অবশেষে বাংলাদেশে যাওয়ার টিকিট কনফার্ম করে ফেললাম এবং কিছু  কেনাকাটা 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  4 years ago  (edited)

আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার অনেক খুশির একটি দিন, কারন আজকে আমরা বাংলাদেশের যাওয়ার টিকিট কনফার্ম করে ফেললাম। ডিসেম্বরের শেষের দিকে খ্রিস্টমাসের ছুটিতে আমরা বাংলাদেশে যাচ্ছি, যদিও আমার হাজব্যান্ড এই মাসের শেষের দিকে যাচ্ছে তার প্রয়োজনীয় কাজে, আমরা একসাথে যেতে পারছিনা।যাই হোক বাংলাদেশে যাওয়া মানে অন্যরকম এক অনুভূতি, অন্যরকম আনন্দ যা বলে বোঝাতে পারবো না। প্রায় দুই বছর পরে বাবা-মা ও ভাই বোনের সাথে দেখা হতে যাচ্ছে।যদিও জুলাই মাসে আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু করোনার ভয়াবহতার কারণে যাওয়া ক্যান্সেল হয়ে যায়। জুলাই মাসেই আমরা সবসময় যেয়ে থাকি কারণ এই সময় লম্বা ছুটি থাকে, তার মানে ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকে । কিন্তু ডিসেম্বর মাসে মাত্র তিন সপ্তাহের মতো স্কুল বন্ধ থাকে, তো আমরা বেশিদিন থাকতে পারছি না, বড়যোর ৪ সপ্তাহের মত থাকতে পারবো। আমরা সব সময় জুলাই মাসে যেয়ে থাকি আর এ সময় প্রচন্ড গরম থাকে, এই প্রথম আমরা ডিসেম্বরে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে।ডিসেম্বর মাসেই আমার মনে হয় ভাল হবে কারন এ সময় ঠান্ডা থাকবে ইংল্যান্ডের মত।

862B86B4-33B3-448A-BB72-187E6B6AA7A1.jpeg

385B50C9-C1EA-4246-9330-C4971D28F588.jpeg

1B3E0392-FB97-4C90-9662-668E4437D436.jpeg

27B10F63-1E03-4A0E-8041-7258CF8BE9E9.jpeg

751278F4-22F1-461C-BADE-B2B6E7F8FBC2.jpeg

FA2C6774-908C-4364-BCF6-58B5E4EDC6DB.jpeg

2062D832-3AB8-4736-B5EF-BBC589BFC7CC.jpeg

BC9D913E-D668-48DB-9152-FAD73545AC3D.jpeg

01106279-0211-4221-9D99-B224C62D685B.jpeg

ফটোগ্রাফি গুলো দেখেই বুঝতে পারছেন আমাদের কেনাকাটা শুরু হয়ে গেছে ।আজকে ছিল সোমবার আমার হাজবেন্ডের ছুটির দিন সুতরাং আমাদের কেনাকাটার জন্য অন্যরকম একটি সুযোগ পেয়ে গেলাম । বাচ্চাদেরকে স্কুলে দিয়েই আমরা চলে গেলাম শপিংয়ে , কারন আর বেশিদিন হাতে সময় নেই, আমার হাজবেন্ডের যাওয়ার টাইম হয়ে গিয়েছে। তিনি চাচ্ছেন সবকিছু আমাদের জন্য গোছগাছ করে দিয়ে বাংলাদেশে যাবেন। আমরা একা একা সব কিছু গোছাতে পারব না, তাই চেষ্টা করছি হাজবেন্ডের যাওয়ার আগে আমাদের সব কেনাকাটা শেষ করে ফেলতে আর এ কারনেই আমাদের ঘনঘন বের হতে হবে শপিং এর উদ্দেশ্যে। যদিও শপিং করা আমার মোটেও পছন্দ নয় তারপরও কি আর করা শপিং তো করতেই হবে। কারণ বাংলাদেশে গেলে তো আর খালি হাতে যাওয়া যায় না, অনেক আত্মীয়স্বজন রয়েছে, আমার পক্ষের আত্মীয়-স্বজন ও আমার হাজবেন্ডের পক্ষের আত্মীয়-স্বজন ।সবার জন্য টুকটাক করে কিছু না কিছু নিতেই হয় তাছাড়া নিজেদেরও অনেক কেনা কাটা থাকে।

CC5A5A31-073A-4355-B9C6-6EFD78FDF1B3.jpeg

5415EA5A-6448-4FB5-86A3-C39A6A88CD0C.jpeg

হাসবেন্ডের জন্য গ্যালাক্সি এস ২১ ultra কিনে ফেললাম কারন তিনি স্যামসাং প্রেমি আর আমি আইফোন প্রেমি।আমার জন্য আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার দিয়েছি, আসতে একটু দেরি হবে ।

13043706-DBB1-49EC-9D8F-29043BC8AE48.jpeg

539E1D1D-24A3-4C12-BB03-23627B680CED.jpeg

9C4F5D13-9961-4692-8B84-AF3B2C39EBA1.jpeg

অবশেষে কেনাকাটা করে বাসায় ফিরলাম।আর ফেরার সময় শপিংমলের পাশ থেকে এই ফটোগ্রাফি গুলো ক্যামেরা বন্দি করলাম ।এটি ছোট একটি পার্ক বাচ্চাদের বিনোদনের জন্য।

what3words address.
https://w3w.co/hurry.comical.chef

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

5F219970-3F87-42C3-9E08-30DB8763BE9B.png

আশাকরি আমার এই আয়োজন আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,
@tangera

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলাদেশে আসার জন্য আপনাকে স্বাগতম। সত্যি বাংলাদেশ আপনার জন্মভূমি আর এই জন্মভূমিতে আসতে পেরে আপনার খুবই ভালো লাগবে এটাই স্বাভাবিক। শুভকামনা রইল আগামীর জন্য।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here

যদিও আপু আপনি বাংলাদেশী তারপরও আমি বাংলাদেশী হিসেবে আপনাকে বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। আশাকরি ভালোভাবে বাংলাদেশে পৌঁছাবেন। এবং আপনার হ‍্যাডবেন্ডের ফোনটা ভালো ছিল। এবং আপনার Upcoming আইফোন ১৩ প্রো মাক্স এর জন্য অভিনন্দন ।।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

  • যাই হোক বাংলাদেশে যাওয়া মানে অন্যরকম এক অনুভূতি, অন্যরকম আনন্দ যা বলে বোঝাতে পারবো না।
    এটা খুব সুন্দর বলেছেন আপু।যতই যেখানে থাকা হোক না কেনো,নিজের দেশের মতো কখনোই হয় না।নিজের দেশ মানেই আলাদা অনুভুতি।

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

এই প্রথম আমরা ডিসেম্বরে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে।ডিসেম্বর মাসেই আমার মনে হয় ভাল হবে কারন এ সময় ঠান্ডা থাকবে ইংল্যান্ডের মত।

ঠিক কথা বলছেন জুলাই মাসে অত্যন্ত গরম। বলতে গেলে এখনও গরম পড়ছে বাংলাদেশ।আসলেই আপনার হাজব্যান্ড স্যামসাং প্রেমি আপনি আইফোন প্রেমী কথাটা খুবই ভালো লাগলো। যাইহোক আপনার ফোন আপনি পেয়ে যান আপনার জন্য শুভকামনা রইল এবং শপিংমলের ছবিগুলো অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। অনেক সুন্দর অনুভূতি ছিল বাংলাদেশে আসার

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাংলাদেশে এসে আপনি সত্যিই আনন্দ পাবেন। যেহেতু দুই বছর পর আপনার ফ্যামিলির সাথে দেখা হচ্ছে সেহেতু আনন্দটা আরো বৃদ্ধি পাবে।
শপিং মলের সমস্ত সূত্র গুলো অসাধারণ ছিল। আর হা আমিও স্যামসাং এর ভক্ত

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

শুভকামনা অবিরাম প্রিয় বোনশুভকামনা অবিরাম প্রিয় বোন

বাংলাদেশে আসার জন্য আপনাকে স্বাগতম। সত্যি বাংলাদেশ আপনার জন্মভূমি আর এই জন্মভূমিতে আসতে পেরে আপনার খুবই ভালো লাগবে এটাই স্বাভাবিক। আর মা বাবা ভাই বোনদের সাথে দেখা করবেন এটা তো আরো আনন্দের বিষয়। আপনার জন্য শুভকামনা রইল এবং মাতৃভূমির বুকে সুস্থভাবে ফিরে আসুন।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

ঠিক কথা বলছেন জুলাই মাসে অত্যন্ত গরম। বলতে গেলে এখনও গরম পড়ছে বাংলাদেশ।আসলেই আপনার হাজব্যান্ড স্যামসাং প্রেমি আপনি আইফোন প্রেমী কথাটা খুবই ভালো লাগলো। যাইহোক আপনার ফোন আপনি পেয়ে যান আপনার জন্য শুভকামনা রইল এবং শপিংমলের ছবিগুলো অনেক সুন্দর ভাবে পরিবেশন করেছেন। অনেক সুন্দর অনুভূতি ছিল বাংলাদেশে আসার

যাই হোক বাংলাদেশে যাওয়া মানে অন্যরকম এক অনুভূতি, অন্যরকম আনন্দ যা বলে বোঝাতে পারবো না। প্রায় দুই বছর পরে বাবা-মা ও ভাই বোনের সাথে দেখা হতে যাচ্ছে

আপনি দেশে আসতেছেন শুনে অনেক অনেক ভালো লাগলো। আপনার জন্য দোয়া করি ভালো ভাবেই যেনো বাংলাদেশে আসতে পারেন। সত্যি বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ যদিও ছোট। ভালো থাকুন সবসময়

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

সুন্দর অভিজ্ঞতা! আপনার পোস্টের মাধ্যমে অনেক তথ্য জানতে পারলাম আপনার সম্পর্কে। আপনার জার্নি শুভ হোক সেই কামনা থাকলো। ফটোগ্রাফিগুলো দেখে বোঝা যাচ্ছে আপনরা অনেক শপিং করেছেন।
আপনার জন্য শুভকামনা 🙂

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য, আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে স্বাগতম বোন ❤️

জানি বাংলাদেশের যাওয়ার আনন্দ-উৎসবে মেতে আছেন। শপিং করছেন নিজের জন্য হাজবেন্ডের জন্য বাবুর জন্য। এমনকি বাংলাদেশের যত আত্মীয়-স্বজন আছে ফ্যামিলিতে সবার জন্য। আপনার আইফোন 13 মেক্সপ্রো সত্যি খুব অসাধারণ। যেটা আমাদের নাগালের বাইরে। চাইলে আমরা এটা কিনতে পারব না। জানি আপনি একজন বাংলাদেশী তবুও বাংলাদেশী হিসেবে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আসেন বাংলাদেশে উপভোগ করুন নিজের মাতৃভূমি নাড়ির টানে আসতেই হয়। শুভকামনা রইল আপনার জন্য

ওয়েলকাম আপু আপনাকে বাংলাদেশে।আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেনো নিজ জন্মভূমির উপর আলাদা একটা টান থাকে,সেতো নাড়ির টান।আমার কিছুদিন বাড়ির বাইরে থাকলে কিছু ভালো লাগে না আর আপনার তো দীর্ঘ দুই বছর হয়ে গেছে দেশে বাইরে।আপনার দেশে আসার অনুভূতিটা আমি কিছুটা হলেও বুঝতে পারছি আপু।সবিশেষে,সুস্থ্য ও স্বাভাবিক শরীরে আবার নিজ গৃহে যেন ফিরে আসতে পারেন এই আমাদের সবার কামনা।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।আপনার এই কথাটি শুনে খুব খারাপ লাগলো আইফোন আপনার নাগালের বাইরে, নাগালের বাইরে কিছুই নয় একদিন না একদিন আপনিও সক্ষম হবেন, শুভকামনা রইল আপনার জন্য।

বাংলাদেশ আপনার জন্মভূমি আর এই জন্মভূমিতে আসতে পেরে আপনার খুবই ভালো লাগবে এটাই স্বাভাবিক। আর মা বাবা ভাই বোনদের সাথে দেখা করবেন এটা তো আরো আনন্দের বিষয়। আপনার জন্য শুভকামনা রইল এবং মাতৃভূমির বুকে সুস্থভাবে ফিরে আসুন।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বাহ! এটাতো দারুন খুশির খবর আপু।
দাওয়াতটা অগ্রিম বুকিং দিয়ে রাখলাম কিন্তু হি হি হি

নিজ দেশের আকাশ, বাতাস, মাটি এগুলোর গন্ধটাও অনেক আপন মনে হয়, যারা প্রবাসে থাকেন একমাত্র তারাই বিষয়টি বুঝতে সক্ষম হন। শুভ কামনা রইল আপনার জন্য আপু।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য,আপনার বাসায় কিন্তু আসবো রেডি হয়ে থাকবেন, আপনি কোথায় থাকেন আমি জানি।

বাংলাদেশ আপনাকে সু-স্বাগতম আপু।

দুই বছর পরে বাবা-মা ও ভাই বোনের সাথে দেখা হতে যাচ্ছে

এটা আমার সব থেকে ভালো লেগেছে। এটা এক অন্য রকম অনুভুতি যা কাউকে বলে বোঝানো যাবে না। অনেক দিন পরে বাবা মা ভাইবোনদের সাথে দেখা করতে পারা মানে আমার কাছে এই সময় টুকু পৃথিবীর সব থেকে সুখের সময়। সাবধানে আসবেন, দোয়া হইলো আপনাদের জন্য

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আশা করছি খুব শীঘ্রই দেখা হবে। সাবধানে আসবেন দেশে। সুস্থ ভাবে যেন দেশে আসতে পারেন এই দোয়াই করি।

অনেক ধন্যবাদ তোমাকে।