আর্ট পোস্টঃ রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট।

in hive-129948 •  8 days ago 
আসসালামু আলাইকুম

🌿আমি তানহা তানজিল তরসা । আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001

আজ ২৮ ডিসেম্বর রোজ শনিবার ২০২৪ ইং:।

বাংলায় ১৩ পৌষ ১৪৩১বঙ্গাব্দ ।


হ্যালো আমার বাংলা ব্লগবাসী........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে একটি আর্ট পোস্ট পোস্ট শেয়ার করব । চিত্র অংকন করতে বেশ ভালোই লাগে। যদিও এই বিষয়ে আমি খুবই দুর্বল আগেও বলেছি। আপনার সবাই কম বেশি জানেন। যাই হোক এখন যতটুকু পারি আর্ট করি আর সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আমার আঁকা দৃশ্যটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।চলুন তাহলে শুরু করা যাক।

ফাইনাল লুক

IMG_20241228_144217.jpg

IMG_20241228_144056.jpg

IMG_20241228_143958.jpg

IMG_20241228_144217.jpg

প্রয়োজনীয় উপকরণ
আর্ট খাতা
পেনসিল
রাবার
স্কেল
মোম রং

IMG_20241228_143254.jpg


প্রথম ধাপ

IMG_20241228_143356.jpg

প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে পাশাপাশি দুইটি ঘর তৈরি করে নিয়েছে। ঘরের একটি পাশে আমি বেড়া তৈরি করে নিয়েছে। বেড়ার পাশে একটা ছোট বিচুলি গাদা এবং উপরে গাছ এঁকে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20241228_143607.jpg

এরপর বেড়ার পিছনে একটি তাল গাছের ছবি এবং কুড়ে ঘরের পিছনে একটি গাছ এঁকে নিয়েছি। এরপর ঘরের উঠানের উপর গরুকে খেতে দেওয়া একটি চাড়ি এঁকে নিয়েছি।

তৃতীয় ধাপ

IMG_20241228_143640.jpg

এবার আমি কুঁড়ে ঘরের পাস দিয়ে একটা সরু পথ ও নদী এঁকে নিয়েছি। নদীর উপর একটা নৌকা এঁকে নিয়েছি। নদীর ধার ঘেসে ছোট ছোট ঘন গাছ ও একটা বড় তাল গাছ এঁকে নিয়েছি।

চতুর্থ ধাপ

IMG_20241228_143755.jpg

এবার আমি ঘরের পাশের গাছটি সবুজ ও হলুদ রঙ দিয়ে রঙ করে নিয়েছি। বেড়ার পাশে তাল গাছটি ও একই ভাবে রঙ করে নিয়েছি। হলুদ রঙ দিয়ে বিচুলি গাদাটি সুন্দর করে রঙ করে নিয়েছি। কুঁড়ে ঘরটি ও একই ভাবে লাল ও হলুদ রঙ দিয়ে রঙ করে নিয়েছি।

পঞ্চম ধাপ

IMG_20241228_143958.jpg

এবার আমি নীল রঙ দিয়ে আকাশ এঁকে নিয়েছি। আকাশ এঁকে নেওয়ার পর একটি সূর্য মামা এঁকে নিয়েছি। যেহেতু আমি তেমন একটা আর্ট করতে পারি না সেহেতু রঙের বিষয়টা খুব একটা ভালো করতে পারিনি। এরপর গরুর খেতে দেওয়া চাড়ি, নদী ও নৌকা গুলা রঙ করে নিয়েছি। আর এভাবেই আমি একটি প্রকৃতির ছবি এঁকে নিয়েছি।

ষষ্ঠ ধাপ

IMG_20241228_144217.jpg

পোস্টের ধরনআর্ট পোস্ট
আর্টতানহা তানজিল তরসা।
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা


আমার সংক্ষিপ্ত পরিচয়


আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

New_Benner_ABB.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnznNvfTVEwUXyMtpxmHcfPysYyJgJKtr4kEeViawuXEuo9dy3jYHS1TR1KreGTCTJkxwUyzgRttBjiswvn.png

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo11x8ittnXZjCxVzeXe6EcY2LhnYATvoVg9pQWkha9i6dGRh5MNMnu17RgRnajr7iRuLnFnKojVVLT2Uc6.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDyudERamSBwyhRUkWatwWt2saWV8s1KUdLnAXFLcr7Z8ZKjZ3pvhkYaHELhkBP7oM7J6piQwx.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

এত সুন্দর চিত্র অঙ্কন করতে দেখে আমি মুগ্ধ। খুব সুন্দর ছিল আপনার আজকের এই চিত্র অঙ্কন করা। মাঝেমধ্যে এভাবে চিত্র অঙ্কন করতে পারলে নিজের দক্ষতা বিকশিত হয়।

আপনি একদম ঠিক কথা বলেছেন ভাই।

Screenshot_2024-12-28-21-29-55-786_com.peak.jpg

Screenshot_2024-12-28-18-58-16-185_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-18-57-26-139_com.twitter.android.jpg

Screenshot_2024-12-28-18-45-57-533_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-18-45-45-525_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-18-45-29-011_com.android.chrome.jpg

Screenshot_2024-12-28-18-44-47-120_com.android.chrome.jpg

রং পেন্সিল দিয়ে সুন্দর করে প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন দেখে ভালো লাগলো আপু। আপনার আর্ট করা চিত্রটি অনেক সুন্দর হয়েছে। রংয়ের ব্যবহার খুবই সুন্দর হয়েছে এবং আকর্ষণীয় হয়েছে আপু।

আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

রং পেন্সিল দিয়ে দারুন একটি প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন আপু। আপনি চেষ্টা করেছেন অনেক সুন্দর হয়েছে। মানুষ তো চেষ্টা করতে করতেই একদিন সম্পূর্ণরূপে শিখে যাই। এভাবে চেষ্টা করতে থাকলে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ছবি এঁকে আমাদেরকে উপহার দিতে পারবেন। আজকের আঁকা দৃশ্যটি বেশ হয়েছে আপু।

আপনার সুন্দর মতামত পেয়ে অনেক ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। চিত্র অঙ্কন করার ক্ষেত্রে আপনার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রাকৃতিক দৃশ্যের চিত্রগুলো সবসময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর চিত্র অংকন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

আজকে আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত চমৎকার আর্ট করতে দেখে খুবই খুশি হলাম আমি। এক কথায় বলতে গেলে অসাধারণ আর্ট হয়েছে আপনার।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

আপনি নিয়মিত আর্ট করলে সামনে আরও সুন্দর আর্ট করতে পারবেন। যাইহোক ছোটবেলা থেকেই আমার আর্ট করতে খুব ভালো লাগতো। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করতে সবচেয়ে বেশি ভালো লাগতো। আপনার আর্টটি সুন্দর হয়েছে আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

সুন্দর ও সাবলীল ভাষায় মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

image.png

রং পেন্সিল ব্যবহার করে যে কোন ধরনের দৃশ্য আর্ট করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রং পেন্সিল দিয়ে প্রাকৃতিক দৃশ্যের আর্ট করেছেন। আপনার আর্ট করা প্রাকৃতিক দৃশ্যের আর্ট টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। আপনি পুরো আর্ট টি সাজিয়ে গুছিয়ে সম্পন্ন করেছেন।

আর্টটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই।

ড্রয়িং বা আর্ট এর ক্ষেত্রে হাতের দৃশ্য এবং সিগনেচার থাকা বাধ্যতামুলক নিয়ম কিন্তু আপনি সেটা রক্ষা করেন নাই, নিয়মের মাঝে থাকার অনুরোধ করা হলো।

জ্বি ভাই এটা হয়তো মিসটেক হয়ে গেছে। ইনশাআল্লাহ পরবর্তীতে এমনটা আর হবে না। ধন্যবাদ ভাই ভুল গুলা ধরিয়ে দেওয়ার জন্য।

ঠিক আছে।

ধন্যবাদ ভাইয়া।

প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে খুব সুন্দর লাগে। আপনার প্রাকৃতিক দৃশ্যের আর্ট বেশ নিখুঁত এবং দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। আপনার আর্ট বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।

আমার অংকন করা প্রাকৃতিক দৃশ্যের প্রতিটি ধাপ আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাই।

আজকে আপনি বিভিন্ন কালারের রং পেন্সিল দিয়ে চমৎকার প্রাকৃতিক দৃশ্য আর্ট করেছেন। আসলে প্রাকৃতিক দৃশ্যের আর্ট দেখতে এমনিতে ভালো লাগে। এবং প্রাকৃতিক দৃশ্যের আর্ট এর মধ্যে ঘর নদী গাছ পালা আকাশ দেখে অনেক ভালো লাগলো। চমৎকার একটি আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনার প্রশংসা মূলক মতামত পেয়ে অনেক ভালো লাগলো ভাই।

আজকে আপনি একেবারে অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি আর্ট দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এটি দেখে একেবারে বাস্তবিক কিছু দৃশ্যের কথা মনে পড়ে গেল৷ এখানে আপনি ডিজাইনগুলো যেভাবে দিয়েছেন তা যেরকম অসাধারণ হয়েছে এখানে রঙের সংমিশ্রণ আপনি খুব সুন্দর ভাবে দিয়েছেন৷

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহিত দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

বাহ্ আপনি দেখি সব দিক দিয়ে পারদর্শী। ভিন্ন রকম পোস্ট প্রতিনিয়ত শেয়ার করছেন দেখতে খুব ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য আর্ট এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।