জেনারেল রাইটিং: শান্তির সন্ধানে আলোর পথে যাত্রা।

in hive-129948 •  15 days ago  (edited)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৬ জানুয়ারি রোজ সোমবার ২০২৫ ইং:।

বাংলায় ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন।আমি আল্লাহর অশেষ রহমতে আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি সপ্তাহের সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজ একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করব।আমর লেখা শান্তির সন্ধানে আলোর পথে যাত্রা জেনারেল রাইটিংটি আশাকরি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

landscape-3913325_1280.jpg

Source

প্রতিদিন ভোরের আলো যখন পৃথিবীকে আলিঙ্গন করে, তখন মনে হয় এই প্রকৃতি যেন আমাদের শান্তির খোঁজে নতুন করে আমন্ত্রণ জানাচ্ছে। ব্যস্ত জীবনের যান্ত্রিকতায় হারিয়ে যাওয়া আমাদের চেতনা কি সেই আহ্বান শুনতে পায়। নাকি আমরা নিজেদের চারপাশে কোলাহলের দেয়াল গড়ে তুলেছি।মানুষের জীবনে শান্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি শুধু কোনো নিরবতা বা স্থবিরতার নাম নয়।বরং এটি হলো মানসিক প্রশান্তি ও আত্মার স্বস্তি। ছোট ছোট সুখের মুহূর্ত, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া কিংবা কাছের মানুষের সঙ্গে সময় কাটানো এসবই শান্তির খোঁজ এনে দেয়।কিন্তু আজকের দুনিয়ায় আমরা কি সত্যিই সেই শান্তি খুঁজে পাই? প্রযুক্তির প্রভাবে আমরা আরও বেশি সংযুক্ত হলেও মানসিকভাবে দূরে সরে যাচ্ছি। আমাদের শৈশবের সেই নির্ভেজাল হাসি, ছোট্ট খেলনা নিয়ে খুশি হওয়া বা মেঘের মাঝে রূপকথার গল্প খুঁজে পাওয়ার দিনগুলো কোথায় হারিয়ে গেছে?এমন অস্থিরতার মাঝে, আলোর পথে যাত্রাই হতে পারে শান্তির সন্ধানের সঠিক দিশা। আলো শুধু সূর্যের নয় এটি মানব হৃদয়ের সেই দীপ্তি যা আমাদের অন্ধকার থেকে মুক্তি দিতে পারে। এই আলো কখনো আসে প্রিয় মানুষের এক ফোঁটা ভালোবাসার স্পর্শে, কখনো প্রেরণাদায়ক বইয়ের কোনো একটি বাক্যে আবার কখনো আত্ম-উপলব্ধির এক নিঃসঙ্গের মুহূর্তে।

আলো সেই শক্তি যা আমাদের ভিতরের অন্ধকার ভেঙে নতুন দিনের স্বপ্ন দেখায়। এটি শুধুই বাহ্যিক নয় প্রতিটি মানুষের হৃদয়ে লুকিয়ে থাকা আলোকচ্ছটা আমাদের পথ দেখায়, আমাদের আরও ভালো মানুষ হতে অনুপ্রাণিত করে।তাই নিজেকে সময় দিন। প্রকৃতির মাঝে হাঁটুন, বই পড়ুন, গান শুনুন। প্রযুক্তি থেকে একটু বিরতি নিন এবং নিজেকে ভালোবাসতে শিখুন। হয়তো তখনই আপনি শান্তির প্রকৃত অর্থ বুঝতে পারবেন।জীবন খুব ছোট। এই অল্প সময়ে যদি আমরা নিজেদের ও অন্যদের জন্য শান্তি, আলো এবং ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে পারি, তবেই এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। আলোর পথে হাঁটুন কারণ সেখানেই লুকিয়ে আছে জীবনের প্রকৃত সৌন্দর্য।

পোস্টের বিষয়জেনারেল রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার ভেতর ভূল ত্রুটি হলে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


Logo.png

Banner.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1LsUc8S2zjHiaW6UcX2M5SAfbrPcxiCjQzCc6aZJSjUDgt85bSStrwGCUjZMWCDKxNata4NQ2cZTKGxsY.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo14VRtrFGNGuScBaPWHFR95FMmxtaAQvZLdKKbw85hHmvHKVuG8nshgvcyhSXjbnmrykQUbSLSKCvvZEFx.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPThZ2Nm31XYf1kVtdo4j1v1Ah8DgbX95pDmZrAykR916ZYwyf7VtbaYT5BaJKG4tj3C4iFFXdQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1736181196946.png

image.png