বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
লাস্ট দুই সপ্তাহ ধরে আমাদের এখানে খুব বেশি ঠান্ডা পড়ছে। তাপমাত্রা মাইনাস থেকে যেন উপরে উঠছেই না।আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল - 2° সেন্টিগ্রেড।লাস্ট এক সপ্তাহ ধরে তাপমাত্রা মাইনাসেই রয়েছে।কয়েক দিন ধরে স্নো ও পড়েছে।কিন্তু খুব বেশি পড়েনি, তবে কোথাও কোথাও ভারী তুষারপাত পড়ে বন্যা দেখা দিয়েছে।কারণ তুষারপাত এর সাথে খুব বৃষ্টি ও হয়েছে।আমাদের এখানে বেশ ভালোই আছে।অল্প অল্প করে তুষারপাত হয়েছে। প্রবলেম হচ্ছে তুষারপাত গুলো রাতের বেলায় ঘটেছিল, এ কারণে বাচ্চারা ভালোভাবে দেখতেও পারিনি।বাচ্চারা তুষারপাত খুবই পছন্দ করে।দিনের বেলাও দেখা যেত, কিন্তু তুষারপাতের সঙ্গে অনেক বৃষ্টিপাত হয়েছে এ কারণে বৃষ্টির সাথে তুষার গুলো ধুয়ে চলে গিয়েছে।আর তুষারপাতের সাথে সাথে বৃষ্টি হওয়া ভালো, তা না হলে রাস্তা একেবারে স্লিপারি হয়ে যায়।কখনো কখনো যখন প্রবল তুষারপাত ঘটে, আর যদি বৃষ্টি না হয় তখন দু এক দিন চারদিকে শুধু সাদা আর সাদা।তখন দেখতে বেশ ভালোই লাগে।যাইহোক আজকে রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।তার মধ্যে প্রথমে শুরু করছি তুষারপাতের কিছু ফটোগ্রাফি দিয়ে।
রাতের বেলায় যখন স্নো পড়া শুরু হয়ে গিয়েছিল তখন মেয়েরা অস্থির হয়ে গিয়েছিল বাইরে গিয়ে স্নো পড়া দেখবে। এরপর তাদেরকে অনুমতি দিয়ে আমিও চলে গিয়েছিলাম স্নো পড়া দেখতে। বাচ্চাদের মত স্নো পড়া দেখতে আমারও খুব ভালো লাগে। প্রচন্ড ঠান্ডা ছিল বাইরে তাই বেশিক্ষণ থাকতে পারিনি।
উপরের সবগুলো ফটোগ্রাফি স্নো পড়ার সময় রাতের বেলায় আমাদের বাসার সামনে থেকে নিয়েছি।
সকাল বেলায় গার্ডেন থেকে এই ফটোগ্রাফিটি নিয়েছিলাম।
আজকে আমাদের সকলের দাঁতের ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছিল রুটিন চেকের কারণে। এ কারণেই আজ বাইরে বের হয়েছিলাম, আর সাথে বেশ কিছু ফটোগ্রাফিও করেছিলাম।অনেকদিন পর আজ বাইরে বের হয়েছিলাম।প্রচন্ড ঠান্ডায় কোথাও যেতে ইচ্ছে করে না। কিন্তু কি আর করা? যেহেতু ডক্টরের এপয়েন্টমেন্ট ছিল তাই বাধ্য হয়ে যেতে হয়েছিল।যখন বের হয়েছিলাম তখন মাইনাস 2° ছিল তাপমাত্রা।চলুন এবার তাহলে উপভোগ করা যাক রাস্তা ও ফুটপাতের কিছু ফটোগ্রাফি।
গাড়ি পার্ক করার সময় পাশে দেখলাম খুবই সুন্দর একটি পাখি দাঁড়িয়ে রয়েছে। তাই আর এই সুযোগটি হাতছাড়া করিনি। সাধারণত মোবাইল দিয়ে পাখিগুলোর ছবি ভালোভাবে নেওয়া যায় না, আর ফটো এত সুন্দরও হয়না, এছাড়া কাছ থেকে ফটো নিতে গেলেই তারা উড়ে চলে যায়।পাখীর ফটোগ্রাফি নিতে হলে অনেক এক্সপার্ট হতে হয়। যাইহোক জুম করে এই ফটোগ্রাফিটি করেছিলাম।
জুম করে তোলা পাখির ফটোগ্রাফিটি আজকে নিয়েছিলাম।
শপিং মলের ভেতরের কিছু ফটোগ্রাফি আজকে নেয়া হয়েছিল।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালে লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
মানুষ যেমন কৃত্রিমভাবে সৌন্দর্য সৃষ্টি করতে অভ্যস্ত ঠিক তেমনি সেই কৃত্রিমতার মধ্যে প্রাকৃতিক কিছু বিষয় এক্সট্রা সৌন্দর্য সৃষ্টি করে দেয়। ঠিক তেমনি স্নো পড়ার বিষয়টা। অনেক ভালো লাগলো আপনার সুন্দর একটি পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শীতের সময় এমন ভারী তুষার এবং বৃষ্টিপাত হলে অনেক সমস্যা শীতের হার অনেক বেড়ে যায়। যখন তুষারপাত পড়তো এবং বৃষ্টি হতো না তখন রাস্তাগুলো সাদায় ভরে যেত ।আসলেই এই সময়টা দেখতে অনেক ভালো লাগে। রেন্ডন ফটোগ্রাফির মাধ্যমে অনেক কিছুর সাথে পরিচিত হতে পারলাম আপু ।ধন্যবাদ আমাদের মাঝে রেন্ডম ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক
অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর দেখতে বেশ কিছু ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। বাচ্চারা এবং আপনি স্নো পড়া দেখতে অনেক বেশি পছন্দ করেন বুঝতেই পারছি। দারুন সব ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করলেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলোর প্রশংসা তো করতেই হচ্ছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তুষার পাতের কথা শুনলে কেমন একটা এক্সাইটেমেন্ট কাজ করে। তাও ভালো আপনাদের এখানে অল্প তুষারপাত হয়েছে। অন্যান্য জায়গায় দেখছি ভালোই খারাপ অবস্থা হয়েছে। জুম করে পাখির ফটোগ্রাফিটি করলেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো লাগলো আপনাদের সুন্দর মুহূর্ত দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপন করেছেন। আপনার আজকের এই পোস্ট দেখে মন ভরে গেল আপু। যেখানে বিভিন্ন ধরনের সুন্দর চিত্র দেখতে পারলাম। ভাগ্য ভালো পাখির ফটোগ্রাফি করেছেন। তাই পাখিটার দেখতে পারলাম। এছাড়া অনেক সুন্দর ফটো ধারণ করেছেন সব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ফটোগ্ৰাফি করতে আমরা সবাই পছন্দ করি। আমিও ভীষণ পছন্দ করি। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে জুম করে তোলা পাখির ফটোগ্ৰাফিটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্নো পড়া দেখতে সবাই ভীষণ ভালোবাসে। কেননা তখন চতুর্দিকে সুন্দর এক দৃশ্য উপভোগ করা যায়। আপনার মেয়ে দেখতেছি দারুন খুশি হয়েছিল। চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন শপিংমল পাখি এবং স্নো এই ফটোগ্রাফি গুলি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফির সাথে বেশ কিছু বর্ণনা শেয়ার করেছেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু, দিন কয়েক আগে আমার এক বান্ধবী ভিডিও পাঠিয়ে দেখিয়েছিল ওদের ওখানে স্নো ফল হচ্ছে সেও লন্ডনেই থাকে। আজ আপনার বাচ্চাদের কথা পড়ে বেশ ভালো লাগলো এবং ছবিগুলো দেখে আমার যেন ইচ্ছে করছে আপনাদের সাথে গিয়ে স্নো ফল উপভোগ করি। বাকি ছবিগুলো বেশ ভালো লেগেছে। আকাশ পরিষ্কার হওয়ার জন্য ঘন নীল রং হয়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর দেখতে বেশ কিছু রেনডম ফটোগ্রাফি করলেন আপনি। প্রতিটা রেনডম ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। ভিন্ন ভিন্ন জায়গা থেকে করায় দেখতে একটু বেশি সুন্দর লাগছিল। আপনার মেয়ে তো তাহলে বাহিরে আসতে পেরে অনেক বেশি খুশি হয়েছিল। এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে ভাগ করে নিলেন দেখে ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
স্নো পড়া দেখতে আমারও ভীষণ ভালো লাগে। চারিদিকে সাদা আর সাদা,যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। যাইহোক ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ হয়েছে আপু। মোবাইল দিয়ে পাখির ফটোগ্রাফি করাটা আসলেই বেশ কঠিন। তবুও আপনার শেয়ার করা পাখির ফটোগ্রাফিটা খুব সুন্দর হয়েছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আর বর্ণনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit