ক্রিয়েটিভ রাইটিংঃ মায়ের নিঃশর্ত ভালোবাসার প্রতীক 🥰❤️

in hive-129948 •  2 months ago 
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু /আদাব

👰🥰আমি তানহা তানজিল তরসা। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @tanha001


আজ ০৮ সেপ্টেম্বর রোজ রবিবার ২০২৪ ইং:।

বাংলায় ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ।

হ্যালো বন্ধুরা..........

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আমার নতুন ব্লগে আমার বাংলা কমিউনিটির সকল ভাই ও বোনদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি। আমি সপ্তাহের সাতটি ভিন্ন ভিন্ন পোস্ট করার চেষ্টা করি। সেক্ষেত্রে লেখালেখির পোস্টগুলো লিখতে আমার ভীষণ ভালো লাগে। ইতিমধ্যে আমার বাংলা কমিউনিটির সকল সদস্যের লেখার পোস্টগুলো পড়ে অনেক বেশি উৎসাহ পেয়েছি আমি। তেমনি আজকে আপনাদের সাথে নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার লেখার ক্রিয়েটিভ রাইটিং আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।

mother-429158_1280.jpg

Source

মায়ের নিঃশর্ত ভালোবাসার প্রতীক

মা একটি শব্দ যার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সমস্ত মমতা, ভালোবাসা এবং ত্যাগের ইতিহাস। মা মানে শুধু একজন মানুষ নয় মা মানে একটি আশ্রয়, একটি বটগাছের মতো ছায়া, যেখানে পৃথিবীর যত ঝড়ঝাপটা এসে ভেঙে পড়লেও সন্তান থাকে সুরক্ষিত নিশ্চিন্ত।মায়ের ভালোবাসা এমন এক শক্তি যা ভাষায় প্রকাশ করা কঠিন। মা দিনরাত পরিশ্রম করে নিজের আরাম-আয়েশ বিসর্জন দিয়ে সন্তানকে গড়ে তোলেন। কোনো অভিযোগ নেই, কোনো প্রত্যাশা নেই। কেবল একটি লক্ষ্য সন্তানের সুখ। ছোটবেলায় যখন সন্তানের অসুখ হয় মা রাত জেগে তাকে আগলে রাখেন। বড় হয়ে যখন সন্তান দূরে চলে যায়, মা তখনও দূর থেকে তার জন্য প্রার্থনা করেন।

মায়ের প্রতিটি কথায় থাকে যত্ন প্রতিটি স্পর্শে থাকে স্নেহ। সন্তান একটুখানি দুঃখ পেলে মায়ের চোখে জল চলে আসে, আবার সন্তানের সামান্য হাসিতে মায়ের মন ভরে ওঠে আনন্দে। মা কখনো সন্তানের কাছে কিছু চায় না শুধু চায় তার সন্তান ভালো থাকুক সুরক্ষিত থাকুক।

জীবনের নানা পর্যায়ে আমরা অনেক সময় মায়ের অবদান ভুলে যাই। মায়ের সেই ছোট ছোট ত্যাগ, হাসিমুখে সহ্য করা দুঃখ-কষ্ট হয়তো আমরা ঠিক মতো উপলব্ধি করতে পারি না। কিন্তু মায়ের ভালোবাসা সবসময় আমাদের ঘিরে থাকে এক নিঃশব্দ ছায়ার মতো।মা তুমি আছো বলেই আমরা আছি।

মা হলেন সেই মানুষ যিনি নীরবে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের পাশে দাঁড়িয়ে থাকেন। তাঁর অস্তিত্ব ছাড়া আমাদের জীবনটা কেমন হতো সেটা ভাবাও অসম্ভব। মা কখনোই সামনের সারিতে দাঁড়িয়ে নিজেকে প্রকাশ করেন না, বরং নেপথ্যে থেকে আমাদের জীবনটাকে সুসংগঠিত করেন। আমাদের শৈশবের ছোট ছোট স্বপ্ন থেকে শুরু করে বড় হওয়ার পথে প্রতিটি কষ্ট প্রতিটি চ্যালেঞ্জে মায়ের ভূমিকা অপরিসীম।

মায়ের স্নেহ যেনো জীবনের এক অনন্ত উৎস। তিনি নিজের যত্ন বা স্বাচ্ছন্দ্যের তোয়াক্কা না করে, আমাদের সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখেন। যখন আমরা ভেঙে পড়ি, মা তখন আমাদের ভরসার হাত বাড়িয়ে দেন। তাঁর আদর আর মমতার ছোঁয়া যেন জীবনের সব ব্যথা ভুলিয়ে দেয়।

মায়ের চোখের দিকে তাকালে এক অদ্ভুত প্রশান্তি পাওয়া যায় যেন সবকিছু ঠিক হয়ে যাবে। তাঁর এক মিষ্টি হাসি সব দুঃখকে হালকা করে দেয়। মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করার মতো কোনো মাপকাঠি নেই। তাঁর প্রতিটি নিঃশ্বাসে সন্তানের মঙ্গল কামনা, তাঁর প্রতিটি প্রার্থনায় সন্তানের সুখ-শান্তির আর্তি।

মা শুধুই জন্মদাত্রী নন তিনি জীবনের প্রথম শিক্ষকও। আমাদের প্রথম কথাগুলো শেখানোর পাশাপাশি মা শেখান কীভাবে জীবনকে ভালোবাসতে হয়, কীভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয় এবং কীভাবে সব প্রতিকূলতা জয় করে এগিয়ে যেতে হয়। তাঁর প্রতিটি উপদেশ জীবনের পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকে।মা কখনো ক্লান্ত হন না। সব কিছুর পরও তাঁর মুখে অটুট থাকে হাসি। মা যেনো এক নির্ভেজাল ভালোবাসার প্রতিমূর্তি যার তুলনা পৃথিবীর আর কোনো কিছুর সাথে করা যায় না।অনেক ভালোবাসি মা তোমাকে।


মূলভাবঃ

মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ এবং স্নেহই জীবনের আসল আশ্রয়। মা সন্তানের জন্য নিজের সুখ-দুঃখ সব ভুলে গিয়ে তাকে সুরক্ষিত ও খুশি রাখার জন্য সর্বদা নিবেদিত থাকেন। মায়ের ভালোবাসা এমন এক শক্তি যা কখনো কোনো প্রত্যাশা ছাড়াই সবকিছু দেয় এবং যা সবসময় সন্তানকে আগলে রাখে।


পোস্টের বিষয়ক্রিয়েটিভ রাইটিং
পোস্টকারীতানহা তানজিল তরসা
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালীগঞ্জ


আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি তানহা তানজিল তরসা। আমার স্টিম আইডির নাম @tanha001। আমি বাংলাদেশের একজন নাগরিক। আমি বিবাহিতা। আমার একটা ছেলে সন্তান আছে। আমি ফটোগ্রাফি, গান গাইতে,রান্না করতে ও বাইকে ঘুরতে অনেক পছন্দ করি। আমার জন্ম স্থান কালিগঞ্জ থানা ঝিনাইদহ জেলায়। আমি পেশায় এক গৃহিনী। পাশাপাশি আমি আমার পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী। আমি আমার হাসবেন্ড এর চাকরির সূত্রে পাবনা চাটমোহর এ বসবাস করছি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি দেখার জন্য ও সুন্দর মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিন ও মডারেটরদের যারা আমাকে এত সুন্দর একটা কমিউনিটিতে কাজ করার সুযোগ করে দিয়েছে এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনি মাকে নিয়ে অনেক সুন্দর কিছু লেখা লিখেছেন। আপনার লেখাগুলো আমার অনেক ভালো লেগেছে। সন্তানের প্রতি প্রত্যেকটা মায়ের ভালোবাসা যেরকম, তেমনই মায়ের প্রতি ও সন্তানের ভালোবাসা ওইরকম। সব সময় আমাদের উচিত মায়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা বজায় রাখা। আপনার এই লেখাগুলো আমার একেবারে মন ছুয়ে গিয়েছে। এত সুন্দর একটা টপিক নিয়ে লেখাগুলো লিখেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ এটা সবার মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।

আপনার প্রশংসা মুখরিত মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

মা তার সন্তানকে অনেক ভালোবাসে। সেই ভালোবাসার মাঝে কোনো স্বার্থ থাকে না। মা সব সময় সন্তানের খুশির জন্য সব কিছু মেনে নেয়। আপু আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

আমার শেয়ার করা পোস্টটি আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম ভাইয়া। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

মা দিনরাত পরিশ্রম করে আর অক্লান্ত পরিশ্রম করে সংসার পরিচালনা করে। সন্তানের ভালোর কথা চিন্তা করে। আসলে মায়েদের তুলনা শুধু মা নিজেই। আপনার লেখা গুলো পড়ে আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম আপু।

আপনার মূল্যবান অভিমত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ঠিক বলেছেন আপু মা আমাদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসে।মা আমাদের সকল বিপদে আপদে পাশে দাঁড়ায়।আমাদের সকল আবদার পূরণ করে থাকেন।নিজের কষ্ট গুলো বুকে চেপে আমাদের হাসি খুশি রাখেন।দারুন কিছু কথা তুলে ধরেছেন আপু।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আমার শেয়ার করা গল্পটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।