মজাদার পুঁটি মাছের রেসিপি(10 beneficiary @shy-fox)

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি বাঙালির অতি পরিচিত মজাদার পুঁটি মাছের রেসিপি নিয়ে।এই মাছটি বছরের সবসময়ই পাওয়া যায় এখানে, অবশ্য শুধু পুঁটিমাছ নয় বাংলাদেশি সকল ধরনের মাছ এদেশে সবসময় ফ্রোজেন হিসেবে পাওয়া যায় । অনেকেই আবার পুঁটি মাছের ঝোল বেশি পছন্দ করেন কিন্তু আমার কাছে ঝোল থেকে ভাজি বেশি ভালো লাগে ।তাই আজকে আমি আমার পছন্দের পুঁটি মাছ ভাজি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে ।

3BD03541-F843-4486-BECD-33E85B0F8F22.jpeg

চলুন দেখা যাক খাবারটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগবে?

উপকরণপরিমাণ
পুঁটি মাছএক প্যাকেট
পেঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ২/৩টি লম্বা করে কাটা
হলুদ গুড়া১ চাঃচাঃ
লবণস্বাদমতো
তেল২ টেবিল চামচ
ধনেপাতা কুচিহাফ কাপ

কার্যপ্রণালী : ধাপ ১

প্রথমেই পেঁয়াজ ,কাঁচা মরিচ এবং ধনেপাতা কেটে নিয়েছি ।এরপর মাছগুলোর বরফ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাছগুলো কাটা ছিল এবং আঁশও পরিষ্কার করা ছিল তাই আমাকে আর কাটতে হয়নি, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।তারপর মাছগুলোকে হলুদ গুঁড়া এবং লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ভাজার জন্য।

221DC4D4-1B82-4F42-AFEC-50E31237BF43.jpeg

00460C6A-9949-44E7-8751-45B7AC7205B9.jpeg

5EEC5D14-89CD-45AD-B577-1499C8B56B8A.jpeg

D58A40E3-4DAF-4223-8767-711E564D022B.jpeg

কার্যপ্রণালী : শেষ ধাপ :

প্রথমেই মাছগুলো তেলে ভেজে নিয়েছি এবং মনে রাখতে হবে মাছগুলো একটু মুচমুচে করে ভাজতে হবে নরম হলে ভাজিটা ততটা ভাল লাগেনা ।এরপর একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে ভালোভাবে নেড়ে হলুদ দিয়ে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি ৫/৬ মিনিটের জন্য । এই প্রক্রিয়াটি সময় নিয়ে আস্তে আস্তে করতে হবে, চুলার আঁচ বাড়িয়ে দিলে পেঁয়াজগুলো পুড়ে যাবে তাই খুব কম আঁচে এগুলো ভাঝতে হবে যতক্ষণ পর্যন্ত না বাদামি কালারের হয় । এরপর যখন বাদামী বর্ণের হয়ে যাবে তখন লবন দিয়ে ভালভাবে মিশিয়ে ভাজা মাছগুলো এরমধ্যে দিয়ে অল্প আঁচে আরো ২/৩ মিনিট নেড়ে নিতে হবে। এরপর ধনেপাতা দিয়ে মিশিয়ে নিতে হবে। হয়ে গেল আমার মজাদার পুঁটি মাছ ভাজি।

প্রক্রিয়াগুলো নিম্নে দেখানো হলো:

50A0B945-1E1E-4952-A66A-9B9CC3489F6E.jpeg

FADF94D2-0BAF-408B-B760-27CF760A96CE.jpeg

DFC41FBC-545A-4ED3-91F4-60832D15794C.jpeg

3B7898B1-0B5B-436C-A958-15C65E3CCA07.jpeg

20B17AD2-DC69-4198-B861-2384AA2EA854.jpeg

385AFBFE-C126-4C46-BC3B-E19B451DE39F.jpeg

B8DE24C0-7C00-4CEE-A1C0-FB67EDAFEF82.jpeg

B6E10A2F-32D8-44DE-A122-64D9A428EB0F.jpeg

458B4C4C-013D-4037-90C3-01844DB585A7.jpeg

5F2D5D83-F834-4620-81EE-5186B0D5AE5F.jpeg

67C6D820-FFE5-43F9-BD18-C1061C755246.jpeg

27EF1ECE-1045-499F-8BCF-4F4C5CDDE7C1.jpeg

EF1A8FC9-FBD9-4F3B-B0B0-62299A986479.jpeg

পরিবেশনের জন্য এনেছি.

ডিভাইসআইফোন টেন এক্স ম্যাক্স
ফটোগ্রাফার@tangera

আশা করি আমার এই আজকের আয়োজন আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

পুঁটি মাছ আমার বেশ পছন্দের একটি খাবার। পুঁটি মাছের রেসিপি নিয়ে খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

ডাল ভাত দিয়ে আর ভাজা পুটি মাছ দিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি রেসিপি করেছেন।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here

অসাধারণ একটা রেসিপি। আমার মা বলে পুটি মাছ খেলে নাকি চোখের জতি বাড়ে। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

পুঁটিমাছ আমি তেমন একটা খেতে পারিনা কারন আমার থেকে তেতো লাগে তাই আমি পুটি মাছ খুবই কম খাই।
তবে আপনার রেসিপি প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে।

ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

খাটি দেশী মাছ।যেমন স্বাদ,তেমনি রান্নাটাও বোধয় জমিয়ে করেছেন।ধন্যবাদ,শুভ কামনা রইলো। 😊

আপনাকেও অনেক ধন্যবাদ।

দেশি মাছ বলে কথা। রেসিপি দেখতে যেমন বাঙাল বাঙাল তেমনি খেতেও।

একদম ঠিক বলেছেন ভাইয়া।

পুঁটি মাছ খুবই পুষ্টিকর।আমাদের বাড়ির সামনে ক্যানেল থেকে আমরা এই পুঁটি মাছ ধরে খাই।খুবই ভালো লাগে ভাজি কিংবা ঝোল খেতে।সুন্দর রেসিপি ।ধন্যবাদ আপু।

তোমাকেও অনেক ধন্যবাদ আপু।

আপনার রেসিপিটা খুব সুন্দর ছিলো।পুঁটি মাছে অনেক পুস্টি বিদ্দমান থাকে।শুভকামনা আপনার জন্য আপু।

ধন্যবাদ আপনাকে।

পুটি মাছ আমার খুব পছন্দের আপু। গরম গরম ভাতের সাথে পুটি মাছ ভাজা খেতে মজা লাগে। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

একদম ঠিক কথা বলেছেন বৌদি, গরম গরম ভাতের সাথে আমারও খুব ভালো লাগে, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

প্রথম ছবিতে দেখেই জিভে জল এসে গেছে। আসলে দেখে বুঝা যাচ্ছে এটি অনেক সুস্বাদু হয়েছে এবং এখন খুব কম ছোট মাছ পাওয়া যায়। আর অনেকেই কষ্ট হয় বলে এ মাছগুলো কিনে কাটতে চান না। তাই এতো সুস্বাদু স্বাদ উপভোগ করা হয় না। আপনি অনেক চমৎকার করে শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে যেন কষ্ট করে হলেও এরকম ছোট মাছ কেটেকুটে রান্না করে খাওয়া উচিত।

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য, কিন্তু আমার অত কষ্ট হয়নি মাছ গুলো কাটাই ছিল।

কে কাটলো?

রেসিপি টা খুব সুন্দর হয়েছে।আমি ধোনে পাতা কখনও দেই নি।ধন্যবাদ আপনাকে।

তোমাকে অনেক ধন্যবাদ আপু।

দেশি মাছ গুলো আমার অনেক পছন্দের। পুটি মাছের ভাজি অনেক মজাদার।তবে বিদেশে বসে দেশীও মাছের স্বাদ নেওয়া আমার ভালো লেগেছে। রান্নার রেসিপি বর্ণনা সুন্দর