🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।
হ্যালো আমার বাংলা ব্লগ বাসি.........
আজকে আমি আপনাদের মাঝে একটি নাটক রিভিউ নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে সততার পুরস্কার নাটক নিয়ে কথা বলবো। এই নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যার কারনে আমি এই নাটকটি রিভিউ করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আসলে ঈগল টিম বেশ চমৎকার ভাবে কাজ করে যাচ্ছে। সবার থেকে ঈগল টিম পুর ব্যতিক্রম ভাবে কাজ করছে। ঈগল টিমের নাটক গুলা সামাজিক ও অর্থ বাহক।ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে যার কারনে আপনাদের মাঝে রিভিউ টা নিয়ে এসেছি।আশা করি আমার নাটক রিভিউটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
নাটকের প্রথমে দেখা যাচ্ছে যে নায়ক রিক্সা চালাতে গিয়ে বসে গজল গাচ্ছে। সেই মুহূর্তে একজন লোক এসে বলে এই মামা তুমি যাবা। তখন নায়ক রেগে গিয়ে বলে দেখেন আমাকে মামা বলবেন না প্রয়োজনে ভাই বলে ডাকবেন। তখন লোকটি প্রশ্ন করে কেন মামা বলে ডাকলে কি হবে? তখন নায়ক বলে আমার এক মামা ছিল তিনি আমাকে খুব মারতেন এরপর থেকে মামা ডাক শুনলেই আমার অনেক ভয় করে। তারপর নায়ক সেই লোকটাকে নিয়ে সেখান থেকে ১৮ নম্বর সেক্টর চলে যায়।
তারপর নায়কের রিক্সাই যে লোকটি উঠেছিল সে তার কর্মস্থানে রিকশা থেকে নেমে গেল কিন্তু তার হাতে থাকা ব্যাগটি নিতে ভুলে গেয়েছিলো। তারপর নায়ক সেখান থেকে চলে গেল এবং যেখানে রিক্সা থামালো সেখানে সে রিক্সা থেকে নেমে দেখে একটি ব্যাগ আর ব্যাগ টির ভিতরে নায়ক দেখে অনেক টাকা।
তারপর নায়ক লোকটির টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আবার সেই ১৮ নম্বর সেক্টর সাথে সাথে চলে যাই। কিন্তু সে লোকটিকে আর পায়না তারপর নায়ক অনেকক্ষণ অপেক্ষা করেছিল সেখানে লোকটির জন্য।তারপর নায়ক বাসায় ফিরে যাই এবং ব্যাগটি তার বউয়ের হাতে দিয়ে বলে অনেকগুলো রিক্সার কাগজ পাতি এগুলো তুমি সাবধানে ঘরে তুলে রাখো। তখন নায়কের বউ বলে তুমি সন্ধ্যায় বাজার করে আনলে তারপর রান্না করব। নায়ক বলে দেখি তো কি করা যায়। এরপর নায়ক আবার রিকশা চালানোর উদ্দেশ্যে বাইরে বের হয়ে যাই।আর সেই লোকটিকে খুঁজতে থাকে কিন্তু লোকটিকে খুঁজে পায় না।
এরপর নায়কের বউ ও ছেলে শুধু পানি দিয়ে ইফতারি করছে। তখন নায়কের ছেলে বলে মা শুধু শুধু পানি দিয়ে ইফতারি করতে ভালো লাগেনা। কবে একটু ভালো-মন্দ খেতে পারবো।নাকি মানুষের কাছ থেকে চেয়ে আনবো। তার মা তাকে বলে আমরা গরীব। তখন ছেলেটি বলে তাহলে আমাকে একটু ভাত দাও। তখন নায়িকা বলে ভাতও নাই। তোর আব্বু বাজার আনবে, তার পরে ভাত রান্না করব।
তারপর নায়ক খালি হাতে ফিরে আসে রাতে।নায়ক বলে ছেলে কখন ঘুমালো তখন নায়িকা বলে খিদের যন্ত্রণায় ছটফট করতে করতে ঘুমায় গেছে।
এরপর যে লোকটির টাকা হারিয়ে যায় সেই লোকটি প্রতিটি রিক্সার দোকানে খোজ নেয় এবং শেষমেশ মতি মিয়ার সাথে দেখা হয়ে যায় মানে নায়ক সাথে।
নায়ক সেই লোকটাকে তার বাড়িতে নিয়ে আসে ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু বাড়িতে এসে দেখে তার বউ ছেলে এবং ব্যাক কোনটাই নাই। তখন সেই লোকটি পুলিশের কাছে ফোন দেয় এবং নায়ক কে ধরে নিয়ে যায়।
তারপর সেই লোকটি তার বসের কাছে যেয়ে বলে স্যার যার রিক্সায় টাকা হারিয়ে গিয়েছিল তাকে আমি খুঁজে পেয়েছি। তখন তার স্যার বলে দাও আমার ১০ লাখ টাকা ফরিয়ে দাও। তখন লোকটি খোলামেলা সব কথা বলে।
এরপর নায়িকার ভাই আসে আর বলে যে আপু মায়ের অনেক শরীর খারাপ তুই এখনই চল হসপিটালে। তখন নায়িকা টাকার ব্যাগটি ও ছেলেকে নিয়ে তার ভাইয়ের সাথে চলে যায়।
তারপর নায়ক পুলিশের সাথে বিস্তারিত সব বলে। তখন পুলিশ বলে রোজা থেকে মিথ্যা কথা বলা। তখন নায়ক বলে স্যার আমি রোজা থেকে মিথ্যা কথা বলছি না। তারপর পুলিশ পুরো ঘটনা শুনে তার কাছে খুবই খারাপ লাগে এবং কথা বলতে বলতে ইফতারির সময় হয়ে যায়। তখন দুজনে ইফতারি করতে বসে এবং তারপর তাকে জেলে আটকে রাখে। তার কিছুক্ষণ পর নায়কের বউ এসে বলে ওই যে রিক্সাওয়ালা মতি আমি তার বউ তার কোনো দোষ নাই এইযে টাকা।তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে টাকা নিয়ে আপনি কোথায় গিয়েছিলেন। তখন নায়কের বউ বলে আপনি আগে উনাকে বাইরে নিয়ে আসেন তারপর আমি সব বলছি। তখন নায়িকা বলে আমার মা অনেক অসুস্থ ছিল যার কারণে আমি হঠাৎ করেই চলে গিয়েছিলাম।
যার টাকা হারায় গিয়েছিল পুলিশ তাকে বলে আপনার টাকাগুলো ঠিক আছে কিনা গুনে নিন। তখন সেই লোকটা টাকা গুনে দেখে ১০ লাখ টাকাই আছে ওখানে। সবশেষে পুলিশ সবকিছু শুনে রিকশাচালক মতি মিয়ার উপর মানে নায়কের ওপর খুবই খুশি হন এবং তিনি একজন সৎ ব্যক্তি বলেবএটাই ঘোষণা করেন। এরপর তার সততার পুরস্কার হিসেবে যে লোকের ১০ লক্ষ টাকা হারিয়ে গিয়েছিল তিনি ১০ হাজার টাকা উপহার দেন। তারপর পুলিশ ও খুশি হয়ে ১০ হাজার টাকা নায়ক কে উপহার দেন। পুলিশ নায়ক কে বলে এই টাকা দিয়ে আপনি কিছু কেনাকাটা করবেন আর কাজে ব্যবহার করবেন। তখন নায়ক বলে স্যার এই টাকা দে আমি একটা রিক্সা কিনব।
পোস্টের ধরন | নাটক রিভিউ |
---|---|
নাটকের নাম | সততার পুরস্কার |
পরিচালক | সুলাইমান। |
অভিনয়ে | ইফতি, রাবিনা রাফিন, শাহীন,জাহাঙ্গীর কবির আরও অনেকেই। |
দৈর্ঘ | ৩৭মিনিট ২২ সেকেন্ড |
মুক্তির সময় | ০৬ এপ্রিল ২০২৩খ্রিঃ |
এরপর নাটকটি শেষ হয়ে যায়.............
পোস্টের বিষয় | নাটক |
---|---|
পোস্টকারী | তানহা তানজিল তরসা |
ডিভাইস | রেডমি নোট ১১ |
লোকেশন | পাবনা |
ইদানিং ঈগল টিমের এই নাটকগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। আপনি অনেক সুন্দর একটি শিক্ষনীয় নাটকের রিভিউ শেয়ার করেছেন। সততার পুরস্কার নাটকটির রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনি ঠিকই বলেছেন ঈগল টিমের নাটকগুলো অনেক জনপ্রিয় এবং শিক্ষনীয়। আপনাকে অনেক ধন্যবাদ আমার শেয়ার করা নাটকের রিভিউ পড়ে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষের মধ্যে সততা থাকলে সব কিছুই সম্ভব। আপনি অনেক সুন্দর করে সততার পুরস্কার সম্পূর্ণ রিভিউ লিখেছেন। আমার কাছে আপনার শেয়ার করা এই নাটকের রিভিউ পড়তে অনেক ভালো লেগেছে। এই নাটকটার পুরো কাহিনীটা অনেক সুন্দর ছিল। আসলে এরকম অনেক মানুষই রয়েছে, যারা গরীব হলেও তাদের ভেতরে সততাটা রয়েছে। আর এরকম মানুষ আমি মনে করি সব জায়গায় থাকা দরকার। ধন্যবাদ নাটকটার রিভিউ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া মানুষের মধ্যে সততা থাকলে সবকিছুই সম্ভব। নাটকের নায়ক অনেক গরিব হলেও তার ভেতর সততা ছিল তাই সে শেষে সততার পুরস্কার লাভ করে। নাটকটি অনেক সুন্দর সময় পেলে একদিন দেখবেন অনেক ভালো লাগবে। অনেক ধন্যবাদ ভাই আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। আপনার নাটক রিভিউটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারণভাবে নাটকটা রিভিউ করে আপনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন। এত সুন্দর একটি নাটক লিখে করে দেখানোর জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান অভিমত ব্যাক্ত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুরস্কারের টাকা দিয়ে রিক্সা কিনতে চেয়েছেন জেনে ভালো লাগলো। এই নাটকটি আমি এখনো দেখিনি। তবে আপনি এত সুন্দর করে নাটক রিভিউ উপস্থাপন করেছেন পড়ে নাটকটি দেখার প্রতি আগ্রহ তৈরি হলো আপু। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে বর্ণনা তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু নায়ক পুরস্কারের টাকা দিয়ে রিক্সা কিনতে চেয়েছেন। নাটকটি অনেক সুন্দর ও শিক্ষানীয়। সময় পেলে নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সততার পুরস্কার সব সময় দারুন হয়। এই নাটকটি দেখা হয়নি। তবে এই রিভিউ পড়ে মনে হচ্ছে নাটকটি খুবই ভালো। আমি সময় পেলে এই নাটক দেখবো আপু। আপনি খুবই সুন্দর ভাবে এই নাটক রিভিউ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি অনেক সুন্দর সময় পেলে একদিন দেখে নিবেন অনেক ভালো লাগবে।আর অনেক শিক্ষা নিওয়একটি নাটক। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকটির রিভিউ পড়ে অনেক ভালো লাগলো। তবে ঈগল টিমের প্রতিটা নাটক আমার কাছে অনেক ভালো লাগে।আপনার শেয়ার করা নাটকটি এখনো দেখা হয়নি।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার শেয়ার করা নাটকটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। সময় পেলে নাটকটি দেখবেন জেনে আরও বেশি ভালো লাগলো। মার কাছে তো নাটকটি অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটি সামাজিক নাটক তা বোঝাই যাচ্ছে। তাছাড়া সততার পুরস্কার যে সবসময় ভালো হয় তা এই নাটকে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে এমন মানুষ পাওয়া খুব মুশকিল। তারপরও মাঝেমধ্যে হাতেগোনা দুই একজন পাওয়া যায়। প্রথমে তো ভেবেছিলাম তার বউ হয়তো টাকা নিয়ে পালিয়েছে। বউ শেষে ফিরে এসে সব সত্যি বলার কারণে মতি মিয়া ছাড়া পেয়ে গেল। ভালোই লাগলো নাটকটি পড়ে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু আপনি ঠিকই বলেছেন নাটকটি অনেক সামাজিক এবং শিক্ষনীয়। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে আমার কাছে খুবই ভালো লাগে সময় পেলে আমি নাটক দেখতে বসে যাই আজকে আপনি দারুন একটি নাটক আমাদের মাঝে রিভিউ করেছেন। আসলে জীবনের সৎ থাকলে এর বিনিময়ে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। ধন্যবাদ অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় পেলে নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি অবশ্যই দেখবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে যারা সৎ মানুষ তারা কোনো না কোনো ভাবে অবশ্যই পুরস্কৃত হয়। নায়কের সততা দেখে সত্যি অনেক ভালো লেগেছে। তার ভেতরে যদি টাকার লোভ না থাকতো, তাহলে হয়তো সে এই টাকাগুলো নিয়ে অনেক আগেই চলে যেতো। এরকম সৎ মানুষের অনেক বেশি অভাব রয়েছে আমাদের এই পৃথিবীতে। তবে ভালোভাবে খোঁজাখুঁজি করলে হয়তো কয়েকটা পাওয়া যাবে। আমার কাছে আপনার আজকের শেয়ার করা নাটকটার সম্পূর্ণ কাহিনী অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে কিন্তু পুরোটার কভার করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে সুন্দর নাটকটির ভিডিও দেখে খুবই ভালো লাগলো। যেভাবে আপনি এই নাটকের রিভিউ এখানে শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একইসাথে এই নাটকটি আপনি খুবই সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছেন৷ এই নাটকের মধ্যে ঘটে যাওয়া সবগুলো ঘটনা খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য শেয়ার করে পাশে থাকার জন্য। নাটকটি অনেক সামাজিক ও শিক্ষানীয়। নাটকটি সত্যিই অসাধারণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit