একটি ফুলের আর্ট

in hive-129948 •  last year 

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে একটি ফুলের আর্ট শেয়ার করবো। কলম দিয়ে যে আর্টগুলো করা হয় সেগুলো খুব সাবধানে করতে হয়। কারণ কলমের আর্ট একবার ভুল হলে আর ঠিক করার উপায় থাকে না। আবার শুরু থেকে করতে হয়। এজন্য কলমের আর্ট গুলো করতে অনেক বেশি সময় এবং ধৈর্য প্রয়োজন হয়। আজকের কলমের আর্টটি অনেক সময় নিয়ে করেছি। করার পর খুব ভালো লাগছিলো দেখতে। কিন্তু এখন চিন্তায় আছি এই আর্টের বর্ণনা কিভাবে দিব। এই ধরনের আর্ট এর বর্ণনা দেয়া আরো বেশি কষ্টকর। আমি প্রতিটি ধাপের ছবি দিয়ে দিয়েছি। সেগুলো দেখেই আপনারা অনেকটা বুঝতে পারবেন। আশা করি ফুলের ডিজাইনটি আপনাদের ভালো লাগবে।


IMG20230709102856.jpg



প্রয়োজনীয় উপকরণ:

সাদা কাগজ
পেন্সিল
রাবার
কলম
রং পেন্সিল


IMG20230709102730.jpg



প্রথমে পেন্সিল দিয়ে ঘুরিয়ে নিচের ছবির মত বেশ কিছু দাগ দিয়েছি। তারপর কলম দিয়ে সেগুলো গাঢ় করেছি।


IMG20230709101147.jpgIMG20230709101341.jpg

এখন বড় দাগের সঙ্গে ছোট দাগ মিলিয়ে লম্বা লম্বা দাগ দিয়েছি। একই রকম ভাবে সবগুলো ঘরে দাগ দিয়েছি।


IMG20230709101436.jpgIMG20230709101644.jpg

বড় পাতার মাঝে ছোট কিছু পাতার মতো এঁকেছি। তারপর লম্বা লম্বা দাগ দিয়েছি।


IMG20230709101723.jpgIMG20230709101809.jpg

সবগুলো দাগ দেয়ার পর এরকম ফুলের মত হয়েছে।


IMG20230709102204.jpg


এখন সব ফুলের কোনা গুলো রং পেন্সিল দিয়ে রং করেছি।


IMG20230709102350.jpgIMG20230709102537.jpg

মাঝের অংশেও রং পেন্সিল দিয়ে রং করেছি। তারপর আমার নামের সাইন করে আর্টটি শেষ করেছি।


IMG20230709102642.jpgIMG20230709102656.jpg

IMG20230709102828.jpg


IMG20230709102832_BURST000_COVER.jpg


এভাবে আমার আর্টটি শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি ঠিকই বলেছেন আপু কলমের আর্ট গুলো করতে অনেক বেশি সময় লাগে। কলমের এই ধরনের আর্ট গুলো দেখতে খুবই সহজ মনে হলেও আর্ট করতে গেলে বেশ অনেকটা ধৈর্য ও সময়ের প্রয়োজন হয় ‌। তবে যাই হোক আপনি কলম দিয়ে খুব সুন্দর ভাবে ফুলের আর্ট উপস্থাপন করেছেন। ফুলের ডিজাইনটি খুবই সুন্দর হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

কলমের আর্ট গুলো করার পর দেখতে খুবই চমৎকার লাগে। এজন্যই তো ধৈর্য সহকারে করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

image.png

আপনার আর্টটি বেশ সুন্দর ছিল। আসলে এ ধরনের অংকন বেশ সময় সাপেক্ষ এবং সাবধানতার সাথে করতে হয়। আপনি নিপুন দক্ষতায় অংকনটি শেষ করেছেন, যা সত্যিই প্রশংসনীয়। অনেক ধন্যবাদ আপু চমৎকার অংকনটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন ভাইয়া সাবধানতা অবলম্বন না করলে এই আর্টগুলো করা সম্ভব নয়। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

আপনি ঠিকই বলেছেন আপু কলমের আর্ট করার সময় অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ একবার ভুল হয়ে গেলে আর ঠিক করার মতো উপায় থাকে না। আপু কলমের আর্ট গুলো আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। অনেক সুন্দর একটি ফুলের ছবি অংকন করেছেন যা দেখতে অসাধারণ লাগছে। সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

দক্ষতা থেকে সময় এবং ধৈর্যের দরকার হয় এরকম আর্টগুলো করার জন্য। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু । আপনার জন্য শুভকামনা রইল।

হ্যাঁ একদম ঠিক বলেছেন কলম দিয়ে যেকোনো আর্ট করলে নির্ভুলভাবে করতে হবে। যেটা অনেক বড় দক্ষতার ব্যাপার সেই কাজে আপনি অনেক বড় পারদর্শী। ফুলের ডিজাইন খুবই সুন্দর ছিল অনেক ভালো লাগলো আপনার আজকের ফুলের আর্ট।

হ্যাঁ একদম ঠিক বলেছেন কলম দিয়ে যেকোনো আর্ট করলে নির্ভুলভাবে করতে হবে। যেটা অনেক বড় দক্ষতার ব্যাপার সেই কাজে আপনি অনেক বড় পারদর্শী। ফুলের ডিজাইন খুবই সুন্দর ছিল অনেক ভালো লাগলো আপনার আজকের ফুলের আর্ট।

অনেকদিন ধরে করতে করতে এখন অনেকটা দক্ষ হয়ে উঠেছি। ভুল খুব একটা হয় না। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

খুবই সুন্দর একটি ফুলের ম্যান্ডেলা আর্ট করেছেন। এই মেন্ডেল অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে মেন্ডেল আর্ট গুলো অসাধারণ হয়, খুবই দক্ষতার সাথে অংকন করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এটা ম্যান্ডেলার আর্ট কিনা জানিনা। তবে সুন্দরভাবে করার চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপু আপনি আজকে দারুন একটি ফুলের আর্ট তৈরি করেছেন। আপনার তৈরি আর্ট আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এয়ার তৈরি প্রতিটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন পাশাপাশি খুব সুন্দর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আর্ট এর বর্ণনা করা কঠিন। তারপরও চেষ্টা করেছি সুন্দরভাবে করার। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

খুবই সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপনি। এই ফুলটি দেখতে একদম অন্যরকম এবং সুন্দর দেখা যাচ্ছে। এই ফুলের চারপাশে আপনি যে পাপড়িগুলো ব্যবহার করেছেন এই পাপড়িগুলোকে দেখতে কিছুটা থ্রিডি মনে হচ্ছে৷ একই সাথে আপনি অনেক সময় দিয়ে এই আর্টটি করেছেন বলে আমি মনে করি৷ এই আর্টের চারপাশে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছেন আপনি৷

ফুলের চারপাশের পাপড়িগুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপু যে আর্ট কলম দিয়ে করা হয় তা অনেক সাবধানে করতে হয় তা না হলে নষ্ট হয়ে যেতে পারে আর একবার নষ্ট হয়ে গেলে মোছার কোনো উপায় নেই তখন আবার নতুন করে করতে হয়। যদি আর্টের মাঝখানে গিয়ে ভুল হয় তাহলে তো অবস্থা খারাপ। এই আর্টের ধাপগুলো লিখতে একটু সমস্যা হয়। আপু আপনার এই ধরনের আর্ট থেকেই আমার আর্ট শেখা। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

এরকম আর্টগুলো করার ক্ষেত্রে প্রথমে থেকে শেষের দিকে এসে বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। কারণ শেষে এসে ভুল হলে আরো বেশি খারাপ লাগে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

অনেক সুন্দর একটি ফুলের আর্ট করেছেন আপু। আপনার তৈরি ফুলের আর্ট দেখতে অনেকটা থ্রিডি আর্টের মতন লাগছে। ফুলের ভিতরে কালার করার জন্য ফুলটি আরো বেশি সৌন্দর্য প্রকাশ করছে। অসাধারণ হয়েছে আপু আপনার ফুলের আর্ট।

ফুলের আর্টের ভেতরে কিছুটা থ্রিডি ভাব আনার চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

ফুলের আর্ট বাহ্ দারুন ফুটিয়ে তুলেছেন। আপু রং পেন্সিল দিয়ে দাগ দেওয়ার কারনে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগতেছে। এধরনের কাজ গুলো দেখলে অটোমেটিক মন ভালো হয়ে যায়। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

আমার কাছেও মনে হয়েছে ভিতরে রং পেন্সিল দিয়ে রং করার কারণে ফুলটি আরো বেশি আকর্ষণীয় লাগছে ধন্যবাদ ভাইয়া আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলে আপু আপনি ঠিকই বলেছেন কলম দিয়ে করা আর্ট গুলো একটু সময় নিয়ে করতে হবে ।কেননা কলম দিয়ে আর্ট করতে গেলে একটু নষ্ট হয়ে গেলেই সেটা মোছার কোন সুযোগ নেই। যেহেতু পেন্সিল দিয়ে আমরা মুছে করতে পারি ।তবে আপনার আজকের ফুলের আর্টটি কিন্তু চমৎকার হয়েছে ।আমার কাছে ভীষণ ভালো লেগেছে ।ধন্যবাদ আপনাকে।

আমার আজকের ফুলের আর্টটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।

Posted using SteemPro Mobile

ঠিকই বলেছেন কলমের আর্ট গুলো একটু এদিক ওদিক হলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে । এজন্য কলমের আর্ট গুলো একটু ধৈর্য ও সময় নিয়ে আস্তে আস্তে করতে হয় । আপনার আর্টটি কিন্তু অনেক সুন্দর হয়েছে । এই আর্টটি অনেক দিন আগে আমিও করেছিলাম তবে আপনারটা বেশি ভালো লাগছে দেখতে ।

কলমের আর্ট গুলো অনেক সময় নিয়ে করতে হয়। তা না হলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

আসলে এরকম আর্টগুলো করতে অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয়। একেবারে চোখ ধাঁধানো ছিল আপনার করা এই আর্ট। আপনি অনেক সময় ব্যবহার করে এবং কি ধৈর্যের সাথে সম্পূর্ণটা করেছেন যা দেখে বুঝতে পারছি। এমনিতেই এই ধরনের আর্টগুলো করতে অনেক বেশি সময় লাগে। এত সুন্দর করে সম্পূর্ণটা অঙ্কন করে ধাপগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার আর্টটি আপনার কাছে চোখ ধাঁধানো লেগেছে জেনে ভালো লাগলো আপু। ধন্যবাদ মন্তব্য করে পাশে থাকার জন্য।

Posted using SteemPro Mobile

আপু আজকে আপনি খুব চমৎকার একটা ফুলের আর্ট পোস্ট শেয়ার করেছেন। এমন আর্ট করতে অনেক সময় প্রয়োজন হয়। প্রতিটি ধাপ খুব সুন্দর করে তুলে ভালো বর্ণনা দিয়েছেন। আপনার জন্য শুভকামনা।

আর্টের প্রতিটি ধাপ সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

ঠিক বলেছেন আপু কলম দিয়ে আর্ট করলে ভুল হলে আর ঠিক করার কোন উপায় নেই। তাই খুবই সাবধানে আর্ট করতে হয়। আপু আপনার আর্ট গুলো সব সময় ভিন্ন রকমের হয়। আমার কাছে ভীষণ ভালো লাগে। দারুন একটি আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

সব সময় কিছুটা ভিন্ন রকমের আর্ট করার চেষ্টা করি যাতে ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপু আপনাকে।

Posted using SteemPro Mobile

আপু আপনার ফুলের আর্টটি চমৎকার হয়েছে। এ ধরনের আর্ট করতে সময় ও ধৈর্য্যের দরকার।আর কলম দিয়ে আর্ট করার জন্য সাবধানতা অবলম্বন করতে হয় বেশি।আপনার আর্টটি আমার কাছে খুব ভালো লেগেছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু কলম দিয়ে আর্ট করার কারণে অনেক সাবধানে করতে হয়। না হলে ভুল হলে প্রথম থেকে শুরু করতে হয়। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

আপনি সবসময় অনেক নিখুঁতভাবে এবং সময় ব্যবহার করে আর্টগুলো করে থাকেন। আর সময় দিয়ে করা যেকোনো আর্ট গুলো দেখতে আমার অনেক ভালো লাগে। ফুলের কোনগুলো রং করে দিয়েছেন দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমার তো চোখ জুড়িয়ে গিয়েছে আপনার করা এই আর্ট দেখে। এই আর্টগুলো করার সময় যদি একটু ভুল হয়ে যায়, তাহলে নষ্ট হয়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা থাকে।

ঠিক বলেছেন ভাইয়া আর্ট গুলো যখন করি তখন একটু সময় নিয়ে সুন্দর ভাবে করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile