রেসিপি পোস্টঃ ঘরোয়া পদ্ধতিতে নারকেলের জর্দা সেমাই রেসিপি তৈরি।

in hive-129948 •  4 days ago  (edited)
আসসালামু আলাইকুম/ আদাব

আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @tanha001

বাংলায় ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ ।


আরবি ১০ রবিউস সানি ১৪৪৬ হি:।

রোজ সোমবার


হ্যালো আমার বাংলা ব্লগ বাসি

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি আর্ট পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি রেসিপি পোস্ট শেয়ার করবো।রেসিপি তৈরি করতে আমার বেশ ভালই লাগে। মাঝে মাঝে ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে অনেক ভালো লাগে। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে অনেক সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে শেয়ার করেন। তাদের রেসিপি গুলো দেখতে যেমন সুন্দর হয় ঠিক তেমনি লোভনীয় লাগে। আমি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার চেষ্টা করি আপনাদের মাঝে। আশা করি আমার তৈরি কৃত রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি।

সর্বশেষ লুক

1728922622242.png

IMG_20241014_221455.jpg

IMG_20241014_221433.jpg

IMG_20241014_220943.jpg

প্রয়োজনীয় উপকরণ
সেমাই
নারকেল
চিনি
লবন
তেজপাতা
দারচিনি
এলাচ

1728925601241.png


প্রথম অংশ

IMG_20241007_123610.jpg

IMG_20241014_220450.jpg

IMG_20241014_220506.jpg

প্রথম আমি একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি।এরপর চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে তেলের মধ্যে সেমাই দিয়ে দিয়েছি ভাজার জন্য। এরপর সেমাইয়ের কালার যখন লাল বর্ণের হয়ে এসেছে তখন আমি চুলা থেকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি।

দ্বিতীয় অংশ

IMG_20241014_220714.jpg

IMG_20241014_220740.jpg

এরপর আমি ফ্রাইপ্যানে পরিমাণ মতো পানি ও স্বাদ মতো লবণ এবং চিনি, তেজপাতা ও দারচিনি, এলাচ ফল দিয়ে নিয়েছি। চিনি না গলে যাওয়া পর্যন্ত আমি খুব সুন্দর ভাবে জ্বাল করে নিয়েছি। এরপর আমি ওই পানির মধ্যে সেমাই ঢেলে দিয়ে অল্প আঁচে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি।

তৃতীয় অংশ

IMG_20241014_220800.jpg

এরপর আমি সেমাইটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সেমাই এর মধ্যে নারকেল কোড়া দিয়ে নিয়েছি যাতে খেতে অনেক টেস্ট লাগে।

চতুর্থ অংশ

IMG_20241014_220824.jpg

নারকেল কোরা দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত রং পরিবর্তন না হয়। এরমধ্যে দেখতে হবে মিষ্টি এবং লবণের পরিমাণ ঠিক আছে কিনা।

পঞ্চম অংশ

IMG_20241014_220906.jpg

IMG_20241014_220849.jpg

এরপর যখন সেমাইয়ের রং পরিবর্তন হয়ে যাবে এবং সেমাই একটু শুকনা শুকনা ভাব হয়ে আসবে তখন বুঝতে হবে রেসিপিটা তৈরি হয়ে গেছে।

ষষ্ঠ অংশ

IMG_20241014_221455.jpg

IMG_20241014_221433.jpg

এরপর আমার রেসিপিটি যখন তৈরি হয়ে যায় তখন আমি সুন্দর একটি পাত্রে নামিয়ে নিয়েছি।


পোস্টের বিষয়রেসিপি পোস্ট
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।
১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

আমি তানহা তানজিল তরসা। । আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzhaNegdxYknk1uT5VhJBfVGuCpuCXpYcAodjMGpNcjvdjUztoxYcrGuRKnU5gskaKnfFe8MhU9Jtg4C94.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

নারিকেল দিয়ে দুধ সেমাই অনেক খেয়েছি কিন্তু জর্দা সেমাই কখনো নারিকেল দিয়ে খাওয়া হয়নি। অসাধারণ একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। রেসিপি তৈরির পদ্ধতি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

নারকেল দিয়ে জর্দা সেমাই রেসিপি খেতে অনেক টেস্ট লাগে।

সেমাই আমার খুব পছন্দের। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে নারকেলের জর্দা সেমাই রেসিপি তৈরি করেছেন। আপনার নারকেলের জর্দা সেমাই রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। প্রস্তুত প্রণালী সুন্দর করে শেয়ার করেছেন। দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। ধন্যবাদ আপনাকে আপু রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

জর্দা সেমাই রেসিপি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই। বিশেষ করে আপনি সেমাই খেতে অনেক পছন্দ করেন ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

নারকেলের জর্দা সেমাই রেসিপি দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে। তাই তৈরি করার ইচ্ছা জাগলো। আসলে জর্দা রেসিপি আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার রেসিপি পরিবেশনটা দেখে তৈরি করা শিখে নিলাম।

জি ভাইয়া নারকেলের জর্দা সেমাই রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আপনিও আমার মত জর্দা সেমাই খেতে অনেক পছন্দ করেন এটা জেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

বাহ এটা বেশ চমৎকার এবং ইউনিক লাগছে তো। খুবই লোভনীয় লাগছে। চমৎকার তৈরি করেছেন নারিকেলের জর্দা সেমাই টা। রেসিপি টা ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন এবং পরিবেশন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

ঘরোয়া পদ্ধতিতে নারকেলের জর্দা সেমাই রেসিপি তৈরি করে নিয়েছেন দেখে ভালো লাগলো। এই রেসিপিটা আমার অনেক ফেভারিট। আমি নিজেও ঘরোয়া পদ্ধতিতে বেশ কয়েকবার এটা তৈরি করেছিলাম। এরকম ভাবে জর্দা সেমাই তৈরি করলে খেতে অনেক ভালো লাগে। অনেকদিন পর এই রেসিপিটা দেখলাম। আমার নিজেরও অনেক দিন খাওয়া হয়না। রোজার ঈদের সময় সেমাই একটু খাওয়া হয়। এমনিতে আর খাওয়া হয় না।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আমার জন্য একটু পাঠিয়ে দিতেন আপু। এই রেসিপিটা আমার অনেক পছন্দ। তবে আমাদের বাসায় এই রেসিপিটা তেমন তৈরি করাই হয় না। আপনার রেসিপিটা দেখে লোভ লেগে গেল। ঈদের সময় এই রেসিপিটা খাওয়া হয় এছাড়া খাওয়া হয়না। ধন্যবাদ আপু মজার এই রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার মত আপনারও জর্দা সেমাই অনেক পছন্দের জেনে অনেক ভালো লাগলো আপু।

নারকেলের জর্দা সেমাই এখন পর্যন্ত খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঘরোয়া পদ্ধতিতে নারকেলের জর্দা সেমাই রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনার তৈরি করা রেসিপি টি সত্যি প্রশংসনীয়। রেসিপি টি দেখে জিহ্বায় জল চলে এসেছে আপু।

জ্বি ভাইয়া রেসিপি খেতে অনেক সুস্বাদু হয়েছিল। প্রশংসা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

ঘরোয়া পদ্ধতিতে নারিকেলের জর্দা সেমাই রেসিপি প্রস্তুত করেছেন দেখতে অনেক লোভনীয় লাগছে আপু। সেমাই রেসিপি অনেকবার খেয়েছি তবে এমন রেসিপি কখনো খাইনি। অনেক সুন্দর একটি রেসিপি বিস্তারিতভাবে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

বাসায় একদিন নারকেলের জর্দা সেমাই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

আপু আপনি খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। জর্দা সেমাই খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু নিজে কখনও তৈরি করা হয়নি। সবসময়ই মা তৈরি করেছে আর খেয়েছি। মায়ের হাতের জর্দা সেমাই খেতে আমার অনেক ভালো লাগে। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে খুব খেতে ইচ্ছে করছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

আপু আপনি একদিন নিজেও তৈরি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে।

সেমাই রান্নার এই পদ্ধতিটা আমার কাছে সম্পূর্ণ একটা ইউনিট পদ্ধতি মনে হল। যদিও এইভাবে কখনো ঘরে সেমাই কেউ কখনো বানায়নি। আপনার পোস্টটি আমি ভালোভাবে পড়ে এই রান্নার পদ্ধতিটা শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি আমার পোস্টটি দেখে রেসিপি তৈরি করা শিখে নিয়েছেন জেনে খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

ঘরোয়া পদ্ধতিতে নারকেলের জর্দা সেমাই রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন ।দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও হয়তো অনেক মজা হয়েছে ।ধন্যবাদ লবণের রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

খুবই সুস্বাদু দেখা একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কাছ থেকে এত সুস্বাদু একটি রেসিপি দেখে খুবই ভালো লাগছে ৷ আসলে এই জর্দা সেমাই আমি অনেক পছন্দ করি৷ আজকে আপনার কাছ থেকে আজকের এই রেসিপি থেকে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি এই রেসিপি এখানে শেয়ার করেছেন তা দেখে একেবারে সুস্বাদু হয়েছে বলে মনে হয়৷

রেসিপি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

জর্দা সেমাই রেসিপি দারুন হয়েছে আপু। নারিকেল দেওয়ার কারণে মনে হচ্ছে খেতেও অনেক মজার হয়েছিল। অনেক সুন্দর করে আপনি রেসিপি তৈরি করেছেন। অসাধারণ হয়েছে আপু।

জ্বি আপু নারকেল দিলে খেতে অনেক টেস্ট লাগে। আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

ভিন্ন ধরনের সেমাই খেয়েছি কিন্তু জর্দা সেমাই এখন পর্যন্ত খাওয়া হয়নি। তবে এই সেমাইটি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় দেখাচ্ছে। খুব সুন্দর করে তৈরি করেছেন এবং তৈরি পদ্ধতিটা আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।

রেসিপি ভালো লাগার জন্য ধন্যবাদ। সময় করে বাসায় কখনো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে।

সেমাই খেতে আমার খুব ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো আমাদের বাড়িতে এত সুন্দর ভাবে সেমাই কেউই রান্না করতে পারে না। তবে একবার ঈদে আমার এক বান্ধবীর বাড়িতে এরকম ভাবে রান্না করা সেমাই খেয়েছিলাম। সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

আপু আপনার বসার কেউ সেই ভাবে সেমাই রান্না করতে পারেনা জেনে খুবই খারাপ লাগলো।ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।