ফটোগ্রাফি পোস্টঃ আমার ধারণ করা কিছু এলোমেলো ফুলের ফটোগ্রাফি।

in hive-129948 •  3 months ago 
আসসালামু আলাইকুম/আদাব

🌿🥰👰🥀আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৭ আগস্ট রোজ মঙ্গলবার ২০২৪ ইং:।

হ্যালো আমার বাংলা ব্লগ বাসি........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমার পরিবার পরিজনকে নিয়ে আপনারাও নিশ্চয়ই অনেক ভালো আছেন পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে সকল ভাই ও বোনদের কে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি।আজ আমি আপনাদের মাঝে কিছু ফুল এর ফটোগ্রাফি শেয়ার করবো।ফুল আমার অনেক প্রিয়।আমি ফুল অনেক পছন্দ করি ঠিক তেমনি ফুল গাছ লাগাতেও অনেক পছন্দ করি।আমার মনে হয় ছোট থেকে বড় সবাই কম বেশি ফুল অনেক পছন্দ করে।আশা করি আমার ধারণ করা ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়াই।


IMG_20240826_215754.png

প্রথম ফটোগ্রাফি

IMG_20240826_215258.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

প্রথম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল নয়নতারা ফুল। ফুলটি দেখতে খুবই সুন্দর। ফুলের কালার টাও বেশ দারুন। সবুজ পাতার ফাঁকে টাইম ফুল রঙের ফুলগুলো যখন ফুটে থাকে দেখতে খুবই চমৎকার লাগে। এই ফুলের পাপড়ি গুলো খুবই নরম। নয়নতারা ফুল গাছের পাতাগুলো ছোট ছোট হয় এবং অনেকটাই গোলাকৃতি হয়ে থাকে।

দ্বিতীয় ফটোগ্রাফি

IMG_20240826_215352.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

দ্বিতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল লাল গোলাপ ফুল। গোলাপকে আমরা ফুলের রানী বলে থাকি। ছোট থেকে বড় কমবেশি সবাই গোলাপ ফুলটি চেনেন এবং এই ফুলটি সবাই অনেক পছন্দও করেন। গোলাপ ফুল তো আমার অনেক প্রিয়। ফুলটি দেখে আমার অনেক ভালো লেগেছিল সেজন্য আমি আমার ফোনের ক্যামেরায় ফুলটিকে বন্দি করে নিয়েছিলাম। গোলাপ ফুলের কালারটি একদম টকটকে লাল এবং পাপড়ি গুলো অনেক নরম।

তৃতীয় ফটোগ্রাফি

IMG_20240826_215442.jpg

IMG_20240826_215417.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location
তৃতীয় ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল গোলাপি রঙের গোলাপ ফুল। এই গোলাপ ফুলটি দেখতে খুবই চমৎকার এবং পাপড়ি গুলো অনেক নরম। এই গোলাপ ফুলের গাছের পাতাগুলো অনেক সুন্দর কিন্তু অতিরিক্ত রোদের কারণে গাছের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। গোলাপ ফুল গাছটির গায়ে অনেক কাটাযুক্ত। গোলাপি রঙের গোলাপ ফুলটি দেখতে সত্যি অসাধারণ।
চতুর্থ ফটোগ্রাফি

IMG_20240826_215331.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

চতুর্থ ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা গাঁদা ফুল। আমার বাসার সামনে বেশ কিছু গাঁদা ফুল গাছ আছে কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে কোন ফুল বা কলি দেখা যাচ্ছিল না কিন্তু হঠাৎ করে আজ আমি খেয়াল করে দেখলাম গাছে একটি মাত্র ফুল ফুটেছে।ফুলটি দেখে আমার তো বেশ ভালো লাগছিল। গাঁদা ফুলের পাপড়ি গুলো দেখতে খুবই চমৎকার পাতাগুলো বেশ সুন্দর লম্বা লম্বা পাতা।

পঞ্চম ফটোগ্রাফি

IMG_20240826_215517.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

পঞ্চম ফটোগ্রাফিতে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা হল ছোট জাতের রঙ্গন ফুল। ফুল গুলো দেখতে খুবই সুন্দর এবং রংটাও বেশ চমৎকার। লাল খয়েরির দিয়ে মিশানো ফুলের রংটি। সবুজ পাতার ফাকে যখন ছোট ছোট ফুল গুলো ফুটে থাকে তখন দেখতে খুবই দারুন লাগে। রঙ্গন গাছের পাতাগুলো ছোট ছোট এবং অনেক শক্ত।

ষষ্ঠ ফটোগ্রাফি

IMG_20240826_220152.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

ষষ্ঠ ফটোগ্রাফিতে আপনারা যে গাছটি দেখতে পারছেন এটা হল পাতাবাহান ফুল গাছ। এ গাছটির সচরাচর কমবেশি সবার বাসায় দেখা যায়।পাতাবাহার গাছটি মানুষ বেশিরভাগই বাসার গেটের সামনে লাগাই। পাতাবাহার গাছটি দেখতে খুবই চমৎকার।এই গাছের পাতাটি হলুদ ও সবুজের মিশ্রণে মিশ্রিত। এই পাতাবাহার ফুল গাছের পাতাগুলো একেবারে শক্তও না একেবারে নরমও না মিডিয়ামের ভিতরে। পাতাবাহার ফুল গাছটি আমার অনেক পছন্দের।

সপ্তম ফটোগ্রাফি

IMG_20240826_215549.jpg

ফটোগ্রাফার - তানহা

ডিভাইস - রেডমি নোট ১১

Location

সপ্তম ফটোগ্রাফি তে আপনারা যে ফুলটি দেখতে পারছেন এটা বড় রঙ্গন ফুলের জাত। ফুলটি দেখতে কিন্তু অনেক সুন্দর এবং কালার টাও বেশ চমৎকার। রঙ্গন ফুল গাছের পাতাগুলো একদম টকটকে সবুজ কালারের। সবুজ পাতার ফাঁকে যখন লাল ফুল গুলো ফুটে থাকে তখন দেখতে খুবই চমৎকার লাগে। আমি আমার হাজবেন্ডের অফিসে ঘুরতে গিয়েছিলাম এখান থেকেই আমি এই রঙ্গন ফুলের ফটোগ্রাফিটি করেছি।

পোস্টের ধরনফটোগ্রাফি পোস্ট
ফটোগ্রাফারতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা

আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফির মধ্যে ফুলের ফটোগ্রাফি অসাধারণ ছিল। নয়নতারা ফুলের ফটোগ্রাফি আর গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।

নয়নতারা ও গোলাপ এর ফটোগ্রাফি ভালো লাগলো জেনে খুশি হলাম। ধন্যবাদ ভাই আপনার প্রশংসা মুখরিত মতামত প্রকাশ করার জন্য।

ফটোগ্রাফি করতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে বর্তমান সময়ে সকলেই অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করে যাচ্ছে এই কমিউনিটিতে। আপনার এই ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম দারুন কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

আমার ধারণা করা ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহিত করার জন্য।

আপনি তো দেখছি খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা ভীষণ সুন্দর। দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। শেষের রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। মনমুগ্ধকর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ভালো থাকবেন।

এলোমেলো ভাবে ফটোগ্রাফি করলেও দেখতে অনেক ভালো লাগে। আর যদি হয় ফুলের, তাহলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি ভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখতে অনেক ভালো লাগছে। আমার কাছে আপনার সবগুলো ফুলের ফটোগ্রাফির মধ্যে থেকে গোলাপ এবং নয়ন তারা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে দেখতে।

অনেক সুন্দর মন্তব্য করে পাশে থেকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এলোমেলো ফটোগ্রাফি দেখতে খুব ভালো লাগে। কারণ এলোমেলো ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। আপনি আজ খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার সবগুলো ফটোগ্রাফিই খুব সুন্দর হয়েছে। গোলাপ আর গাঁদা ফুল বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখতে আরও বেশি ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমার ধারণ করা ফুলের মধ্যে গোলাপ আর গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জানতে পেরে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

গোলাপি কালারের রঙ্গন ফুল আগে দেখিনি আপু। আজকেই প্রথম বার দেখলাম। তবে আপনি কিন্তু অনেক ভালো ফটোগ্রাফি করেন। ফুলের ফটোগ্রাফি গুলো সত্যিই দারুন হয়েছে।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন।

আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফুল ফুটতে দেখতে পাই । আপনার করা ফুলের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। যেটা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে। খুব সুন্দর করে ফটোগ্রাফি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনার ধারণাটি ঠিক আপু ছোট বড় সবারই ফুল খুবই পছন্দ। যাইহোক আপু আপনার হাতের উঠানো এলোমেলো ফটোগ্রাফি গুলো কিন্তুু দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনার ফটোগ্রাফিগুলো দেখে মনে হল আপনি একজন নিখুঁত ফটোগ্রাফার।আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে তার মধ্যে গোলাপ ফুলের ফটোগ্রাফিগুলো বেশি ভালো লেগেছে । আপনার খুবই দক্ষ হাতে উঠানো এলোমেলো ফটোগ্রাফিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করে পাশে থেকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু।এইরকম ফুলের ফটোগ্রাফি গুলো দেখলে মনটা ভরে যায়। আপনার তোলা ফটোগ্রাফি গুলো জাস্ট অসাধারণ ছিল। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাই। ভালো থাকবেন।

আজকে আপনি অসাধারণ কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি হা করে তাকিয়ে রইলাম। পাতাবাহার এর ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। এবং নয়নতারা ফুলের ফটোগ্রাফিও গাঁদা ফুলের ফটোগ্রাফি ওঅসাধারণ হয়েছে। সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

আমার ধারণা করা প্রতিটি ফটোগ্রাফি আপনার কাছে অনেক ভালো লেগেছে জানতে পেলে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

আপু চেনা অচেনা অনেক গুলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। দেখে ভালোই লাগছে। কভার ফটোটা অনেক সুন্দর করে বানিয়েছেন। জাষ্ট অসাধারন হয়েছে। ধন্যবাদ।

আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য অনেক ধন্যবাদ।

দারুণ কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। ফুলের ফটোগ্রাফি করতে আমারও খুব ভালো লাগে। নয়নতারা এবং রঙ্গন ফুলের ফটোগ্রাফি গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

নয়নতারা ও রঙ্গন ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগবে। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য।