রেডহিল সপিং সেন্টার এর কিছু ফটোগ্রাফি

in hive-129948 •  10 months ago 
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_0868.jpeg

এই দুই তিন দিন ধরে একটানা বৃষ্টি হয়েছে, আর সাথে ছিল প্রচন্ড বাতাস। এমনিতেই বৃষ্টিপাত, আর যদি সাথে থাকে বাতাস তাহলে অবস্থা কেমন চিন্তা করে দেখুন?এ সময় যদি হাতে একটি ছাতা থাকে তাহলে বাতাসে ছাতা উল্টিয়ে ফেলে,আবার বাতাসের বিপরীত দিকে ছাতা ধরলে ছাতা আবার সোজা হয়ে যায়। বুঝতেই পারছেন তাহলে অবস্থাটা কেমন ছিল। এরপর আবার বাচ্চারা যে গাড়িতে করে স্কুলে যায় সেই গাড়ির প্রবলেম হয়েছে। এ কারণে এই সপ্তাহে ড্রাইভার আসেনি। তাদেরকে এই বৃষ্টির মধ্যে আনা নেয়া করতে খুবই কষ্ট হয়েছে। ড্রাইভার বলেছে আরো এক সপ্তাহ লাগবে তার গাড়ি ঠিক হতে।যাইহোক এখন বাচ্চাদের এক সপ্তাহের জন্য স্কুল হলিডে শুরু হয়েছে। আশা করছি এই এক সপ্তাহের মধ্যেই গাড়ি ঠিক হয়ে যাবে।নেক্সট উইক থেকে তারা আবার গাড়িতে যাওয়া আসা করতে পারবে। যাইহোক বৃষ্টি এখন কমেছে, বৃষ্টি হচ্ছে না আর। আজকের ওয়েদার টা বেশ ভালোই, কিন্তু একটু বাতাস রয়েছে।

এই বৃষ্টির মধ্যে আমি আর আমার হাজব্যান্ড একটু দরকারি কাজে রেডহিল এ গিয়েছিলাম। কাজ শেষে দেখলাম বড় একটি শপিং মল। সেখানে ঢুকে পড়লাম। এর আগে কখনো এই শপিংমলে আসা হয়নি। জাস্ট একটু অভিজ্ঞতা অর্জনের জন্য গিয়েছিলাম। Crowley শপিং মল এর মতই প্রায় রেডহিল শপিং মল। দেখতে প্রায় একই রকমের, তবে এই শপিং মলটি একটু ছোট। ঘরের যাবতীয় সকল ধরনের জিনিসপত্রই এখানে রয়েছে।কোন কিছুই বাদ নেই সেখানে।যাইহোক চলুন তাহলে এক নজরে শপিংমলের দৃশ্যটি দেখে নেওয়া যাক।

IMG_0829.jpeg

সামনে আসছে ভ্যালেন্টাইন্স ডে, আর এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সুন্দর এই ডেকোরেশনটি করে রেখেছে শপিংমলের ভেতরে।

IMG_0830.jpeg

নিউ লুক শপটি দেখতে পাচ্ছেন। এই শপের কাপড়-চোপড় খুবই উন্নতমানের। এ কারণে এখানকার কাপড়-চোপড়ের দামও অনেক বেশি।

IMG_0828.jpeg

IMG_0827.jpeg

IMG_0826.jpeg

IMG_0825.jpeg

IMG_0824.jpeg

IMG_0823.jpeg

শপিং মলের ভেতরের কিছু ফটোগ্রাফি।

IMG_0831.jpeg

শপিং মলের ভেতরে দেখতে পেলাম এই শপটি, যেখানে পাসপোর্ট ও ভিসা এর জন্য ফটো তোলা হয়। হাজবেন্ডের পাসপোর্ট এর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তাই নতুন পাসপোর্ট করতে এখান থেকে কতগুলো ফটো তুলে নিল।

IMG_0833.jpeg

এই শপে দেখলাম কতগুলো কাপ সাজিয়ে রেখেছে। আমার কাছে বেশ ভালো লাগলো তাই ফটোগ্রাফি নিয়ে নিলাম।

IMG_0821.jpeg

IMG_0820.jpeg

IMG_0819.jpeg

ফেরার পথে উপরের ওই তিনটি ফটোগ্রাফি নিয়েছিলাম, তখনও বৃষ্টি পড়ছিল।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একটানা বৃষ্টি হচ্ছে সেই সাথে প্রচন্ড বাতাস হঠাৎ আবহাওয়া ব্যাপক পরিবর্তন। তবে এমন আবহাওয়ার মধ্যে যদি বাচ্চাদের গাড়ির সমস্যা হয় সেক্ষেত্রে তো তাদের স্কুলে নিয়ে যাওয়া আবার আরেক ঝামেলা। যাইহোক আজকে শপিং সেন্টারের ভিতরের কিছু ফটোগ্রাফি তুলে ধরেছেন তবে শপিং সেন্টারের ভিতরে পাসপোর্ট এবং ভিসার কাজ করা হয় এই বিষয়টা আজকে নতুন জানলাম। সবশেষে যে তিনটি ছবি শেয়ার করেছিলেন সেটা দেখে বোঝা যাচ্ছে আবহাওয়া কেমন ছিল।

Posted using SteemPro Mobile

রেডহিল সপিং সেন্টার এর সকল ফটোগ্রাফি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। একই সাথে খুবই ভালো লাগলো আপনার পোস্টের লেখাগুলো পড়ে। ভ্যালেন্টাইন ডে উপলক্ষে করে রাখা ডেকোরেশন এর ফটোগ্রাফিটি আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

Posted using SteemPro Mobile

অচেনা একটি জায়গার সুন্দর শপিং সেন্টারের দৃশ্য দেখার সুযোগ হয়ে গেল আজ। খুবই ভালো লাগলো আপনার আজকের এই সুন্দর ব্লগ দেখে। যেখানে অনেক কিছু দেখার সুযোগ পাওয়ার পাশাপাশি বেশ কিছু ধারনাও পেলাম।

ভালো সময় স্কুল বন্ধ দিয়েছে। তা না হলে বৃষ্টির মধ্যে আরও এক সপ্তাহ কষ্ট করতে হতো। আশা করি এই এক সপ্তাহের মধ্যে আপনার ড্রাইভারের গাড়ি ও ঠিক হয়ে যাবে। তাছাড়া এরকম বড় বড় শপিং মলে ঘুরতেও বেশ ভালো লাগে। শপিং মলটি অনেক সাজানো গোছানো। দেখে ভালো লাগলো। খুব সুন্দর ফটোগ্রাফিও করেছেন।

গাড়িতে প্রবলেম হওয়ার আর সময় পেলো না। এমন বৃষ্টি আর বাতাসের মধ্যে গাড়িটা ঠিক থাকলে তো তেমন কষ্ট হতো না। দোয়া করি যেন এক সপ্তাহের মধ্যেই গাড়িটা ঠিক হয়ে যায়। যাইহোক শপিং মলটি আসলেই খুব সুন্দর। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শপিংমলের ভিতরে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে দেখা যাচ্ছে। প্রতিটি ফটোগ্রাফি এক কথায় দুর্দান্ত হয়েছে আপু। সব মিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile