নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।কথায় অনেক রকম প্রবাদ রয়েছে। খুব ছোটো বয়সে সেই প্রবাদ বাক্যগুলো না বুঝলেও এখন কিন্তু প্রতিমুহূর্তে অনেক কিছু বুঝতে পারি। তেমনভাবেই আজকে আমি এমন একটি প্রবাদ নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আমাদের প্রতি মুহূর্তে মাথায় রেখেই চলতে হয়।
"মূর্খের সাথে তর্ক করতে নেই" প্রবাদটি আমাদের শেখায় যে এমন ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হওয়া উচিত নয়, যিনি যুক্তি, তথ্য, বা বাস্তবতার পরোয়া করেন না। এখানে "মূর্খ" বলতে বোঝায় সেই ব্যক্তিকে, যিনি জ্ঞান বা যুক্তির পরিবর্তে আবেগ, পূর্ব ধারণা বা ভুল বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকেন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত নন।
কেন মূর্খের সাথে তর্ক করা উচিত নয়:
১. যুক্তির অভাব ও ফলহীন আলোচনা:
মূর্খ ব্যক্তির সাথে তর্ক করার অর্থ হল এমন একজনের সাথে কথা বলা, যিনি কোনো যুক্তি বা প্রমাণ মানতে চান না। এমন ব্যক্তি প্রায়ই যুক্তির পরিবর্তে আবেগ, রাগ বা ব্যক্তিগত আক্রমণ করে থাকেন। ফলে তর্কটি কখনও ফলপ্রসূ হয় না এবং সমাধানে পৌঁছায় না।
২. সময় ও মানসিক শক্তির অপচয়:
মূর্খ ব্যক্তির সাথে তর্ক করে আপনি কখনও তাকে তার অবস্থান থেকে সরাতে পারবেন না, কারণ তিনি নতুন কিছু শিখতে বা বুঝতে প্রস্তুত নন। এতে আপনি কেবল আপনার মূল্যবান সময় এবং মানসিক শক্তি অপচয় করবেন, যা অন্য কোনো ইতিবাচক কাজে ব্যবহার করা যেত।
৩. তর্কের পরিবেশ বিষাক্ত হয়ে ওঠা:
মূর্খ ব্যক্তি প্রায়ই যুক্তিহীন কথা বলে, যা তর্ককে একটা অপ্রীতিকর পর্যায়ে নিয়ে যেতে পারে। এতে সম্পর্কের অবনতি ঘটে এবং এমনকি তর্কের মাধ্যমে সমাধানের চেষ্টা করা সম্পর্কেও আপনার নেতিবাচক ধারণা তৈরি হতে পারে।
৪. মানসিক শান্তির ব্যাঘাত:
যখন আপনি যুক্তিসঙ্গত কথা বলছেন এবং অন্যজন তা গ্রহণ করছে না, তখন আপনার হতাশা, ক্ষোভ এবং মানসিক অশান্তি বাড়তে পারে। এর ফলে আপনি নিজের মধ্যে বিরক্তি ও ক্ষোভ জমাতে পারেন, যা আপনার মানসিক শান্তির ক্ষতি করবে।
কীভাবে এড়িয়ে চলা উচিত:
এড়িয়ে যান: মূর্খ ব্যক্তির সাথে তর্ক শুরু হওয়ার আগেই তাকে এড়িয়ে চলুন। তর্কের বিষয়বস্তু সম্পর্কে আপনার মতামত সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে জানান, তারপর পরিস্থিতি থেকে নিজেকে সরিয়ে নিন।
শান্ত থাকুন: কেউ যদি আপনার মতামত বা যুক্তি গ্রহণ করতে না চায়, তবে নিজেকে শান্ত রাখুন। উত্তেজিত হয়ে তর্ক বাড়াবেন না। এতে আপনার ক্ষতি ছাড়া অন্য কারও কোনো উপকার হবে না।
মূর্খের সাথে তর্ক করতে যাওয়া মানে নিজেকে অযথা কষ্ট দেওয়া। তাই এমন পরিস্থিতিতে যুক্তিহীন তর্ক এড়িয়ে চলতে হবে এবং নিজেকে মূর্খতার সীমার বাইরে রাখতে হবে । মনে রাখতে হবে, কখনো কখনো নিঃশব্দে পিছু হটা মানেই প্রকৃত বিজয়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
যেকোনো পরিস্থিতি তে যেকোনো মানুষের সাথেই কোন বিষয় নিয়ে তর্কে যাওয়া ঠিক না। বিশেষ করে মূর্খরা তর্ক তে ব্যক্তিগত আক্রমণ করতে দুবার ভাবে না। এক্ষেত্রে ঠিকই বলেছেন আপনি। বেশ সুন্দর একটা বিষয়ে লিখেছেন দিদি। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটি টপিক নিয়ে লিখেছেন দিদি। পরিস্থিতি যেমনই হোক সেখানে তর্কে গেলেই সমস্যার সৃষ্টি হয়।মূর্খ মানুষরা তর্কে বেশি যায়।আর তর্কে যেতে তারা একবারও ভাবেনা আমি কাজটি ঠিক করছি কিনা। অনেক ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। ধন্যবাদ দিদি দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একেবারে যথার্থ বলেছেন আপনি। কারণ উত্তেজিত হয়ে তর্ক বাড়ালে অনেক সময় ঝগড়াঝাঁটির সৃষ্টি হয়। তাছাড়া যে ব্যক্তি যুক্তি মানতে চায় না, তাকে জোর করে কখনোই যুক্তি মানানো যায় না। তাই এসব মানুষের কাছ থেকে দূরে থাকাটাই উত্তম। এসব মানুষের আশেপাশে থাকলেও সম্মানহানি হওয়ার সম্ভাবনা থাকে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
"মূর্খের সাথে তর্ক করতে নেই”--এই বিষয়টি নিয়ে চমৎকার কিছু লেখা শেয়ার করেছেন দিদি।যে কথা গুলোর সাথে আমি একমত।এটা ও ঠিক মাঝে মাঝে পেছনে হাঁটাও প্রকৃত জয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি দিদি ভালো আছেন? আসলে মূর্খের সাথে তর্ক করতে গেলে নিজের মান সম্মান চলে যায়। মূর্খ ব্যক্তি কখনো সত্য বা, বাস্তব ঘটনা উপলব্ধি করতে চায় না। মূর্খ ব্যক্তি যেটা বুঝে ঐ টাই সবচেয়ে সত্য এবং বাস্তব মনে করে। মূর্খ ব্যক্তি যুক্তি মানতে চায় না, তাকে জোর করে কখনোই যুক্তি মানানো যায় না এইটাই বাস্তব। মূর্খ ব্যক্তি নিজেকে সবচেয়ে সেরা মনে করে। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে পয়েন্টগুলো উল্লেখ করেছেন দিদি ভাই তা একদম চিরন্তন সত্যি। আমিও চেষ্টা করি এমন মানুষজনের সঙ্গে বাস্তবে খুব কম কথা বলার জন্য। এরা ভয়ংকর মাত্রার গোঁয়ার হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit