প্রথমে আমরা যখন উত্তরা মটরছে নিজের পছন্দ মতো মোটরসাইকেলটা পেলাম না, ঠিক তারপর এক কিলো পথ অতিক্রম করে চলে আসলাম টিভিএস শোরুমে। এটা বামুন্দি বাজারের বহুল পরিচিত একটি মোটরসাইকেল এর শোরুম। আমাদের এখান থেকে অনেক মানুষ এই শোরুম থেকে টিভিএস ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল কিনেছি এখান থেকে। যাইহোক আমরা শোরুমের মধ্যে প্রবেশ করলাম।
Photography device: Infinix hot 11s
Location
শোরুমের মধ্যে বিভিন্ন মডেলের টিভিএস গাড়ি দেখতে পারলাম। আমরা একের পর এক গাড়ি দেখতে থাকলাম। আমাদের সাথে আমাদের একজন ভাগ্নে এবং আমাদের এক খালু উপস্থিত ছিল সেখানে। পাশাপাশি আমি আর আমার বন্ধু ও বড় ভাই। যাইহোক যে যার মত মতামত প্রকাশ করতে থাকলো আর দেখতে থাকলো বিভিন্ন মডেলের গাড়িগুলো। তবে গাড়িগুলো দেখার পর একটা বিষয়ে সবার মাথায় এসেছিল ডিক্স ছাড়া নিলে ভালো হয় নাকি ডিক্স সহ। তবে শোরুমের লোকজন তাদের ইচ্ছেমতো যতদূর সম্ভব এক এক মোটরসাইকেল এর গুনগান তুলে ধরতে থাকলে আমাদের মাঝে। আর আমরাও শুনতে থাকলাম তাদের এই কথাগুলো।
Photography device: Infinix hot 11s
Location
আমাদের মধ্যে মোটরসাইকেল সম্পর্কে অভিজ্ঞ লোক ছিল আমাদের খালু। যেহেতু উনি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল ব্যবহার করছেন এবং তার নিজের জায়গাতে মোটরসাইকেল সারার একটি দোকান রয়েছে। তাই সে হিসেবে বেশ অভিজ্ঞ ব্যক্তি তিনি। তিনি তার মতো করে মোটরসাইকেল দেখতে থাকলেন আর বিস্তারিত জানতে থাকলেন এক এক মডেল সম্পর্কে। এদিকে আমিও তাদের সাথে এটা সেটা দেখা আর ফটোগ্রাফিতে ব্যস্ত থাকলাম।
Photography device: Infinix hot 11s
Location
এরপর শোরুম এর একজন ব্যক্তি তাদের মেমো,এক এক গাড়ির বর্তমান রেট এ সমস্ত বিষয়গুলো আমাদের দেখাতে থাকলেন তাদের কাগজ বের করে। যাইহোক বেশ ভালো লাগলো অনেক জন একত্রিত এসে এভাবে সন্ধ্যাকালীন মুহূর্তে গাড়ি কেনার ব্যতিব্যস্ততা।
Photography device: Infinix hot 11s
location
এরপর বাজেট অনুসারে সকলের মতামত ভিত্তিতে এ গাড়িটা চয়েস করা হলো। একই রকমের বেশ কয়েকটা গাড়ি ছিল তবে কালার হিসেবে এটা সবার পছন্দ হলো। তাই তারা গাড়িটা গাড়ির মাঝখান থেকে ফাঁকা বের করে আনলো। এরপর একটা ছেলে এসে গাড়িটা ঠিকঠাক করে দিল। অবশ্য এই দিনটা আমাদের সকলের জন্য ছিল বেশ আনন্দদায়ক আর মেমরিবল। এরপর টাকা পরিষদের বিস্তারিত বিষয় আপনাদের মাঝে তুলে ধরব অন্য এক ব্লগে ততক্ষণ সাথে থাকুন।
Photography device: Infinix hot 11s
location
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ। |
যাগ ভাই গাড়ি তাহলে নিয়েই নিলেন ৷ ভাল লাগলো মোটরবাইক প্রযোজন বর্তমান সময়ে ৷ আমারও স্বপ্ন কবে একটা বাইক কিনবো ৷ যাগ ভাবি সহ মোটরবাইক করে ঘুরবেন ইনজয় হবে ৷ শুভকামনা রইল
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হয়ে যাবে ভাই শুধু সময়ের অপেক্ষা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit