বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
খুবই আনন্দের সাথে আমি আজ আমার ব্লগটি শুরু করতে যাচ্ছি।কমিউনিটির অনেকেরই দেখলাম আমার বাংলা ব্লগ থেকে প্রিয় উপহারটি পেয়ে আনন্দ ও উৎফুল্ল নিয়ে তা আমাদের সাথে শেয়ার করেছেন।সত্যি এটি অনেক আনন্দের একটি ব্যাপার।আজ আমিও পেয়ে গেলাম আমার সেরা উপহারটি।আমারও আজ অনেক আনন্দের দিন। যদিও এটি হাতে পাইনি, তারপরও এটি আমার জন্য বড় একটি পাওয়া।হ্যাঁ বন্ধুরা আরিফ ভাই আমার ছোট বোন তানিয়ার বাসায় (ঢাকায়) এই গিফট গুলো পাঠিয়ে দিয়েছিলেন।অনেক আগেই এগুলো পৌঁছে গিয়েছিল কিন্তু তানিয়া বাসায় ছিল না, ফরিদপুরে বেড়াতে গিয়েছিল।তাই একটু অপেক্ষায় ছিলাম। আমার কিন্তু ডাবল আনন্দ, কারণ আমি কমিউনিটি থেকে দুটি প্রাইজ পেয়েছি। একটি পেয়েছি মডারেটর হিসেবে, আরেকটি পেয়েছি ধারাবাহিকভাবে পাওয়ার আপ বজায় রাখার কারণে।ও হ্যাঁ আরেকটি কথা কাপের সাথে কিন্তু অনেকগুলো চকলেটও এসেছে।চকলেটগুলো কিন্তু শুধু আমাকে একাই পাঠানো হয়নি, যারা যারা এই কাপগুলো পেয়েছেন তাদের সকলের কাছেই পৌঁছে গিয়েছে।
অনেক সুন্দর লাগছে কাপগুলো তাই না? ডিজাইন অনেক সুন্দর হয়েছে।এগুলো হাতে পেলে আরও বেশি আনন্দ হতো! যাই হোক তারপরও অনেক খুশি আমি।অপেক্ষায় ছিলাম তানিয়া কখন বাসায় ফিরবে, আর কখন প্যাকেট গুলো খুলে দেখবে? একটু টেনশনে ছিলাম কারণ যদি ভেঙ্গে যায়! কাঁচের জিনিস একটু রিস্ক তো আছেই।গতকাল তানিয়া বাসায় ফিরে প্যাকেট গুলো খুলে দেখেছে, আর আজকে ফটো তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে।তানিয়ার শোকেস তো আমার গিফটে ভরে যাচ্ছে। কারণ এর আগেও পেয়েছিলাম দুটি ক্রেস্ট পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখার কারণে।টোটাল চারটি গিফট জমে রয়েছে ওর বাসায়।তবে আশা রয়েছে এবছর, না হয় আগামী বছর আমার উপহার গুলো আমার হাতে চলে আসবে।
উপহার বড় কথা নয়, কথাটি হচ্ছে সম্মাননা, ভালবাসা যা স্মৃতি হয়ে আজীবন রয়ে যাবে।হয়তো একদিন কমিউনিটিতে থাকবো না কিন্তু আমার স্মৃতিগুলো রয়ে যাবে।আজ আমি অনেক আনন্দিত, তাই আমার এই আনন্দগুলো কমিউনিটির সকল ভাই বোনের সাথে ভাগ করে নিলাম।যারা যারা এই সম্মাননা গুলো পেয়েছেন তাদেরকে আবারো অনেক অনেক অভিনন্দন। আর যারা পাননি তাদের জন্য অনেক অনেক দোয়া রইল।নিশ্চয়ই আগামীতে আপনারাও এর ভাগীদার হয়ে যাবেন।সুখে দুঃখে সব সময় থাকুন আমাদের পাশে, আমার বাংলা ব্লগের সাথে।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
Photographer | @tania69 |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
আমার বাংলা ব্লগ থেকে পাওয়া আপনার বিশেষ সম্মাননা দেখে খুবই ভালো লেগেছে। কোন কিছু অর্জন করতে পারলে সত্যিই অন্যরকম ভালোলাগা মনের মধ্যে কাজ করে। ঠিক তেমনি আপনি বেশ কয়টা বিষয় থেকে সম্মাননা পেয়েছেন দেখে অনেক ভালো লেগেছে আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ পোস্ট পড়ে জানতে পেরেছিলাম তানিয়া আপু ফরিদপুর আছে। পুরস্কারটা তানিয়া আপুর ঠিকানায় পৌঁছে যাওয়ার পরেও বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। আর সব অপেক্ষা শেষে আজকে সেই অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেছেন ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আমার পোস্টটি পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু প্রথমেই আপনাকে অভিনন্দন । আসলেই মগগুলো বেশ সুন্দর। ডিজাইন গুলো বেশ চমৎকার। পুরষ্কার যেমন ই হোক সম্মাননা আসলেই আসল।আপু ভালো লাগলো।আপনার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই মগগুলোর জন্য আমিও অনেক এক্সাইটেড ছিলাম। আবার কিছুটা টেনশনেও ছিলাম ওগুলো ভেঙে গেলো কিনা। এজন্য হাসবেন্ডকে দিয়ে আগে থেকেই খুলিয়ে চেক করেছিলাম যে মগগুলো ভালো আছে। আসলেই মগগুলো খুব সুন্দর। আপনার জিনিসের ভাড়া দিতে হবে কিন্তু। জমতে জমতে আমার শোকেস ভরে যাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক আছে হিসাব করে ভাঁড়া দিয়ে দিব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই আপু আপনার তো দেখছি ডাবল আনন্দ। একসাথে দুটো সম্মাননা পেয়েছেন। তানিয়া আপুর বাসায় তাহলে চারটা গিফট জমা হয়েছে আপনার। আসলেই উপহার বড় কথা নয় এই সম্মানটাই অনেক। মগ গুলো খুবই সুন্দর হয়েছে। পোস্টটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। শুভকামনা রইল আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু, উপহার বড় বিষয় না বরং সম্মানটা হলো বড় বিষয়। একসাথে দুটো সত্যি দারুণ লাগছে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া একসাথে দুটি কাপ দেখে খুবই ভালো লাগছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি আপু উপহার পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়েছি। আমিও গতকাল আমার উপহারটি পেয়েছি। যদিও এখনো পোস্ট শেয়ার করা হয়নি। তবে আমিও টেনশনে ছিলাম যে উপহারটি ভেঙে যাবে কিনা। আপনি দুটি উপহার পেয়েছেন দেখে ভালো লাগলো। যেহেতু তানিয়া আপু গ্রামের বাড়িতে গিয়েছিল তাই হয়তো উপহারটি পেতে একটু দেরি হয়েছে। এই উপহারের সাথে মিশে আছে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আবেগ। অনেক ভালো লাগলো আপু আপনার পোস্ট পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একসাথে দুটি মগ দেখে তো ভীষণ ভালো লাগছে আপু। তানিয়া আপুর বাসা তো আপনার গিফট দিয়েই ভরে যাবে মনে হচ্ছে 😂। প্রতি বছর তো আপনার গিফট তানিয়া আপুর বাসায় ই পৌঁছে দেওয়া হয়। যাইহোক স্পেশাল অ্যাওয়ার্ড পাওয়ার পর আমার কাছেও ভীষণ ভালো লেগেছিল। এই অনুভূতিটা আসলেই অন্য রকম। সারাজীবন এই স্মৃতিটা মনের মধ্যে থেকে যাবে। যাইহোক এতো সুন্দর ভাবে মনের অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ঠিকই বলেছেন কাপগুলো খুবই সুন্দর হয়েছে। চমৎকার লাগছে দেখতে। আপনার আনন্দ টা সত্যি ডাবল কারণ আপনার পুরষ্কার টাও যে ডাবল হা হা। উপহার গুলো শেষ পযর্ন্ত আপনার কাছেও পৌছে গিয়েছে দেখে ভালো লাগল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit