DIY ||এসো নিজে করি( ডিজিটাল আর্ট) আইডি কার্ড ডিজাইন।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।


20_April_06.png

আজ আমি একটি প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন করছি। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের একটি আইডি কার্ডের প্রয়োজন পড়ে। সেটা হতে পারে স্কুল-কলেজে, অফিসে বা বিভিন্ন সেমিনারের জন্য আইডি কার্ডের প্রয়োজন পড়ে। এমনই একটি আইডি কার্ডের ডিজাইন প্রক্রিয়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি তাহলে।

ব্যবহৃত সফটওয়্যার ফটোপিয়া

down.png

কাজের বর্ণনা:

up.png

🀄ধাপ ১🀄


1.PNG
প্রথমে আইডি কার্ডের সাইজ অনুযায়ী আর্টবোর্ড নিবো এবং ব্লিড এরিয়া সহ মার্জিন টেনে নিব।

🀄ধাপ ২🀄


2.PNG
ব্যাকগ্রাউন্ড কালার সাদা সিলেক্ট করব এবং রেক্টাঙ্গুলার টুলের সাহায্যে একটি আয়তোকার সেপ তৈরি করব।

🀄ধাপ ৩🀄


3.1.PNG

3.2.PNG
আবারো একটি আয়তাকার সেপ নিব এবং ডাইরেক্ট সিলেকশন টুল এর সাহায্যে এটির উপরের কর্নার দুটিকে ভেতরের দিকে এবং নিচের কর্নার দুটিকে বাহিরের দিকে টেনে দিব।

🀄ধাপ ৪🀄


4.PNG
এবারে একই সেপটিকে আরেকটি কপি করে নিচের দিকে রোটেট করে দিব।

🀄ধাপ ৫🀄


5.PNG
এবার সবকটি সেপ কে একত্রিত করলে নিচের অংশের ডিজাইন টি কমপ্লিট হয়ে যাবে।

🀄ধাপ ৬🀄


6.1.PNG

6.2.PNG
এখন উপরের অংশের ডিজাইনিং শুরু করব। রেক্টাঙ্গুলার টুলের সাহায্যে দুটি আয়তক্ষেত্র নিয়ে এদেরকে একটু অ্যাঙ্গেল করে পাশাপাশি বসাবো।

🀄ধাপ ৭🀄


7.PNG
বামপাশের আয়তোকার সেপটির উপরে আরো কয়েকটি আয়তোকার সেপ বসাবো।

🀄ধাপ ৮🀄


8.PNG
একইভাবে বামপাশের সেপটির উপরেও আরো কয়েকটি লেয়ার বসাবো।

🀄ধাপ ৯🀄


9.PNG

image source

ডিজাইনিং এর এলিমেন্ট গুলো তৈরি শেষ এবার প্রফাইল ইমেজ এবং একটি ডামি লোগো বসাবো।

🀄ধাপ ১০🀄


10.PNG
এখন শুধু আইডি কার্ডের প্রয়োজনে ইনফরমেশনগুলো লিখে দিব।


M011T014_IDCard_03.png

ফাইনাল ডিজাইন ।



আইডি কার্ডের ডিজাইন প্রক্রিয়াটি আপনাদের কাছে কেমন লাগলো তা মতামতের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাকে উৎসাহিত করে নতুন নতুন আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে।আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48K.png

3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeF5StuMqDPqgYjRhUxqFbXTvH2r2mDgNbWweA4YGBo825oLh4oqEqeynn5EZL11LdCrppngkM.gif


45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48K.png

সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।
@svshuvo

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাহ ভাই আপনি অনেক সুন্দর গ্রাফিক্সের কাজ জানেন তো।‌‌ ডিজিটাল আর্ট বর্তমানে অনেক গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি ডিজাইন যা আমাদের সবারই জানা উচিত। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে ফটোপিয়া সফটওয়ারের টুলগুলো ইউজ করে অসাধারণ একটি ডিজিটাল আর্ট দেখিয়েছেন । আপনার জন্য শুভকামনা রইল।

  ·  3 years ago (edited)

ঠিকই বলেছেন আপনি ডিজিটাল আর্ট খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে। চেষ্টা করি ভালো মানের কিছু গ্রাফিক্সের কাজ কমিউনিটিতে উপস্থাপনের। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটি মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে ভাই আপনার আইডি কার্ড ডিজাইনটি । আপনি অনেক সুন্দর ডিজিটাল আর্ট পারেন । আপনার ধাপে ধাপে বর্ণনা গুলো ও সুন্দর হয়ে । এত সুন্দর হয়েছে যে , খুব সহজেই অজানা ব্যক্তি শিখে যাবে । ধন্যবাদ আপনাকে ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যটির জন্য।

এই কাজগুলো করতে অনেক দক্ষতার প্রয়োজন হয়।আপনি নিজের দক্ষতা খাটিয়ে ডিজিটাল আইডি কার্ড ডিজাইন করেছেন। অনেক ভালোলাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া এভাবে নতুন কাজের প্রতি অনুপ্রাণিত করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারণ একটি আইডি কার্ড তৈরি করেছেন ভাইয়া। আসলে গ্রাফিক্সের কাজ আমি তেমন পারিনা ।গ্রাফিক্সের কাজ নাকি অনেক কঠিন তা সত্ত্বেও আপনি খুব সুন্দর ভাবে এটি তৈরি করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া, একটু কঠিন হলেও করতে বেশ মজার আছে গ্রাফিক্সের কাজ। চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

অসাধারণ হয়েছে আপনার আইডি কার্ড ডিজাইন টি। আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে এটি। খুব সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনি আমাদের মাঝে এটি শেয়ার করেছেন। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ভাই।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার কাছে আমার আইডি কার্ডের ডিজাইনটা ভাল লেগেছে শুনে অনেক খুশি হলাম।

প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ডিজাইনটি খুব সুন্দর হয়েছে। এটা আমাদের জীবন অনেক সময় প্রয়োজন পড়ে থাকে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

ভাইয়া আপনার ডিজিটাল কার্ড টি খুব সুন্দর হয়েছে। দেখে বোঝা যাচ্ছে আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ অনেক ভালো পারে। আপনি কার্ড তৈরীর প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন ।আপনার পোষ্টের উপস্থাপনা অনেক সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

কিছুদিন আগে আমি আমার কর্মস্থলে আইডি কার্ড ডিজাইন করার একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবং সেখানে খুব সুন্দর সুন্দর কিছু আইডি কার্ড এর ডিজাইন জমা পড়েছিল যেখান থেকে প্রথমে দশটি তারপরে পাঁচটি এবং সর্বশেষ তিনটি আইডি কার্ডের ডিজাইন আমরা মনোনীত করেছিলাম। আপনার কার্ডটি অবশ্যই ৩ মধ্যে থাকতো। খুব সুন্দর হয়েছে এবং ধন্যবাদ শেয়ার করার জন্য

অত্যন্ত আনন্দিত হলাম ভাইয়া এটা জানতে পেরে যে আপনার কাছে আমার আইডি কার্ডের ডিজাইন টি ভালো লেগেছে এবং আপনি এটাকে টপ ৩ এর মধ্য হিসেবে বিবেচনা করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। চেষ্টা করব আগামীতেও ভালো কিছু ডিজাইন কমিউনিটিতে উপস্থাপনের। দোয়া রাখবেন।

ডিজিটাল আর্টি আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে ডিজিটাল আর্টটি করেছেন। আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লেগেছে। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করার জন্য।

আপনার এই ডিজিটাল আর্ট করা গুলো আমার খুব সুন্দর লাগে।
এভাবেই সুন্দর সুন্দর কাজের মাধ্যমে সামনে এগিয়ে যান।

ধন্যবাদ আপু, আমার আর্ট গুলো আপনার ভাল লাগে যেন খুবই খুশি হলাম। চেষ্টা করব এভাবেই ভালো মানের ডিজাইন আপনাদের মাঝে উপস্থাপনের।