(এসো নিজে করি) একটি ঘড়ির থ্রিডি আর্ট।(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in hive-129948 •  3 years ago 

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।

অনেকদিন পর আজকে আবারো হাজির হয়ে গেলাম একটি থ্রিডি আর্ট। আমি আগেও বলেছি যে থ্রিডি আর্ট যত সহজে করা যায় কিন্তু এর ছবি তুলতে অনেক কঠিন। একেকটি আর্ট করতে যত সময় লাগে আর্ট করার পরে ছবি তুলতে তার থেকেও বেশি সময় লাগে। যাইহোক থ্রিডি আর্টগুলো করতে আমার কাছে বেশ ভালই লাগে। ছবি তোলার পর দেখতে এত চমৎকার লাগে যে সব কষ্ট দূর হয়ে যায়। যাই হোক আমি আজকে একটি ঘড়ির থ্রিডি আর্ট শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভাল লাগবে। তাহলে শুরু করি।



Polish_20220204_103617969.jpg

  • একটি খাতা
    • একটি পেন্সিল
      • একটি কলম
    • একটি সাইন পেন
  • একটি কাঁচি
    • একটি কম্পাস

IMG_20220204_102821.jpg

প্রথমে কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।
IMG_20220204_102852.jpg

তারপর বৃত্তটির নিচে দুই সাইডে দুটি দাগ দিয়ে দিয়েছে এবং গোল করে দাগ দুটি মিশিয়ে দিয়েছি।
IMG_20220204_102913.jpg

তারপর চার সাইডে চারটি দাগ দিয়ে এভাবে ঘড়ির মতো সংখ্যাগুলো এঁকে নিয়েছি।
IMG_20220204_102930.jpg

এখন বাকি দাগগুলো দিয়ে বাকি সংখ্যা গুলো এঁকে নিয়েছি এবং নিচের ছোট ছোট ডটের মত দিয়ে নিয়েছি।
IMG_20220204_102951.jpg

এখন ঘড়ির মাঝে এরকম লম্বা দুটি দাগ দিয়ে উপরে একটি বৃত্ত এবং নিচে একটি বৃত্ত এঁকে নিয়েছি।
IMG_20220204_103004.jpg

এখন ঘড়ির কাঁটা গুলো এঁকে নিয়েছি।
IMG_20220204_103012.jpg

তারপর ঘড়ির কাঁটা গুলোকে কালো রং করে দিয়েছে।
IMG_20220204_103025.jpg

এখন নিচের অংশকে কালো রং করে নিয়েছি।
IMG_20220204_103037.jpg

এখন ঘড়ির নিচে কাটার শ্যাডোগুলো এঁকে নিয়েছি।

IMG_20220204_103051.jpg

এখন নিচের ডান সাইডের সাদা পেন্সিল দিয়ে রং করে দিয়েছি এবং কাটার খুঁটির উপরে সাদা রং করেছি।
IMG_20220204_103130.jpg

এখন সাদা রঙ গুলোকে হাত দিয়ে হালকা ঘষে দিয়েছি। তারপর ঘড়ির নিচে একটি গোল বৃত্ত এঁকে নিয়েছি।
IMG_20220204_103214.jpg

এখন গোল বৃত্তটিকে পেন্সিল দিয়ে কালো করে দিয়েছি।
IMG_20220204_103224.jpg

বৃত্তটিকে হাত দিয়ে একটু ঘষে মিশিয়ে দিয়েছি। তারপর নিচের দুই সাইডে এভাবে দাগ দিয়ে নিয়েছি এবং আমার নামের সাইন করেছি।
IMG_20220204_103241.jpg

তারপর দাগের উপরে থেকে কাঁচি দিয়ে কেটে নিয়েছি।
IMG_20220204_103251.jpg

IMG_20220204_103430.jpg

এভাবেই আঁকা হয়ে গেল আমার একটি ঘড়ির থ্রিডি আর্ট। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের সকলের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভাল, থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপু আপনার এই থ্রিডি আর্ট দেখে আমার খুবই ভালো লাগলো। কারন এটি মনে হচ্ছে যেন একদম বাস্তব। থ্রিডি আর্ট গুলো দেখতে এমনিতেই খুব ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে আটটি সম্পন্ন করেছেন। আর একদম বাস্তব মনে হচ্ছে। অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপু আপনি খুবই সুন্দর থ্রীডি আর্ট করেছেন। আমি আপনার আর্ট টি দেখে সত্যি মুগ্ধ হয়েছি। খুবই নিখুঁতভাবে এই কাজটি আপনি শেষ করেছেন। সাথে উপস্থাপনাটাও দারুণ ছিল অনেক অনেক শুভকামনা রইল আপু এগিয়ে যান।

আমার আর্টটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার থ্রিডি অংকন গুলো সব সময় আমার কাছে খুবই ভালো লাগে। আজকের ঘড়ির থ্রিডি অঙ্কন তো অসাধারণ হয়েছে। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এত সুন্দর চিত্রাংকন শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।

আমার আর্টগুলো আপনি সব সময় দেখেন জেনে খুবই ভালো লাগলো আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অসাধারণ হয়েছে আপু। জাস্ট অসাধারণ একটি ড্রয়িং। খুব দক্ষতার সাথে আপনি এই ড্রইংটি করেছেন। একদম বাস্তব এর মত লাগছে দেখতে। আমার কাছে দারুন লেগেছে আপনার ড্রয়িং টি। আপনাকে অনেক ধন্যবাদ আপু এবং আপনার জন্য অনেক শুভকামনা রইল 🥰

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।।

ওয়াও আপু,একটি ঘড়ি থ্রিডি আর্ট দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে। থ্রিডি আর্ট টি খুবই দক্ষতার সাথে আপনি সম্পন্ন করেছেন। আপু,একটি ঘড়ির থ্রিডি আর্ট আমি দেখে অনেক ক্ষণ তাকিয়ে ছিলাম।খুবই ভালো লেগেছে আপু আপনার থ্রিডি আর্ট।আপু,আপনার এই থ্রিডি আর্ট আমি আজকেই ঘরে ট্রাই করে দেখব।আমার খুবই ভালো লাগে থ্রিডি আর্ট গুলো। ধন্যবাদ আপু,এত সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনি চেষ্টা করে দেখতে পারেন আপু আঁকা অতটা কঠিন নয়। কিন্তু ছবি তোলাটা একটু কঠিন। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য।

অনেক সুন্দর ড্রয়িং করেছেন আপু, একদম পুরাই থ্রিডির মতো লাগছে দেখতে, বুঝাই যাচ্ছে না এটা ড্রয়িং করা হয়েছে। ধন্যবাদ আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

আপনাকেও ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার ঘড়ির থ্রিডি আর্ট ছিল সত্যি অসাধারণ। অনেক সুন্দর ভাবে দাবি দাবি তুলে ধরেছেন কিভাবে তৈরি করেছেন। সাথে আপনার উপস্থাপনা ছিল সত্যিই অসাধারণ। সবমিলিয়ে চমৎকার একটি পোস্ট করেছেন।

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

আপনার থ্রিডি আর্ট গুলো অনেক চমৎকার। আমি দেখি আর অবাক হই। আপনি যেমন বললেন আঁকা সহজ। আমার কাছে মনে হয় বেশ জটিল। তবে খুব শীঘ্রই চেষ্টা করে দেখব পারি কিনা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

চেষ্টা করে দেখতে পারেন ভাইয়া খুব সহজে আঁকতে পারবেন মনে হয়। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

আপনার থ্রিডি আর্ট খুবই দারুন হয়েছে এবং কি দেখার মত। থ্রিডি গুলো বরাবরই খুব ভালো লাগে, আর হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ছবি তুলতে খুব কষ্ট হয় এবং অনেক সময় লাগে কারণ সুন্দর ফটোগ্রাফি বেছে নিতে হয়। আর আমাদের সাথে এত সুন্দর ঘড়ির থ্রিডি আর্ট তৈরি আর ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

  • খুব অসাধারণ একটি থ্রিডি আর্ট করেছেন আপনি। থ্রিডি আর্ট আমার খুবই ভালো লাগে দেখতে। আপনি খুব চমৎকারভাবে টি অঙ্কন করেছেন। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে এটি। খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনার কাছে ভালো লেগেছে আমার আর্টটি শুনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

অনেক সুন্দর হয়েছে আপু।প্রথমবার দেখে তো বুঝতেই পারছিলাম না যে,এটা থ্রিডি আর্ট। একদম ভাসমান মনে হচ্ছিল। ভালোভাবে দেখে বুঝলাম আসল না,নকল😅😅😅। দারুণ হয়েছে আপু।শুভকামনা থাকলো।💝💝💝

আপনাকে ধন্যবাদ ভাইয়া। আপনার জন্যও শুভকামনা রইল।

ওয়াও আপু আপনার প্রশংসা সত্যি করতে হয়। কারণ আপনি বরাবরই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর আর্ট শেয়ার করে থাকেন। আজকেও ঘরির থ্রিডি আর্টটি খুবই সুন্দর করে একেছেন। হুবহু একেবারে ঘরির মতোই দেখাচ্ছে। সত্যি আপু আজকের ঘরির চিত্র অংকনটি আকা চমৎকার হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এতো সুন্দর একটা ঘরির চিত্র অংকন করে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।

আমার আর্টগুলো আপনি দেখেন এবং আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

অনেক ইউনিক একটা আর্ট আপু। আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটি ধাপের অনেক সুন্দর করে বর্ণনা করেছেন।আমার কাছে অনেক ভালো লেগেছে।শুভ কামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

আপু আপনার থ্রিডি আর্ট গুলো সব সময় অসাধারণ হয়। এটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। কারণ মনে হচ্ছে এটি সত্যিই একটি ঘড়ি আর নিচে তার ছায়া। আসলেই অসাধারণ কাজ।
ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটা থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য

আপনি আমার আর্টগুলো দেখেন শুনে খুবই খুশি হলাম আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

মাশা-আল্লাহ, আমার দেখা সেরা একটি অংকন। ঘড়ির থ্রী-ডি অংকনটি বেশি বেশি সেরা হয়েছে। ঘড়িতে ৯টা বেজে ৩৮মিনিট। আমার একটি প্রশ্ন আপু, এই সময় টা কি আপনি এমনে বেছে নিলেন, নাকি আপনি ঐ সময় অংকন করলেন? আপনার অংকনটি একদম দেখতে বাস্তব মনে হচ্ছে। আপনি প্রত্যেকটি ধাপে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো আপু।

না ভাইয়া সময় এমনই বেছে নিয়েছিলাম। অবশ্য যখন এঁকেছিলাম তখন ওইসময়ের কাছাকাছি বেজেছিল মনে হয়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

ঘড়ির থ্রিডি আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুবই সুন্দর ভাবে এই অংকনটি করেছেন। আসলে থ্রিডি অংক গুলো দেখে আমার খুবই ভালো লাগে। অনেক দক্ষতার সাথে অঙ্কন করেছেন। আমি বার বার চেষ্টা করেছি আপনার উপস্থাপনা গুলো দেখে। আপনার জন্য রইল শুভকামনা।

ধন্যবাদ ভাইয়া সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য। আপনার জন্যও শুভকামনা রইল।

ঘড়ির থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে। থ্রিডি আর্ট অনেক কৌশল এর সাথে করতে হয়। আপনি খুবই সুন্দর ভাবে দক্ষতার সাথে ঘড়ির থ্রিডি আর্ট করেছেন। ধন্যবাদ আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য আপনার জন্যও শুভকামনা রইল।

আপনার একটি ঘড়ির থ্রিডি আর্ট টি খুবই দুর্দান্ত হয়েছে। আপনি খুব সুন্দর করে দক্ষতা সহকারে আর্টিস্টি সম্পন্ন করেছেন । আপনার আর্টি আমার কাছে খুব ভালো লেগেছে। ঘড়ির থ্রিডি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

আমি প্রথমে ভেবেছিলাম যে ঘড়িটি শূন্যে ভাসছে । দারুন একট আইডিয়া নিয়ে চিত্রটি অংকন করেছেন। আমার খুবি পছন্দ হয়েছে। আপনাকে ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

ওয়াও! চমৎকার একটা থ্রিডি আর্ট দেখা হলো আপনার পোস্টের মাধ্যমে। আমার পারসোনালি থ্রিডি আর্ট অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে দেওয়াল ঘড়ির থ্রিডি আর্ট করেছেন এবং সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনার ঘড়ির থ্রিডি আর্টটি একদম অসাধারণ হয়েছে আপু । খুব সুন্দর করে আপনি অঙ্কন করেছেন । ঘড়ির প্রতিবিম্ব টা একদম সুন্দর হয়েছে । ধন্যবাদ আপু আপনাকে

থ্রিডি আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে৷ এগুলো দেখতে একদম বাস্তবিক মনে হয়।আপনার করা এই ঘড়ির থ্রিডি আর্ট খুবই সুন্দর হয়েছে। আপনি একদম পারফেক্ট ভাবেই এটি করতে পেরেছেন,নাহলে এত সুন্দর দেখাতো না।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার তৈরীকৃত থ্রিডি ঘড়ির চিত্রাংকনটি বেশ ভালো লেগেছে আমার কাছে। আমি তো প্রথম খুজতেছিলাম যে ঘড়িটি কিভাবে শূন্যের মধ্যে রয়েছে, পরে আপনার পোস্টটি দেখে তাকিয়ে দেখতে পেলাম যে এটি থ্রিডি চিত্রাঙ্গন করেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

উৎসাহমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

আপনি অনেক চমৎকার ভাবে একটি ঘড়ির থ্রিডি আর্ট অংকন করেছেন আপু। আপনার এই অংকন দেখেই বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে ধৈর্য সহকারে অংকনটি সম্পন্ন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক চমৎকার ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম কোন আশা করব। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

একেবারে দাড়িয়ে আছে!! খুব সুন্দর একটি 3d ভিউ দেখতে পেলাম। থ্রিডি ছবি আঁকা নিশ্চয়ই খুব অনন্য একটি স্কিল কারণ আমার কাছে আঁকাআঁকি খুব কষ্টকর মনে হয়। আর থ্রিডি নিশ্চয়ই খুব জটিল একটা বিষয়। তবে আপনার step-by-step বর্ণনা দেখে খুবই ভালো লাগছে কারন খুব সহজেই আপনি এটা করে ফেলেছেন কারন আপনার এ বিষয়ে দক্ষতা রয়েছে। ধন্যবাদ চমৎকার একটি স্কিল শেয়ার করার জন্য।

চেষ্টা করে দেখতে পারেন ভাইয়া খুব একটা কঠিন না। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আমাকে দিয়ে হবে না আপু। একেবারে পারিনা আকাআকি। মেয়েটা আরেকটু বড় হলে ওর সাথে শুরু করব একেবারে শুরু থেকে। ধন্যবাদ।