লাইফ স্টাইলঃ টুকিটাকি কেনাকাটা করার মুহূর্ত।

in hive-129948 •  2 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

🌿আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ২৯ জানুয়ারি রোজ বুধবার ২০২৫ ইং:।

বাংলায় ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ।


হ্যালো বন্ধুরা.......

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আপনারা নিশ্চয়ই আপনাদের পরিবার পরিজন নিয়ে অনেক ভালো আছেন। আবহাওয়ার কারণে ছোট বড় অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আমার বাসার সবাই কমবেশি অসুস্থ। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শুরু করব আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি প্রতি সপ্তাহে একটি করে লাইফস্টাইল পোস্ট শেয়ার করার চেষ্টা করি। তাই ভাবলাম আজও একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করি। আশাকরি আমার শেয়ার করা লাইফস্টাইল পোস্ট আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

IMG_20250129_185415.jpg

IMG_20250129_185448.jpg

IMG_20250129_185431.jpg

IMG_20250113_141942.jpg

আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম কারণ আমার বাবার বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য।আমার আম্মু ও বাবুকে রেডি করে আমরা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়।যেহেতু আমার বাসা থেকে বাজার খুবই কাছে সেজন্য আমাদের বাজারে যেতে খুব একটা সময় লাগে না। বাসার সামনে থেকে রিক্সা করে গেলে দশ মিনিট লাগে বাজারে পৌঁছাতে।এরপর আমরা কিছুক্ষণের মধ্যে বাজারে পৌঁছে যাই। তারপর প্রথমে আমরা ৯৯ এর দোকানে যাই কারণ আমার বাবুর অনেকগুলো খেলনা কিনে দিবে ওর নানী এজন্য।আর ৯৯ এর দোকানে আপনি মন মতন সব জিনিস পাবেন। ৯৯ দোকানের নাম বলেই সব জিনিসের দামে ৯৯ না। কিছু জিনিসের দাম ৯৯ করে আর বাকী জিনিসগুলা অন্য সব জিনিসের মতই।আমার বাবু তার পছন্দ অনুযায়ী অনেকগুলো খেলনা নিয়েছিল। বিশেষ করে সে ছোট ছোট দুইটা পান্ডাও নিয়েছিল। কারণ সে পান্ডা নিয়ে খেলতে এ অনেক পছন্দ করে। তার যেটা যেটা পছন্দ হয়েছিল ঠিক সেই খেলনা গুলোই নিয়েছিল। তার এত খেয়াল নাই মোটেও প্রয়োজন ছিল না কিন্তু ছোট বাচ্চা যেগুলা দেখবে সেগুলো দেখেই তো বায়না করবে। আর বুঝতেই পারছেন নানীর সাথে বাজারে গেছে তাহলে তো আর বায়না অপূর্ণ কোনোটাই থাকবে না। নানা নানীরা তাদের নাতি-নাতনিদের কে নিঃস্বার্থে অনেক ভালোবাসে। আমি নিজেও এই ভালোবাসা গুলো পেয়েছি যে ভালবাসাগুলো একদমই ভোলার নয়। এরপর বাবুর পছন্দ অনুযায়ী অনেকগুলো খেলনা নেওয়া হয়েছিল। কিন্তু তার নানির পক্ষ থেকে বিশেষ একটি উপহার পেয়েছিল আইয়ান বাবু। আমার আম্মু বলছিল আমার নাতি তার পছন্দ অনুযায়ী খেলনা নিয়েছে এবার আমি আমার পছন্দ অনুযায়ী কিছু দিতে চাই। এরপর দেখি আমার আম্মু আমার বাবুর জন্য একটা ম্যাজিক সিলেট এনে আমার ছেলের হাতে দিল। আইয়ান বাবু তো ম্যাজিক সিলেটে পেয়ে অনেক খুশি হয়েছিল।

IMG_20250129_185351.jpg

IMG_20250113_141823.jpg

IMG_20250113_141922.jpg

IMG_20250129_185334.jpg

এরপর আমর আম্মু বেশ কিছু টিফিন বক্স নিয়েছিলো। আমি যেহেতু বাসায় থাকি যখন আম্মুর বাসায় আসি তখন আমার আম্মু অনেক অনেক খাবার রান্না করে আমার সাথে টিফিন করে দেয়। আবার মাঝে মাঝে সে রান্না করে গাড়িতে পাঠিয়ে দেই আমাদের জন্য। এরপর আমাদের পছন্দ অনুযায়ী বেশ অনেকগুলো বড় বড় টিফিন বক্স নিয়েছিলাম এবং তার সাথে অনেকগুলো ছোট ছোট কৌটা নিয়েছিলাম। এরপর আরো অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছিলাম। এরপর আমার আম্মু বাবুকে এক বক্স চকলেট কিনে দিয়েছিল। চকলেট খেতে আমার বাবু অনেক পছন্দ করে তার সাথে আমি নিজেও অনেক পছন্দ করি চকলেট খেতে। এরপর আমরা একটা কসমেটিকের দোকানে গিয়েছিলাম এবং সেখান থেকে বেশ কিছু কসমেটিক কিনেছিলাম। শীতকালে এমনিতেই অনেক প্রয়োজনীয় জিনিস লাগে। সেজন্য বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছিলাম। এরপর আমাদের কেনাকাটা শেষ হয়ে গেলে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই এবং কিছুক্ষণের মধ্যে বাসায় পৌঁছে যায়।

পোস্টের বিষয়লাইফস্টাইল
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ
আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর লেখার মধ্যে ভূল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখেবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPDyudERamSBwyhRUkWatwWt2saWV8s1KUdLnAXFLcr7Z8ZKjZ3pvhkYaHELhkBP7oM7J6piQwx.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

1738132829226.png

আইয়ান বাবু ভালোই আনন্দ উল্লাস করেছে দেখতেছি। যেহেতু নানির সাথে গিয়েছিল তার মানে হরেক রকমের জিনিস সে নিয়েছিলো। তবে তার নানীর পক্ষ থেকে স্পেশাল মেজিক বোর্ড পেয়েছিলো এটা তার জন্য বাড়তি উপহার। মায়েরা এমনই আপু কোথাও গেলে সাথে বিভিন্ন রকমের খাবার দাবার হাতে ধরিয়ে দেয়। সেজন্যই তো টিফিন বক্সগুলো নিয়েছে। আপনার বাসায় খাবার পাঠাবে বলে। যাই হোক আপনার ছেলে এবং আপনার আম্মু সহ ৯৯ এ কেনাকাটা করার মুহূর্ত টা খুবই সুন্দর করে শেয়ার করেছেন। খুবই ভালো লাগলো আপনার আজকের লাইফ স্টাইল পোস্ট।

জ্বি ভাই আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার অনেক সুন্দর মূল্যবান মতামত প্রকাশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন ভাই।

কেনাকাটার সুন্দর মুহূর্ত গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো আমার। এখানে বেশ অনেক কিছু ফটোগ্রাফি করেছেন কিনতে গিয়ে। এই জাতীয় পোস্টগুলো আমার কাছে খুব ভালো লাগে।

কেনাকাটার মুহূর্ত পড়ে ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ।

৯৯ শপ গুলো থেকে কেনাকাটা করতে খুব ভালো লাগে। আমিও মাঝেমধ্যে ৯৯ শপ থেকে টুকটাক কেনাকাটা করে থাকি। যাইহোক আইয়ান তো দেখছি বেশ খুশি হয়েছে সেখানে গিয়ে। বেশ ভালো লাগলো আপনাদের কেনাকাটার মুহূর্ত দেখে। এতো সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

জ্বি ভাই আমার বাবু অনেক খুশি হয়েছিলো।

মাঝে মাঝে এভাবে টুকিটাকি জিনিস কেনাকাটা করতে ভীষণ ভালো লাগে। নাইনটি নাইন মার্কেটের এমন কিন্তু ভেতরে জিনিসের দাম কম বেশি আছে। আমি একবার গিয়েছিলাম এমন মার্কেটে প্রথমে ভেবেছিলাম সবকিছু একই রকম কিন্তু পরবর্তী ভিতরে গিয়ে বুঝতে পারি। আপনি বাবুর জন্য কিছু খেলনা ও নিজের জন্য টুকিটাকি জিনিস কেনাকাটা করেছেন। আপনার সম্পূর্ণ পোস্ট পড়ে বেশ ভালো লাগলো ধন্যবাদ আপু।

তোমার মূল্যবান মতামত শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

কেনাকাটা করতে আমাদের সকলেরই ভালো লাগে৷ সকলেই সব সময় কিছু কেনাকাটা করে থাকি৷ আর আজকে আপনিও যেভাবে এত সুন্দরভাবে আপনার কিছু টুকিটাকি কেনাকাটা করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুব ভালই লাগছে৷ এখানে আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখে খুব খুশি হলাম৷

আপনার মূল্যবান অভিমত ব্যক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।