🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। বেশ কিছুদিন ধরে আবহাওয়া পরিবর্তন হয়েছে বেশি পড়ছে পরিবারের সবাই মোটামুটি অসুস্থ । শীতের এই সময়টা আমাদেরকে অনেক সাবধান থাকতে হয়। কারণ রাতের প্রথম অংশে শীত পড়লেও শেষের দিকে গরম পড়ে যার কারনে শরীর ঘেমে যায়। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি সতর্ক থাকা লাগে কারণ তাদের ঠান্ডা লাগলে নানা রকম সমস্যা দেখা যায়। যাই হোক এবার কাজে কথা আছে আজকে আমি আপনাদের নতুন একটি পোস্ট নিয়ে আবারো হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের মাঝে একটি ক্রিয়েটিভ রাইটিং শেয়ার করতে চলেছি। আজকের ক্রিয়েটিভ রাইটিংটি অনেক মজার হতে চলেছে। মজার একটি বিষয় নিয়ে আজকে আমি আমার পোস্ট সাজিয়েছি। দারুন একটি গল্প নিয়ে আমার পোস্ট লিখতে চলেছি। আশা করছি আমার পোস্টে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমার পোস্টে পড়ার পর সকলের কাছ থেকে সুন্দর মতামত আশা করছি।
ঢাকার ব্যস্ত নগরীর এক কোণায়, যেখানে গলির মধ্যে হঠাৎ করেই আলো ঝলমল করে ওঠে, সেখানে বাস করে এক রহস্যময় ছেলেমেয়ে। ২২ বছরের মায়া আর ২৫ বছরের আরমান, দুজনেই খুব সাধারণ দেখতে। কিন্তু তাদের জীবনের সবচেয়ে বড় সত্যটা কেউ জানে না তারা জাদুকর, এমন এক জাদুকলা যেটা প্রাচীনকালের গোপন বিদ্যা থেকে পাওয়া।মায়ার বিশেষ ক্ষমতা ছিল সে আলোকে নিজের মতো গড়ে তুলতে পারে। রাস্তার ল্যাম্পপোস্ট থেকে শুরু করে সূর্যের আলো পর্যন্ত, তার হাতের এক ইশারায় আলো জীবন্ত হয়ে ওঠে। আরমানের ক্ষমতা ঠিক তার উল্টো সে অন্ধকারকে বশ করে। সে অন্ধকার দিয়ে তৈরি করতে পারে দেয়াল, ছায়ার তলোয়ার, এমনকি অদৃশ্য হয়ে যেতে পারে।তারা দুজন মিলেই শহরের অপরাধ দমনের দায়িত্ব নিয়েছে। কিন্তু এক রাতে কিছু বদলে গেল। গুলশানের এক প্রাচীন বাড়ি থেকে বের হলো এক অদ্ভুত ছায়ামানব। তার নাম ছিল রবিরাজ। সে ১০০ বছর ধরে আটকা ছিল একটা যাদুকৃত জাদুঘরে। এখন সে মুক্ত তার ইচ্ছা পুরো পৃথিবীকে অন্ধকারে ঢেকে ফেলা।
মায়া আর আরমান জানত রবিরাজকে আটকানো তাদের দায়িত্ব। কিন্তু সমস্যা হলো মায়ার আলো আর আরমানের অন্ধকার একসঙ্গে কাজ করলে এমন শক্তি তৈরি হয় যা তাদেরকেই বিপদে ফেলে দেয়।রাতে এক অন্ধকার পার্কে রবিরাজের সঙ্গে তাদের প্রথম মুখোমুখি হয়। ছায়াগুলোকে জড়ো করে সে বিশাল এক অন্ধকার দানব তৈরি করেছিল। মায়ার আলো তা ভেদ করতে পারছিল না। আরমান বলল আমাদের কিছু একটা নতুন চেষ্টা করতে হবে। তুমি আলো দিয়ে তার ছায়াগুলোকে সরাও, আর আমি ভেতর থেকে আঘাত করব।তারা একসঙ্গে তাদের শক্তি ব্যবহার করে ছায়াগুলোকে ভেঙে ফেলতে লাগল। কিন্তু ঠিক তখন রবিরাজ বলল, তোমরা জানো না তোমাদের শক্তি শুধু আমাকে আটকাতেই নয়, আমার শক্তি বাড়াতেও কাজে লাগে।তারা বুঝল রবিরাজের আসল শক্তি তাদের মধ্যেই লুকিয়ে আছে। কীভাবে এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব?গল্প এখানেই শেষ নয়। রবিরাজের সঙ্গে লড়াইয়ে তারা শিখবে, আলো আর অন্ধকার একে অপরের পরিপূরক। আসল রহস্য ছিল তাদের শক্তিকে একত্রিত করার সঠিক পদ্ধতি খুঁজে বের করা। তবে সেই সত্য খুঁজতে তাদের আরও গভীরে যেতে হবে ঢাকারই আরেক লুকানো ইতিহাসের মধ্যে।
পোস্টের বিষয় | ক্রিয়েটিভ রাইটিং |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit