নটি বিনোদিনী ও স্টার থিয়েটার

in hive-129948 •  3 days ago 

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।

17355863350332832453357533693595.jpg

Image extracted from pixabay.com


নটি বিনোদিনী, যিনি বাংলা মঞ্চনাটকের ইতিহাসে এক অবিস্মরণীয় চরিত্র তার জীবন ছিল সংগ্রাম এবং সৃষ্টির এক অপূর্ব মিশেল।তিনি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত স্টার থিয়েটারের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন এবং এর সাফল্যে অসামান্য ভূমিকা রেখেছিলেন।গিরিশচন্দ্র ঘোষ, তৎকালীন বাংলা নাট্য জগতের অগ্রণী ব্যক্তিত্ব, স্টার থিয়েটার প্রতিষ্ঠার জন্য বিনোদিনীর প্রতিভা, খ্যাতি এবং শ্রমকে ব্যবহার করেন। বিনোদিনী শুধু থিয়েটারের জন্য অর্থ সংগ্রহেই সাহায্য করেননি, তিনি "চৈতন্যলীলা"-র মতো সফল নাটকে বিষ্ণুপ্রিয়া চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।তার অভিনয়শৈলী, কণ্ঠ এবং চরিত্রে গভীরতার কারণে স্টার থিয়েটার তৎকালীন সময়ে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল।

তবে স্টার থিয়েটার প্রতিষ্ঠার পেছনে বিনোদিনীর এই অসাধারণ অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি।গিরিশচন্দ্র ঘোষ এবং অন্যান্য অংশীদাররা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে থিয়েটারটি তার নামে নিবন্ধিত হবে কারণ থিয়েটার প্রতিষ্ঠার মূল অনুপ্রেরণা এবং সহায়তা তার থেকেই এসেছিল।কিন্তু এই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি।তৎকালীন সমাজব্যবস্থার কারণে যেখানে একজন নটী হিসেবে বিনোদিনীর সামাজিক মর্যাদা নিতান্তই নগণ্য ছিল,থিয়েটারের মালিকানা তাকে দেওয়ার বিষয়টি উচ্চশ্রেণির মানুষদের দ্বারা তীব্রভাবে বিরোধিত হয়। গিরিশচন্দ্র ঘোষ,যিনি একদিকে একজন নাট্যব্যক্তিত্ব হিসেবে বিনোদিনীর প্রতিভার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন,অন্যদিকে সমাজের চাপে নতি স্বীকার করেন।ফলে স্টার থিয়েটার অন্যের নামে নিবন্ধিত হয় এবং বিনোদিনী তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।

এই প্রতারণা এবং সামাজিক অবজ্ঞা বিনোদিনীর জীবনে গভীর প্রভাব ফেলে।তিনি ভীষণভাবে মানসিক আঘাত পান এবং ধীরে ধীরে নাট্যজগৎ থেকে নিজেকে সরিয়ে নেন।বিনোদিনী তার আত্মজীবনী "আমার কথা"-তে এই প্রতারণা এবং তার জীবনের নানা দিক সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন।তার লেখনীতে ফুটে উঠেছে একজন নারীর সংগ্রাম যার প্রতিভা এবং শ্রমকে ব্যবহার করা হলেও সমাজ তাকে মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে।স্টার থিয়েটারের সঙ্গে জড়িত এই ঘটনা শুধু বিনোদিনীর জীবনের একটি তিক্ত অধ্যায় নয়,এটি তৎকালীন সমাজব্যবস্থার নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং অবিচারের একটি প্রতিফলন।

বিনোদিনীর জীবনের এই ঘটনার গুরুত্ব অপরিসীম।তিনি একদিকে বাংলা মঞ্চনাটককে সমৃদ্ধ করেছিলেন,অন্যদিকে তার জীবনের প্রতি অন্যায় তাকে একজন সংগ্রামী নারী এবং সমাজের দ্বিচারিতার প্রতীক করে তুলেছে। স্টার থিয়েটার তাকে ধোঁকা দিয়েছিল।কিন্তু তার অবদান এবং স্মৃতি বাংলা নাট্যজগতে চিরকাল অমলিন থাকবে।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.174934939485558 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

নটি বিনোদিনী সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম।যদিও থিয়েটারের কদর বেশ কমেছে বর্তমানে।তবে এককালে এর জনপ্রিয়তা মানুষের জীবনের চরিত্রকে বদলে দিতে সাহায্য করেছে।অনেক সুন্দর ব্যাখ্যা করেছো,ধন্যবাদ বৌদি।

নটী বিনোদিনী বাংলার শিল্প সমাজের বলা ভালো বিনোদন সমাজের একটি জনপ্রিয় অধ্যায়। কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় অনেক কিছুই আজকের দিনের মত ঘটত না। আপনার পোস্ট থেকে অনেক কিছু বিস্তারিত জানলাম। বেশ ভালো লিখেছেন। থিয়েটার বিদেশীদের হাত ধরে আমাদের দেশে এলেও আমাদের সংস্কৃতির বিশেষ অধ্যায়।

নটি বিনোদনী বাংলা নাট্যমঞ্চে ভালো অভিনয় করেছে। কিন্তু তাকেই ধোকা দেয়া হয়েছে। তবে বাংলা নাট্যমঞ্চে তার অবদান ছিল অপরিসীম সেটা বলার অপেক্ষা রাখে না। আপনার মাধ্যমে উনার সম্পর্কে জানতে পারলাম না।

ফলে স্টার থিয়েটার অন্যের নামে নিবন্ধিত হয় এবং বিনোদিনী তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।

তাহলে তো বিনোদিনীকে চরমভাবে ঠকানো হয়েছে। আসলে তখনকার সমাজ ব্যবস্থায় নারীদেরকে একেবারেই মূল্যায়ন করা হতো না। এই ব্যাপারটা খুব বাজে ছিলো। যাইহোক পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

তবে স্টার থিয়েটার প্রতিষ্ঠার পেছনে বিনোদিনীর এই অসাধারণ অবদানকে যথাযথ স্বীকৃতি দেওয়া হয়নি।

পুরো লেখাটা পড়ে কি মন্তব্য করব দিদি, তা বুঝতে পারছিলাম না। কেননা এত বিস্তারিত বিষয় জানতাম না। তবে উপরোক্ত লাইনটা পড়ে সত্যিই বেশ খারাপ লেগেছিল।