এসো নিজে করি( ডিজিটাল আর্ট) অটাম সেল ফ্লায়ার ডিজাইন ।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী "আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। পুরো বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে সকলেই পরিবার নিয়ে সুস্থ ও নিরাপদ আছেন এই আশাই রাখছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



PBCK7O1.png



শীতের মৌসুম কমবেশি সবখানেই শুরু হয়ে গিয়েছে। নর্থ আমেরিকার ওইদিকে গ্রীষ্ম এবং শীতকালীন এর মধ্যবর্তী সময় টিকে বলা হয়ে থাকে অটাম । এ সময়ে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসে এবং গাছের পাতা লাল রং ধারণ করে ঝরতে শুরু করে। এই অটাম কে কেন্দ্র করে তখন চলতে থাকে বিভিন্ন উৎসব ও আয়োজন। আজকে আমরা এমনই একটি অটাম সেল এর ফ্লায়ার ডিজাইন করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি।

ব্যবহৃত সফটওয়্যারইঙ্কস্কেপ


কাজের বর্ণনাঃ



1.png

প্রথমে আমরা সাইজ অনুযায়ী আর্টবোর্ড টি সেটআপ করব এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো এবং নেভিবুলুর গ্রেডিয়েন্ট ব্যবহার করব।

2.png

এবার আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট সেপ ব্যবহার করব এখানে।

3.png

এখন আমরা কিছু ফ্লাওয়ার গ্রাফিক্স ব্যবহার করব এটিকে ডেকোরেশনের জন্য। এবং এই ফুলগুলো আমরা নিচের দিকে এবং ডান সাইডে বসিয়ে দিব। বাম সাইড টা আমরা ফাঁকা রাখবো টেক্সট কনটেন্ট বসাবার জন্য।

4.png

এখন হালকা পরিমাণে কিছু ছোট ছোট ডট ব্যবহার করব।

6.png

এবার বাম সাইডে একটি বৃত্ত নিয়ে নিবো এবং উপরের দিকে একটি রিবন তৈরি করব ।

7.png

এখনই বৃত্তের চারপাশে বর্ডার এর মতন করে কিছুই সার্কেল তৈরি করে নিব।

8.png

এবারের বৃত্তের নিচের দিকে কিছু পাতা বসিয়ে দিব যাতে করে এটিকে ফাঁকা ফাঁকা না লাগে।

9.png

এখন শুধু টেক্সট কনটেন্ট গুলো লেখার পালা।


psd-wall-poster-mockup.png

ফাইনাল ডিজাইনঃ



অটাম সেল ফ্লায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন আমাকে। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবার সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif

এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  • বাহ, ভাই একদম প্রফেশনাল ভাবে ফটোশপের টুল গুলো ব্যবহার করে আমাদের মাঝে ডিজিটাল একটি আর্ট শেয়ার করেছেন। আপনার কাজটি প্রশংসা করতে হচ্ছে আপনি অসাধারণ গ্রাফিক্সের কাজ জানেন, অনেক ধন্যবাদ ভাই এমন একটি সৃষ্টিশীল পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এধরনের মতামতই আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে।

অসাধারণ আপনার ডিজিটাল আর্টের কাজগুলো।যা আমাকে মুগ্ধ করে ।খুবই সুন্দর হয়েছে এই ডিজাইনটিও ।

ভাইয়া একটি কথা জানতে ইচ্ছে করছে---আপনি যে ডিজাইন তৈরি করেন সেগুলি কি কম্পিউটার থেকে বের করে ফ্রেমে রেখে দেওয়া যায় ?যাতে সুন্দর ছবিটির উপর সত্যিকারের হাত দিয়ে দেখা যাবে।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।

জি আপু এগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করা যায় কিন্তু সে ক্ষেত্রে প্রিন্ট এবল ফাইলটা দরকার পড়ে। আপনি কোন ডিজাইন প্রিন্ট করতে চাইলে আমি আপনাকে প্রিন্ট এবল ফাইলটা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু, জানতে পেরে খুশি হলাম যে আমার ডিজাইন গুলা আপনার ভালো লাগে।

ভাইয়া, আমি তো এগুলোর কিছুই জানি না।তবে ডিজাইনগুলি বেশ ভালো তাই জানতে ইচ্ছে করছিল।