এসো নিজে করি একটি কচ্ছপের ম্যান্ডেলার আর্ট(১০% বেনিফিশিয়ারী shy fox এর জন্য)

in hive-129948 •  3 years ago  (edited)

আসসালামুআলাইকুম সবাইকে। আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে একটি ম্যান্ডেলার আর্ট শেয়ার করব। সেটি হচ্ছে একটি কচ্ছপের ম্যান্ডেলার আর্ট।সেদিন আমার বাচ্চা কার্টুন দেখছিল। সেখানে একটি কচ্ছপ দেখে হঠাৎ মনে হল যে কচ্ছপের ম্যান্ডেলার আর্ট করলে তো ভালই দেখা যাবে। যেই ভাবা সেই কাজ। সাথে সাথে আঁকতে বসে গেলাম কচ্ছপের ম্যান্ডেলা আর্ট।আর্ট করার পর এত কিউট লাগছিল যে কি আর বলব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি।



Polish_20220326_105812675.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

প্রয়োজনীয় উপকরণ:

★একটি সাদা খাতা
★একটি কালো কলম
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

প্রথমে পেন্সিল দিয়ে কচ্ছপের পিঠের অংশ এঁকে নিয়েছি। তারপর কচ্ছপের বাকি অংশ এঁকেছি।

IMG20220307210018.jpgIMG20220307210115.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তারপর সম্পূর্ণ কচ্ছপটিকে কলম দিয়ে গাঢ় করে নিয়েছি এবং নিচের অংশটি কলম দিয়ে ডট ডট ডিজাইন করেছি।
IMG20220307211305.jpg
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

তারপর আমি আমার খাতাটি ঘুরিয়ে নিয়েছি। প্রথমে কম্পাস দিয়ে কিছু অর্ধবৃত্ত এঁকেছি পরে স্কেল দিয়ে হাফ সেন্টিমিটার করে লম্বা দাগ দিয়ে দিয়েছি। এখন উপরের অংশকে পাতার মতো এঁকে বাইরের অংশ কালো করে দিয়েছি।

IMG20220307212011.jpgIMG20220307212155.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

এখন বাকি অংশ বিভিন্ন পাতাফুল,লম্বা দাগ দিয়ে ডিজাইন গুলো আস্তে আস্তে করে শেষ করেছি।

IMG20220307212835.jpgIMG20220307213046.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

IMG20220307213622.jpgIMG20220307213854.jpg

LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

সবশেষে আমি আমার নামের সাইন করে কচ্ছপের ম্যান্ডেলার আর্টটি সম্পন্ন করেছি।

IMG20220307213925.jpg
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png
এভাবেই আঁকা হয়ে গেল আমার আজকের কচ্ছপের ম্যান্ডেলার আর্ট। আশা করি আমার আজকের আর্টটি আপনাদের ভাল লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।
LUCYMssPjPkNSqA4R8GVisGuWmEiTbcWLWDufxa8iJ53FURruhT9sPApiKPJ2jQCyxqBGJ8CMouEYbxjCJ5DBG92ymVWC56ya5GKPEX3RW...24YvuP3nma9DY9nJtpX8QEv3qc6v59aeKXXXc1wQer45ZbHh98iBjpVRSHxfC82ZEZ9qXhLkaNFTrSda1u2mosa99jUyF2kPgiu3rMBY2TyqY1SUSMFB8YtmVQ.png

ধন্যবাদ

@tania

Photography@tania
Phoneoppo reno5

আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর করে কচ্ছপের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন বিশেষ করে উপরের অংশটুকু দেখতে বেশি সুন্দর লাগছে। পেন্সিল দিয়ে নিজের অভিজ্ঞতা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

ঠিক বলেছেন ভাইয়া উপরের অংশটুকু এর কারণেই দেখতে এত চমৎকার লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

আপনাকেও স্বাগতম আপু মনি 🥰

image.png

কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলে ম্যান্ডেলার চিত্র অঙ্কন করতে অনেক সময় লাগে, তারপরেও আপনি খুবই ধৈর্য ধরে এই চিত্রটি অঙ্কন করলেন এবং ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করলেন। শুভকামনা রইল।

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগে। যত বেশি সময় নিয়ে করা যায় তত বেশি সুন্দর হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

ওয়াও আপু দারুন একটি ম্যান্ডেলার আর্ট করেছেন
কচ্ছপের পিঠের উপরে ম্যান্ডেলার আর্ট এর কাজ নিখুঁত ভাবে সম্পন্ন করেছেন। যেটা করতে অনেক দক্ষতার প্রয়োজন হয় ।আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য । শুভকামনা রইল আপনার জন্য।

আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অঙ্কন করেছেন। সত্যিই চিত্র অংকন উপস্থাপন এবং ধাপে ধাপে শেয়ার করা দেখে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল।

আপনার ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। অসংখ্য ধন্যবাদ মন্তব্য করার জন্য।

কচ্ছপ এর আর্ট টি অনেক সুন্দর হয়েছে। এর পিঠ এর ওপর ম্যান্ডেলা আর্ট করার কারণে এটিকে আরো বেশি আকর্ষনীয় লাগছে। আর আপনি দক্ষতার সাথে এই কাজটি করেছেন। শুভ কামনা রইলো আপনার জন্য আপু।

ঠিক বলেছেন আপু এর পিঠে ম্যান্ডেলার আর্ট করার কারণ এটি দেখতে আরো বেশী সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর উৎসাহমূলক মন্তব্য করার জন্য।

ওয়াও।কচ্ছপ আঁকাটা এতো কিউট লাগছে। মনে হচ্ছে ছোট্ট একটা টয় কচ্ছপ। আমাদের পুকুরে কচ্ছপ ছিলো অনেকদিন। সেগুলো সহজে বড় হয় না। এরা অনেক বছর বেঁচে থাকে। আপনার ম্যান্ডেলা কচ্ছপ আঁকাটা অনেক সুন্দর হয়েছে আপু।

আপনাদের পুকুরে কচ্ছপ আছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য।

কচ্ছপের সুন্দর ম্যান্ডেলা চিত্র অংকন করা দেখে খুব ভালো লেগেছে আপুর হাতে যাদু আছে কি সুন্দর পুরো বাস্তব এর মত ধন্যবাদ আপু এত সুন্দর একটি অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন আশা করি।

কচ্ছপের ম্যান্ডেলার আর্ট করছেন দেখতে অসাধারণ হয়েছে। ইউনিক আইডিয়া ছিলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

আমার আর্টটি দেখে আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুবই ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।

ম্যান্ডেলা আর্ট কি জিনিস আমি সেটাই ভালো ভাবে জানি না। সবাই কি সব হিবিজিবি নকশা করে রাখে যার নাম দিয়েছে ম্যান্ডেলা আর্ট। আমি কখনোই এ পোষ্ট গুলোতে তেমন আগ্রহ খুঁজে পাইনা। তবে কচ্ছপের পিঠে ম্যান্ডেলা আর্ট আমার বেশ ভাল লেগেছে। ধন্যবাদ আপু

এই হিজিবিজি আর্টগুলো করতে অনেক সময় লাগে ভাইয়া। যাই হোক আমার ম্যান্ডেলা আর্ট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার চিত্রাংকন খুবই অসাধারণ হয়েছে। সত্যি আমি দেখে খুব মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে। নিখুঁতভাবে একটি কচ্ছপের ম্যান্ডেলার করেছেন । এবং আমাদের মাঝে খুব দুর্দান্তভাবে তুলে ধরেছেন। এত অসাধারণ আট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

সময় নিয়ে আমার পোস্ট টি দেখার জন্য এবং গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। ভালো থাকবেন।

কচ্ছপের ম্যান্ডেলা টি অসাধারণ হয়েছে দেখতে। দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক সময় নিয়ে নিখুঁতভাবে ম্যান্ডেলা টি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য। ভাল থাকবেন।

অসাধারণ একটি কচ্ছপের মান্ডালা প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে আসলে আপনার অংক গুলা বরাবরই আমার খুব ভালো লাগে সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল

আমার অঙ্কনগুলো আপনি দেখেন এবং আপনার ভালো লাগে জেনে খুবই খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

কচ্ছপের ম্যান্ডেলা আর্ট টি খুবই সুন্দর হয়েছে আপু। এক কথায় জাস্ট অসাধারণ। কচ্ছপ টিকে দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। খুব সুন্দর ভাবে কচ্ছপের ম্যান্ডেলা আর্ট করেছেন আপনি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল

আপনাকে ধন্যবাদ আমার পোস্টটিতে সময় দেওয়ার জন্য এবং সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য। এভাবে উৎসাহ দিয়ে পাশে থাকবেন সব সময় আশা করি।

কচ্ছপ আবার তার উপর সুন্দর মেন্ডেলা আর্ট ।দুইয়ে মিলে খুব সুন্দর দেখাচ্ছে।আর আলপনা গুলো সত্যিই অনেক চমৎকার ছিল।ধন্যবাদ আপু এত সুন্দর একটি মেন্ডেলা আর্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

আপনাদের উৎসাহের কারণেই আঁকার আগ্রহ আরও বেড়ে যায়। এভাবে সময় উৎসাহ দিয়ে পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

আপু আপনি দেখছি কচ্ছপের ভিতরেও ম্যান্ডেলা আর্ট করে ফেলেছেন। খুবই চমৎকার দেখাচ্ছে আপনার কচ্ছপের ম্যান্ডেলা আর্ট। আপনি খুবই নিখুঁতভাবে এবং অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করতে আপনার অনেক সময় লেগেছে মনে হয়। ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

কি আর করার আপু কিছু তো একটা আর্ট করতে হবে। তাই কচ্ছপ এর ভিতরেই ম্যান্ডেলার আর্ট করে ফেললাম। ধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য।

আপনি খুবই চমৎকার ভাবে একটি কচ্ছপের মান্ডালা আর্ট অংকন করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।

আমার বাচ্চা কার্টুন দেখছিল। সেখানে একটি কচ্ছপ দেখে হঠাৎ মনে হল যে কচ্ছপের ম্যান্ডেলার আর্ট করলে তো ভালই দেখা যাবে

আপনার দক্ষতার প্রশংসা করতে হয় বাচ্চাদের কার্টুন এর কচ্ছপ দেখেই আপনি মনে মনে ভেবে রেখেছেন যে কচ্ছপ এর মান্ডালা আর্ট করবেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করার জন্য

এখন এমন অবস্থা হয়েছে যে যা দেখি তাই তারই আর্ট করতে মন চায়। সময়ের অভাবে করতে পারি না। ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

কচ্ছপ এর ম্যান্ডেলা আর্ট দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ম্যান্ডেলা আর্ট করতে অনেক সময় লাগে। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। শুভকামনা রইল আপনার জন্য।

আমার কচ্ছপের ম্যান্ডেলার আর্ট দেখে আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

ম্যান্ডেলার ড্রয়িং অনেক সময় সাপেক্ষ একটি কাজ, আপনি অনেক নিখুত ভাবে ড্রয়িংটি সম্পন্ন করেছেন, শুভ কামনা আপনার জন্য।

ঠিক বলেছেন ভাইয়া ম্যান্ডেলার আর্ট করতে অনেক সময় লাগে। যাইহোক আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ অসংখ্য।

আপনার কাছ থেকে ড্রয়িং শিখতে হবে দেখছি।

🙈🙈

আপু আপনি তো দেখছি ভালই চিত্র অঙ্কন করতে পারেন।আপনার বাচ্চার দেখা কার্টুন এর কচ্ছপটি দেখেই একে ফেললেন।বেশ ভালো হয়েছে। চিত্র অংকন করার পদ্ধতি গুলো সুন্দর ভাবে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

কচ্ছপের ম্যান্ডেলা আর্ট দেখতে খুবই সুন্দর লাগছে। ম্যান্ডেলা আর্ট আমার খুবই ভালো লাগে ।আমি তেমন একটা অঙ্কন করতে পারি না তবে আপনাদের অংকন দেখে অনেক কিছু শিখতে পেরেছি ।এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।।

আপু আপনি খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন তা দেখতে অসাধারণ হয়েছে। একটি মান্ডালা আর্ট করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন। আপনি সেই সময় ও ধৈর্য দিয়ে খুব সুন্দর একটি মান্ডালা আর্ট করেছেন। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

বেশ ভালোই অংকন করেছেন কচ্ছপটি বেশি সুন্দর লাগছে কচ্ছপের গায়ের অংকনটি ।শুভেচ্ছা রইল।

ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।