লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১, 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  2 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন বাচ্চাদের সামার হলিডে চলছে, ছয় সপ্তাহের জন্য স্কুল বন্ধ আছে।তাই ডিসাইড করেছি বাচ্চাদেরকে লন্ডনের বিভিন্ন ঐতিহ্যবাহী কিছু স্থান ঘুরিয়ে দেখাবো। প্রায় একমাস আগেই কিছু কিছু স্থান পরিদর্শনের জন্য টিকিট কেটে রেখেছিলাম। আজকে থেকে শুরু হল আমাদের ভ্রমণ ।আজকে গিয়েছিলাম লন্ডন আই পরিদর্শনের জন্য, এরপর গিয়েছিলাম লন্ডন সি লাইফ সেন্টারে। আজকে লন্ডন আই এর কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করব এবং বাকিগুলো পরবর্তীতে শেয়ার করব, কারন অনেকগুলো ফটোগ্রাফি রয়েছে। আশাকরি ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে, চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

6C8A647E-0817-4B0E-8840-108D72C0484B.jpeg

আজ বুধবার, মঙ্গলবার রাতে জানতে পারি ট্রেন ধর্মঘট। মনটা খারাপ হয়ে গেল কারণ ওখানে যেতে হলে ট্রেনে যেতে হবে।গাড়ি নিয়ে ওখানে গেলে খুবই প্রবলেম হয়, ট্রেন গেলে মাত্র ৪/৫ মিনিট হাঁটতে হয়। পরে খোঁজ নিয়ে দেখলাম আন্ডারগ্রাউন্ডে ট্রেন চলবে, কারন আন্ডারগ্রাউন্ড দিয়েই যেতে হবে ওখানে। এরপর আজকে সকাল আটটার মধ্যে বের হয়ে যাই বাসা থেকে, সাথে আমার ভাসুর ও তার ফ্যামিলিও ছিল। কোথাও বেড়াতে গেলে আমরা সবসময় সবাই একসাথে যাই। যাই হোক নির্দিষ্ট টাইম এর মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যস্থলে।London eye, অনেকবার দেখেছি বাট কখনো ওঠা হয়নি। সাধারণত ট্যুরিস্টরা বেশি লন্ডন আই তে উঠে থাকে, কারণ এখানে উঠলে পুরা লন্ডন শহর একনজরে খুব ভালোভাবে দেখা যায়। বেশি আগে আসার কারণে আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল, এরই ফাঁকে আইসক্রিম খেয়ে একটু ঠান্ডা হয়ে নিলাম সকলে। অনেক এক্সাইটেড ছিলাম বাচ্চাদেরকে নিয়ে কারণ এর আগে কখনো ওঠা হয়নি। এরপর আমাদের সময় হল উঠার ।

CB249D58-3FB3-41FE-8357-AF50AB8DE70A.jpeg

লন্ডন আন্ডারগ্রাউন্ড।

E54FF35C-55B0-4FF0-83FF-F344B2EB83DF.jpeg

B637E126-670C-4D11-9443-86CB5EC28123.jpeg

9876C3B7-8067-4857-91FD-75C030C7337E.jpeg

“লন্ডন আই” তে যাওয়ার পথে কিছু ফটোগ্রাফি।

1B554643-1FBB-491B-B810-7A1732D41DD5.jpeg

দূর থেকে লন্ডন আই।

7748BD24-151D-439F-B2AA-0D0C2DB8FCC4.jpeg

4BECC73E-8AF9-45B2-AB09-8074FD0738C0.jpeg

D342CDBA-13E9-4077-A130-260164D5703B.jpeg

212C442E-1C9D-4251-A899-EB5B4B48271F.jpeg

CF86C23F-F78A-4F57-A787-D060C0887563.jpeg

2F8FC963-E857-466F-A3F7-704C14B693A0.jpeg

53BBF3DD-E40A-4C8E-B8AF-E4BDB20448AE.jpeg

সবুজ প্রকৃতিও রয়েছে এই বাউন্ডারির মধ্যে।

556FC473-7E9C-4AD3-91F2-AB13349FC4D7.jpeg

C3F49A01-DFB6-4817-AFA0-BFAE3EBAD892.jpeg

D3CBFDD8-CBAE-4FDD-8981-C93BF9CDE079.jpeg

BBB9F7CF-D081-4DE7-8E18-B204D074FF5E.jpeg

F478F885-AE23-4BFC-8C60-AC0702C12AD0.jpeg

অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল কারণ প্রচুর ভিড় ছিল ওখানে।

0FA5D3A1-4219-4D80-9B14-71C12F8C65B8.jpeg

বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, আশাকরি আপনাদের ভাল লেগেছে ।আগামী পর্বে আপনাদেরকে দেখাবো লন্ডন আইতে উঠে উপভোগ করা কিছু অসাধারণ ফটোগ্রাফি।

ধন্যবাদ,

@ tangera

what3words address

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এটা সম্ভবত লন্ডন ক্রিকেট ইস্টোডিয়ামের আশে পাশে হবে কারণ লন্ডনে ক্রিকেট ম্যাচ হলেই লন্ডন আই এর সুন্দর দৃশ্য দেখা যায়। তবে আপনার মাধ্যমে লন্ডনের কিছু ঐতিহ্যবাহী স্থান দেখতে পেলাম। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

জ্বী ভাইয়া ক্রিকেট স্টেডিয়াম লন্ডন আই এর পাশেই রয়েছে, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

লন্ডনের ঐতিহাসিক স্থানের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। খুবই সুন্দর সুন্দর জায়গায় ভ্রমন করেছেন। এই জায়গাগুলো ফটোগ্রাফি দেখে আমার অনেক ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলেই ভাইয়া জায়গাটি অনেক সুন্দর, আর ফটোগ্রাফি গুলো আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে।

আপু দিলেন তো ঘোরাঘুরির ইচ্ছা বাড়িয়ে। মনে হচ্ছে এখনই লন্ডন চলে যাই। দেন না একটা ভিসা জোগাড় করে দেখে আসি লন্ডনের এত সুন্দর সুন্দর জায়গা গুলো হাহাহা। আসলেই ঐতিহ্যবাহী শহর এই লন্ডনের সবকিছুই অনেক সুন্দর।

আপনি যদি সত্যিই লন্ডনে আসতে চান তাহলে অবশ্যই ব্যবস্থা করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

ওয়াও এই সুযোগে লন্ডনের বেশ কিছু দর্শনীয় স্থান আমরাও দেখতে পারব জেনে খুবই ভালো লাগছে। লন্ডন আই দেখে মনে হচ্ছে যে অনেক উঁচু। একটু ভয় লাগার কথা। ভয় লেগেছিলো হলো নাকি আপু? বাচ্চাদের ছুটি উপলক্ষে বিভিন্ন জায়গার ঘুরতে যাওয়ার আইডিয়াটি খুব ভালো লেগেছে। এতে বাচ্চাদের মন ফ্রেশ হয়। ফ্যামিলির সঙ্গে খুব ভালো মুহূর্ত কাটিয়েছেন বোঝা যাচ্ছে। পরবর্তী ফটোগ্রাফি গুলোর অপেক্ষায় রইলাম।

অনেক উঁচু কিন্তু একটুও ভয় লাগেনি কারণ খুবই স্লো চলে।তবে উপর থেকে প্রকৃতি গুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল। অনেক ধন্যবাদ তোমাকে।

পোস্ট দেখেই বোঝা যাচ্ছে লন্ডনের ঐতিহ্যবাহী দর্শন পরিদর্শন করতে গিয়ে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মাধ্যমে আমরা লন্ডনের কিছু ঐতিহ্যবাহী দৃশ্য দেখতে পারলাম ।ধন্যবাদ আপনাকে।