লেভেল ওয়ান হতে আমার অর্জন - By @supriyalama03

in hive-129948 •  last year 

"আমার বাংলা ব্লগ"

"লেভেল ওয়ান হতে আমার অর্জন "- By @supriyalama03


নমস্কার আমি @supriyalama03 , "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন ভেরিফাইড গেস্ট ব্লগার। ২.১২.২০২৩ তারিখে ভারতীয় সময় ২:৩০ মিনিটে @abb-school এর তরফ থেকে লেভেল ১ এর ক্লাস অনুষ্ঠিত হয় । যেখানে আমি একজন ছাত্র হিসেবে স্থান পায় । আমাদের সকলের প্রিয় প্রফেসর @ayrinbd , আমাদের লেভেল ১ এর ক্লাস নিয়েছিলেন । আমি খুব খুশি এরকম একজন প্রফেসরের কাছে ক্লাস করে, তিনি খুব সহজভাবেই আমাদের সমস্ত বিষয়ে ধারণা দিয়েছিলেন এছাড়াও যে সমস্ত ছাত্র-ছাত্রীদের কোন প্রশ্ন ছিল তা পুনরায় আবার উত্তর দিয়েছিলেন, এবং আমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করেছিলেন ।কমিউনিটির সমস্ত মডারেটর এবং এডমিন এবং আমাদের সকলের প্রিয় প্রফেসর @ayrinbd এর কাছে আমি কৃতজ্ঞ আমাকে এত সুযোগ করে দেবার জন্য ।


20231202_163835_0000.png

Designed By Canva

লেভেল ওয়ান হতে আমি যে বিষয়গুলোর জ্ঞান অর্জন করেছি তা হল -

👉অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং স্টিমিটের পার্থক্য
👉ব্লকচেইন এর প্রাথমিক ধারণা
👉পোস্ট করার নিয়ম
👉আপভোট, ডাউনভোট ও রিস্টিম
👉পে-আউট , রিওয়ার্ড
👉কপিরাইট
👉ফলো, আনফলো ও কমেন্ট
👉স্প্যামিং কনটেন্ট
👉এবিউজ
👉প্লাগিয়ারিজম
👉রি-রাইট
👉তিনটি ওয়েবসাইটের নাম , যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়
👉পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
👉আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?
👉একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?
👉প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]



অন্যান্য সোশ্যাল মিডিয়া এবং স্টিমিটের পার্থক্য :

ফেসবুক,টুইটার ,ইনস্টাগ্রাম এর মত যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম রয়েছে সে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হল কোন এক গ্রুপ বা সংস্থার অধীনস্থ মালিকাধীন কিন্তু স্টিমিট হল ডিসেন্ট্রালাইজড একটি ব্লগিং প্ল্যাটফর্ম। অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা যে সময় ব্যয় করি তার জন্য সেগুলি আরো বেশি পপুলার হয়ে উঠছে এবং সেখান থেকে যেই প্রফিট তৈরি হচ্ছে সেটা সম্পূর্ণ সেই কোম্পানির মালিক লাভবান হচ্ছে কিন্তু স্টিমিট যেহেতু ডিসেন্ট্রালাইজড একটি ব্লগিং প্লাটফর্ম তাই এখানে যে সমস্ত ইউজাররা কোন পোস্ট লিখছে কিংবা কোন আপ ভোট দিচ্ছে কিংবা কমেন্ট করছে তা থেকে তারা রিওয়ার্ড পাচ্ছে। যেহেতু স্টিমিট একটি ব্লকচেন দ্বারা নির্মিত প্ল্যাটফর্ম তাই এখানে ইউজাররা ক্রিপ্টোকারেন্সি দ্বারা পেমেন্ট পায় যা হলো এস বি ডি এবং স্টিম এই দুটি ক্রিপ্টোকারেন্সিতে

ব্লকচেইন এর প্রাথমিক ধারণা :

Steemit প্ল্যাটফর্ম এ যে সমস্ত পোস্ট আমরা লিখছি বা কোন রকমের কমেন্ট করছি বা ভোট দিচ্ছি সে সমস্ত আমাদের কার্যকলাপ গুলো লেজার রেকর্ড দ্বারা ডাটাবেসে সঞ্চয় থাকছে। যে লেজার দ্বারা কাজটি হচ্ছে সেটাই হলো blockchain। এটি হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রলাইজড , এখানে সমস্ত ট্রান্সলেশন গুলো সবাই দেখতে পাবে।

পোস্ট করার নিয়ম :

Steemit প্লাটফর্মে এ পোস্ট লেখার জন্য কিছু নিয়ম আছে যা নিচে চিত্র দ্বারা উল্লেখ করা হলো :


InShot_20231203_120453802.jpg

১) যেখানে পেন এর চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে পোস্ট লেখা শুরু করতে হবে ।
২) আমরা যে কমিউনিটিতে আমাদের পোস্টটি লিখতে চায়, এখানে ক্লিক করে সে কমিউনিটি সিলেক্ট করতে হবে।
৩) পোস্টভিত্তিক উপযুক্ত টাইটেল এখানে লিখতে হবে যেটা ২৫৫ টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
৪) ব্লগ লেখার জন্য এই সম্পূর্ণ জায়গাটি রয়েছে । এখানে ব্লগের মূল বিষয়বস্তু যা রয়েছে যেটা আমরা লিখতে চাই সেটা এখানে লিখতে হবে । চাইলে আমরা এখানে লেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি আপলোড দিতে পারি । অবশ্যই সম্পূর্ণ লেখাটি ৬৫৫৩৬ টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে।
৫) এখানে আমরা পোস্ট ভিত্তিক উপযুক্ত ট্যাগ দিতে পারি । কমিউনিটিতে লিখলে সর্বোচ্চ সাতটি ট্যাগ আমরা দিতে পারি। এবং নিজের ব্লগে লিখলে আটটি ট্যাগ দিতে পারি। ট্যাগগুলো অবশ্যই ইংলিশে লিখতে হবে । ট্যাগগুলি অবশ্যই সমস্ত ছোট হাতের হতে হবে। এছাড়াও যদি পোস্টটি nsfw ( not safe for work) হয় তাহলে nsfw ট্যাগ দিতে হবে ।
৬) এখান থেকে আমরা পোস্টটির বেনিফিশিয়ারি সেট করতে পারি। যেমন আমার এই পোস্টটির বেনিফিশিয়ারি ১০% হল সাইফক্স এবং ৫% হল এবিবি স্কুল। তাই আমি এদুটো সেট করব। এছাড়াও এখানে আমরা রিভার্সের পেমেন্ট কিভাবে নিতে চাই সেটাও উল্লেখ করতে পারি।
৭) এখানে আমরা দেখতে পারবো কিভাবে পাবলিশ হওয়ার পর আমাদের ব্লগটি দেখতে লাগে ।
৮) এই পোস্ট লেখা বাটনে ক্লিক করলে আমাদের ব্লগটি পাবলিশ হয়ে যাবে।

উপরোক্ত প্রত্যেকটি ধাপ অনুসরণ করে আমরা একটি সুন্দর পোস্ট লিখতে পারি।

আপভোট, ডাউনভোট ও রিস্টিম :

অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এর মত এখানে যদি আমাদের কোন পোস্ট ভালো লেগে থাকে তাহলে যেমন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমরা লাইক দিই সেরকম এখানে আপ ভোট দিতে পারব। এছাড়া যদি কোন পোস্ট খারাপ লাগে তাহলে আমরা সেখানে ডাউনভোট দিতে পারব। এছাড়াও বাকি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মতো এখানেও শেয়ারের অপশন রয়েছে যা রিস্টিম নামে পরিচিত । রিস্টিম এর মাধ্যমে আমরা যেকোনো পোস্ট শেয়ার দিতে পারি।

পে-আউট , রিওয়ার্ড:

এখানে আমাদের পোস্ট যদি আপভোট পাই অথবা কোন কমেন্টে যদি আপ ভোট পায় তাহলে সেখান থেকে আমরা রিওয়ার্ড পাব ক্রিপ্টো কারেন্সিতে এসবিডি এবং স্টিম এ দুটো কারেন্সিতে । আর এই সমস্ত রেওয়ার্ড গুলি আমরা সাতদিন পর তার পে আউট পাব । সাতদিনের আগে দেখানো কোন রিওয়ার্ড আমাদের হয় না। ৭ দিন পর সেটি আমাদের ওয়ালেটে চলে আসে এবং সেটিকে আমাদের ক্লেম করতে হয়।

কপিরাইট:

কপিরাইট বলতে বোঝায় কোন কিছুর উপরে অধিকার অর্থাৎ আমরা যে সমস্ত ফটো গুগল থেকে ডাউনলোড করে থাকি তা ৯৯ % কপিরাইট ছবি। অর্থাৎ এই ছবির উপরে কারোর অধিকার রয়েছে। এ সমস্ত ছবি যদি আমরা আমাদের ব্লগে ব্যবহার করি তাহলে সেটি কপিরাইট আইনের অধীনে পড়বে। এবং এটা সম্পূর্ণভাবেই নিষিদ্ধ ব্যবহার করা। যেহেতু এটি একটি পেমেন্ট সিস্টেমের প্ল্যাটফর্ম অর্থাৎ এখান থেকে আমরা লিখে অর্থ উপার্জন করতে পারি, তাই এখানে কপিরাইট যুক্ত কোন ভিডিও লেখা বা ছবি আমরা ব্যবহার করতে পারব না।এছাড়াও বিভিন্ন ভিডিও বা কোন লেখার উপরেও কপিরাইট থাকতে পারে। যেগুলো তাদের অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত অপরাধ।

ফলো, আনফলো ও কমেন্ট:

যে সমস্ত পোস্ট আমাদের ভালো লাগবে সে সমস্ত লেখকদের আমরা ফলো করতে পারি যার ফলে তাদের নতুন নতুন আপডেট আমরা আমাদের ওয়ালে দেখতে পারব। এছাড়াও ফলোর মতো আমরা যদি কাউকে আনফলো করতে পারব। যদি আমাদের কোন পোস্ট ভালো লেগে থাকে তাহলে আমরা সেখানে উপযুক্ত কিছু কমেন্ট লিখতে পারি।

স্প্যামিং কনটেন্ট:

স্প্যামিং কনটেন্ট বিভিন্ন রকম হতে পারে যেমন আমরা যদি আমাদের নিজের লেখা বারবার বিভিন্নভাবে ঘুরিয়ে পেচিয়ে পোস্ট করতে থাকি তাহলে সেটা স্পামিং কনটেন্ট রূপে গণ্য হবে এছাড়াও আমরা যদি কারোর পোস্ট এ কমেন্ট করতে গিয়ে অতি সামান্য কিছু কমেন্ট করি যেমন খুব দারুন হয়েছে বা খুব সুন্দর এ ধরনের ছোট ছোট কমেন্টেও স্প্যামিং কনটেন্ট বলে গণ্য হবে। কারোর অনুমতিতে যদি আমরা অযথা কাউকে ট্যাগ করতে থাকি বারবার তাহলে সেটা স্প্যানিং কন্টেন হিসাবে গণ্য হবে।

এবিউজ :

বিভিন্ন কপিরাইট কোনোকিছু ব্যবহার করা অথবা প্লাগারিজম করলেও এটি একটি এবিউজ কার্যকলাপ । এছাড়াও কারোর পোস্টে যদি আমরা কোন খারাপ মন্তব্য করি তাহলে সেটিও এ একই অন্তর্ভুক্ত হবে। অন্যের লেখাকে নিজের বলে চালিয়ে দেওয়া অর্থাৎ নিজের স্বার্থে নিজের বেনিফিটের জন্য যদি আমরা কোন লেখাকে নিজের বলে ব্যবহার করি তাহলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে।

প্লাগিয়ারিজম:

এটি লেখার ক্ষেত্রে অনেকটা কার্যকরী। আমরা যদি অন্য কোন ওয়েবসাইট থেকে কারোর লেখা চুরি করে এখানে পোস্ট করি। নিজের স্বার্থে তাহলে সেটি প্লাগারিজমের অন্তর্গত হবে। এছাড়া আমরা যদি অন্য কোন ভাষায় লিখিত কোন পোস্ট ট্রান্সলেট করে নিজের বলে চালিয়ে দিই সেটাও একটি দণ্ডনীয় অপরাধ। এ সমস্ত বিষয়গুলোকে প্লাগারিজম বলে।

রি-রাইট:

রি রাইট বলতে বোঝায় কারোর কোন লেখাকে সম্পূর্ণভাবে হুবহু না করে নিজের ভাষায় লেখা। আমরা যদি কোন বই পড়ে থাকি অথবা কোন ওয়েবসাইট থেকে কোন তথ্য সংগ্রহ করি এবং সেটা এই প্লাটফর্মে এসে নিজের ভাষায় গুছিয়ে লিখি তাহলে সেটা রি রাইট কনটেন্ট হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে কন্টেন্টের ৭৫ শতাংশ যেন নিজের হয় আর বাকি ২৫% সোর্স থেকে নেওয়া হয়। এবং অবশ্যই যে সমস্ত জায়গা থেকে তথ্য গ্রহণ করা হয়েছে সেগুলোর যথাযথ উল্লেখ করতে হবে।

তিনটি ওয়েবসাইটের নাম , যেখানে থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায়:

pixabay
Pexels
FreeImages

পোস্ট করার সময় ট্যাগ কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?

পোস্ট করার সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যেন সঠিক উপযুক্ত ট্যাগ ব্যবহার করি। ধরা যাক আমরা কোন রেসিপি পোস্ট করছি তাহলে সেখানে অবশ্যই আমাদের রেসিপি সংক্রান্ত কোনো ট্যাগ দিতে হবে যেমন recipe, cooking ইত্যাদি। এছাড়াও যদি আমরা ফটোগ্রাফি অথবা ট্রাভেলের কোন পোস্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন ফটোগ্রাফি রিলেটেড কোন ট্যাগ ব্যবহার করি এছাড়াও ট্রাভেল করলে সেখানে ট্রাভেল সংক্রান্ত কোনো ট্যাগ অর্থাৎ যেখানে ঘুরতে গেছি সেখানকার নাম এই সমস্ত ট্যাগ ব্যবহার করতে পারি। ট্যাগ ব্যবহার করলে একটা সুবিধা আমাদের পোস্টগুলি যে বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে সেটা সম্পূর্ণ একটি ডিভিশনে ভাগ হয়ে যাবে যার ফলে আমরা খুব সহজেই শুধুমাত্র ট্যাগ ব্যবহার করে আমাদের পোস্টগুলি দেখতে পারবো এবং খুব সহজেই সেগুলি দর্শকরা খুঁজতে পারবে।

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ?

ধর্মীয় বিদ্বেষমূলক কোনো পোস্ট ,চাইল্ড পর্নোগ্রাফইক, নারী বিদ্বেষমমূলক ও নারী নির্যাতনমূলক যে কোনো ধরণের পোস্ট , বর্ণবৈষ্যমের , কোনো ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞাসূচক কোনো পোস্ট ,রাজনৈতিক , অবৈজ্ঞানিক, মিথ্যা গুজব, কুসংস্কার সমর্থন , পশু-পাখি নির্যাতনমূলক কোনো পোস্ট, ছবি বা ভিডিও শেয়ার করা যাবে না । NSFW ট্যাগ ছাড়া কোনো ধরনের অশ্লীল, যৌনতা বিষয়ক পোস্ট ,যে কোনো ধরণের অপরাধকে সমর্থন করে এমন যে কোনো পোস্ট এখানে করা যাবে না ।

একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়?

কোন পোস্টে ১০০টি শব্দের কম শব্দ ব্যবহার করলে অথবা একটিমাত্র ফটো ব্যবহার করলে সেটি ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য হয়।

প্রতি ২৪ ঘন্টায় একজন ব্লগার সর্বোচ্চ কতটি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা ব্লগ কমিউনিটিতে]

মোট তিনটি পোস্ট করতে পারবে।


সমাপ্তি



20231127_185442.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

image.png