DIY - এসো নিজে করি : Paper Flower bouquet, 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি DIY প্রজেক্ট নিয়ে। আমার প্রজেক্ট হচ্ছে কাগজ দিয়ে ফুলের bouquet. আসলেই DIY প্রজেক্ট এত সহজ নয়, একটু সুন্দর করে বানাতে গেলে অবশ্যই অনেক টাইম লাগে।আমার এই প্রজেক্টটি আমি দুই দিনে শেষ করেছি, যথেষ্ট সময় লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

Polish_20211110_162712695.jpg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক প্রজেক্টটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

  • ১ তিনটি রঙিন কাগজ( লাল, কমলা, সবুজ )
  • ২ একটি সিজার
  • ৩ গ্লু
  • কার্ডবোর্ড
  • একটি পুঁথি
  • কিছু পুরানো নিউজ পেপার

নিম্নে কার্যপ্রণালী গুলো দেখানো হলো:

826E3272-0620-41EA-94EA-EC0D12F47CBA.jpeg

প্রথমেই সবুজ পেপার কে দৈর্ঘ্য-প্রস্থে 21 সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

0FD41FCC-EEFA-441E-B515-B80091C7A38C.jpeg

এরপর কর্নার থেকে মুড়িয়ে গ্লু লাগিয়ে একটি কোন বানিয়ে নিয়েছি।

428AEB8F-C7A6-4AB0-A550-51C05EC91A76.jpeg

এবার কিছু পেপার কে হাত দিয়ে মুড়িয়ে ছোট ছোট গোল করে কনের মধ্যে রেখে দিয়েছি।

3B39CE1F-23A3-4DAD-A36D-39795A6B1524.jpeg

EADCC063-4BC6-4CF0-9D5E-6DDA5F7134FF.jpeg

এইবার একটি কার্ডবোর্ড কে কোন এর মুখের সাইজের সমান করে গোল করে কেটে নিয়েছি।

64CD134C-036F-4542-AE55-3659562BF126.jpeg

586D0435-95BE-42EF-883C-A5A83602D2E6.jpeg

এবার একটি অরেঞ্জ পেপার নিয়ে কার্ডবোর্ডের সাইজে গোল করে কেটে নিয়েছি।

89848D9B-7443-4E82-98AD-2E609F2103E3.jpeg

এবার কার্ডবোর্ডে গ্লু লাগিয়ে অরেঞ্জ পেপারটি কার্ডবোর্ডের সাথে লাগিয়ে নিয়েছি।

AD5098FB-8C9D-416C-B65B-227741FED3CB.jpeg

এবার কার্ডবোর্ডের চারিদিকে গ্লু লাগিয়ে কোন এর উপরে বসিয়ে দিয়েছি।

525F464F-BCE6-4909-A3F3-EB143B85137B.jpeg

এবার একটি অরেঞ্জ পেপারকে দৈর্ঘ্য ও প্রস্থে 9 সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

9B83E616-269B-47CD-97BC-3FAD0E3BB77E.jpeg

এরপর কর্নার গুলো একটু গোল করে কেটে নিয়েছি।

54E3BFA0-44CA-48DB-934D-9AE070BF11E1.jpeg

এইবার চারপাশ দিয়ে ঘুরিয়ে পর্যায়ক্রমে এভাবে কেটে নিয়েছি॥

B81D1179-83A1-4583-BE7E-D3024E82B189.jpeg

7D2271E7-0E82-4D14-84CB-98F2C0FE84EB.jpeg

6D579AE1-82CC-4ACE-93F4-79BD529ABBFD.jpeg

8bucHxsiGMItDkceGvONVicyLrc.jpg

এবার পেপারটিকে মুড়িয়ে গ্লু লাগিয়ে এভাবে একটি ফুল বানিয়েছি।

E7DE3DBE-3E76-4A4C-A565-B41EE0F349FE.jpeg

ঠিক একইভাবে আরো কতগুলো অরেঞ্জ ও লাল রঙের ফুল বানিয়ে নিয়েছি।

এবার কার্ডবোর্ডের উপর গ্লু লাগিয়ে ফুলগুলো বোর্ডের উপরে বসিয়ে দিয়েছি।

B0195564-C8FE-4CB3-ADF1-E112BDAAD382.jpeg

070B97E2-10BF-41C7-8050-770BC14B05BB.jpeg

3EC2262A-E09F-4404-892F-684687B80535.jpeg

এবার একটি অরেঞ্জ পেপার দৈর্ঘ্য-প্রস্থে 16: 4 সেন্টিমিটার কেটে নিয়েছি। এরপর লম্বালম্বিভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝ বরাবর ভাঁজ করে গোল করে কেটে নিয়ে ব্লু লাগিয়ে একটি বো বানিয়ে নিয়েছি।

A9962B88-E9CC-471F-8870-AC1E5C638AF6.jpeg

8D7C3278-0A08-45BC-B338-010E6C6D0D48.jpeg

D90395CD-164B-4BFB-BD0E-49E82F543673.jpeg

7042D983-5279-4F90-83A4-AD9FAE6F2A6A.jpeg

5DD6C7AF-ACEF-4500-A841-C6C46E9D30C0.jpeg

8D7C3278-0A08-45BC-B338-010E6C6D0D48.jpeg

D90395CD-164B-4BFB-BD0E-49E82F543673.jpeg

7042D983-5279-4F90-83A4-AD9FAE6F2A6A.jpeg

5DD6C7AF-ACEF-4500-A841-C6C46E9D30C0.jpeg

9CF6ADB6-EE1F-4F72-907D-E5FCF592F979.jpeg

এবার এবার একটি অরেঞ্জ পেপার দৈর্ঘ্যে ও প্রস্থে 21:1 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর দুইপাশের ট্রায়াঙ্গেল শেপে কেটে মাঝ বরাবর ভাঁজ করে V আকৃতির করে নিয়েছি।

70509470-6B36-4B66-9058-AF8912D70143.jpeg

A5CA8DE0-E35B-408C-B930-0CE5916485B1.jpeg

এবার বো টিকে গ্লু লাগিয়ে V আকৃতির শেফ এর সাথে জোড়া লাগিয়ে দিয়েছি।

D38D9A5B-3903-4AAE-B432-182A36048205.jpeg

এরপর পুঁথি টি তে গ্লু লাগিয়ে বো টির মাঝখানে লাগিয়ে দিয়েছি।

E5511538-C065-481E-9F52-A163A729CF86.jpeg

এবার বো টিতে গ্লু লাগিয়ে কোনের সাথে লাগিয়ে দিয়েছি।

4F86CEB8-9B9E-4F8E-82A4-C8A9E914A329.jpeg

এবার অরেঞ্জ পেপার দিয়ে ছোট ছোট তিনটি হার্ট বানিয়ে কোণের সাথে লাগিয়ে দিয়েছি।

8C194AB4-A75C-4919-B181-4FF71D309394.jpeg

A5914AF5-0C7D-42D1-8010-E21601A59800.jpeg

হয়ে গেল আমার কাগজ দিয়ে ফুলের bouquet.

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অসম্ভব সুন্দর হয়েছে আপনার পেপার ফ্লাওয়ার বুকেটটি।
তবে এখানে একটি ফাক্কিবাজি বুদ্ধি যোগ করেছেন তোরার ভেতর কতগুলো কাগজের বল ঢুকিয়ে হহাহাহাহা।

অনেক সুন্দরভাবে ধাপে ধাপে দেখিয়ে দিলেন এত' সুন্দর একটি ক্রিয়েশন

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here

ওয়াও আপু এটা তো খুব সুন্দর হয়েছে। গোলাপ ফুল গুলোতে একেবারে পারফেক্ট তৈরি করেছেন। আসল গোলাপের মতো লাগছে প্রায়। অনেক সময় নিয়ে করেছেন বলেই এত সুন্দর হয়েছে জিনিসটা। যেমন হয়েছে কালার কম্বিনেশন তেমনি চমৎকার উপস্থাপন। শুভেচ্ছা রইল।

অনেক ধন্যবাদ শুভ তোমার মন্তব্যের জন্যে, আমাকে কি চিনেছেন ভাইয়া?

হ্যাঁ চিনবো না কেন। অবশ্যই চিনতে পারছি ।

এক কথায় বলতে গেলে অসাধারণ হয়েছে। অনেক সময় নিয়ে বানিয়েছেন বিধায় এটি খুব নিখুঁত হয়েছে। বিশেষ করে ছোট গোলাপ টি আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইল।সব সময় ভালো এবং সুস্থ থাকবেন।

একদম ঠিক বলেছেন ভাইয়া, অনেক সময় লেগেছে বিশেষ করে ফুলগুলো তৈরি করতে। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

দুর্দান্ত হয়েছে দিদি। এরকম কাজ এই প্রথম দেখলাম। ছোট ছোট গোলাপ ফুল গুলো চমৎকার লাগছে। গুণী মানুষের হাত যাকে বলে। অনেক ভালো থাকবেন দিদি।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ওয়াও, খুবই সুন্দর লাগতেছে কাগজের তৈরি ফুল গুলো। মনে হচ্ছে ফুলগুলো বাস্তবের প্রকৃত ফল। আপনার উপস্থাপনা ও ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনি রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর ভাবে গোলাপের তোড়া বানিয়েছেন। কাগজের তৈরি গোলাপ গুলো তোর সাথে সুন্দরভাবে ম্যাচিং হয়েছে। সবশেষে বলতে চাই আপনি অসাধারণ হাতের কাজ করতে পারেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপু আপনার ফুলের bouquet টি দেখে মনে হচ্ছে এখনই নিয়ে কোন প্রিয়জনকে গিফট দেই। খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে আপনার ফুলের বুকেটটি। আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে বানিয়েছেন দেখেই এত আকর্ষণীয় হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য ।

একদম ঠিক বলেছো ধৈর্য না থাকলে এই ফুল বানানো সম্ভব হতো না কারণ যথেষ্ট সময় নিয়েছে, ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপনার কাগজের তৈরি ফুল গুলো খুবই সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে এটি আপনি হাতে তৈরি করেননি। কেনা ফুল হয়তো, আমার খুবই ভালো লেগেছে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার সুন্দর উপস্থাপন দেখে আমি শিখতে পেরেছি। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

রঙ্গিন কাগজ দিয়ে এত সুন্দর ফুলের তোড়া তৈরি করেছেন। দেখে খুবই ভালো লাগলো। বিশেষ করে ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে।প্রতিটি কাজ আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই সুন্দর ভাবে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপু আপনার ফুলের তোড়াটি অনেক সুন্দর হইয়েছে। আপনার ফুল গুলো বানানোর টেকনিক আমার খুব ভালো লেগেছে। লাল,হলুদ আর টিয়া রং এর কম্বিনেশন তোড়াটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছেন। আপনার জন্যে অনেক শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

খুব খুব সুন্দর একটি ফুলের বাকেট তৈরি করেছেন আপু। অনেক কষ্ট করেই ফুলগুলো তৈরি করেছেন সেটা দেখেই বোঝা যাচ্ছে। অনেক সুন্দর হয়েছে সত্যিই। অনেক ধন্যবাদ আপু এটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

একদম ঠিক বলেছেন আপু, ফুলগুলি বানাতে অনেক কষ্ট হয়েছে এবং প্রচুর সময় নিয়েছে, ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

🥰🥰

আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের বুকে টি তৈরি করেছেন বোঝাই যাচ্ছে। অনেক দক্ষতার সাথে এবং ধৈর্য্য নিয়ে এই কাজটি করেছেন। গোলাপ ফুল গুলোকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, অনেক নিখুঁতভাবে আপনি করেছেন। এবং আপনি প্রত্যেকটি ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

ওয়াও!!!আপু সম্পূর্ণ একটি নতুন প্রজেক্ট নিয়ে হাজির হয়েছেন। আপনার তৈরি করা ফুলের তোড়া অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সুন্দর করে উপস্থাপন করেছেন। ইনশাআল্লাহ আমি নেক্সট দিনে ট্রাই করবো আপনার প্রজেক্ট তৈরি করার জন‍্য। শুভকামনা আপু

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য, অপেক্ষায় থাকলাম আপনার প্রজেক্ট দেখার জন্য।

অসাধারণ হয়েছে আপু।নিখুঁতভাবে সবকিছু করেছেন। এবং ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন। গোলাপ ফুল গুলো দেখতে একদম অরজিনাল গোলাপ ফুলের মত লাগে। আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

খুব চমৎকার ছিল কাগজের তৈরি ফুলের তোড়াটি। খুব ভালো উপস্থাপনা ছিল আর ফুলগুলো একদমই সত্যিকারের ফুলের মতো লাগছিল। অনেক অনেক শুভকামনা রইল 💌

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

ওয়াও আপু,আপনার পেপার ফ্লাওয়ার বুকেটি খুব সুন্দর লাগছে আমার কাছে।
আমাকে দিয়ে দেন না, আপনার রেখে কাজ কি।🤪🤪

দিয়ে দিলাম আপু সত্যি আপনাকে, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য মন্তব্যের জন্য।

আমার সাধ্যে থাকলে এখনি ফ্লাওয়ার বুকেটি নিয়ে আসতাম আপু😍। এত্তো সুন্দর হয়েছে যা বলার মতো না। আমি মুগ্ধ হলাম আপু মনি।

অনেক ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে।

রঙিন কাগজ দিয়ে ফুলের বুকে তৈরি দারুন হয়েছে আপু। ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দারুন ভাবে প্রতিটি ধাপ আপনি উপস্থাপন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ আপু দারুন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

অসাধারণ হয়েছে আপু আমি পুরাই বিমোহিত বলছি আপনার এই পেপার ফ্লাওয়ার বাস্কেট দেখে । কত সুন্দর করে আপনি ধাপে ধাপে আমাদের সামনে নিখুত ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমার খুব ভালো লেগেছে আপু।

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

বা আপু অনেক সুন্দর হয়েছে কাগজের ফুল গুলো। তবে আপনার পোস্টটি দেখে আমি পুরা হাপাই গেলাম। অনেকগুলো ছবি এড করেছেন এবং বর্ণনা দিয়েছেন অনেক সুন্দর ভাবে।

তবে লাল গোলাপ গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার প্রতি শুভকামনা রইল।

হাপানোরই কথা ভাইয়া কারন এই প্রজেক্ট ও পোস্ট টি তৈরি করতে আমার অনেক সময় লেগেছে।

অসাধারণ হয়েছে আপু। বিশেষ করে গোলাপ বানানোটা । লাল আর কমলা রঙের কম্বিনেশনটাও ভাল হয়েছে। বলতেই হচ্ছে আপনার পেপার ওরক এর হাত অনেক ভাল। আরো নতুন নতুন প্রোজেক্ট দেখার অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনার Paper Flower bouquetটি খুবই চমৎকার হয়েছে দারুন সুন্দর কালারফুল হয়েছে ।আপনি কত সুন্দর ভাবে নিখুঁত করে আস্তে আস্তে ফুলগুলো বানালেন দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। মনে হচ্ছে সত্যি কারের গোলাপ ।অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ আপু তোমার গঠনমূলক মন্তব্যের জন্য।

অনেক সুন্দর হয়েছে আপু।বিশেষ করে ছোট ছোট গোলাপ গুলো অসাধারণ হয়েছে।আর এতো ভাবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে তৈরি করার জন্য অনেক ধন্যবাদ আপু

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ওয়াও আপু জাস্ট অসাধারণ হয়েছে। প্রথমে আমি বুঝতে পারিনি যে এটা আপনি কাগজ দিয়ে বানিয়েছেন। পরে অবশ্য আমি বুঝতে পেরেছি যে এটা আপনি নিজের হাতে তৈরি করেছে। মনে হচ্ছিল যেন অরজিনিয়াল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

খুবই ভালো লাগলো আপু আপনার মন্তব্যটি পড়ে, অনেক ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা এই পেপার ফ্লওয়ার ওয়াল্মেওটটি 😍😍

খুবই সুন্দর দেখতে এবং রঙ বেরং এর কাগজ ব্যাবহার করে এটা তৈরি করাতে বেশ আকর্ষণীয় লাগছে।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।