রেসিপি পোস্টঃ কাঁচা আম দিয়ে তৈরি টক মিষ্টি শরবত।

in hive-129948 •  9 months ago 
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৭ মে রোজ সোমবার ২০২৪ ইং:।

বাংলায় ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ১১ জ্বিলকদ ১৪৪৫ হি:।


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কাঁচা আমের মজাদার শরবত তৈরির পোস্ট নিয়ে হাজির হলাম। বেশ কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ছিলো। মন চাচ্ছিলো আমের শরবত খেতে তাই আজকে আমের শরবত তৈরি করেছিলাম আর সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করছি। চাইলে আপনারাও এভাবে শরবত তৈরি করে খেতে পারেন। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি কাঁচা আম দিয়ে শরবত তৈরি করলাম।

ফাইনাল লুক

IMG_20240526_220501.jpg

প্রয়োজনীয় উপকরণ
কাঁচা আম
চিনি
বিট লবণ


IMG_20240526_222915.jpg

প্রথম ধাপ

IMG_20240526_220730.jpg

প্রথমে আমি কেটে নেওয়া কাঁচা আম ব্লেন্ডারের ভেতর দিয়ে এর ভেতর এককাপ পরিমান পানি দিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240526_220748.jpg

এরপর পরিমান মতো চিনি ও এক টেবিল চামচ বিট
লবণ দিয়ে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20240526_220709.jpg

সব কিছু বেলেন্ডারের ভিতর দিয়ে সুন্দর করে ব্লেন্ড নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20240526_220650.jpg

IMG_20240526_220626.jpg

গ্লাসের সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাসের মুখে অতিরিক্ত চিনি লাগিয়ে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20240526_220545.jpg

ব্লেন্ড করা জুসটি প্রথমে আমি ছাকনি দিয়ে ছেকে এরপর সুন্দর করে গ্লাসের ভিতরে ঢেলে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20240526_220431.jpg

এভাবেই আমি তৈরি করলাম কাঁচা আমের টক মিষ্টি শরবত।

পোস্টের ধরনরেসিপি পোস্ট
তৈরিকারকতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ৮
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা আমার স্টিম আইডির নাম @tanha001। আমার বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি করতে,রান্না করতে, গান গাইতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। বিবাহিত সূত্রে এখন আমার বাসা জুগির গোফা গ্রামে। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।



Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এই প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা সরবত যেন প্রাণ জুড়িয়ে দেয়। আপনার তৈরি কাঁচা আম দিয়ে টক মিষ্টি শরবতের রেসিপিটা বেশ ভালো লাগলো দেখে।অসংখ্য ধন্যবাদ আপু ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতে রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

গরমের ভেতরে কাঁচা আমের এরকম শরবত খেতে ভীষণ ভালো লাগে। কাঁচা আম কয়েকদিন দেখিয়ে দিলে একটু কালার হয় আর তাতেই শরবতটা দেখতে অনেক সুন্দর হয়। এই প্রথমে দেখে ভেবেছিলাম হয়তো কোন কালার ইউজ করেছেন কিন্তু পরে বুঝলাম রেখে দেওয়া আমের শরবত। অনেক সুন্দর একটি শরবত রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাঁচা আমের তৈরি শরবত খুবই লোভনীয় এবং খুবই টেস্টি হয়ে থাকে। শরবত টা দারুণ তৈরি করেছেন আপু। বিশেষ করৃ শরবত এর কালার টা দারুণ লাগছে দেখে। চমৎকার ছিল আপনার শরবত তৈরির পদ্ধতি টা। পরিবেশনা টাও বেশ চমৎকার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

আমার পোস্টে সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

কাঁচা আমের টক মিষ্টি শরবত দেখে লোভ লেগে গেল আপু। শরবতটি আপনি খুব সুন্দর ভাবে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের শরবত রেসিপি গুলো গরমের দিনে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।

আপনার গঠন মূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

আপনি আজকে মজাদার একটি শরবত এর রেসিপি শেয়ার করেছেন। কাঁচা আমের শরবত দেখে মনে হচ্ছে এখনি খেয়ে ফেলি। তাছাড়া প্রচন্ড গরমে এমন এক গ্লাস শরবত খেতে পারলে প্রাণটা জুড়িয়ে যায়। তাছাড়া টক মিষ্টি শরবত খেতে একটু বেশি ভালো লাগে। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

আপনি টক মিষ্টি আমের শরবত এর রেসিপি শেয়ার করেছেন দেখে বেশ লোভনীয় লাগছে আপু। অনেকেই দেখলাম এই শরবতে কাঁচা মরিচ ব্যবহার করে। তবে আপনি করেননি। শরবতের কালার টা কিন্তু অনেক সুন্দর হয়েছে। গরমে এরকম টক মিষ্টি এক গ্লাস শরবত খেতে খুবই ভালো লাগবে। ধন্যবাদ আপু লোভনীয় একটা শরবতের রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

কয়েকদিন আগে আমিও কাঁচা আমের শরবত তৈরি করেছিলাম। টক মিষ্টি কাঁচা আমের শরবত খেতে খুবই ভালো লাগে। আর এই আবহাওয়ায় শরবত হলে ভালোই লাগে খেতে। আপনিও অনেক সুন্দর ভাবে শরবত তৈরি করে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য।