আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকের পোস্টটি করতে অন্যান্য দিনের থেকে কেন যেন ভালো লাগে বেশি কাজ করছে। ভালো লাগা কাজ করবে না কেন এত ভালো পুরস্কার যদি পাওয়া যায়। আসলে এটিকে পুরস্কার বললে ভুল হবে। এটি অনেকটা সম্মান হিসেবে পাওয়া। প্রায় তিন বছর থেকে এই ব্লগের সঙ্গে আছে। নিয়মিত কাজ করতে করতে কখন যে এই কমিউনিটি পরিবারের একটি অংশ হয়ে গিয়েছে বুঝতেই পারিনি। সেই ভালোলাগা থেকেই প্রতিনিয়ত একই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাওয়া। প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণের কাজের টার্গেট করে রাখি। সেই কাজটুকু না করলে মনে হয় কি যেন অপূর্ণ রয়ে গিয়েছে। দিনের অন্যান্য কাজের মত এই কাজও করি প্রতিদিন। এজন্য এই ধারাবাহিকতা বজায় রাখতে পেরেছি। তারই পুরস্কার হিসেবে এই মগটি পেয়েছি।
আরিফ ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মগ পাঠানোর জন্য। আর নুসুরা আপুকে @nusuranur ধন্যবাদ সেই সাথে চকলেট পাঠানোর জন্য। এই মগের যে বিষয়টি আমার কাছে বেশি ভালো লেগেছে তা হল আমার নাম লেখা রয়েছে। আর অন্য পাশে আমাদের সকলের পছন্দের আমার বাংলা ব্লগের লোগো রয়েছে। যা মগটিকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে।
এই ব্লগের তিন বছর পূর্ণ হয়েছে। তিন বছরই আমি পুরস্কার পেয়েছি এই ব্লগ থেকে। প্রথমবারতো আরিফ ভাইয়া খুব সুন্দর গেঞ্জি পাঠিয়েছিলেন। দ্বিতীয়বার সেরা কমেন্টকারী হয়েছিলাম। আর এইবার সেরা কোয়ালিটি পোস্টার হয়েছি। এবারের আওয়ার্ডটি পাওয়াতে অনেক বেশি অবাক হয়েছিলাম। কারণ কমিউনিটিতে এখন অনেক বেশি প্রতিযোগিতা চলছে। সেই প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করা খুবই কষ্টকর। এ জন্য এত বেশি চাপ না নিয়ে আমি আমার কাজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করতাম। শুরু থেকে এখন পর্যন্ত সেভাবেই কাজ করছি। তাই অ্যাওয়ার্ড পাওয়ার আশা কিছুটা কম ছিল। তারপরও আওয়ার্ডটি পেয়ে আসলেই খুব ভালো লেগেছিল সেদিন। সেজন্য অবশ্য দাদাকে @rme অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা আমাকে সেরা হিসেবে সিলেক্ট করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ।
আরিফ ভাইয়া ঈদের আগে মগটি পাঠাতে চেয়েছিলেন। কিন্তু কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ার কারণে আর পাঠাতে পারেন নি। আমিও ঈদের একদিন পর ফরিদপুরে চলে গিয়েছিলাম। তারপর হঠাৎ করে একদিন কুরিয়ার থেকে ফোন এসেছে আমার একটি পার্সেল আছে। কিন্তু বুঝতে পারছিলাম না। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম যে মগগুলো এসেছে। যদিও একসঙ্গে অনেকগুলো মগ এসেছে আমার কাছে। তানজিরা আপুর দুইটি এবং রূপক ভাইয়ার একটি। এতগুলো মগ এসেছে তাই কিছুটা ভয়ে ছিলাম যে মগগুলো যদি ভেঙে যায়। সেজন্য আমার হাজবেন্ডকে দিয়ে মগগুলো খুলে চেক করিয়েছি। সবগুলো মগ ভালো আছে জেনে আসলে খুব ভালো লেগেছিলো। @moh.arif আরিফ ভাইয়া অনেক সুন্দর করে প্যাকিং করেছিলো। তার জন্য মগগুলো ভাঙেনি। কিন্তু হাতে নিয়ে দেখতে পারছিলাম না জন্য একটু আফসোস হচ্ছিলো। বাসায় আসার সঙ্গে সঙ্গে দেখে খুবই ভালো লেগেছিল।
প্রতিটি মগের মধ্যে কিছু চকলেট ছিল। বাচ্চারাতো চকলেট পেয়ে খুবই খুশি। সব মগের চকলেট নিয়ে নিয়েছিল। যদিও সেখান থেকে রূপক ভাইয়ের মগের চকলেট গুলো আলাদা করে রেখেছি। আর আপুর চকলেট গুলো বাচ্চারা খেয়ে শেষ করে ফেলেছে। আপু কবে আসে তার ঠিক নেই। সেজন্য চকলেটগুলো রেখে লাভ নেই। আপুর আওয়ার্ডগুলো প্রতিবার আমার বাসায় আসার কারণে একটি সুবিধা হয়েছে। বেশ কিছু চকলেট পাওয়া যায় অ্যাওয়ার্ড গুলোর সাথে। এরকম আওয়ার্ড আরো পাওয়া চাই @tangera আপু।
এই ছিল আমার আজকের ভালোলাগার মুহূর্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। চেষ্টা করলে আপনারাও কিন্তু এরকম এওয়ার্ড পেতে পারেন এ ব্লগ থেকে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
Photographer | @tania |
---|---|
Phone | i phone 15 pro max |
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি অর্থনীতিতে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা,আর্ট করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে এবং ব্লগিং করতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তানজিরা আপুর এওয়ার্ডগুলো আপনার বাসায় রেখে দিচ্ছেন আর চকলেট গুলো খেয়ে নিচ্ছেন বলতে গেলে অ্যাওয়ার্ড গুলো রেখে দেওয়ার ভাড়া হিসেবে চকলেট গুলো আপনার। হা হা হা 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক ধরেছেন ভাইয়া অ্যাওয়ার্ড এর ভাড়া হিসেবে চকলেট গুলো খেয়ে নিচ্ছি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেস্ট কোয়ালিটি পোস্টার হিসেবে আমার বাংলা ব্লগ থেকে উপহারটা পেয়েছেন দেখে অনেক বেশি ভালো লাগলো আপু। নিশ্চয়ই গিফট আনবক্সিং করার সময় আলাদা রকম অনুভূতি কাজ করেছিল। তানজিরা আপু না থাকায় তাহলে আপনার কাছেই অ্যাওয়ার্ড গুলো যাচ্ছে। সেই সাথে চকলেট তো আছেই। দোয়া করেন যেন সবসময় আপুর অ্যাওয়ার্ডগুলো এরকম ভাবে আপনার কাছে যায়। আপনি অনেক সুন্দর করে অনুভূতিগুলোকেও তুলে ধরেছেন। আমার কাছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে আপু আপনার আজকের পোস্টটা পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গিফট আমি আনবক্সিং করিনি। আমি আসার আগে হাজবেন্ডকে দিয়ে করিয়েছিলাম। ভেঙ্গে গিয়েছে কিনা দেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার বাংলা ব্লগ কমিউনিটি সব সময় ভালো ব্লগারদের কে সম্মান দিয়ে থাকে। আপনি দেখছি কোয়ালিটি পোস্টার হিসেবে নির্বাচিত হয়েছেন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে একটি সুন্দর পুরুস্কার পেয়েছেন।আর গিফট বক্সের সাথে চকলেট ছিল, এটা দেখে বেশ ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া এই কমিউনিটিতে সব সময় ব্লগারদের গুরুত্ব দেয়া হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা নিঃসন্দেহে অনেক বড় একটি অর্জন। আমাদেরকে এভাবে সম্মান দেওয়ার জন্য আমরা সত্যিই আমার বাংলা ব্লগের কাছে চিরকৃতজ্ঞ। যাইহোক আপনি সবসময়ই কোয়ালিটিফুল পোস্ট করে থাকেন এবং এই পুরষ্কারটি আপনার প্রাপ্য। চকলেট গুলো তো আমি সাথে সাথেই খেয়ে ফেলেছিলাম😂। আপনার বাসায় তো দেখছি পুরষ্কারের ছড়াছড়ি। পুরষ্কার জমিয়ে রাখার জন্য আলাদা একটা রুম লাগবে আপু। কারণ তানজেরা আপু তো প্রতি বছরই পুরষ্কার পাবে এবং উনি কবে বাংলাদেশে আসে তার তো কোনো ঠিক নেই। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম প্রাপ্তি গুলো আসলেই খুব ভালো লাগে। আপনিও পুরস্কার পেয়েছেন দেখে খুব ভালো লেগেছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তানজিদা আপু আর আপনার উপহার যেহেতু একই ঠিকানায় গিয়েছে তাই তো চকলেট গুলো পেয়ে গিয়েছেন আপু। সত্যি আপু উপহার পাওয়ার আনন্দ অনেক বেশি। আর এত সুন্দর করে নিজের অনুভূতি তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু এরকম উপহার গুলো পেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ই আপু আমার বাংলা ব্লগ থেকে পাওয়া এটা সম্মান ই।যে যার জায়গা থেকে নিজ নিজ কাজের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেয়েছেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু।যেকোনো কাজের স্বীকৃতি সেই কাজের প্রতি আরো আগ্রহী করে তোলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যেকোনো প্রতিষ্ঠান থেকে গিফট পাওয়া মানে সেই কাজের সম্মানস্বরূপ পাওয়া। আমার তাই মনে হয়। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
শেষমেষ আমাদের মগ টিও গতকাল হাতে পেয়ে গেলাম। যদিও আমার নয় তারপরেও দেখে বেশ ভালো লাগলো ।আমার বাংলা ব্লগের লোগো আছে যে। সঙ্গে চকলেট পেলাম ।সত্যি এটি অন্যরকম একটা ভালো লাগার বিষয়। আপনার অনুভূতি পড়ে বেশ ভালো লাগলো ।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চকলেট গুলো অনেক কষ্টে বাঁচিয়েছিলাম। যাইহোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit