আসসালামু আলাইকুম বন্ধুরা
বাংলা ভাষাভাষী "আমার বাংলা ব্লগ" এর সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। পুরো বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে সকলেই পরিবার নিয়ে সুস্থ ও নিরাপদ আছেন এই আশাই রাখছি। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
শীতের মৌসুম কমবেশি সবখানেই শুরু হয়ে গিয়েছে। নর্থ আমেরিকার ওইদিকে গ্রীষ্ম এবং শীতকালীন এর মধ্যবর্তী সময় টিকে বলা হয়ে থাকে অটাম । এ সময়ে তাপমাত্রা কিছুটা সহনীয় পর্যায়ে নেমে আসে এবং গাছের পাতা লাল রং ধারণ করে ঝরতে শুরু করে। এই অটাম কে কেন্দ্র করে তখন চলতে থাকে বিভিন্ন উৎসব ও আয়োজন। আজকে আমরা এমনই একটি অটাম সেল এর ফ্লায়ার ডিজাইন করব। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি।
ব্যবহৃত সফটওয়্যার | ইঙ্কস্কেপ |
---|
কাজের বর্ণনাঃ
প্রথমে আমরা সাইজ অনুযায়ী আর্টবোর্ড টি সেটআপ করব এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে কালো এবং নেভিবুলুর গ্রেডিয়েন্ট ব্যবহার করব।
এবার আমরা কিছু অ্যাবস্ট্রাক্ট সেপ ব্যবহার করব এখানে।
এখন আমরা কিছু ফ্লাওয়ার গ্রাফিক্স ব্যবহার করব এটিকে ডেকোরেশনের জন্য। এবং এই ফুলগুলো আমরা নিচের দিকে এবং ডান সাইডে বসিয়ে দিব। বাম সাইড টা আমরা ফাঁকা রাখবো টেক্সট কনটেন্ট বসাবার জন্য।
এখন হালকা পরিমাণে কিছু ছোট ছোট ডট ব্যবহার করব।
এবার বাম সাইডে একটি বৃত্ত নিয়ে নিবো এবং উপরের দিকে একটি রিবন তৈরি করব ।
এখনই বৃত্তের চারপাশে বর্ডার এর মতন করে কিছুই সার্কেল তৈরি করে নিব।
এবারের বৃত্তের নিচের দিকে কিছু পাতা বসিয়ে দিব যাতে করে এটিকে ফাঁকা ফাঁকা না লাগে।
এখন শুধু টেক্সট কনটেন্ট গুলো লেখার পালা।
ফাইনাল ডিজাইনঃ
অটাম সেল ফ্লায়ারটি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন আমাকে। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবার সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি মন্তব্য করেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাদের এধরনের মতামতই আমাকে অনুপ্রাণিত করে নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ আপনার ডিজিটাল আর্টের কাজগুলো।যা আমাকে মুগ্ধ করে ।খুবই সুন্দর হয়েছে এই ডিজাইনটিও ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু এগুলো কম্পিউটার থেকে প্রিন্ট করে বের করা যায় কিন্তু সে ক্ষেত্রে প্রিন্ট এবল ফাইলটা দরকার পড়ে। আপনি কোন ডিজাইন প্রিন্ট করতে চাইলে আমি আপনাকে প্রিন্ট এবল ফাইলটা দিতে পারি। অসংখ্য ধন্যবাদ আপু, জানতে পেরে খুশি হলাম যে আমার ডিজাইন গুলা আপনার ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, আমি তো এগুলোর কিছুই জানি না।তবে ডিজাইনগুলি বেশ ভালো তাই জানতে ইচ্ছে করছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit