আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
আজকে আমি রিয়েল এস্টেট কোম্পানির জন্য একটি সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করছি। এই ব্যানার টিতে বাড়ির বিভিন্ন ফ্যাসিলিটিজ গুলো উল্লেখ করা থাকবে এবং কোম্পানির সাথে যোগাযোগের প্রয়োজন ইনফর্মেশন দেয়া থাকবে এখানে। শুরু করছি তাহলে আজকের ব্যানার ডিজাইন টি।
প্রথমে আমরা স্কয়ার সাইজের একটি আর্টবোর্ড সেটআপ করে চারদিকে প্রয়োজনীয় মার্জিন গুলো বসিয়ে দিব।
এর পরে আমরা একটি বাড়ির ইমেজ উপরের ডান কর্নারে বসাবো।
এরপর একটি গ্রেডিয়েন্ট লেয়ার নিয়ে সম্পূর্ণা আর্টবোর্ড কভার করে দিব ইমেজ সহ।
এরপর এই লেয়ারটিকে মাস্ক করে দিব এবং ব্রাশ টুল এর সাহায্যে অপাচিটি ১০ পার্সেন্ট সিলেক্ট করে ইমেজের অংশটুকু মুছে দিবো। ফলে ইমেজটি ভিজিবল হয়ে যাবে উপরে।
এখন একটি রেক্টাঙ্গুলার সেপ নিব এবং বাম সাইড এর উপরের কর্নারটিকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেট করব। এরপর কর্নার লেডিস বাড়িয়ে এটিকে গোল করে দিব।
এই সেপটিকে দুটি কপি করে নিচের দিকে বসিয়ে দিব।
এখন আমরা প্রয়োজনীয় আইকনগুলোকে এক এক করে বসিয়ে দিব।
ব্যানারের ডিজাইন টি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু প্রয়োজনীয় টেক্সট ইনফরমেশন গুলো কে লিখে দিলেই রিয়েল এস্টেট ব্যবসার ব্যানার টি সম্পন্ন হয়ে যাবে।
রিয়েল এস্টেট ব্যবসার জন্য সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন টি আপনাদের কেমন লাগলো তা মতামতের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে নতুন কাজের প্রতি।আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।
ডিজিটাল আর্টের জন্য আমি যেসব ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি
Machine | Ryzen 5 pc |
---|---|
Software | Inkscape |
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।
@svshuvo
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।
@svshuvo
আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্টটি তৈরি করেছেন। আসলে এখন ডিজিটাল আর্টটি সবাই করতে পারে না। সেটা করতে হলে প্রশিক্ষণ লাগে। তবে আপনার ডিজিটাল আর্টটি দক্ষতা সহকারে তৈরি করেছেন। ধাপগুলোও অনেক সুন্দর ভাবে দিয়েছেন। আপনার জন্য শুভ কামনা রইলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি এই ধরনের কাজে বেশ পারদর্শী।ব্যানার এর ডিজাইনটি অনেক সুন্দর হয়েছে।ধাপে ধাপে খুব সুন্দরভাবে ডিজাইন করার পদ্ধতি গুলো দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit