জেনারেল রাইটিংঃ পরিবেশ ও আমাদের দায়িত্ব।

in hive-129948 •  21 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ১১ জানুয়ারি রোজ শনিবার ২০২৪ ইং:।

হ্যালো বন্ধুরা.....

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে আমার বাংলা কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি প্রতি সপ্তাহের মতো আজও নতুন একটি জেনারেল রাইটিং নিয়ে হাজির হয়েছি। লেখালেখি করতে আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা জেনারেল রাইটিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করার যাক।

away-4898500_1280.jpg

Source

পরিবেশ আমাদের জীবনের অপরিহার্য অংশ। এটি শুধু আমাদের চারপাশের প্রাকৃতিক উপাদান নয়, বরং আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস। পরিবেশের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ ছাড়া মানবজাতির টিকে থাকা সম্ভব নয়। তবে আজকের দিনে পরিবেশের অবস্থা এতটাই সংকটজনক হয়ে উঠেছে যে এটি গোটা বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।পরিবেশ বলতে আমরা বুঝি আমাদের চারপাশের প্রাকৃতিক ও মানবসৃষ্ট উপাদানের সমন্বয়, যা আমাদের জীবনধারণে সহায়তা করে। পরিবেশের প্রধান উপাদানগুলো হলো বায়ু, পানি, মাটি, প্রাণিকুল, গাছপালা এবং জীববৈচিত্র্য। এই উপাদানগুলোর সুস্থ ভারসাম্যই আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য নষ্ট হলে তা শুধুমাত্র মানবজাতি নয়, বরং সমগ্র জীবজগতের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে।পরিবেশ আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলে। বিশুদ্ধ বাতাস আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজন, আবার পরিষ্কার পানি আমাদের শরীরের কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় সহায়তা করে। উর্বর মাটি খাদ্য উৎপাদনের প্রধান মাধ্যম। পাশাপাশি, গাছপালা ও জীববৈচিত্র্য আমাদের জন্য অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করে।

একটি সুস্থ পরিবেশ আমাদের জীবনযাপনে সরাসরি ভূমিকা রাখে। আমরা প্রতিদিন যেসব সুবিধা পাই, যেমন খাদ্য, বাসস্থান, পোশাক এবং জ্বালানি, তার সবই কোনো না কোনোভাবে পরিবেশ থেকে আসে। পরিবেশ রক্ষায় আমাদের যত্নবান না হলে এই সুবিধাগুলো একদিন হারিয়ে যেতে পারে।বর্তমান বিশ্বের একটি বড় সংকট হলো পরিবেশ দূষণ। শিল্পায়ন, নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি, এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহার পরিবেশ দূষণের প্রধান কারণ।

কলকারখানার ধোঁয়া, যানবাহনের অতিরিক্ত ব্যবহার, এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুদূষণ বেড়ে যাচ্ছে। এর ফলে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকারক গ্যাসের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। শিল্প বর্জ্য, গৃহস্থালি বর্জ্য, এবং রাসায়নিক পদার্থ নদী, পুকুর ও সমুদ্রের পানিতে মিশে গিয়ে পানিদূষণ ঘটাচ্ছে। এতে জলজ প্রাণীর জীবন ঝুঁকির মুখে পড়ছে। প্লাস্টিক, রাসায়নিক সার, এবং কীটনাশকের অপ্রয়োজনীয় ব্যবহার মাটির উর্বরতা নষ্ট করছে। নগরায়নের জন্য বনভূমি উজাড় করে দেওয়া হচ্ছে, যার ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।প্লাস্টিক এমন এক ধরনের পদার্থ যা সহজে নষ্ট হয় না। এটি মাটি ও পানি উভয়ের ক্ষতি করে।পরিবেশ দূষণ মানবজাতি এবং জীবজগতের ওপর ভয়াবহ প্রভাব ফেলছে। দূষণের কারণে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য ধ্বংস হচ্ছে।পরিবেশ রক্ষার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শুধুমাত্র সরকার বা পরিবেশবাদী সংগঠনের ওপর নির্ভর করে থাকলে চলবে না।পরিবেশ আমাদের জন্য এক অমূল্য সম্পদ। এটি রক্ষা করা শুধু একটি দায়িত্ব নয়, বরং এটি আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার পূর্বশর্ত। আমরা যদি এখনই পরিবেশ রক্ষায় সচেষ্ট না হই, তবে ভবিষ্যৎ প্রজন্মকে একটি বিপর্যস্ত পৃথিবী উপহার দিতে হবে। তাই আসুন, সবাই মিলে পরিবেশ রক্ষায় এগিয়ে আসি এবং একটি সুন্দর ও সুস্থ পৃথিবী গড়ে তুলি।

পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDm89MMbjNzSZS8q39njCmXErTaiTL7wuH55hCuY9thgRgVwHEZHZRcWfog6oeJ3VKqHdmDDaW.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSDb9smBj3URUjFGE7vrEAPbEVJLDc7onLTwamxiexWmfePPZvvABGDzk4cbdhLYDDGCW75ZRQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1736608842318.png

image.png

আপনার লেখাগুলোর মধ্যে অত্যান্ত গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করতে সক্ষম হয়েছেন আপনি। আমাদের প্রাকৃতিক পরিবেশ যেন দূষিত না হয় সেদিকে অবশ্যই আমাদের সকলকে খেয়াল রাখা উচিত। প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকলে মানুষ সহ সকল প্রাণী সুন্দর ও সুস্থভাবে বাঁচতে সক্ষম হবে।

আমার লেখা জেনারেল রাইটিং আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো ভাই। ভালো থাকবেন।

পরিবেশ কে ঠিক রাখার একান্ত দায়িত্ব আমাদের। কেননা যদি এই পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তাহলে মানব সভ‍্যতা হুমকির মুখে পড়বে। কিন্তু আশ্চর্যের ব‍্যাপার আমরাই বিভিন্ন ভাবে এই পরিবেশ দূষণ করি বেশি। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দারুণ লিখেছেন আপনি আপু। ধন্যবাদ আপনাকে।।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই।

আসলে পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি পরিবেশ রক্ষা করতে পারি, তাহলে আমরা সুন্দরভাবে পৃথিবীতে বসবাস করতে পারবো। তবে দুঃখের বিষয় এই যে, আমরা সবকিছু জেনেশুনেও,দিনদিন পরিবেশকে নষ্ট করে ফেলছি। এতে করে বলা যায় যে,আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছি। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

আপনার কাছ থেকে অনেক সুন্দর মতামত পেয়ে অনেক ভালো লাগলো ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

পরিবেশের কারণে আমরা যে উপকারিত হচ্ছি তা কখনোই অন্য কিছু আমাদেরকে দিতে পারবে না৷ পরিবেশ যখন থাকবে না তখন আমরা এর আসল গুরুত্ব বুঝতে পারব৷ তবে এখনো আমরা এর গুরুত্ব বুঝেও যেন গুরুত্ব দিতে চাচ্ছি না৷ কারণে পরিবেশ রক্ষার দায়িত্ব শুধুমাত্র আমাদেরই৷ কেননা আমরা এই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী হব৷ আমরা এখন থেকে যেভাবে পরিবেশকে ধ্বংসের ঠেলে দিচ্ছি তা আমরা সকলেই জানি৷ এর যে সকল সম্পদ রক্ষার পদক্ষেপ রয়েছে সেগুলো আমরা জেনেও কোনভাবে প্রয়োগ করছি না৷ যাইহোক খুব সুন্দর ভাবে আজকে আপনি এই পোষ্টের মাধ্যমে অনেকগুলো কথা ফুটিয়ে তুলেছেন৷

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।