নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে শপিং করার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের ভালো লাগবে।
অবশ্য অনেকদিন পর আজকে একটু বিকেল বেলা কেনাকাটা করতে বেরোলাম। কারণ কয়েকদিন পরে জামাইষষ্ঠী। জৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে এই জামাইষষ্ঠী পালন করা হয়। আর এই দিনকে প্রত্যেক মা তার মেয়ে জামাইকে আপ্যায়ন করে খাওয়া-দাওয়া করায়।
আর সেই দিনকে ষষ্ঠী উপলক্ষে বাড়িতে পুজো করা হয়। তাছাড়া অনেক রকম রান্না করে জামাইকে খাওয়ানো হয়। আর তার সাথে কিছু জামাকাপড় ও দিতে হয়। আর আজকে সেই জামাকাপড়ই কিনতে গিয়েছিলাম।
প্রথমেই গিয়েছিলাম শাড়ির দোকানে দিদি ভাইয়ের জন্য শাড়ি কিনতে ।আর নিজের জন্য একটা শাড়ি কিনতে। শাড়ির দোকানে গেলেই কেন জানিনা মনে হয় যে সব শাড়িই পছন্দ হয়ে যায়। আর এটা বিয়ের পর থেকে হয়েছে ।বিয়ের আগে কখনো এমন মনে হতো না যে শাড়ি কিনবো ।বিয়ের পর থেকেই যখনই শাড়ি কিনতে যাই তখনই মনে হয় প্রায় তিন চারটে কিনে নিয়ে চলে আসি। আর আজকেও তাই দেখতে দেখতে তিনটে শাড়ি কিনে নিয়েছি।
প্রথমে যে শাড়িগুলো দেখাচ্ছিল সেগুলো সব সিল্কের মধ্যে ।আর সিল্কের মধ্যে আমার অনেক শাড়ি রয়েছে, তাই সিল্ক বাদে আমি একটু চাইছিলাম অন্যরকম শাড়ি কিনতে ।আর শাড়ির নাম আমি একদম মনে রাখতে পারি না ।দোকানে গিয়ে আমার মত করে বাজেট বলে দিয়েছি সেই ভাবেই ওরা যে শাড়ি গুলো হয় সেই শাড়িগুলো দেখিয়ে দিয়েছে ।আর সেখান থেকে আমি পছন্দ করেছিলাম ।প্রথমদিকে কোনাটাই পছন্দ হচ্ছিল না ।তারপর দেখলাম যে স্টাইলিশ শাড়ি বার করছিল যেগুলো এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল ।আর আমি তো বলেই ছিলাম কোনো কিছু পছন্দ করতে আমার খুব একটা দেরি হয় না ।তাই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে তিনটে শাড়ি পছন্দ হয়ে গেল ।
আমার ডিপ রং খুব পছন্দ আর প্রথমেই আমি ওই রকম শাড়ি দেখতে পেয়ে আর কোনো দিকে না তাকিয়ে ওইটা নিয়ে নিয়েছিলাম ।আর একটা লাল শাড়ি নিয়েছিলাম আমার জন্য। আর দিদি ভাইয়ের জন্য একটা নীল রঙের শিফন শাড়ি নিয়েছিলাম ।তিনটি শাড়ি আজকে আমার মনের মত করে কিনেছি ।
শাড়িগুলো আমার এত ভালো লেগেছে শুধু মনে হচ্ছে যে কবে পড়বো ।আর তারপরেই গিয়েছিলাম প্যান্টালুন্সে দাদাদের জন্য জামা কিনতে। ওখানে গিয়েও অনেক জামা কাপড় কিনেছি। আর খুব সুন্দর ভাবে শপিং করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম। আর এরকম শপিং করতে আমার মনে হয় সব মেয়েদেরই খুব ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
শপিং করতে গিয়ে শাড়ি কেনার সুন্দর অনুভূতি আমাদের মাঝে ব্যক্ত করেছেন। খুবই ভালো লাগলো দিদি আপনার এই কেনাকাটার অনুভূতিটা শেয়ার করেছেন দেখে। যেখানে আপনার পছন্দের ভালোলাগার অনুভূতিটা ব্যক্ত করেছেন। এই পোস্ট করার মধ্য দিয়ে বেশ অনেক কিছু ধারণা পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি আপনি প্রথমে টাইটেলে বলেছেন জামাই ষষ্ঠীর শপিং শুরু,তার মানে আজকে যা শপিং করেছেন সেটা মাত্র শুরু, কখন কব শেষ হবে সেটা আমরা জানি না। প্রথমে শাড়ি পছন্দ না হলেও পড়ে কিন্তু ২০-২৫ মিনিটেই তিনটে শাড়ি পছন্দ হয়ে গেল। তার মানে জায়গা মত নজর পড়লে পছন্দ হতে বেশি দেরি লাগেনা। যাইহোক আশা করি জামাইষষ্ঠীর ফটোগ্রাফি দেখতে পারবো। ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইস! আপু শাড়ি গুলো দেখে তো লোভ সামলানো যাচ্ছে না। বাঙ্গালী নারীদের সৌন্দর্য শাড়িতে। শাড়ি পরলে যেন বাঙালি নারীদের পরিপূর্ণতা ফিরে আসে। আপনি ঠিক বলছেন বিয়ের পরে শাড়ির মধ্যে খুব বেশি আত্মতৃপ্তি পাওয়া যায় নারীদের। আপনারা তো তাহলে বেশ আপ্যায়নের দিকে যাচ্ছেন সামনে। দাদা তো বেশ খাওয়া দাওয়া করবে তাহলে। আর প্রতিটি শাড়ির কালার ভালো লেগেছে আমার কাছে। অনেক ভালো লাগলো আপনার এত সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করে নিলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সবগুলো শাড়ি সুন্দর হয়েছে দিদি।আমারও ডিপ রঙের কাপড় ভালো লাগে।জামাই ষষ্ঠী কে কেন্দ্র করে দিদিভাই আর নিজের জন্য শাড়ি কিনলেন।বিয়ের পর আপনার শাড়ির উপর নজর এসেছে।এটা সবার ক্ষেত্রেই দেখা যায়।ভালো লাগলো জামাই ষষ্ঠীর শপিং সম্পর্কিত পোস্টটি।ধন্যবাদ দিদি সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শাড়িগুলো আমারও বেশ ভালো লেগেছে দিদি। বিশেষ করে মাঝের শাড়িটি আমার কাছে বেশি ভালো লেগেছে। আর নীল রঙের শাড়িটি অনেক সুন্দর হয়েছে। আশা করছি বৌদির অনেক পছন্দ হবে। আর লাল শাড়িটা পড়লে তো আপনাকে একবারে লাল টুকটুকে বউয়ের মত লাগবে দিদি। সব মিলিয়ে দারুন ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
成为妈妈是一种幸福的感觉,但是当身体变重时,就会带来很大的麻烦。
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই বৌদি প্রায় প্রতিটি মেয়ে শপিং করতে ভীষণ পছন্দ করে। যাইহোক শাড়ি তিনটা কিন্তু দারুণ হয়েছে। আপনার পছন্দ এককথায় অসাধারণ। এবার জামাই ষষ্ঠীতে আমাদের ছোট দাদা আপনার মায়ের হাতের রান্না বেশ জমিয়ে খাবে মনে হচ্ছে। বেশ ভালো লাগলো পোস্টটি দেখে। যাইহোক এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দিদি এটা আপনাদের বিয়ের পর প্রথম জামাইষষ্ঠী।আর তাই উত্তেজনাটা অনেক বেশি।জামাই ষষ্ঠী মানেই পূজো নানা রকমের আয়োজন। অনেক ভালো ভালো খাবারদাবার কাপড়-চোপড় সব মিলিয়ে অসম্ভব রকমের সুন্দর একটি অনুষ্ঠান।আপনাদের প্রথম জামাইষষ্ঠী অনেক ভালো কাটুক এই প্রার্থনা করি।সবগুলো শাড়ি দেখতে ভীষণ সুন্দর হয়েছে।আশা করি পরবর্তী সময় আপনাদের এই শাড়ি পড়া ছবি আমরা দেখতে পাবো।সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তিনটে শাড়ি দেখতেই একদম বেশ আকর্ষণীয় লাগছে দিদিভাই। আপনার পছন্দের অবশ্যই তারিফ করতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিয়ের পর দিদি মেয়েদের এই পরিবর্তনটা হয় যে, তাদের বিয়ের আগে শাড়ি পছন্দ না হলেও বিয়ের পরে কিন্তু শাড়ি অনেক পছন্দ করে তারা। তবে তুমি কিন্তু দিদি খুব তাড়াতাড়ি শাড়ি পছন্দ করতে পারো। এটা অনেক মেয়েরা আসলে পারে না। যাইহোক যেহেতু এটা প্রথম জামাই ষষ্ঠী, আশা করা যায় খুব সুন্দর কাটবে তোমাদের এই প্রথম বছরটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit