তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে আমার লেখা কবিতাঃ শুভ জন্মদিন প্রিয় বৌদি।❤️🎂

in hive-129948 •  15 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ১৭ জানুয়ারি ২০২৫ ইং: রোজ শুক্রবার ।
বাংলায় ০৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে একটি কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করবো। আমি কবিতা লিখতে সব সময় অনেক পছন্দ করি এবং কবিতা পড়তে অনেক পছন্দ করি। তাই বৌদির জন্মদিন উপলক্ষে অনেক দারুণ একটি কবিতা লেখার চেষ্টা করেছি। আশা করি আমার লেখা কবিতাটি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

happy-birthday-1688783_1280 (1).jpg

Source

শুভ জন্মদিন প্রিয় বৌদি
লেখাঃ তানহা তানজিল তরসা

আপনার ছোঁয়ায় জাগে নতুন সকাল ,
আপনার হাসিতে মেলে রঙিন স্বপ্নের গুণ।
আপনি যে আলো ঘরের প্রতিটি কোণে,
আপনার স্নেহে ভরে যায় হৃদয়ের প্রাঙ্গণে।

আপনার মমতায় দিনগুলো সুরেলা,
আপনি যে ভালোবাসার নীরব বায়ুমেলা।
আপনার কথায় মুছে যায় সব গ্লানি,
আপনি আকাশে জ্বলতে থাকা এক চাঁদের টানি।

আজকের দিনটি যেন জাদুর পরশ,
আপনার জীবনে আনুক শান্তি আর হরষ।
আপনার প্রতিটি স্বপ্ন হোক পূর্ণ,
আপনি থাকেন সবার মাঝে চিরসবুজ, অনন্য।

তনুজা বৌদি, আপনি আশীর্বাদের ধারা,
আপনার হাসি দিয়ে জীবন হোক শুরু।
এই দিনটি হোক আপনার জন্য দামী,
শুভ জন্মদিন, প্রিয় তনুজা বৌদি।
আপনার জন্য শুভেচ্ছা চিরন্তন।

মূলভাব:

এই কবিতায় তনুজা বৌদির প্রতি গভীর ভালোবাসা, শ্রদ্ধা ও শুভেচ্ছা প্রকাশ করা হয়েছে। তাঁর স্নেহময় উপস্থিতি, হাসি এবং ভালোবাসা যেভাবে পরিবারের ও পরিবেশের প্রতিটি কোণ আলোকিত করে, তা তুলে ধরা হয়েছে। কবিতায় তাঁর জীবনের প্রতি শুভকামনা জানিয়ে, দিনটি তাঁর জন্য বিশেষ ও স্মরণীয় হয়ে ওঠার কামনা করা হয়েছে। এটি একধরনের কৃতজ্ঞতা ও মমতায় ভরা বার্তা।

পোস্টের ধরনস্বরচিত কবিতা পোস্ট
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQSDb9smBj3URUjFGE7vrEAPbEVJLDc7onLTwamxiexWmfePPZvvABGDzk4cbdhLYDDGCW75ZRQ.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_2025-01-17-22-42-38-827_com.android.chrome.jpg

Screenshot_2025-01-17-22-42-10-539_com.android.chrome.jpg

Screenshot_2025-01-17-22-41-46-733_com.android.chrome.jpg

Screenshot_2025-01-17-22-41-24-028_com.android.chrome.jpg

Screenshot_2025-01-17-22-40-35-669_com.android.chrome.jpg

Screenshot_2025-01-17-22-38-54-516_com.twitter.android.jpg

image.png

আমাদের সকলের প্রিয় বৌদির জন্মদিন উদযাপন হয়েছে কাল। বৌদির জন্মদিন উপলক্ষে আপনি আপনার অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানিয়েছেন কবিতার মাধ্যমে। বেশ ভালো লাগলো এত সুন্দর ভাবে কবিতা লিখতে দেখে। চমৎকার লিখেছেন আপনি।

আপনার সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আমাদের শ্রদ্ধেয় দাদার সহধর্মিনী এর জন্মদিন উপলক্ষে অনেক চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অনবদ্য লেগেছে আমার কাছে। অনেক সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

তনুজা বৌদির আসলেই কোনো তুলনা হয় না। বৌদি সবসময়ই দাদাকে বিভিন্ন ভাবে সাপোর্ট করে থাকেন। যাইহোক আপনি বৌদির জন্মদিন উপলক্ষে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জি ভাই আপনি ঠিকই বলেছেন। আপনার সুন্দর মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।