এসো নিজে করি কাগজ দিয়ে একটি ঘড়ি তৈরি(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম সবাইকে । আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কাগজের তৈরি ঘড়ি। সবাই প্রতিনিয়তই সুন্দর সুন্দর কাগজের তৈরি জিনিস বানাচ্ছে। তাই দেখে আমিও বানিয়ে ফেললাম একটি কাগজের ঘড়ি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার ছেলে এই কাগজের তৈরি ঘড়িটি পেয়ে খুব খুশি হয়েছে। ঘড়িটি বানানোর পর থেকে হাতে দিয়ে ঘুরে বেরিয়েছে। ওর খুশি দেখে আমার মনে হল যে আমার এই ঘড়ি বানানো সার্থক। তাহলে চলুন দেখি আমি কিভাবে কাগজ দিয়ে ঘড়ি বানিয়েছি।



Polish_20211023_152213961.jpg

প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ১টি
লাল কলম১টি
আঠা১টি
সাদা কাগজ১টি
কাঁচি১টি

IMG20211021202125.jpg

এখন শুরু করি।

IMG20211021195714.jpg

প্রথম এরকম একটি চারকোনা কাগজ নিয়ে নিয়েছি।

IMG20211021195727.jpg

তারপর কাগজটিকে মাঝামাঝি দিয়ে ভাঁজ দিয়েছি।

IMG20211021195753.jpg

আরো একটা ভাঁজ দিয়ে নিয়েছি।

IMG20211021195802.jpg

এবার সবগুলো ভাঁজ খুলে ফেলেছি।

IMG20211021195822.jpg

এবার এভাবে দুই পাশে ভাঁজ দিয়ে নিয়েছি।

IMG20211021195850.jpg

এবার ভাজ দেয়া দুই পাশ কেটে ফেলেছি।এর পরের ধাপ গুলো পর্যায়ক্রমে নিচের ছবিতে দিয়ে দেয়া হলো।

IMG20211021195920.jpg

IMG20211021195934.jpg

IMG20211021195941.jpg

IMG20211021200014.jpg

IMG20211021200039.jpg

IMG20211021200059.jpg

IMG20211021200145.jpg

IMG20211021200211.jpg

IMG20211021200226.jpg

IMG20211021200238.jpg

IMG20211021200332.jpg

IMG20211021200338.jpg

IMG20211021200345.jpg

এখন একটি সাদা কাগজ নিয়েছি এবং কাগজটিকে গোল করে কেটে ফেলেছি ।তারপর কাগজের উপর একটি ঘড়ি এঁকে দিয়েছি।

IMG20211021200536.jpg

IMG20211021202814.jpg

IMG20211021202943.jpg

সব শেষে আঁকা ঘড়িটি বানানো ঘড়িটির উপরে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। এভাবেই আমার ঘড়িটি তৈরি হয়ে গেল। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে । সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি ।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া।। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত । আমার দুটি ছেলে আছে। আমার শখ শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

খুব সুন্দর কাগজ ঘড়ি, বিভিন্ন জন্য আপনাকে অনেক ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া।

আবার ধন্যবাদ, বন্ধু

খুব সুন্দর হয়েছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল।আমার ঘড়ি পড়ার শখ ছোট বেলা থেকেই।তখন এইভাবে ঘড়ি বানিয়ে পড়তাম

ধন্যবাদ ভাইয়া।

অনেক সুন্দর একটি ঘড়ি তৈরি করেছেন আপনি। সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। অনেক সুন্দর হয়েছে ঘড়িটি। আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি diy আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ।

আপনার বানানো ঘড়ি দেখে ছোট বেলার কথা মনে পড়ে গেলো। ছোট বেলা কাগজ দিয়ে তারপরে নারিকেলের পাতা দিয়ে এইভাবে ঘড়ি বানিয়ে হাতে দিতাম। উপস্থাপনা খুব ভালো হয়ছে

আমরাও ছোটবেলায় নারিকেলের পাতা দিয়ে ঘড়ি বানিয়ে হাতে দিতাম। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

প্রথমে আপনাকে ধন্যবাদ দিলাম কারণ আপনি আমাদের দেখে চেষ্টা করেছেন। এটা আমার খুব ভালো লেগেছে। ঘড়ি তৈরীর উপকরণ এবং ঘড়ি তৈরীর নিয়ম বলি ধাপে ধাপে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। যে কেউ আপনার উপস্থাপন গুলো দেখে সুন্দরভাবে ঘড়ি তৈরি করতে পারবে। আর মনটা চাইতেছে ঘড়িটা হাতে দেখি কিরকম লাগে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কাগজ দিয়ে হাতের ঘড়িটি খুবি সুন্দর ভাবে আপনি বানিয়েছেন ।এটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা ছোটবেলা নারিকেল গাছের পাতা দিয়ে এরকম হাতঘড়ি বানিয়ে খেলাধুলা করতাম। সেই দিনটা মনে পড়ে গেল। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

খুব সুন্দর হয়েছে কাগজের তৈরি ঘড়িটা। ছোটবেলা এইরকম ঘড়ি তৈরি করতাম। ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন। আপনার কাজটা খুবই সুন্দর হয়েছে। এবং উপস্থাপনা টাও ভালো ছিল।

ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।

দারুণ লাগছে আপু আপনার কাগজ দিয়ে তৈরি হাতঘড়িটি।ছোটবেলায় নারিকেল এর পাতা দিয়ে এগুলো বানাতাম তবে কাগজ দিয়ে কোনদিন ট্রাই করিনি।যাইহোক আপনার ধাপে ধাপে বোঝানোর পদ্ধতিটি চমৎকার ছিল।আশা করি এভাবেই এগিয়ে যাবেন।

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য।

নারকেলের পাতা দিয়ে দেখেছি এবং ছোট বেলায় বানিয়েছি ঘড়ি। কিন্তু কাগজ দিয়ে প্রথম দেখছি ।আমার কাছে অনেকটা ইউনিক লেগেছে। সুন্দর লাগছে ঘড়িটি। অনেক নিপুন ভাবে বানিয়েছেন। হুবুহ ঘড়ির মতোই হয়েছে। শুভেচ্ছা নিবেন।

ধন্যবাদ আপনিও শুভেচ্ছা নেবেন।

রঙিন কাগজ এবং রং দিয়ে অসাধারণ সুন্দর একটি ঘড়ি তৈরি করেছেন।ভালো লেগেছে আপনার ঘড়ি তৈরি দেখে। আপু ঘরি তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ আপু শুভকামনা রইল

আপু আপনাকেউ ধন্যবাদ।

অনেক সুন্দর হয়েছে আপনার এই ঘড়িটা। এখনকার সময় অনেকেই এমন কাজ করতে পারে না। আপনার এই ছোট্ট টা আমার খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আমাদের সবার সাথে এত সুন্দর একটা ঘড়ি শেয়ার করার জন্য

আপু একটি ব্যাটারি লাগিয়ে দিন চলতে শুরু করবে হাহাহা।

অনেক সুন্দর ছিল আপনার বানানো ঘড়ি আর দারুন ভাবে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো আপু।

ধন্যবাদ ভাইয়া।

ওয়াও খুব সুন্দর হয়েছে কাগজের হাতঘড়িটি দেখে তো আমারই পড়তে ইচ্ছা করছে আর বাচ্চারা তো পছন্দ করবেই। কালার কম্বিনেশনটা দারুন ছিল। আমার বাচ্চার জন্য একটা বানিয়ে দিও। তুমি খুব সুন্দর ভাবে উপস্থাপনা করেছ। তোমার জন্য শুভকামনা রইল।

অবশ্যই আপু আপনার বাচ্চার জন্য একটা বানিয়ে দিব। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য । আপনিও বাসায় চেষ্টা করতে পারেন খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন।

খুব ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন আপু।খুব ছোট বেলায় নারিকেল গাছের পাতা দিয়ে এভাবে ঘড়ি বানাতাম।আর এগুলাই ছিলো আমার নিত্য দিনের খেলার সাথী।অনেক অনেক সুন্দর হয়েছে আপু।

ধন্যবাদ ভাইয়া আপনাকে । আমরাও ছোটবেলা নারকেলের পাতা দিয়ে বানিয়ে খেলেছি। এবার কাগজ দিয়ে একটু চেষ্টা করে দেখলাম।

আপনার কাগজ দিয়ে তৈরি করা ঘড়িটি অনেক সুন্দর হয়েছে আপু।বিশেষ করে ঘড়ির ভিতরের অংশের লেখাগুলো খুব সুন্দর ছিল।সব মিলে সুন্দর একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্ট টি মনোযোগ সহকারে দেখার জন্য।

সত্যি কাগজ দিয়ে আপনি অসম্ভব সুন্দর একটি ঘড়ি তৈরি করেছেন। ছোটবেলায় এটি আমরা সাধারনত করতাম। ছোটবেলায় এটি এক সময় মজা করার জন্য অনেক সময় তৈরি করতাম। আপনি শৈশবের কথা মনে করায় দিলেন অনেক সুন্দরভাবে আপনি পরিবেশন করেছেন। খুবই ভালো লাগলো

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপনার ঘড়ি তৈরি অসম্ভব সুন্দর হয়েছে। একটি ইউনিক পোস্ট দেখতে পেলাম। কাগজ দিয়ে যে কত কি তৈরি করা যায় তা আপনাদের দ্বারা প্রমাণিত।খুবই ভালো লাগলো সৃজনশীলতার বর্হিপ্রকাশ দেখে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্যও শুভকামনা রইল।

আপু আপনার তৈরি ঘড়ি টি সত্যি খুব চমৎকার হয়েছে। আপনি খুব সুন্দর ঘড়ি তৈরি করলেন। এবং সুন্দরভাবে এটি উপস্থাপন করলেন।

ধন্যবাদ আপু।

রঙিন পেপার দিয়ে বানানো আপনার ঘড়ি টি দেখতে অসাধারণ লাগছে। আপনার ঘড়ি টি দেখে ছোটবেলায় ফেরত গেলাম এরকম একটা ঘড়ি ছোটবেলায় আমার নানু আমাকে কিনে দিয়েছিল।ঘড়িট চলতো না!প্লাস্টিকের।

আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

আপু আপনার মাথায় অনেক বুদ্ধি আছে। তা সত্যি বুঝলাম আজকে। কেননা একেবারেই নতুন একটা ইউনিক পোস্ট করেছেন আপনি। এই রকম চিন্তা ধারণা নিয়ে অনেক সুন্দর একটি পোষ্ট তৈরি করেছেন আপু। আমার পক্ষ থেকে আপনার জন্য অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

সুন্দর করে তৈরি করেছেন।ছোটবেলায় আমিও এগুলো করতাম। শুভকামনা রইল আপনার জন্য।

বাহ, কি কিউট লাগছে দেখতদ ঘড়িটা।
কোনো বাচ্চাকে দিলে সে একদম খুশি হয়ে যাবে।
খুব সুন্দর হয়েছে ঘড়ি বানানোটি। আপনি খুব সুন্দর কাজ করেন দেখছি আপু।

হম্ম আপু আমার বাচ্চা খুব খুশি হয়েছে। ধন্যবাদ আপনাকে।

খুবই সুন্দর ভাবে আপনার এই ঘড়িটা আঁকা হয়েছে আমার অনেক ভালো লাগলো আপু ব্যাটারি লাগালে অনেক ভাল হতো হাহাহা

যাইহোক অনেক সুন্দর হয়েছে আপু 💓

ধন্যবাদ ভাইয়া আপনাকে।