লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি

in hive-129948 •  last year 

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে লাকি ব্যাম্বো গাছের কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। ব্যাম্বো কিন্তু বাঁশ গাছ না। এগুলোর অরজিনাল নাম ড্রেসেনা। অনেকেই লাকি ব্যাম্বো নামেই চিনে। এই গাছগুলো বিভিন্ন রকম ভাবে ডিজাইন করে তৈরি করা হয়। আবার সিঙ্গেলও থাকে এই গাছগুলো। সাধারণত পানিতে ভিজিয়ে রাখলে অনেকদিন বাঁচে। কিন্তু মাঝেমধ্যে পানি পরিষ্কার করে দিতে হয়। পানির উপরে কালো কালো জমলেই বুঝতে হবে পানিতে ভাইরাস জন্মেছে তখন পানি পরিবর্তন করে দিতে হয়।
আবার অনেকেই কাঁচের গ্লাসে বা কাঁচের টবে সাদা পাথর রেখে তার মধ্যে অল্প পানি দিয়ে এই গাছ লাগায়। এভাবেও গাছগুলো অনেকদিন বাঁচে। মাটিতে যখন লাগানো হয় তখন পানি দেয়ার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। বেশি পানি দিলে গাছগুলো মরে যায় আমি বেশ কয়েকবার এই গাছগুলো কিনেছি। কিন্তু গাছগুলো বাঁচাতে পারিনি। বেশিরভাগ সময় দেখা যায় গাছগুলো মরে যায়। পাতাগুলো হলদেটে হয়ে যায়। এজন্য আমার হাসবেন্ড এই গাছ আর কিনতেই দিতে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় এই গাছগুলো ঘরের ভিতরে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। আজকে লাকি ব্যাম্বো গাছের বিভিন্ন ডিজাইনের ফটোগ্রাফি আপনাদের সঙ্গে শেয়ার করবো। বেশিরভাগ ফটোগ্রাফিগুলো আমি বৃক্ষ মেলা থেকে করেছিলাম। বাকি কিছু ফটোগ্রাফি অন্য জায়গা থেকে করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।


IMG_9298.jpeg


এই গাছটির সাইজ দেখেছেন। বিশাল বড় সাইজের গাছটি। একটির সঙ্গে আরেকটি গাছ মুড়িয়ে মুড়িয়ে বানানো হয়েছে। এই গাছগুলোর অনেক বেশি দাম। এক একটি গাছ পাঁচ ছ হাজার টাকা করে নেয়। কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি। আমার মনে হয় না এই গাছগুলো বাসায় নিয়ে আসলে বেশিদিন বাঁচবে।


IMG_9275.jpeg


IMG_9295.jpeg


এই গাছটি পাশাপাশি করে একটি সঙ্গে আরেকটি লাগানো। ছোট থেকে বড় সাইজ করে লাগিয়েছে। যার কারণে খুবই সুন্দর লাগছিল দেখতে।


IMG_9308.jpeg


এই গাছটিকে তিনটি গাছ পাশাপাশি করে তারপরে মুড়িয়ে মুড়িয়ে গোল করে লাগিয়েছে। যার কারণে দেখতে খুবই ভালো লাগছে। আমারও মন চাইছিলো একটি গাছ কিনে নিয়ে যাই। কিন্তু দাম দেখে আর কেনার ইচ্ছা হলো না। কারণ বাসায় আনার পর যদি মরে যায়।


IMG_9273.jpeg


IMG_2151.jpeg


IMG_2150.jpeg


এই গাছগুলোর ফটোগ্রাফি বাসার পাশের একটি দোকান থেকে করেছিলাম। সেখানে এই গাছগুলি বিক্রি করছে। কিন্তু সাইজে খুবই ছোট ছোট ছিল। গাছগুলো বৃক্ষমেলার গাছগুলোর মত অত বড় বড় সাইজ ছিল না। কিন্তু এই গাছগুলোর অনেক বেশি দাম ছিল। এক একটি ৮০০ থেকে ১.৫ হাজার টাকা করে।


IMG_2152.jpeg


এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phonei phone11
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ইউটিউব এ ভিডিওর মাধ্যমে আগে এই গাছগুলো দেখেছিলাম। গতবছর বৃক্ষ মেলাতে ভ্রমণ করতে গিয়ে বিভিন্ন ধরনের গাছ দেখেছি।কয়েকটি ডিজাইনের লাকি ব্যাম্বো গাও দেখছিলাম।আপনার ফটোগ্রাফি ও বর্ণনা খুবই চমৎকার ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

আমিও বৃক্ষ মেলায় গিয়ে এই গাছের ফটোগ্রাফি গুলো করেছি। বিভিন্ন ধরনের ডিজাইন করা এই গাছগুলো। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

image.png

এই গাছ দিয়ে এতো সুন্দর ডেকোরেশন করা যায় সেদিন আমি বৃক্ষমেলায় না গেলে বুঝতান ই না।আর এই গুলোর দান এতো ভাবা যায়। তবে এগুলো ঘরে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। অনেক সুন্দর হয়েছে ফটোগ্রাফি গুলো ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

বৃক্ষ মেলায় এইরকম গাছ গুলো আরো বেশি দেখা যায় বিভিন্ন ধরনের। দেখতে আসলেই খুব ভালো লাগে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

একটি গাছের দাম পাঁচ হাজার টাকা বা তার চেয়েও অধিক ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে গাছটি আসলেই অনেক সুন্দর। সত্যি বলতে আমি আজকে প্রথম দেখলাম, আপনার ফটোগ্রাফির মাধ্যমে নতুন কিছু দেখতে পেয়ে বেশ ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

এগুলো বানাতে মনে হয় অনেক বেশি কষ্ট করতে হয়। এজন্য গাছগুলোর দাম এত বেশি।

লাকি ব্যাম্বো সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না, যাইহোক আপনার পোস্ট পড়ে মোটামুটি ধারণা পেলাম। গাছগুলো কিন্তু সত্যিই সুন্দর, আর সুন্দর করে লাগানো হয়েছে বিধায় বেশ আকর্ষণীয় দেখাচ্ছে। তবে বাসায় আনলে আমার মনে হয় এই গাছগুলো টিকবে না। এতো দামী গাছ যদি বাসায় আনার পর না টিকে তখন সত্যিই খারাপ লাগতো।

Posted using SteemPro Mobile

আমার পোস্টটি পড়ে এই গাছের সম্পর্কে ধারণা পেয়েছেন জেনে ভালো লাগলো ভাইয়া। আমারও মনে হয় গাছগুলো বাসায় আনলে টিকবে না। সেজন্য আর কেনা হয় না। ধন্যবাদ আপনাকে।

লাকি ব্যাম্বো গাছ দেখতে অসাধারণ লাগছে আপু। এই প্রথম আমি গাছ গুলো দেখলাম। গাছগুলো দেখে ইচ্ছে করছে এখনই কিনে নিতে। ধন্যবাদ আপনাকে ব্যাম্বো গাছের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

এই গাছগুলো ইদানিং খুব দেখা যায়। কোন এক সময় দেখবেন আপনারও চোখে পড়ে গিয়েছে। ধন্যবাদ আপনাকে।

এই ধরনের গাছগুলো সাধারণত বাড়ি বা বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য ব‍্যবহার করা হয়। লাকি ব‍্যাম্বু বা ড্রেসেনা গাছটা তো বেশ চমৎকার। এবং এটা সম্পর্কে আপনার পোস্ট থেকে বিস্তারিত জেনে একটু অবাক হলাম। এগুলো রোপন করে টিকিয়ে রাখা বেশ কঠিন। পাশাপাশি অন্য গাছগুলো চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

আমি বেশ কয়েকবার এই গাছ কিনেছি। কিন্তু প্রতিবারই গাছগুলো মারা যায়। এজন্য এখন আর কেনার আগ্রহ পাই না। ধন্যবাদ আপনাকে।

আপনার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি একটি থেকে একটি অসাধারণ হয়েছে । এরকম ফটোগ্রাফি আমি কখনো দেখিনি। আপনার কাছ থেকে এই প্রথম এরকম সুন্দর একটি ফটোগ্রাফি দেখতে পেরে খুবই ভালো লাগলো।

গাছগুলোই দেখতে এত চমৎকার যে ফটোগ্রাফিতে আরো বেশি ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।

লাকি ব্যাম্বো গাছের এত সুন্দর ফটোগ্রাফি দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হয়েছি। এই গাছগুলো আমার অনেক বেশি পছন্দের। এই গাছগুলো মুড়িয়ে মুড়িয়ে বানানো হয়, যা আমার কাছে দেখতে অনেক ভালো লাগে। বৃক্ষ মেলা থেকে করা এই গাছটার ফটোগ্রাফি আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। অনেক বেশি সুন্দর ছিল বিভিন্ন আকৃতির এই গাছটির ফটোগ্রাফি।

মুড়িয়ে বিভিন্ন ডিজাইন করা হয় জন্য গাছগুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

এমন গাছ আগে কখনো দেখেনি। মজার ব্যাপার হলো গাছগুলো বানানো হয়! লাকি ব্যাম্বু গাছের দামটাও বেশি। তবে বাড়িতে সংরক্ষণ করা তাহলে টাফ! মারা গেলে সব টাকা জলাঞ্জলি যাবে।

এজন্যই এত টাকা দিয়ে এই গাছগুলো কিনে রিস্ক নেই না। শুধু গাছগুলোই বাঁচাতে পারি না আর ডিজাইন করা গুলো তো আরো বেশি মুশকিল হবে। ধন্যবাদ আপনাকে।

গাছগুলো সাজানো দেখে যেমন অবাক হলাম পাশাপাশি গাছগুলোর দাম শুনলেও অবাক হলাম। অবশ্য আমার সুন্দর দৃশ্য শাসক কে কখনো দেখিনি, সুন্দরভাবে ফটোগ্রাফি করে আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

অবশ্য আমার সুন্দর দৃশ্য শাসক কে কখনো দেখিনি,

এই লাইনটি কি লিখেছেন বুঝতে পারিনি ভাইয়া। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

  ·  last year (edited)

আপু আপনি আজকে খুব ভিন্ন ধরনের একটি গাছের ফটোগ্রাফি করেছেন। আমি এই প্রথম এমন একটি গাছ দেখতে পেলাম। এমন গাছ আমি আগে দেখিনি। তবে গাছের নামটা আমার কাছে খুব ভালো লেগেছে লাকি ব্যাম্বো গাছ। আপনার ফটোগ্রাফির মধ্যে গাছগুলো দেখে ভীষণ ভালো লেগেছে কাজগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে খুবই চমৎকার লাগছে। ভিন্ন ধরনের একটি ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Posted using SteemPro Mobile

এই গাছগুলো আপনি প্রথম দেখলেন জেনে অবাক হলাম। এখন তো খুব দেখা যায় এই গাছগুলো। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।

নামটা অসাধারন৷ এগুলো বাসায় থাকলে কি লাক বেশি থাকে নাকি। হেহে৷ মজা করলাম। সুন্দর সুন্দর ডিজাইন করেছে তো দেখা যায়। আপনি আবার কিনেন। কিনে আমাকে ডিজাইন বানিয়ে গিফট করে দেন।

লাকির সাথে কিন্তু আছে ব্যাম্বো ও আছে। লাক ভালো হয় কিনা জানি না বাঁশ খাওয়ার সম্ভাবনাও আছে।

এই গাছগুলো আমি ফোনের ভিতর অনেক দেখেছি বাট সরাসরি দেখা হয়নি কখনো। কিন্তু এই গাছটির নাম আমি আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম আপু।গাছগুলো আমার খুবই ভালো লাগে। লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি এবং বর্ণনা অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

এই গাছগুলো দেখতে হলে কোন ও নার্সারি অথবা বৃক্ষমেলায় চলে যেতে হবে। তাহলে এর ভ্যারাইটিজ দেখতে পারবেন। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

আপনি লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি করেছেন। এই গাছ গুলো সম্বন্ধে কোন ধারণা নেই এবং কি এই গাছগুলো সামনে থেকে দেখি নাই। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারতেছি এই গাছগুলো যত্ন নিতে হয় খুব সুন্দর করে। আপনি এই গাছগুলো অনেকবার কিনেছেন কিন্তু গাছ গুলো মারা গেছে। তবে আপু এই গাছগুলো দেখতে একদম ভিন্ন রকম। আপনি বৃক্ষ মেলা এবং বাইরে থেকেও খুব সুন্দর করে লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ফটোগ্রাফি সত্যি অসাধারণ। তার চেয়ে অসাধারণ নতুন একটি গাছ আমাদের সাথে পরিচিত করলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

জি আপু এই গাছগুলো অনেক কিনেছিলাম একবারও বাঁচাতে পারিনি। এজন্য এত টাকা দিয়ে এরকম ডিজাইন করা গাছগুলো কেনার সাহস পাই না। এগুলো বাঁচানো আরো বেশি মুশকিল হবে। ধন্যবাদ আপনাকে।

আপনি খুব সুন্দর করে লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি করেছেন। এই গাছ আমার মনে হয় না আমি কখনো সামনে থেকে দেখেছি। এবং এই লাকি ব্যাম্বো গাছের সম্বন্ধে আমার কোন ধারণা নাই। তবে গাছগুলো দেখতে অসাধারণ লাগতেছে আপনার ফটোগ্রাফির মধ্যে। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারতেছি গাছগুলো যত্ন ঠিকমত না নিলে মারা যায়। যাই হোক আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। সত্যি আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করে থাকেন। বৃক্ষ মেলা এবং বাইরে থেকে লাকি ব্যাম্বো গাছের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

গাছগুলো সামনাসামনি দেখতে আরো বেশি চমৎকার লাগে। সুযোগ পেলে কোন নার্সারিতে গিয়ে দেখে আসবেন। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।

আপু লাকি ব্যাম্বো গাছের পরিচর্যা বেশ ভালোভাবেই করতে হয় তা আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে। তবে নার্সারিতে যখন গাছগুলো থাকে তখন তার পরিচর্যা হয় অন্যরকম। কেননা নার্সারি মালিকেরা বেশ দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। আর তাই হয়তো আপনি যতবারই কিনেছেন ততবারই আপনার গাছগুলো হলদেটে হয়ে মারা গিয়েছিল। আর এই কথাটি শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে। তবে আপু এরপরে যদি কখনো আবার এই গাছ কিনেন, তাহলে অবশ্যই কিছুটা অভিজ্ঞতা অর্জন করে তবেই কিনবেন। তাহলে আপনাকে আর বারবার লসে পড়তে হবে না। যাইহোক আপু ফটোগ্রাফির মাধ্যমে লাকি ব্যাম্বো গাছের সুন্দর সুন্দর গাছগুলো তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

ঠিক বলেছেন ভাইয়া নার্সারির লোকেরা খুব যত্ন সহকারে গাছগুলোকে সংরক্ষণ করে এজন্যই তাদের কাছে ভালো থাকে। আমাদের কাছে আনলে অতটা যত্ন করা হয় না জন্যই মারা যায়। ধন্যবাদ মন্তব্যের জন্য।