DIY: রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০% বেনিফিসারী

in hive-129948 •  3 years ago 

আজ - সোমবার

৬ আষাঢ়,১৪২৯ বঙ্গাব্দ
২০ জুন,২০২২ খ্রিষ্টাব্দ


আসসালামু আলাইকুম



আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনাকে স্বাগতম

GridArt_20220620_175911839.jpg





হ্যালো বন্ধুরা

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদের কে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজ আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে। আমার আজকের পোস্ট এর বিষয় রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

অনেকদিন হয়ে গেছে আমি আপনাদের মাঝে ওয়ালমেট বা রঙিন কাগজ দিয়ে ডাই পোস্ট তৈরি করে শেয়ার করতে পারিনি। হঠাৎ আজ মনে আসলো যে নেট ও ওয়াইফাই জনিত কারণে পোস্ট করা খুবই দুষ্কর হয়ে পড়েছে। তবুও চেষ্টা করব আজকে একটি ডাই পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে। তাই আর দেরি না করে তাৎক্ষণিকভাবে বসে পড়লাম আপনাদের মাঝে একটি ওয়ালমেট তৈরি করার জন্য। আর এই ওয়ালমেট তৈরি করার অভিজ্ঞতা পূর্বে আমার ছিলনা। চেষ্টা করেছি আমার বাংলাব্লগের ভাই-বোনদের ওয়ালমেট তৈরি করা দেখে তৈরি করার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে একনজরে দেখে ফেলি কোন প্রসেসে আমি এই কাজটি সম্পন্ন করতেছি।


প্রয়োজনীয় উপকরন সমূহ:
ক্রমিক নংনামপিস
১।লাল রং এর কাগজতিনটা
২।হলুদ রঙের কাগজএকটি
৩।সবুজ কালারের কাগজদুইটি


ওয়ালমেট তৈরীর সহায়ক যন্ত্র সমূহঃ
ক্রমিক নংনাম
১.এন্টিকাটার
২.গ্লু স্টিক
৩.গ্লু গান
৪.কম্পাস
৫.রুল


কার্যপ্রণালীর ধাপসমূহ:


ধাপ :-১

ওয়ালমেট তৈরি করার জন্য তিন কালারের রঙিন কাগজ নিয়ে এলাম।

IMG_20220503_171307_681.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-২

ত্রিভুজাকৃতি করে কেটে নিলাম সবুজ কালারের কাগজগুলো।

IMG_20220503_165801_720.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৩

এবার সবুজ কালারের কাগজগুলো এপিট ওপিট করে ভাঁজ করে পাতা বানিয়ে নিলাম।

IMG_20220503_171159_449.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৪

আলাদা একটি সাদা কাগজ এনে গোল করে কেটে দিলাম। মূলত এই কাগজটি উপরেই ওয়ালমেট স্থাপন করতে হবে।

IMG_20220506_102834_733.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৫

এবার লাল রঙের কাগজ গুলো গোল গোল করে কেটে নিলাম ফুল বানানোর জন্য।

IMG_20220506_105856_633.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৬

আংগুল দ্বারা লাল কালারের গোল করে কাটা কাগজগুলো ওয়ালমেট এর ফুল বানিয়ে নিলাম।

IMG_20220506_105558_626.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৭

এবার মোটা সাদা গোল কাগজ এর উপরে সবুজ কালারের পাতাগুলো গ্লু-গান দ্বারা একটি একটি করে স্থাপন করলাম।

IMG_20220506_112236_620.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৮

পাতাগুলো স্থাপন করা হয়ে গেছে অর্থাৎ প্রথম পর্যায়ের কাজ সমাপ্ত।

IMG_20220506_112410_828.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-৯

এবার পাতাগুলোর উপরে লাল কালারের ফুলগুলো একটি একটি করে স্থাপন করলাম গ্লু-গানের সাহায্যে।

IMG_20220506_121217_272.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১০

ওয়ালমেট এর মাঝখানে ছোট্ট একটি কালারফুল স্থাপন করার জন্য হলুদ রঙের একটি কাগজ গোল করে কেটে নিলাম এবং ফুল বানিয়ে নিলাম।

IMG_20220506_103902_413.jpgIMG_20220506_104247_060.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


ধাপ :-১১

সর্বশেষে হলুদ কালারের ছোট্ট ফুলটি ওয়ালমেট এর মাঝখানে স্থাপন করলাম। আর এরই মধ্য দিয়ে সমাপ্ত হল আমার ওয়ালমেট তৈরির কার্যক্রম।

IMG_20220620_172426_989.jpg


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

R6TbvATub8MquGoqJZ4SE2UCpaUQzmNnWQxvJGwvYApXWE4KsVzC8vNNXWgtz7hrfoYPSrjupZgj7VtKhrH935ua1PLs4Vr7KiYnVAy3oD...tCNiac63XNuwJJZPbTjHfGPYJH4BJoHgX8HdohSPrSasKvArV8wiiFV7ntYqz66tLZiqG67BKrPAveZFRs3vaqucpJgsaE3qA6Rwasb2fYDx3U5dXGLwwRdyH8.png


আশা করি,আমার এই পোস্টটি পড়ে আপনি অনেক বিষয় সম্পর্কে জানতে বুঝতে ও শিখতে পেরেছেন। পোস্টটি উপস্থাপনা কেমন ছিল এবং এ বিষয়ে আপনার অনুভূতি কেমন আমাকে জানাতে ভুলবেন না। আপনার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইলো।

💌আমার পরিচয়💌


আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি।




পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

@sumon09

💖💞💞💖


image.png

image.png

আমার পরিচিতিকিছু বিশেষ তথ্য
আমার নাম@sumon09🇧🇩🇧🇩
ফটোগ্রাফি ডিভাইসমোবাইল
ব্লগিং মোবাইলInfinix hot 11s
ক্যামেরাcamera-50mp
আমার বাসামেহেরপুর
আমার বয়স২৫ বছর
আমার ইচ্ছেলাইফটাইম স্টিমিট এর 'আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা

zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোষ্টে,ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


সমা
প্ত
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছিলেন। দেখতে অনেক সুন্দর লাগছে। ওয়ালমেট তৈরির পদ্ধতি ধাপগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য আমাকে মুগ্ধ করেছে,আরও উৎসাহ প্রদান করল নতুন কিছু করার।

@tipu curate

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

আমি অনেক দিন আগে এমন একটি ওয়ালমেট বানিয়েছিলাম। আপনার পোস্টে আবার ওরকম ওয়ালমেট দেখতে খুবই ভালো লাগছে।আমার কাছে এমন ওয়ালমেট অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করেছেন। কালার কম্বিনেশন অসাধারণ হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার এই ওয়ালমেট বানাতে অনেক সময় লেগেছিল মনে হচ্ছে আপনারও অনেক সময় লেগেছে। এত সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

আপা আপনি দেখে আসুন সেই ওয়ালমেট টা, আমি ওখানে বলেছিলাম আপনার এই ওয়ালমেট দেখে আমি একটি ওয়ালমেট তৈরি করব। অবশ্য আপনার সেই ওয়ালমেট দেখেই তৈরি করেছি। সেই সময়ে তৈরি করেছিলাম কিন্তু এতদিন দেওয়া হয়নি। সুযোগ সাপেক্ষে আজকে দিয়েছি।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের ওয়ালমেট তৈরি করতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও অনেক ভালো লাগে। এই ওয়ালমেটটি ঘরে সাজিয়ে রাখলে দেখতে অনেক ভালো লাগবে। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা রইল আপনার জন্য।

আপনাদের ভালো লাগানোর জন্য বিভিন্ন কালারের কাগজ ব্যবহার করেছি।

রঙিন কাগজের তৈরি যেকোনো জিনিস আমার কাছে দেখতে ভালো লাগে। আজ আপনি খুবই চমৎকার করে রঙিন কাগজ দিয়ে একটি সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। রঙিন কাগজের কালার কম্বিনেশন অত্যন্ত চমৎকার হয়েছে। ভাইয়া রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো ঘরে টাঙিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়। আপনি কিভাবে রঙিন কাগজ ব্যবহার করে এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সাবলীল ভাষার মাধ্যমে সুন্দর মন্তব্য করেছেন। আর তাই এ সমস্ত কাজে নতুন উৎসাহ পেলাম।

বাহ আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুব সুন্দর করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। অসাধারণ লাগছে আপনার তৈরি ওয়ালমেট। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো দেখতে আসলেই খুব সুন্দর।

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো, কারণ আপনাদের জন্যই তৈরি করা।

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। বিশেষ করে ফুলের ওয়ালমেট গুলা দেখতে ভীষণ ভালো লাগে। এই ধরনের ওয়ালমেট এর ঘরের দেওয়ালে লাগালে সৌন্দর্য বৃদ্ধি পায়। তাছাড়া পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

একদম ঠিক কথা বলেছেন ওয়ালমেট যত তৈরি করা হয়,সব ঘরে লাগানো হয়।

আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।আপনার ওয়ালমেটটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ।বিশেষ করে মাঝখানের ফুলটা দেখতে বেশি ভালো লাগছে ।ধন্যবাদ এত সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

মাঝখানের ফুলটা ভালো লাগবে জেনেই আমি দিয়েছি।

রঙিন কাগজ ব্যবহার করা অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে আপনার তৈরি করা এই ওয়ালমেট। আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ওয়ালমেট তৈরি করার পদ্ধতি ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি শেয়ার করার জন্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার মন্তব্য আমাকে মুগ্ধ করেছে,সাবলীল ভাষার মাধ্যমে সুন্দর মন্তব্য করেছেন।

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন কাগজের তৈরি ওয়ালমেট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমিও মাঝে মাঝে এরকম ওয়ালমেট তৈরি করে দেয়ালে লাগিয়ে রাখি দেখতে খুবই সুন্দর লাগে।

এর জন্যই তো চেষ্টা করেছি অনেকক্ষণ সময় দিয়ে।

রঙিন কাগজের তৈরি ওয়ালমেট টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। আমার কাছে কাগজের তৈরি জিনিস গুলো দেখতে অনেক ভালো লাগে। অবশ্য আমি জানি এ ধরনের জিনিস গুলো তৈরি করতে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। খুব ভালো লাগলো ভাইয়া অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন পুরো পোস্টটি। এভাবেই এগিয়ে যান এবং অনেক ধন্যবাদ আপনাকে।

এই কাজগুলো খুবই ধৈর্য সহকারে করতে হয়। অবশ্য এত ধৈর্য আমার নেই যার জন্য দিনকে দিন তৈরি করেছি।

রঙ্গিন কাগজ দিয়ে বানানো ওয়ালমেট গুলো অনেক সুন্দর হয়। এবং ঘরের দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য অনেক বেড়ে যায়।
রঙিন কাগজ দিয়ে আপনি খুব চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। লাল কালারের ফুলগুলো যদি এক সমান হতো তাহলে ওয়ালমেট টি আরও বেশি আকর্ষণীয় হত।
তবুও আপনি ধৈর্য নিয়ে চমৎকার হবে ওয়ালমেট বানানোর প্রতিটি ধাপ সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি আমার এই ওয়ালমেট নিয়ে দারুন একটি মন্তব্য করেছেন।আসলে ধৈর্যের কাজ এটা।

রঙিন কাগজ ব্যবহার করে আপনি চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। এরকম ওয়ালমেট অনেকদিন আগে আমিও তৈরি করেছিলাম তবে আপনার চেয়ে একটু ভিন্ন ছিল। যাইহোক ওয়ালমেট তৈরির প্রতিটি ধাপ অসাধারণ ছিল ভাইয়া ধন্যবাদ আপনাকে।

আপনারা আছেন বলেই তো আপনাদের থেকে অনেক কিছু শিখতে পারি এবং ট্রাই করি সেভাবে তৈরি করার।

রঙিন কাগজ দিয়ে যেকোনো ধরনের জিনিস তৈরি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন। যেটা দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছে আমাদের সাথে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

আপনার ভালোলাগা আমারও ভালোলাগা ঠিক সেম। রঙিন কাগজের জিনিস আমি ও খুব পছন্দ করি।

রঙিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন ভাইয়া। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে। এত সুন্দরভাবে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকেও জানাই অসংখ্য ধন্যবাদ, আশা করি এভাবেই পাশে থাকবেন।

রঙিন কাগজের কারুকাজ আমার কাছে ভীষণ ভালো লাগে। আমিও চেষ্টা করি এই রকম কাজ করতে। আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ ব্যবহার করে একটি ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার উপস্থাপনা অনেক ভালো ছিল ভাই। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি রঙিন কাগজের কারুকাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাই,এত সুন্দর ভাবে মন্তব্য করেছেন দেখে আমার খুব ভালো লাগলো।

ভাই আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর এক ওয়ালমেট তৈরি করেছেন। যা দেখে মন ছুয়ে গেলো। এটি দেওয়ালে টাঙ্গিয়ে রাখলে অনেক সুন্দর দেখাবে। দারুণ ভাবে তৈরি করেছেন এই ওয়ালমেট টি। শুভকামনা রইইলো আপনার জন্য।

ভাই আপনিও চেষ্টা করতে পারেন আমার এটা দেখাদেখি একটি ওয়ালমেট বানানোর জন্য।

অনেক বিউটিফুল একটি ওয়ালমেট বানিয়েছেন ভাই। পাতাসহ ফুল দেখতে বেশ ভাল লাগছে। এই কাজগুলো করতে পারাটা এক ধরনের আর্ট। ধাপে ধাপে বানিয়ে দেখিয়েছেন সবকিছু। অনেক ধন্যবাদ আপনাকে ভাই

বেশি একটা জানিনা, তবে দেখা দেখি চেষ্টা করি বানানোর।

রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অত্যন্ত অসাধারনভাবে করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল ভাই।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর একটি ওয়ালমেট প্রস্তুত করেছেন বিশেষ করে কালারগুলো খুব সুন্দর ভাবে সেট করেছেন এজন্য চিত্রটি দেখে খুবই ভালো লাগলো

গ্লু গান এর সাহায্যে সেট করার চেষ্টা করেছি।

রঙিন কাগজ ব্যবহার করে খুবই চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে। এত সুন্দর একটি রঙিন কাগজের ওয়ালমেট শেয়ার করার জন্য ধন্যবাদ।

চেষ্টা করেছি মনমুগ্ধকর ভাবে তৈরি করার জন্য। আমি কতটা পেরেছি আপনারাই ভাল জানেন।

রঙিন কাগজ দিয়ে বেশ সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন । বিশেষ করে আপনার ফুল তৈরি দেখে খুব ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি আমার কাছে খুব ভালো লাগে‌।এতো চমৎকার ওয়ালমেট তৈরি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

আপনার যা ভালো লেগেছে এটা জেনে আমার খুবই ভালো লাগছে।

রঙিন কাগজের ওয়ালমেট আমার খুবই ভালো লাগে। আমি ওয়ালমেট তৈরি করতে খুব একটা পারি না। আপনার কাজের প্রশংসা না করলেই নয়। খুব ভালো ছিলো ভাই।

আমিও বেশি একটা পারে না, তবে ইউজারদের দেখা দেখি চেষ্টা করে।

রঙিন কাগজ ব্যবহার করে অনেক চমৎকার একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ওয়ালমেট তৈরি দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এত সুন্দর ভাবে একটি ওয়ালমেট তৈরি করে ধাপে ধাপে আমাদের শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

আপনি সাবলীল ভাষার মন্তব্য করেছেন আমার এই পোস্টে।

ওয়ালমেট তৈরি করার অভিজ্ঞতা পূর্বে আমার ছিলনা।

আসলে এখন আমাদের শিক্ষক ইউটিউব আছে না যেকোনো জিনিস তৈরি করতে বর্তমান সময়ে আর পূর্বের অভিজ্ঞতার প্রয়োজন হয় না আমরা চাইলেই ইউটিউব থেকে শিক্ষা অর্জন করে সেই তৈরি করতে পারি।

আজকে আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করার খুবই চমৎকার একটা পদ্ধতি শেয়ার করলেন ওয়ালমেট তৈরি করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের রঙিন কাগজের ব্যবহার করেছেন।

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই।