একটি মেহেদি ডিজাইন এর আর্ট , 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। আজকের আর্ট টিও অনেক সুন্দর ও সহজ। হাতে পড়লে অনেক সুন্দর লাগবে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আপনাদের বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি, চেষ্টা করলে আপনারাও পারবেন এ ধরনের আর্ট করতে ।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

16AFF327-EFFF-42F2-96E6-EE1C326949E2.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে একটির পর একটি দেখানো হলোঃ

1D52658B-871B-4DF1-A985-B81224DCECEA.jpeg

60175875-EEC8-467D-ACFB-4FCF142B4005.jpeg

3B0A216E-251D-43AE-83BA-4118FA14D237.jpeg

141EE93B-6A32-44A1-AE50-540C2A708952.jpeg

A198C606-C5FA-4FE4-A78C-4F1264588298.jpeg

840F3416-2BD3-4E87-ACA2-535E888F4E0F.jpeg

B77C3E74-7BE7-4D95-9950-A59F2DF4823C.jpeg

5F0F2571-4EA6-42A6-837E-5AA64BFB66CB.jpeg

B3DFC104-7805-4EB9-B96F-3FBF584FE09A.jpeg

49DE9247-493B-4B2C-9DAF-24FE4300701E.jpeg

427FC413-2895-47E9-9F00-A19E72154389.jpeg

B9709410-1D2A-44B0-9866-68BD6F3E60F5.jpeg

F3716BA3-289C-4E8D-AD0F-3234C93AB363.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ছোট থাকতে হাতে মেহেদি দিতাম মেহেদির সাথে একটা স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার, তবে সেই স্মৃতিগুলো শুধু স্মৃতি রয়ে গেছে, আপনি খুব চমৎকার মেহেদির ডিজাইন তৈরি করতে পারেন এখান থেকে আমি শিখা রাখার চেষ্টা করছি, কারণ আমি যখন বাচ্চাদেরকে মেহেদি দেই সেগুলোতে কার্টুন তৈরি করে ফেলি কারণ এরকম ডিজাইন আমি মেহেদি দিয়ে করতে পারি না।

অনেক মজা পেলাম আপনার মন্তব্যটি পড়ে, আমার ডিজাইনটি দেখে ধীরে ধীরে করে ফেলুন দেখবেন তখন আর কার্টুন হবে না। ধন্যবাদ আপনাকে।

@tipu curate 2

;)

--
This is a manual curation from the @tipU Curation Project.

আজ অনেকদিন পর আমি আপনার আরেকটি মেহেদী ডিজাইন দেখতে পেলাম আপু। আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজিটাল আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আপনি প্রশংসার মতো একটি কাজ করেছেন। তাই প্রশংসা না করে পারলাম না।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

আপনার হাতের মেহেদির ডিজাইন গুলো দেখতে বেশ দারুন লাগে। আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে আট গুলো করেন। আপনার আট গুলো যতই দেখি ততই ভালো লাগে। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল আন্তরিক অভিনন্দন।

জেনে খুবই ভালো লাগলো আমার মেহেদির ডিজাইন গুলো আপনার ভাল লাগে।

আবারো আপনার মাধ্যমে চমৎকার একটি মেহেদি ডিজাইন দেখতে পেলাম। আপনার তৈরি মেহেদি ডিজাইন গুলো আমার অনেক ভালো লাগে। আজকের মেহেদি ডিজাইনও আমার অনেক ভালো লেগেছে। আমাদের মাঝে প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু আপনি খুবই সুন্দর মেহেদির ডিজাইন করেন। বেশ ভালো লাগে আমার কাছে আপনার করা মেহেদির ডিজাইন গুলো। এগুলা করা আমার জন্য অনেক কঠিন। এর আগেও আপনার সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন দেখেছিলাম।

জি ভাইয়া প্রথম প্রথম করতে অনেক কঠিন লাগে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যায়।অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন‍্য।

যখন ছোট ছিলাম তখন ঈদের আগে মেহেদী কেনার জন্য অনেক বাহানা করতাম আর দেখতাম মেহেদি প্যাক এর মধ্যে এরকম সুন্দর ডিজাইন থাকতো। আপনি ঠিক সেরকম একটি ডিজাইন অংকন করে আমাদের সাথে শেয়ার করেছেন। আর সেটা দেখেই বুঝতে পারলাম আপনার মেহেদী ডিজাইন আর্ট করার দক্ষতা কতটা তীক্ষ্ণ।

খুবই অনুপ্রাণিত হলাম ভাইয়া আপনার সুন্দর মন্তব্য টি পেয়ে, অনেক ধন্যবাদ আপনাকে।

আপু বরাবরই আপনার হাতের মেহেদির ডিজাইন অনেক অনেক চমৎকার হয়ে থাকে। এর আগেও অনেকবার আপনার অঙ্কিত মেহেদি ডিজাইন দেখেছি। আজকেও আপনি খুবই নিখুঁত করে সুন্দর একটি ডিজাইন উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

আপনি খুব সুন্দর ভাবে মেহেদি ডিজাইন এর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন, আপনার আর্ট তৈরীর ধরনটা বেশ ভালো লেগেছে।

অনেক ধন্যবাদ আপনাকে।

আপু আপনার মেহেদির ডিজাইন আর্ট গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আপনি সবসময় আমাদের মাঝে অনেক ইউনিক ইউনিক মেহেদির ডিজাইন আর্ট শেয়ার করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল ‌

জেনে খুবই ভাল লাগল আপু আমার ডিজাইন গুলো আপনার ভাল লাগে।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি মাঝে মাঝে মেহেদী আর্ট শেয়ার করে থাকেন। আপনারা মেহেদি ডিজাইন গুলো আসলে খুবই নিখুঁত হয় এরকম ডিজাইন হাতে পরা হয় তাহলে দেখতে অনেক বেশী সুন্দর লাগবে।

ঠিক বলেছেন ভাইয়া এই ধরনের ডিজাইন হাতে পড়লে অনেক সুন্দর লাগে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আসলেই আপনার আজকে আর্টটি দেখতে অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে যে আটটি সহজ আছে হাতে পড়লে আসলেই অনেক ভালো লাগবে। আমার তো ডিজাইন টি হাতে নিতে ইচ্ছা করছে ।খুব সুন্দর করে আপনি ডিজাইনটি প্রতিটি ধাপে ধাপে দেখিয়েছেন আমি দেখে দেখে চেষ্টা করব হাতে পরার জন্য।

তাহলে দেরি না করে হাতে নিয়ে ফেলো, সামনে ঈদ আসছে ঈদের জন্য রিজার্ভ করে রাখতে পারো।

আপু বরাবরই আপনার মেহেদির ডিজাইন অনেক অনেক চমৎকার হয়ে থাকে। আমার কাছে বেশি ভালো লাগে আপনার মেহেদি ডিজাইন গুলো। কিছুটা এ রকম একটি ডিজাইন আমি অনেক আগে একবার আমার হাতে পড়েছিলাম। আজকের ডিজাইন টি সত্যিই অসাধারণ লাগছে দেখতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপনার দেওয়া‌ মেহেদির ডিজাইন গুলো আমার অনেক পছন্দের। যাক অবশেষে পেয়ে গেলাম আরেকটি ডিজাইন। খুব ভালো লাগলো আপনার এই মেহেদির ডিজাইন টি। ধন্যবাদ আপু সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য। ‌

জেনে খুবই ভালো লাগলো আমার মেহেদির ডিজাইনগুলো আপনার ভালো লাগে, অনেক ধন্যবাদ আপু আপনাকে।

আপু আপনি খুব সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন।আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার এই ডিজাইন গুলো আলপনার কাজেও ব্যবহার করা যাবে।আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য।আপনার জন্য শুভেচ্ছা রইল।

জি আপু আলপনার কাজে হয়তো ব্যবহার করা যাবে, দেখতে খুব একটা খারাপ লাগবেনা।অনেক ধন্যবাদ আপনাকে।

আপনার মেহেদি ডিজাইন গুলো আমাকে মুগ্ধ করে। অসাধারণ একটি মেহেদি ডিজাইন আপনি উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর করে সবকিছু বর্ণনা তুলে ধরেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু আপনাকে এরকম সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইন অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার অঙ্কিত এই মেহেদি ডিজাইন গুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি প্রতিনিয়ত আপনার অংকন গুলো ফলো করি। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

অনেক সুক্ষ্ম কাজ! হাতের ওপরে এই ডিজাইন দারুন লাগবে । আপনার প্রশংসা না করে থাকা যায়না। দারুন হয়েছে।

উৎসাহিত হলাম আপু, অনেক ধন্যবাদ তোমাকে।

আপনার মেহেদি ডিজাইন গুলো এতো ভালো হয়।জাস্ট অসাধারণ। বিশেষ করে পাঁচের মতো ডিজাইনটা বেশি পছন্দ।

খুশি হলাম, খুশি হলাম। তোমার মন্তব্য পেতেও আমার অনেক ভালো লাগে।

আপনি মেহেদি ডিজাইন এর আর্টটি অসাধারণ ভাবে করেছেন। দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি চমৎকার ভাবে এটা উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।

আমি সব সময় আপনার মেহেদির ডিজাইন এর অপেক্ষায় থাকি আপু। কেননা আমার অর্ধাঙ্গিনী আপনার শেয়ার করা মেয়েদের ডিজাইন গুলো খুবই পছন্দ করে। সে আমাকে প্রতিনিয়ত বলতে থাকে দেখতো আপু নতুন কোন মেহেদী ডিজাইন শেয়ার করেছে কিনা। আমি চাইবো পরবর্তীতে আপনি আরো সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন আমাদের মাঝে শেয়ার করবেন।

জি ভাইয়া চেষ্টা করব আরও অনেক ডিজাইন আপনাদের মাঝে নিয়ে আসতে। ধন্যবাদ আপনাকে।