সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।ডিজাইনটি অনেক সুন্দর।ডিজাইনটি করতে হয়ত সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু যারা মেহেদি পড়তে এক্সপার্ট তাদের বেশি সময় লাগার কথা নয়।ডিজাইনটি হাতে পড়লে খুবই চমৎকার লাগবে।বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্ট এর কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত ভরাট করে নিয়েছি। এরপর তাকে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।
এরপর বৃত্তটির চারিপাশে দুই লেয়ারে কতগুলো পাপড়ি এঁকে একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুলটির নিচে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ফুলটির পাশে ছোট্ট করে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।
এভাবে পর্যায়ক্রমে আরও কতগুলো ফুল এঁকে নিয়েছি।
এরপর নিচের দিকে পর্যায়ক্রমে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর নিচের দিকে ছোট ছোট আরও কতগুলো ফুল এঁকে নিয়েছি।
এরপর উপরের দিকে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে আমার অংকন শেষ করেছি।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
আপু, বিভিন্ন সময় আপনার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মেহেদি ডিজাইনের আর্ট গুলো দেখতে পাই। আপনি মেহেদি ডিজাইনের আর্ট গুলো খুব সুন্দর করেন। আজকে শেয়ার করা এই মেহেদি ডিজাইনের আর্টটিও বেশ ভালো লাগলো আমার কাছে। এই আর্টটি খুব সুন্দর করে অঙ্কন করে তা ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মেহেদি ডিজাইনের আর্টটি চমৎকার হয়েছে। মেহেদির আর্টগুলো দেখতে যেমন ভালো লাগে। তেমনি হাতে পরতে আরও ভীষণ ভালো লাগে। ঠিক বলেছেন আপু যারা মেহেদি দিতে এক্সপার্ট তাদের কাছে এই ডিজাইনটি দিতে বেশী সময় লাগবে না।যদিও আমি মেহেদি দিতে পারি না। তবে আপনার দারুন মেহেদির আর্টটি দেখে খুব দিতে ইচ্ছে করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার এই মেহেদী ডিজাইনগুলো আমার বেশ ভালো লাগে দেখতে। এরকম ডিজাইন বেশ কয়েকবার হাতে ট্রাই করেছিলাম। বৃত্তের খালি অংশগুলোর কারণে হাতে ডিজাইনটা করলে বেশ ভালো লাগে দেখতে। আমি বেশ কয়েকবার এরকম ডিজাইন ট্রাই করেছি। ভালো লাগে এই ডিজাইনগুলো। আপনি খুব সুন্দর ভাবে পুরো ডিজাইনটা আর্ট করেছেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্! এককথায় দুর্দান্ত একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। মেহেদি ডিজাইনের এই আর্টটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। সময় নিয়ে হাতে পড়লে যদি সুন্দর লাগে,তাহলে কিন্তু সেই কষ্ট একেবারেই দূর হয়ে যায়। এই মেহেদি ডিজাইনের আর্টটি হাতে পড়লে নিঃসন্দেহে দারুণ লাগবে। যাইহোক সবসময় এতো সুন্দর সুন্দর মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনার মেহেদি ডিজাইন আর্টটি খুবই চমৎকার হয়েছে। ভীষণ ভালো লাগছে দেখতে ।এভাবে হাতে পড়লে দেখতে দারুন লাগবে ।আপনি সব সময় দারুন সব মেহেদী ডিজাইন শেয়ার করেন যা দেখে বেশ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই নিখুঁতভাবে আপনি আজকেও একটা মেহেদীর ডিজাইনের আর্ট অংকন করেছেন আপু। এই ধরনের মেহেদির ডিজাইনগুলো আমার অনেক বেশি পছন্দের। মেহেদি হাতে লাগাতে আমি তো অনেক বেশি ভালোবাসি। আপনার আজকের এই ডিজাইন টা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। এই ডিজাইন হাতে লাগালেও অনেক ভালো লাগবে দেখতে। মেহেদী আর্ট করা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। এমনটা অনেক সময়ের প্রয়োজন হয়। খুব সুন্দর ছিল কিন্তু এই আর্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি খুব চমৎকার একটি মেহেদির ডিজাইন শেয়ার করেছেন। আপনার মেহেদির ডিজাইন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। ঠিক বলেছেন আপু যারা মেহেদি পড়তে এক্সপার্ট তাদের জন্য মেহেদি দিয়ে এই ডিজাইন করতে বেশি সময় লাগবে না। এই ডিজাইন মেহেদি দিয়ে হাতে পড়লে খুব সুন্দর দেখাবে। আপনি আটটি ধাপে খুব সুন্দর ভাবে সম্পূর্ণ ডিজাইন তুলে ধরেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডিজাইন আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর মেহেদী ডিজাইন করেছেন। এই ডিজাইনটি আমার কাছে অনেক ভালো লেগেছে, এত সুন্দর ভাবে আপনি অঙ্কন করেছেন দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বরাবর ই আপনি চমৎকার চমৎকার মেহেদি ডিজাইন আর্ট শেয়ার করেন আপু।আজকের র্আটটিও ও খুবই ভালো লাগলো দেখে।এগুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি দারুণ একটি মেহেদী ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করছেন।মেহেদী ডিজাইন টি আপনি নিখুঁত ভাবে আর্ট করছেন।এগুলো ডিজাইন হাতে দিলে হাতের সৌন্দর্য বৃদ্ধি পায়। ধন্যবাদ আপু পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
🌸👋 Hey everyone! 👋🌸
Hey friends, today was all about the beauty of nature. Here are some photos I took in our lovely garden:
And here's another one, taken from exactly the same angle:
That's all for today, folks! I hope you enjoyed this little artistic moment. I'll see you in the next one!
Best regards, @tangera
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit