে। এদিকে নজর আলী কৃপন বেশ চিন্তিত হয়ে রয়েছে বন্ধুর সাথে দেখা না করতে পেরে। বন্ধুর মনের কষ্ট সে অনুভব করতে পারছে। তার ছেলেরা যদি হঠাৎ এমন বিয়ে করে বউ বাসায় নিয়ে আসে তাহলে কতটা ঝামেলা সৃষ্টি হবে। কেমন ঝামেলার সম্মুখীন হয়েছে বন্ধু হারাধন দত্ত। তাই বলতে পারি নাটকের এই পর্বে আমরা একটা বিষয় ভালো করে খেয়াল করেছি এক বন্ধুর বিপদে আরেক বন্ধুর মনের অনুভূতি। আবার একজনের বিয়েতে আরেকজনের ঝামেলার সম্মুখীন হওয়া। এখানে মেয়েরা ঝামেলা মনে করছে না কিন্তু ছেলেদের কাছে ঝামেলা অনেক। কারণ তারা তাদের পিতাকে জানে। এই পর্বে মিলনের অভিনয়টাও বেশ দারুন ছিল। সেই টাকা আত্মসাৎ করার জন্য মিষ্টির দোকানের গীবত করছে, এই বিষয় নিয়ে তার কাছে কেউ কোনো প্রশ্ন করে নাই। আমি আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি এই নাটকের অভিনয় অনেক সুন্দর। যেহেতু কৃপণতাকে কেন্দ্র করে অভিনয় তাই প্রত্যেকের অভিনয় গুলো দুর্দান্ত। দেশের সেরা মানের নাট্যকার রা অভিনয় করেছে এই নাটকে। তাই দর্শকের কাছে অনেক ভালোলাগার ছিল এই পর্বের অভিনয়।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন নাটক রিভিউতে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। |
---|
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
03-02-25
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখতে দেখতে আপনি ৬৯ পর্ব এই নাটকটির রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে নাটকটি যতটা সুন্দর আপনিও সুন্দর করে নাটকটির রিভিউ উপস্থাপনা করছেন। যার কারণে আমাদেরও আপনার নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লেগেছে। অনেক সময় নাটক দেখার সময় পাইনা। তাই আপনাদের মত এরকম নাটকের ভালো ভালো রিভিউ পেলে নাটকের মূল কাহিনী সম্পর্কে জানা হয়ে যায়। হারাধন তার ছেলেকে বিয়ে না দেওয়াতে ছেলে পালিয়ে বিয়ে করেছে এ নিয়ে নাটকের সুন্দর ঘটনাটা আমাদের মাঝে তুলে ধরেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো হাড় কিপটে নাটকের ৬৯ তম পর্বের রিভিউ টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমার কাছে মনে হয় এটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটা নাটক। হাড় কিপটে এই নাটকটা যে আমি কতবার দেখেছি সেটা বলে বোঝাতে পারবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলাদেশের জনপ্রিয় নাটকগুলোর মধ্যে একটি হাড় কিপটে নাটক। এ নাটকটা আমি অনেক আগে দেখেছি। খুবই ভালো লাগে আমার কাছে এই নাটকের পর্বগুলো। আজকে আপনি সুন্দর রিভিউ করেছেন হাড় কিপটে নাটকের ৬৯ তম পর্ব। পর্বটা অনেক ভালোলাগার ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে দেখতে দেখতে আপনি হাড় কিপ্টে নাটকের ৬৯ তম পর্ব শেয়ার করলেন। আপনার প্রতিটি পর্বের রিভিউ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও আমি এই নাটকটি দেখিনি, তবে রিভিউ পড়ে বেশ ভালো লাগছে। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটি অনেক আগে দেখেছিলাম। মোশাররফ করিম এবং চঞ্চল চৌধুরীর অভিনয় আমার খুবই ভালো লাগে। আপনি দারুণভাবে এই পর্বের রিভিউ শেয়ার করেছেন ভাই। যাইহোক এই নাটকের রিভিউ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাড়কিপটে নাটকের ৬৯তম পর্বের রিভিউটি পড়ে খুবই ভালো লেগেছে আমার। আসলে এরকম হাস্যরস বিশিষ্ট নাটকগুলো আমার কাছে অনেক বেশি প্রিয়। একই সাথে মাঝেমধ্যে আমি এই নাটকের বেশ কয়েকটি পর্ব পূর্বেই দেখেছি। খুবই ভালো লাগে নাটকটি দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit