বাজারে যেতে সুন্দর ভিডিও ধারণ

in hive-129948 •  2 days ago 


আসসালামু আলাইকুম



IMG_20241122_164550_1.jpg


হাই!
বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে বেশ চমৎকার একটি ভিডিও শেয়ার করতে চলেছি। যেই ভিডিওর শুরুতেই দেখতে পারবেন এক পাল মহিষ। মহিষকে কেন্দ্র করে ভিডিওটা ধারণ করা হয়েছিল। চলুন তাহলে ভিডিওটা দেখি।


ফটো ও ভিডিওগ্রাফি:


কিছুদিন আগে আমরা দুই বন্ধু বামুন্দির বাজারে কেনাকাটার উদ্দেশ্যে যাচ্ছিলাম। বাড়ি থেকে বের হতে বেশ বিকেল পার হয়ে যায় যাই। তারপরেও দুইজন বের হয়ে পড়লাম। প্রথমে ইচ্ছে ছিল এই মুহূর্তে মোবাইলটা হাতেই বের করব না। কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বন্ধুকে বললাম দ্রুত টেনে চলতে। কারণ ফিরতে হলে পারে হায়রোড দিয়ে ফিরতে হবে। গ্রামীন এই রাস্তা দিয়ে রাতে আসা যাবেনা বিভিন্ন সমস্যার জন্য। যাহোক চলতে পথে হঠাৎ লক্ষ্য করে দেখলাম ফাঁকা মাঠের এক স্থানে চার থেকে ৫ জন ব্যক্তি ৬০ টা মহিষ চরাই করছেন। আমি কোনদিন স্বচক্ষে কাছে অবস্থান করে এত মহিষ দেখি নাই। গরুর পাল দেখেছি ছাগলের পাল দেখেছি কিন্তু এভাবে এতগুলো মহিষ কোনদিন দেখি নাই,তাই আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছিল। বন্ধুকে পাঁচ মিনিটের জন্য থামতে বললাম। সেও থেমে গেল। সে বলল আমি অনেক দেখেছি, যখন বাইরে চাকরি করতাম।

IMG_20241122_164620_5.jpg

Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur


তখন আমি থেমেই ফটো আর ভিডিও ধারণ করা শুরু করে দিলাম। এরই মধ্য দিয়ে তাদেরকে প্রশ্ন করতে থাকলাম তারা কোথা থেকে এসেছে কতটা মহিষ রয়েছে। তাদের মধ্যে একজন আমার পাশে দাঁড়িয়ে বলতে থাকলেন ভাইয়া আপনি ব্লগ করেন? আমি বললাম ব্লগ করি না আবার ব্লগ করি না বললে ভুল হবে। তবে ভিডিও ধারণ করি অনলাইনে ছাড়ি এটা সত্য। এরপর খেয়াল করে দেখলাম আশেপাশে বেশ অনেক মানুষ মোটরসাইকেল বা ভ্যান গাড়িতে এসে একটু থেমে পড়ছে মহিষগুলো দেখার জন্য আবার তাদের সাথে দুইটা কথা বলার জন্য। জানতে পারলাম তারা নদীর ঐপার থেকে এসেছে। নদীর ঐ পাড় বলতে যা বুঝলাম কুষ্টিয়া গড়াই নদীর ওইপার থেকে হতে পারে। হয়তো সেখানে এতগুলো মহিষের ঘাস প্রতিনিয়ত পাওয়া সম্ভব নয় তাই আস্তে আস্তে তারা এদিকে চলে এসেছে। তবে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছিল এতগুলো মহিষ একসাথে কত সুন্দর ভাবে খাচ্ছে দেখে। আমি তাদেরকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম বারবার করে। বলেছিলাম আপনারা এতগুলো কন্ট্রোল করেন কিভাবে। এরমধ্যে বদমেজাজি মহিষ নাই তো। উনারা বলেছিলেন সব রকমের মহিষ রয়েছে তবুও আমাদের পৌষ মেনে গেছে। এভাবেই দীর্ঘদিন চলছে তো। তখন আমার কাছে আরো ভালো লাগলো। আমরা জানি ঠান্ডা মাথার পশু মহিষ। কিন্তু মাথা গরম হলে বিপদ আছে।

Video device: Infinix hot 11s
Gangni-Meherpur


এরপর আবারো দুই বন্ধু মোটরসাইকেলে উঠে এগিয়ে যেতে থাকলাম। মাঝেমধ্যে ভিডিওটা স্ক্রিপ্ট করে রাখছিলাম। ভাবলাম ভিডিও যখন শুরু করেছি তখন কয়েক মিনিট বড় হয় হোক, একটি ব্লগ তো শেয়ার করা যাবে। এরপর আরো সামনে এগিয়ে আসতে লক্ষ্য করে দেখলাম একজন টিকটকার টিক টক তৈরি করছেন রাস্তার উপর। এদিক থেকে ওদিক থেকে মোটরসাইকেল যাচ্ছে সে যে একটু সাবধান হবে, সেই সেন্স যেন হারিয়ে ফেলেছে। তাকে ভিডিওর মধ্যে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শুধু তাকে একটু দেখা গেছে। এরপর আরো সামনে এগিয়ে ছাতিয়ান নামক গ্রামে প্রবেশ করতে লক্ষ্য করে দেখলাম মাঠের মধ্যে বেশ কিছু ছেলেরা ক্রিকেট খেলছে। কিন্তু ব্যাটিং করতে গিয়ে একটু জোরে ব্যাট করায় বলটা হারিয়ে যাওয়াই বেশ কয়েকজন খোঁজাখুঁজিতে ব্যস্ত। মোটরসাইকেল থেকে জোরে করে বলে বসলাম: বল হারিয়ে যাওয়া মানে খেলা বন্ধ হয়ে যাওয়া, এক্সট্রা বল কাছে রাখতে হয় না। তাদের মধ্য থেকে একজন দেখালো এ দেখেন এক ডজন বলা আছে এখানে। তখন আমি আবার বললাম, তাহলে খেলা বন্ধ রাখার দরকার কি? দুইজন খুঁজলে হয়; বাকিরা খেললেই তো হয়, দিন তো শেষ হয়ে যাচ্ছে। আসলে বাঙালি অতি চালাক, আবার অতি বোকা। আর এভাবেই ভিডিওটা শেষ করলাম। কারণ গ্রামের মধ্যে চলে আসছি এরপর হাইরোডে উঠতে হবে এই মুহূর্তে মোবাইল অন করে ভিডিও ধারণ করা বোকামি ছাড়া কিছুই না। যেকোনো মুহূর্তে বিপদ সৃষ্টি হতে পারে। আর এভাবেই আমি সেই দিন ভিডিওটা ধারণ করেছিলাম বামুন্দি বাজারে যেতে।

IMG_20241122_170047_686.jpg

Photography device: Infinix hot 11s
Gangni-Meherpur


গুরুত্বপূর্ণ তথ্য


ভিডিও বিষয়কতথ্য
বিষয়গ্রাম বাংলার ভিডিও
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appPicsArt & inshot
YouTube channelসোর্স
দেশবাংলাদেশ


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png


A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddZA4VqmFRARUGRGgqn1RUviYBVHpLxxMgFvAeZgey4aCJqhKSJNQvXGj2kaF3ZssZhcKZWtFFnV4wRgxnyN33U9gX3PXZytHX5gjHH14wjmFfgmVKHBBXGaakfLTiwaQKVjhXPVYhe6JJLLcazGKyKa3iXLq4zCxTfiLp5V1uVWAfuHBrcgQakK9xUbA9gyQJvuW5auWDqwkn.webp

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

22-12-24

Screenshot_20241222-181835.jpg

Screenshot_20241222-181028.jpg

Screenshot_20241222-182038.jpg

Screenshot_20241222-232702.jpg

বাজারের পথে যেতে যেতে আপনি অনেক সুন্দর একটি ভিডিও গ্রাফি ধারণ করেছেন। পড়ন্ত বিকেলের ডুবোডুবু মুহূর্তে মাঠে চরা মহিষের পালের ভিডিওগ্রাফিটি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ ভাই অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

বামুন্দি বাজারে কেনাকার উদ্দেশ্যে যাওয়া পথে মহিষের চমৎকার সুন্দর ভিডিও ধারণ করেছেন ভাইয়া।আমি কখনো এক সাথে এতো গুলো মহিষ দেখিনি আজকে আপনার পোস্টের মাধ্যমে দেখার সুযোগ পেলাম। আপনার মহিষের ভিডিওটি অসাধারণ সুন্দর হয়েছে। হাইওয়ে রোডে উঠে ফোন বন্ধ করেছেন জেনে ভালো লাগলো কারণ ঝুঁকি নিয়ে ভিডিওগ্রাফি ধারণা করার প্রশ্নই ওঠে না।ধন্যবাদ আপনাকে সুন্দর ভিডিওটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

হ্যাঁ আপু উপস্থিত সামনে পেয়ে ভিডিও ধারণ করেছিলাম