শীতকালীন প্রাকৃতিক দৃশ্য - প্রতিযোগিতায় আমার অংশগ্রহণ, 10% beneficiary to @shy-fox

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন ।আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।অবশেষে আমিও হাজির হয়ে গেলাম শীতকালীন প্রাকৃতিক দৃশ্য প্রতিযোগিতায়। অনেকদিন ধরে ভাবছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব কিন্তু মনের মতো কোনো ফটোগ্রাফি না পাওয়ায় অংশগ্রহণ করতে পারছিলাম না। মনে মনে স্নো এর জন্য এর জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এবছর মনে হয় আর পরবেনা। ভেবেছিলাম স্নো-এর চমৎকার চমৎকার কতগুলো ফটোগ্রাফি শেয়ার করে প্রতিযোগিতাটি জিতে নিব কিন্তু দুর্ভাগ্যবশত আর শেয়ার করতে পারলাম না। বন্ধুরা একটু মজা করলাম। যাইহোক এখানে বছরের প্রায় সবসময় শীত থাকে, কিন্তু নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রচন্ড শীত থাকে। প্রতিবছর কমবেশি এই সময়ের মাঝে স্নো পরে, কিন্তু এবছর আর দেখা মেলেনি।

আমার বাগানের এবং বাড়ীর চারিপাশের কতগুলো ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই প্রতিযোগিতাটি পেয়ে শীতকালীন গ্রামীণ দৃশ্য গুলো মনে পড়ে গেল। খুবই মজার দিনগুলো ছিল। অনেক ভোরে গাছি আসতো খেজুর গাছ থেকে রস পাড়ার জন্য। আমাদের গ্রামের বাড়িতে অনেকগুলো খেজুরের গাছ ছিল। গাছিরা এক গাছ থেকে আরেক গাছে উঠত খেজুরের রস নামানোর জন্য, লাইন ধরে নামিয়ে রাখতে তাদের হাঁড়িগুলো, দেখতে অনেক ভালো লাগতো। অনেক ভোরে উঠতাম খেজুরের টাটকা রস খাওয়ার জন্য, সে এক অন্যরকম অনুভূতি ছিল। শীতের সময় অনেক ভোরে বা সন্ধ্যার সময় লোকজন অনেকগুলো পাটকাঠি বা জ্বালানী নিয়ে আগুন ধরিয়ে একটু উষ্ণতা নেওয়ার চেষ্টা করত যা দেখতে আমার খুবই ভালো লাগতো। যাইহোক ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।

আমার শীতকালীন প্রাকৃতিক দৃশ্যঃ

81441E4B-41CC-4F6E-9042-3B1399BBC281.jpeg

DB19D826-AD75-4386-9DE0-F3F0816571EB.jpeg

উপরের ফটোগ্রাফি দুটি আমার বাগানের তিন ফল গাছের। দেখুন কত চমৎকার লাগছে, হালকা ice লেগে আছে ফলের গায়ে।

AABBAEAE-21ED-41E0-8E34-78ECE28C5273.jpeg

এটি ঝাউগাছ, এই গাছটিও সাদা হয়ে আছে।

E82AB974-F6AE-4B00-9D26-90360F180938.jpeg

F2932358-0C75-42D0-9681-B1AF4C16F7F8.jpeg

রাস্তায় ঘাস গুলো দেখুন একেবারে সাদা হয়ে আছে।

A67DD250-B917-4DD9-87A6-D2AF21130481.jpeg

3B9438DB-719D-429B-984B-B3F490ADBBED.jpeg

90EEB947-2220-4F53-815C-07F577E7337D.jpeg

E7A29070-6F0E-4775-94CC-2B81A779507B.jpeg

উপরের গাছ গুলো আমার বাগানের, শিশির পড়ে কত সুন্দর লাগছে পাতাগুলো।

690482A9-CA97-4502-803C-C2FE01136489.jpeg

দেখুন এই গাছটি কত সুন্দর লাগছে, একেবারে সাদা হয়ে আছে।

31E154B7-3CE8-418B-8724-A310C3211B52.jpeg

9360FA4E-97F6-4FB6-AB9A-8F5692CDCFDC.jpeg

উপরের দুটি ফটোগ্রাফি সন্ধ্যার সময় নিয়েছিলাম আমার বাগান থেকে। দেখুন আকাশ কত চমৎকার লাগছে। গাছগুলোতে একটি পাতাও নেই, শীতের সময় গাছের সব পাতা ঝরে যায়।

41E66128-09E0-496C-A762-6E444BF9A2A6.jpeg

আমার মেয়ে যখন স্কুলে যাচ্ছিল, সামনে তার স্কুল ট্যাক্সি দাড়িয়ে আছে।

what3words location:

https://w3w.co/stump.ally.reply

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
UpvoteBank
Your upvote bank
__2.jpgThis post have been upvoted by the @UpvoteBank service. Want to know more and receive "free" upvotes click here

শেষের দৃশ্যগুলো সত্যি বেশ অসাধারণ ছিলো, বেশ দারুণ শট নিয়েছেন আপু। অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।

ভাইয়া আপনার শুভকামনা কাজে লেগেছে, তৃতীয় স্থান অধিকার করেছি, অনেক ধন্যবাদ আপনাকে।

আপু,আপনাদের ওখানে তো সবসময় শীত থাকে।সেক্ষেত্রে ঠান্ডার আমেজ আপনারা দারুণ উপভোগ করেন।ফটোগ্রাফিগুলি খুবই সুন্দর।বিশেষ করে সন্ধ্যার সময় তোলা পাতা ঝরে পড়া গাছের ছবি বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আপু।

অনেক ধন্যবাদ আপু তোমাকে।

শীতকালীন প্রকৃতির এক অপরূপ সুন্দর দৃশ্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছে। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লাগলো। অসাধারণ ফটোগ্রাফি করতেছেন আপু। বিশেষ করে কুয়াশামাখা শিশির ভেজা ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু । সন্ধ্যার সময়ে তোলা ফটোগ্রাফিটি অসাধারন ছিল আপু সূর্যের লাল আভা একটা অবস্থা দেখতে সুন্দর লাগছিল। ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

আপু আপনার তুলা ফটোগ্রাফি গুলো দেখতে পুরাই আগুন লাগতেছে । এত সুন্দর ফটোগ্রাফি করেছেন যেটা তাক লাগানোর মতো । তাছাড়া ফটোগ্রাফি গুলোর সাথে সাথে বর্ণ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । তাছাড়া আপনার জন্য শুভকামনা রইল

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আসলেই আপু সন্ধ্যার সময়ের ছবিটা জাস্ট দারুণ হয়েছে।দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে।আমি তো কিছুই পাচ্ছিনা ছবি তুলতে।

আপু এ কারণেই তো তৃতীয় স্থান অধিকার করেছি, ধন্যবাদ তোমাকে।

আপু আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আমি যেখানে বসবাস করেন সেখানে যেহেতু বেশিরভাগ সময় শীতকাল থাকে তাই আপনি অনেক সুন্দর ভাবে শীতের আমেজ অনুভব করেন এটা বোঝাই যাচ্ছে। আপনার ফটোগ্রাফির দক্ষতা আমাকে মুগ্ধ করেছে আপু। দারুণভাবে এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপু।

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

দিদি সন্ধ্যার আগ মুহূর্তের আকাশটা দেখে পুরো প্রেমে পড়ে গেছি ছবিটার। অসাধারণ ক্যাপচার করেছেন 👌

আপু আপনার কমেন্টস টি পড়ে অনেক মুগ্ধ হলাম, অনেক ধন্যবাদ।

আপু মনি খুবই সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো। শুভ কামনা রইলো প্রতিযোগিতার জন্য।

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

প্রতিযোগিতার জন্য তো অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি তুলেছেন। আমার কাছে তো সবগুলোই ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগলো। বিশেষ করে এসেছে ফটোগ্রাফি তিনটা আমার কাছে অনেক ভালো লাগলো দেখে। এত সুন্দর ফটোগ্রাফি আমার সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। 😍😍

অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য,কমেন্টস করার পরে একটু পড়ে দেখবেন ঠিক আছে কিনা? যেন ভুল না হয়।