ইকো পার্কে হস্তশিল্প মেলা ২০২১।পর্ব -২ । //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in hive-129948 •  3 years ago 

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভাল আছেন।সুস্থ আছেন।আজ আমি আবার হস্তশিল্প মেলার আরও কিছু নতুন শিল্পকর্ম ভাগ করে নিচ্ছি আপনাদের সাথে।।



WhatsApp Image 2021-12-18 at 11.43.12 PM.jpeg

WhatsApp Image 2021-12-17 at 10.42.04 PM.jpeg


গতকাল আমি হস্তশিল্প মেলার কিছু আকর্ষণীয় শিল্প সবার সামনে তুলে ধরেছি। আজ আর ও কিছু শিল্পকাজ সবার সাথে ভাগ করে নিচ্ছি।এই মেলাতে মোট ২৩ টি জেলার বিভিন্ন শিল্পীরা অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই এখানে নিজের হাতে তৈরি পণ্য বিক্রি করে।




কাঠের তৈরি ফুলদানি। কি সুন্দর ভাবে,সূক্ষ্মভাবে কাঠ কেটে কেটে তৈরি করা হয়েছে। কতটা দক্ষতাও নিপুণতা মিশে আছে এই শিল্পের মধ্যে,সত্যিই কাজ গুলো দেখে আমরা বুঝতে পারি।


WhatsApp Image 2021-12-18 at 11.09.46 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.46 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.46 PM.jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.45 PM (3).jpeg



বেতের তৈরি ঝুড়ি।


WhatsApp Image 2021-12-18 at 11.08.55 PM.jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.55 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.47 PM.jpeg



নারকেল পাতা দিয়ে তৈরি ফুল এবং তারসাথে বাঁশ দিয়ে তৈরি ফুলদানি। এই শিল্প জঙ্গলমহল শিল্প হিসেবে ও পরিচিত।


WhatsApp Image 2021-12-18 at 11.09.45 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.45 PM.jpeg


বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ফুলদানি।


WhatsApp Image 2021-12-18 at 11.08.56 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.54 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.54 PM.jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.53 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.54 PM (2).jpeg



ঝিনুক দিয়ে তৈরি চামচ, যা সত্যিই নজর কেড়েছিল।


WhatsApp Image 2021-12-18 at 11.08.50 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.50 PM (2).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.50 PM.jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.51 PM.jpeg




পুথি দিয়ে তৈরী নানান ধরনের পুতুল এবং খেলনা।


WhatsApp Image 2021-12-18 at 11.08.53 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.53 PM.jpeg




মাটির থালার উপর নানান ধরনের চিত্রকলা। শৌখিন ক্রেতাদের শখ অনুযায়ী এই হস্ত শিল্পীরা সুন্দর সুন্দর জিনিস বানিয়ে আমাদের মন জয় করে নিয়েছে।


WhatsApp Image 2021-12-18 at 11.08.51 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.52 PM (1).jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.08.52 PM.jpeg




উল দিয়ে তৈরি ফুল।


WhatsApp Image 2021-12-18 at 11.09.44 PM.jpeg

WhatsApp Image 2021-12-18 at 11.09.44 PM (1).jpeg


আজ হস্তশিল্প মেলার দ্বিতীয় পার্ট এখানেই শেষ করছি।আশা করি এই পোষ্টটি আপনাদের সকলের ভাল লাগবে।


ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি মেলা থেকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করলেন। বিভিন্ন ধরনের লোক ও সংস্কৃতি আমাদের সাথে ফটোগ্রাফি করে তুলে ধরেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে ।যেগুলো বর্তমান খুবই কম দেখা যায়। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।😍😍

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

সত্যি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আপনার পোস্টটি পড়ে সত্যি খুব ভাল লাগলো। আবারো বলছি আপনি এবং আপনার ফটোগ্রাফি গুলো সত্যি খুব সুন্দর লেগেছে আমার।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

হস্তশিল্পের মেলা টা তো বেশ জমেছে দেখেই বোঝা যাচ্ছে। এক একটা জিনিস প্রখর আকর্ষণীয় লাগছে আমার কাছে। এটা জিনিসের উপর দক্ষ হাতের কারিগরি রয়েছে । বিশেষ করে ঝিনুকের খোলস দিয়ে তৈরি চামচ এবং থালাটা খুব পছন্দ হয়েছে আমার। নারিকেলের পাতা দিয়ে তৈরি ফুল এবং বাঁশের কঞ্চি দিয়ে তৈরি ফুলদানি টাও বেশ সুন্দর লাগছে। ধন্যবাদ দিদি হস্তশিল্পের মেলার ছবিগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার খুব ভালো লাগছে যে এত সুন্দর সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এবং আপনাদের ভাল লেগেছে জেনে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও।