স্বরচিত কবিতাঃ "অশ্রুর ভাষা"

in hive-129948 •  19 days ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু/ আদাব।

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ০২ নভেম্বর ২০২৪ ইং: রোজ শনিবার।


বাংলায় ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা................

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি স্বরচিত কবিতা পোস্ট শেয়ার করবো। কবিতা লিখতে এবং পড়তে দুইটাই আমি অনেক পছন্দ করি। আশা করি আমার লেখা কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন শুরু করা যাক।

night-7371349_1280.webp
Source

"অশ্রুর ভাষা"
লেখাঃ তানহা তানজিল তরসা

নীরব রাতে ঝরে পড়ে,
নীরব এক বৃষ্টি,
অশ্রুর বিন্দুতে বাঁধা
আমার গল্পের দৃষ্টি।

যেনো নীরব কান্না
যেনো নিঃশব্দ আর্তি,
এই অশ্রুর ভাষা
কেউ বোঝে না আমার স্মৃতি।

অশ্রুর কণায় জড়িয়ে আছে
হাজারো স্বপ্ন।
ভাঙা স্বপ্নের টুকরো,
হারানো দিনের রঙিন জপমালা।

মনের কোণে জমা ক্ষতগুলো
অশ্রুতে ভাসে,
নিঃশব্দে বলে যায়
বেদনার কথা, পাশে কেউ না থাকে।

এই অশ্রু যদি কথা বলত,
বলত তোমায় কতো ভালোবাসি,
তোমার জন্যই আঁখির কোণে
জমে আছে এই বেদনারাশি।

অশ্রু আমার চির সাথী,
তারে বুকেই রাখি।
তোমার স্মৃতিতে মিশে
ভালোবাসার উপাখ্যান বাকি।


মূলভাব:

এই কবিতায় কবি তার হৃদয়ের গভীরে লুকানো বেদনার কথা প্রকাশ করেছেন। তিনি অশ্রুকে নিজের আবেগ, ভালোবাসা ও ব্যথার ভাষা হিসেবে তুলে ধরেছেন। কবির চোখের জল তার ভাঙা স্বপ্ন, স্মৃতি এবং প্রিয়জনের জন্য অমলিন ভালোবাসার নিঃশব্দ সাক্ষী। অশ্রু যেন তার ব্যথা প্রকাশের একমাত্র অবলম্বন, যা নিঃশব্দে তার অনুভূতিগুলোকে বহন করে।


পোস্টের ধরনস্বরচিত কবিতা
লেখাতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা



আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

vM1pGHgNcyCXUWJECrZbvn1NMPj1oFGUo3gYfF3NNPRD9UniEffY71uXAzuZtr4JAgX4jZYiYXQRuSdkfuodMWjy7aJ4htVBWAyaLguDPMFRbZn4zMbUXX3NDtGhNscV41aZJYn.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

চমৎকার লিখেছেন আপু। দারুন লাগলো আপনার পুরো কবিতাটা পড়ে। হৃদয়ে লুকানো অনুভূতিগুলো কবিতার মাধ্যমে প্রকাশ করেছেন। ভালো লাগলো আপনার আজকের এই কবিতাটা। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

কবিতাটি ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত শেয়ার করার জন্য।

অনেক সুন্দর ভালো লাগার এক আবেগ মাখা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যেখানে প্রিয়জনের প্রতি এত গভীর ভালোবাসার অনুভূতি অশ্রুর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন।

আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

চমৎকার একটি কবিতা লিখে আমাদের সাথে শেয়ার করেছেন আপু। অনুভূতির কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লাগে। কবিতার প্রত্যেকটি অন্তরায় অনুভূতি মিশে আছে।আসলেই দিনশেষে কেউ থাকে না। অসাধারণ কবিতাটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সুন্দর মতামত প্রকাশ করে পাশে থেকে উৎসাহিত দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

কষ্ট পেলে কাঁদতে হয় এত বৈজ্ঞানিক নিয়ম। কবিতাটিতে বেদনার আবেগ ফুটে উঠেছে। তবে ওই যে লিখেছেন

মনের কোনে জমা ক্ষতগুলো অশ্রুতে ভাসে

একদমই ঠিক কথা। সমস্ত ক্ষত চোখের জলের সাথে ভেসে নিঃশেষ হয়ে যায়। খুব ভালো বিষয়বস্তু আপনার কবিতাটির।

উৎসাহিত মূলক মতামত শেয়ার করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার লেখা অশ্রুর ভাষা কবিতাটা অনেক সুন্দর হয়েছে। আপনি প্রতিনিয়ত কবিতা লেখার জন্য চেষ্টা করে যাচ্ছেন দেখে, আমার কাছে অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত চেষ্টা করার কারণে এখন এত সুন্দর কবিতা লিখতে পারছেন। এভাবে লিখতে থাকলে, আরো ভালো কবিতা লিখতে পারবেন পরবর্তীতে। আপনার এত সুন্দর কবিতার প্রশংসিত করাই লাগছে।

সুন্দর মতামতের মাধ্যমে উৎসাহিত দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ আপু।

আপনার মত কবিতা পড়তে এবং লিখতে দুটো আমার কাছে ভালো লাগে। আজকে আপনি সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কবিতা লিখেছেন।অশ্রুর ভাষা কবিতাটির ভাষা খুব চমৎকার হয়েছে। অশ্রু মানুষের চোখের একটি অংশ। সুন্দর করে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।

কবিতাটি আপনার ভালো লাগলো জেনে আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করার জন্য।

শুনে অনেক ভালো লাগলো গল্প পড়তে এবং লিখতে আপনার দুটো অনেক ভালো লাগে ।অশ্রুর ভাষা কবিতাটি পড়ে আসলে অনেক ভালো লাগলো ।আপনার কবিতার লাইনগুলো অনেক সুন্দর ভাবে সাজিয়ে লিখেছেন। ধন্যবাদ কবিতাটি লিখে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আমার লেখা কবিতাটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমার নিজের কাছেও অনেক ভালো লাগলো ধন্যবাদ আপু।