"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩১ || শেয়ার করো তোমার ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন

in hive-129948 •  2 years ago 

WhatsApp Image 2023-02-16 at 6.32.33 PM (1).jpeg

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আজকে আমি হাজির হয়েছি একটা বিশেষ কারণে।আমি একটি ঘোষণা করতে চলেছি,কি কেউ কিছু অনুমান করতে পারলেন কি? হ্যাঁ ঠিকই ধরেছেন,আমি ঘোষণা করতে চলেছি আমার বাংলা ব্লগের ৩১তম প্রতিযোগিতার বিষয় ও সংশ্লিষ্ট নিয়মাবলী।মানুষ মাত্রই ভীষণ শৌখিন ।প্রত্যেক ছেলে এবং মেয়েদের মধ্যে তাদের নিজস্ব কিছু শৌখিনতা কাজ করে। বলতে গেলে বেশিরভাগ মেয়েদের মধ্যে এসব শৌখিনতা কাজ করে। সাজানো গোছানো জিনিস প্রত্যেকেরই খুব ভালো লাগে । আর সেটা যদি কোনো খাবার প্লেট হয় সেখানে তো কোনো কথাই নেই ।যখন আমাদের বাড়িতে কোনো অতিথি আসে তখন আমরা চাই তাদেরকে নিজেদের যথাসাধ্য আপ্যায়ন করতে ।সেখানে আমরা সবার প্রথমে চাই যে কিভাবে তাদের আপ্যায়ন করা যায় আর সেখান থেকে সবার প্রথমে আমরা যে থালায় খেতে দিই সেই থালা সাজিয়ে দিই। এই কারণেই যাতে সেই মানুষটি সুন্দরভাবে এবং ভালোবেসে সেটিকে গ্রহণ করে ।আর সুন্দর কারুকার্যের প্রতি সকলেরই দৃষ্টি বেশি আকর্ষণ হয়। আর সেই একই জায়গা থেকে যদি আমরা ফলের উপর কোনো খাবার দিই ,তখন আমরা চাই যদি কিছু নতুন ডিজাইন করে সেটা দিতে পারি তখন সেটা বেশি দৃষ্টিনন্দন হয় ।এমন অনেকে আছে যারা সব ফল খান না কিন্তু ওই যে সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে ,তাই জন্যই যদি এই ফল সুন্দরভাবে ডিজাইন করে কেটে কোনো বাচ্চা থেকে শুরু করে কোনো বড় মানুষকে খাওয়ানো হয় সেটা দেখতে যেমন সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু আরো বেশি টেস্ট লাগে। এই দিক থেকেই বিবেচনা করে আজকে আমরা একটা নতুন আইডিয়া নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি , সেটা হল ফ্রুট কাটিং ডিজাইন ।কারণ সৃজনশীলতার সীমানা এতটাই উন্মুক্ত ও বিস্তৃত যে সেখানে ফল ও এসে পড়েছে।ফলকে কাজে লাগিয়ে আর কল্পনার রং মিশিয়ে বিভিন্ন রকম ফলে হয়ে যাচ্ছে কখনো সুন্দর পাখি ,কখনো মাছ ,ফুল আবার কখনো সুন্দর সুন্দর ডিজাইন। হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন,আমাদের এবারের প্রতিযোগিতার বিষয় "শেয়ার করো তোমার ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন"

তাহলে বন্ধুরা আর দেরি কিসের?আজই বাজার থেকে কিনে আনুন আপনার প্রিয় ফল আর আমাদের সাথে ভাগ করে নিন আপনার ইউনিক সৃজনশীলতা।আমি তো আজকেই শুরু করে দিচ্ছি,আপনারা রেডি তো ?আশা করি প্রত্যেকেই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন । শুভকামনা রইল আপনাদের জন্য ।

নির্দেশিকাঃ


  • প্রতিযোগিতাটি শুধুমাত্র আমার বাংলা ব্লগ এর সদস্যদের জন্য।
  • পোষ্টটি অবশ্যই আমার বাংলা ব্লগ এর মাধ্যমে করতে হবে।
  • আপনার ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন-তে কমপক্ষে ২০০ শব্দ থাকতে হবে।
  • Plagiarism নিষিদ্ধ , তাই Plagiarism পাওয়া গেলে অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • কারো লেখা কিংবা ফটোগ্রাফি কপি করা যাবে না।
  • কপিরাইট ফটো ব্যবহার করলে সোর্স উল্লেখ করতে হবে।
  • পোষ্ট করার পর আর এডিট করা যাবে না , সুতরাং ভালোভাবে রিভিউ করে পোষ্ট করতে হবে।
  • অংশগ্রহনের সময়সীমা ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯টা পর্যন্ত (বাংলাদেশী সময়)। নির্দিষ্ট সময়ের পর অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
  • আপনার প্রথম পাঁচটি ট্যাগ এর মধ্যে অবশ্যই #abbcontest-31, #recipe-contest এবং #amarbanglablog এই তিনটি ট্যাগ ব্যবহার করতে হবে।
  • ১০% এর বেশী বানান ভুলের কারনে অংশগ্রহণ বাতিল গণ্য হতে পারে, সুতরাং এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
  • আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি subscribe করতে হবে এবং পোস্টটি Re-steem করতে হবে।
  • আপনার অংশগ্রহণের পোস্টের লিংকটি এই পোস্টের নিচে কমেন্ট করার মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

পুরস্কারঃ


  • প্রথম স্থান অধিকারী - ৩৫ স্টিম
  • দ্বিতীয় স্থান অধিকারী - ২৫ স্টিম
  • তৃতীয় স্থান অধিকারী - ২০ স্টিম
  • চতুর্থ স্থান অধিকারী - ১৪ স্টিম
  • পঞ্চম স্থান অধিকারী - ১২ স্টিম
  • ষষ্ঠ স্থান অধিকারী- ১০ স্টিম
  • সপ্তম স্থান অধিকারী- ৯ স্টিম
  • বিশেষ পুরস্কার- ১৫ স্টিম

এই প্রতিযোগিতার বিচারক মন্ডলীর দায়িত্বে থাকবেনঃ


IDDesignationRole
@rmeFounderInfrastructure development & all programming works
@blacksCo-FounderAll administrative works
@winklesExecutive Admin India RegionAll administrative works in India region
@hafizullahExecutive Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@swagata21Community Admin India RegionAll administrative works in India region
@nusuranurCommunity Admin Bangladesh RegionAll administrative works in Bangladesh region
@rex-sumonRegulatory compliance AdminControl the quality of entire community
@moh.arifWitness & Dev Team AdminAll administrative works in Witness & Dev Team
@shuvo35Social Media & Marketing AdminAll administrative works in Social Networking


প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে, আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ইং রোজ বৃস্পতিবার, ইন্ডিয়ান সময় রাত ৮.৩০ মিনিটে, বাংলাদেশ সময় রাত ৯.০০ টায়। আমার বাংলা ব্লগ কমিউনিটির voice Hangout এর মাধ্যমে।


প্রতিযোগিতার স্পন্সর আমার বাংলা ব্লগের এ্যাডমিনমন্ডলী।

ধন্যবাদ সবাইকে।
@swagata21


png_20221124_002319_0000.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার অংশগ্রহণ:
IMG_20230222_075140.jpg

https://steemit.com/hive-129948/@monira999/3edosr-or-or

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@ronggin/3nejqh-or-or

@tipu curate

সত্যি আপু এবারের প্রতিযোগিতা মুগ্ধ হলাম। বিশেষ করে আমরা কিন্তু এখন কোন বিয়েতে কিংবা কোন অনুষ্ঠানে গেলে এই ধরনের ফ্রুটস কাটিং গুলো দেখতে পাই। এবারে নিজেই তৈরি করব এটা ভেবেই ভীষণ ভালো লাগছে। সবার কাছ থেকে নিশ্চয়ই ইউনিক ইউনিক ডিজাইন দেখতে পাবো। প্রতিযোগিতা মানেই আলাদা একটা সুন্দর অনুভূতি। সবার সুন্দর সুন্দর পোস্ট গুলো দেখার অপেক্ষায় রইলাম।

চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আশা করছি অনেক চমৎকার চমৎকার ফ্রুট কাটিং ডিজাইন আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে দেখতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

বাপরে বাপ, ফ্রুটকাটিং প্রতিযোগিতা। দেখেই তো ভয় লাগছে। ভয় লাগুক আর যাই হোক নতুন নতুন ডিজাইন দেখতে পাবো। প্লেটে ডিজাইন কর বসানো ডিজাইন গুলো দেখতে বেশ ভালই লাগে। ভাবছি গুগুল চুরি করে এবার কনটেস্ট প্রতিযোগিতায় অংশ গ্রহন করবো। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

চিন্তাভাবনা মূলক একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন দিদি। হ্যাঁ বাড়িতে অতিথি আসলে তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করা হয়। বিভিন্ন ধরনের ফল খুব সুন্দর করে কেটে প্লেটে রেখে তাদেরকে খেতে দেওয়া হয়। অনেকের পছন্দ নয় এমন ফলগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেয়ার কারণে খাওয়ার আগ্রহটা পোষণ করে। আশা করি সবাই ক্রিয়েটিভ চিন্তাধারা প্রকাশ করবে।

চমৎকার একটা টপিক ছিল, তবে এই ধরনের সৌখিন বিষয়গুলো মেয়েরা ভালো পারে ছেলেরা তুলনামূলক পিছিয়ে থাকে, তবে চমৎকার কিছু উপহার পাবো বলে খুবই এক্সাইটেড, আশা করি চমৎকার কিছু ডিজাইন আমরা পাব ফলের।

জমজমাট একটি কনটেস্ট দেখতে পাব আশা করছি। এমনিতেই আমাদের কমিউনিটির সদস্যদের সৃজনশীলতা অনেক বেড়েছে। সেটা বর্তমানের কনটেস্ট গুলো দেখে বোঝা যাচ্ছে। দারুন একটি কনটেস্টের আয়োজন করেছেন আপনারা। অসংখ্য ধন্যবাদ আপনাকে দিদি।

আহা এতো অনেক কঠিন কাজ দিদি। আমি তো ফল এর খোসাও ছাড়াতে পারিনা ভালো মত। কাটা তো দুরেই থাক। যাক এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক কিছুই দেখতে পাবো নতুন নতুন।

ওয়াও! প্রতিযোগিতার বিষয়বস্তু একদম ইউনিক! ফল নিয়ে দারুণ সব সৃজনশীলতা দেখতে পারবো আশা করছি। সবাই নিজ নিজ ক্রিয়েটিভিটি শেয়ার করবে। অগ্রীম শুভেচ্ছা সবাইকে।

যাক এবার অনেক ধরনের ফলের কাটিং আমরা দেখতে পাব।অনেক ধন্যবাদ দিদি সুন্দর এই প্রতিযোগিতার আয়োজন করার জন্য।

ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন প্রতিযোগিতা সত্যি একটা ভিন্নধর্মী প্রতিযোগিতা।আমার খুব ভালো লাগে ফ্রুট কাটিং ডিজাইন গুলো।এ প্রতিযোগিতার মাধ্যমে অনেকের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে আশা করি। এই প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য সকলের জন্য অনেক শুভকামনা রইল।

প্রতিবারের মতো এবারও দারুন একটা উদ্যোগ নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আর প্রতিযোগিতা এলেই সব সময় ভাবতে থাকি যে কোনটা করা যায়। তবে এবারের প্রতিযোগিতাটাও অনেকেই ইউনিক। সচরাচর এরকম প্রতিযোগিতা আগে হয়নি। চেষ্টা করব নিজের সাধ্যমত কিছু উপস্থাপন করার।

এই প্রতিযোগিতা বেশ ভালো হবে।বিভিন্ন ডিজাইনের ফল কাটিং দেখতে পাবো।তাছাড়া সবাই নিজেদের মতো করে তাদের সৃজনশীলতাকে প্রকাশ করতে পারবে এই কনটেস্ট এর মাধ্যমে।অসংখ্য ধন্যবাদ দিদি সুন্দর কনটেস্ট এর আয়োজন করার জন্য ।

প্রত্যেকবার তুলনায় এবার এর প্রতিযোগিতার কনটেস্ট ইউনিক। আসলে আমি কখনো নিজে ফল কেটে খাইনি তবে চেষ্টা করব একটি কনটেস্টের পোস্ট শেয়ার করার। এবারের প্রতিযোগিতার মাধ্যমে বেশ নতুন নতুন পোস্ট আমরা দেখতে পারব ফল কাটার। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি কনটেস্টে আয়োজন করার জন্য।

প্রতিযোগিতার কনটেস্ট দেখলে খুবই ভালো লাগে আমার কাছে। পুরস্কার পাইবা না পাই কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি আমি। এবারেও চেষ্টা করব প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। ফ্রুট কাটিং ডিজাইন এর কনটেস্ট দেখে আরো ভালো লাগলো। আশা করবো সবাই চেষ্টা করবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। নতুন একটি কনটেস্ট নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ দিদি।

অও,চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।ব্যাপারটি শুনতে সহজ হলে ও বেশ কঠিন কাজ এটি।যাইহোক অবশ্যই চেষ্টা করবো অংশগ্রহণ করার নিজের সৃজনশীলতা দিয়ে।অনেক নতুন নতুন কিছু দেখতেও পাবো।ধন্যবাদ দিদি।

খুবই চমৎকার একটা প্রতিযোগিতার আয়োজন করেছেন দিদি। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা চমৎকার চমৎকার কিছু ফ্রুট কাটিং দেখতে পাবো। আশা করি আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব।

সৌখিনতা সব মানুষের মধ্যেই রয়েছে দিদি। যদিও মেয়েরা সাজানো গোছানোর দিক থেকে একটু বেশি বেশি সৌখিন ও এক্সপার্ট । এবারের আয়োজন করা বাংলা ব্লগের ৩১তম প্রতিযোগিতার বিষয়টি বেশ দারুণ লেগেছে আমার কাছে । এই প্রতিযোগিতায় অবশ্যই কিছু ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন করে অংশগ্রহণ করব এবং নিজের সৃজনশীলতা প্রকাশ করার চেষ্টা করব। এই প্রতিযোগিতার আয়োজন করার কারণে আমরা ইউনিক ইউনিক ফ্রুট কাটিং ডিজাইন দেখার সুযোগ পাবো সবার কাছ থেকে।

দেখতে দেখতে আবারও আমাদের মাঝে চলে এলো "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩১। এবারের বিষয়টিও চমৎকার - ইউনিক ফ্রুট কাটিং।আশাকরি, এবারও প্রতিবারের মতো ইউনিক কিছু দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ দিদি,এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

আশা করছি এবারের প্রতিযোগিতা খুবই ইউনিক কিছু ফলের কাটিং ডিজাইন দেখতে পাবো। আর এই ইউনিক কনটেস্টটি আয়োজন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি সর্বোচ্চ চেষ্টা করব এই প্রতিযোগিতা অংশগ্রহণ করতে।

৩১ তম প্রতিযোগিতা একেবারে ইউনিক।কথায় আছে আগে দর্শনদারি পরে গুণবিচারী। আসলেই ডেকোরেশন ও মূল জিনিস। আমি চেষ্টা করবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে

চমৎকার একটি প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে ৷এই প্রতিয়োগিতার মাধ্যমে আমরা চমৎকার চমৎকার ফ্রুট কাটিং ডিজাইন দেখতে পারবো এবং নিজেও শিখতে পারবো ৷ ধন্যবাদ আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এতো সুন্দর এবং আর্কষনীয় একটি প্রতিয়োগিতার আয়োজন করার জন্য ৷

আমার বাংলা ব্লগ কমিউনিটি মানেই নতুন কিছু। চমৎকার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ফ্রুট কাটিং ডিজাইন। আশাকরি চমৎকার চমৎকার পোস্ট দেখতে পারবো। সবার জন্য শুভ কামনা রইলো।

এবিবি মানে নতুন কিছু। এবারের প্রতিযোগিতার বিষয়টা আমার খুব পছন্দ হয়েছে। আশা করে এই প্রতিযোগিতা থেকে অনেক সুন্দর সুন্দর ফ্রুট কাটিং ডিজাইন দেখতে পারবো। ধন্যবাদ দিদি।

চমৎকার একটা বিষয় নিয়ে এবারের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে, সত্যি বলতে দারুণ সকল ডিজাইন কিংবা আইডিয়া দেখার জন্য উন্মুখ হয়ে আছি আমি।

বেশ চমৎকার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। ফ্রুট কাটিং ডিজাইন দেখতে ভীষণ ভালো লাগে। ফ্রুট কাটিং ডিজাইন বিশেষ করে বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে বেশি দেখা যায়। প্রতিযোগিতার মাধ্যমে ফলের বিভিন্ন ডিজাইন দেখতে পাবো। সত্যি এবারের প্রতিযোগিতা বেশ জমজমাট এবং টানটান উত্তেজনা পূর্ণ হবে। সবাই খুব সুন্দর করে নানা ধরনের ডিজাইন উপস্থাপন করবে। এত সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য শ্রদ্ধেয় দাদাসহ এডমিন মডারেটর প্যানেলের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ।

IMG-20230219-WA0012.jpg

পোস্ট লিংক

ফ্রুট কাটিং ডিজাইন দেখতে ভীষণ ভালো লাগে। যদিও এই কাজগুলো কখনো করা হয়নি। তবে প্লেটে সাজানো কিংবা ডেকোরেশন করা ফ্রুট কাটিং ডিজাইনগুলো ভীষণ ভালো লাগে। আর বিভিন্ন অনুষ্ঠানে এগুলো বেশি দেখতে পাওয়া যায়। এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন ডিজাইন আমরা দেখতে পাব। আশা করছি সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় আমার অংশগ্রহণঃ

20230221_201421.jpg

পোস্ট লিংক

আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ: https://steemit.com/hive-129948/@rupaie22/76tnan-or-or

আমার অংশগ্রহন-https://steemit.com/hive-129948/@rituamin/6brp4k-or-or

আমার অংশগ্রহন।
https://steemit.com/hive-129948/@selina75/2maftg-or-or

আমার অংশগ্রহন
https://steemit.com/hive-129948/@hiramoni/28uuma-or-or

https://steemit.com/hive-129948/@rahimakhatun/4wmres
আমার অংশগ্রহন।

2023-02-23-00-40-36-200.jpg

আমার অংশগ্রহণ --- https://steemit.com/hive-129948/@shimulakter/vfvfn-or-or-or-or

অংশগ্রহণের সময়সীমা শেষ

ফুড কাটিং ডিজাইন প্রতিযোগিতাটি সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। এবার খুব সুন্দর সুন্দর ফুল ডেকোরেশন দেখতে পাবো সবার। অপেক্ষায় রইলাম সবার সুন্দর সুন্দর পোস্ট কাটিং ডিজাইন দেখার জন্য। চেষ্টা করব আমি নিজেও অংশগ্রহণ করব এই প্রতিযোগিতায়। ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।