আমার বাংলা ব্লগের সকল সদস্যগনকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। বেশ কিছুদিন দিন হয়েছে নাটক দেখা হয়না। সত্যি বলতে আগের মতো সময় হয়ে উঠে না তাই দেখা হয় না। কিন্তু আজ একটু সময় পেলাম আর নাটক দেখা শুরু করে দিলাম। এখন যেহেতু রমজান মাস তারজন্য আরও সময় পাওয়া যায় না। সারাদিন কিভাবে যেন সময় চলে যায়। যাই হোক আজকের এই ঈগল টিমের। ঈগল টিমের নাটক দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তারা খুব সুন্দর সুন্দর গল্পের উপরে নাটক নির্মাণ করে।
এই নাটক দেখে কখন যেন চোখের কোণায় পানি জমে গিয়েছিল। এই নাটকের কাহিনী গরীব মানুষদের নিয়ে করা। তাদের ঈদের আনন্দ কেমন হয় এই নাটকে তা খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। এই ধরনের নাটক দেখতে খুব ভালো লাগে। আমরা নাটক যেমন বিনোদনের জন্য দেখি তেমনি কিছু বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্যও দেখা হয়। কিছু কিছু নাটক থাকে যেখান থেকে অনেক কিছু শেখা যায়। যাই হোক সব মিলিয়ে এর কাহিনী খুব সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক।
নাটক সম্পর্কে কিছু তথ্য :-
নাটকের নাম | গরীবের ঈদ |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
প্রযোজক | কচি আহমেদ |
সম্পাদনা | মোঃ বাঁধন |
চিত্রগ্ৰহণ | জহির রায়হান |
রচনা | সোলায়মানদ |
অভিনয়ে | মোসাদ্দীক শাহিন,স্পর্শিয়া মিম,সবুজ আহমেদ, শশী আফরোজা,সুমন পাটোয়ারীসহ আরও অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্লাটফর্ম | ইউটিউব |
নাটকে মোসাদ্দীক শাহিন এর নাম-মতি মিয়া
স্পর্শিয়া মিম এর নাম-ময়নার মা
কাহিনী সারসংক্ষেপ
নাটকের শুরুতেই দেখা যায় মতি মিয়া একটি বাসার দারোয়ানের কাজ করে। সেই বাসার মালিক ও ছেলে খুব ভালো কিন্তু মহিলা খুব খারাপ। বাবা ছেলে মহিলার ভয়ে কিছু বলতে পারে না। তবে ছেলে মাঝে মাঝে মায়ের মুখের উপরে কথা বলে ফেলে। মহিলাটি ড্রাইভারকে বলছে গাড়ি মুছে রাখতে। ড্রাইভার বললো ম্যাডাম রোজা রেখেছি তো ইফতারের পরে মুছা দেবো। এই কথা শুনে ম্যাডাম বলে রোজা রেখেছো তাতে কি হয়েছে। এরপর ড্রাইভার ও মতি মিয়া বসে কথা বলছে এমন সময় কাজের মেয়ে এসে বলে মতি ভাই ম্যাডাম আপনাকে ডাকে। ড্রাইভার ও মতি মিয়া ভেবেছে আজ ইফতার দিবে আর তারা পেট ভরে খেতে পারবে। এরপর মতি মিয়া ম্যাডামের কাছে যায় আর তাকে চিনি নিয়ে আসতে বলে। চিনি এনে দিলে একটু দাঁড়াতে বলে। দাঁড়ানোর কথা শুনে ভেবেছে ইফতারি দেবে। কিন্তু ম্যাডাম ইফতারির পরিবর্তে ময়লার বালতি ধরিয়ে দেয়।
এরপর মতি মিয়া রুমে আসলে ড্রাইভার বলে মতি ভাই চলো এবার আমরা ইফতারি করি। তখন মতি মিয়া বলে ম্যাডাম ইফতারি দেয়নি। তারপর তারা দু'জন মনে কষ্ট নিয়ে শুধু পানি দিয়ে ইফতারি করে। এদিকে মতি মিয়ার মেয়ে ইফতারি খেতে চায়। তখন মতি মিয়া বিভিন্ন কথা বলে তাকে সান্তনা দেয়। এদিকে ম্যাডামের ছেলে নামাজ পড়তে যাওয়ার সময় মতি মিয়াকে কিছু ভালো উপদেশ দিয়ে যায়। এই কথা শুনে মতি মিয়া বলে সবাই যদি এমন হতো। একদিন ম্যাডামের টাকা খুঁজে না পাওয়ায় কাজের মেয়েকে খুব মারধর করে। এরপর বাড়ির মালিক টাকা খুঁজে দেখে বিছানার নিচে টাকা রয়েছে। সেদিন ম্যাডামকে সবাই অনেক কিছু বলে।
মতি মিয়ার মেয়ের খুব জ্বর আর সে তার বাবাকে দেখতে চায়। মতি মিয়া ময়নার মা কে বলে ময়না কে নিয়ে ডাক্তারের কাছে যেতে। কিন্তু ময়নার মায়ের কাছে একটা টাকাও নাই। টাকার জন্য মতি মিয়া ম্যাডামের কাছে যায় আর ম্যাডাম তাকে নানা কথা বলে তাড়িয়ে দেয়। মালিকের ছেলে এটা দেখে মতি মিয়াকে টাকা দিয়ে সাহায্য করে।
এরপর ঈদের সময় চলে আসে। ম্যাডামের কাছে ছুটি আর টাকা চাইতে গেলে ম্যাডাম তাকে তাড়িয়ে দেয়। মতি মিয়ার মেয়ে ঈদের সকালে মাংস দিয়ে ভাত খেতে চায়। কিন্তু সে পাবে কোথায় আর তখন মেয়েকে মারধর করে। এদিকে ম্যাডাম ঈদের সকাল বেলা বিভিন্ন ধরনের খাবারের আইটেম তৈরি করে। এরপর ছেলে বলে মা মতি ভাইকে খাবার দিয়েছো। সবার কথা শুনে ম্যাডাম কাজের মেয়েকে বলে খাবার নিয়ে যেতে। মতি খাবার দেখে খুব খুশি হয় আর মাংস খেতে গেলে মেয়ের কথা মনে পড়ে।তখন খাবার ফেরত পাঠায়।
মালিকের ছেলে এসে বলে মতি ভাই রেডি হও তোমাকে তোমার বাড়ি নিয়ে যাবো। তখন মতি বলে যদি ম্যাডাম কিছু বলে। এরপর ছেলেটি বলে সেই দায়িত্ব আমার তুমি রেডি হয়ে আসো। এরপর মতিকে নিয়ে মার্কেটে গিয়ে মেয়ের জন্য লাল জামা নিয়ে আসে। তখন মতি ভাইয়ের হাতে বেশ কিছু টাকা দেয় ছেলেটি। এদিকে ময়নার মা এই খবর পেয়ে ময়নাকে নিয়ে রাস্তায় চলে আসে। এরপর ময়না তার বাবাকে ও তার জন্য আনা লাল জামা দেখে খুব খুশি। মতি মিয়া সবাইকে নিয়ে খুশি মনে বাড়ির দিকে পা বাড়ায় আর ছেলেটিও তাদের আনন্দ দেখে খুশি হয়।
ব্যক্তিগত মতামত
এই নাটকের কাহিনী খুবই সুন্দর। এখানে বাস্তব জগতের বেশ কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। অনেক মানুষ রয়েছে যারা বাড়ির দারোয়ানের কাজ করে। তারাও মানুষ, তাঁদেরও সংসার রয়েছে, তাঁরাও স্বপ্ন দেখে ঈদের সময়ে সবাইকে নিয়ে একসাথে ঈদের আনন্দ করবে। কিন্তু কিছু বড় লোক মানুষ রয়েছে যারা তাদের মানুষ মনে করে না। কিন্তু সব মানুষও আবার এক নয়। গরীব মানুষরা কতটা কষ্টে করে সংসার চালায় আর তারা পরিবারের একটু সুখের জন্য কত মানুষের পায়ে পড়ে থাকে তা খুব সুন্দর ভাবে এই নাটকে তুলে ধরা হয়েছে। এই নাটক দেখে খুব কষ্ট লেগেছে। আমাদের সবার উচিত গরীব মানুষদের পাশে দাঁড়ানো। যেভাবে এই নাটকের বাড়ির মালিকের ছেলে দাঁড়িয়েছে। যাই হোক সবমিলিয়ে এই নাটকের কাহিনী আমার কাছে অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা সময় পেলে অবশ্যই দেখবেন।
ব্যক্তিগত রেটিং
১০/১০
নাটকের লিংক
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
এই পৃথিবীতে মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত। যারা ছোটখাটো চাকরি করে তাদের অনেক স্বপ্ন থাকে ঈদ উপলক্ষে। সেজন্য সবাই যেন হাসিখুশি থাকে আমিও সেটাই প্রত্যাশা করি। সে বিষয়টি নাটকের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে অনেক সুন্দর করে রিভিউ দিয়েছেন । খুবই সুন্দর একটি নাটক সময় পেলে দেখার চেষ্টা করব । আমাদের সাথে এত সুন্দর নাটক রিভিউ করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া অবশ্যই সময় পেলে দেখবেন। খুব সুন্দর এর গল্প, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গরিবের ঈদ নাটকটি অনেক আগে দেখেছিলাম। নাটকটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি ঠিকই বলেছেন এখানে বাস্তব জগতে কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। অনেকদিন পর আপনার পোষ্টের মাধ্যমে এই নাটকের রিভিউ টি পড়ে আমার কাছে খুবই ভালো লাগলো। সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি এই নাটকটি দেখেছেন জেনে ভালো লাগলো। হ্যাঁ আপু এই নাটকে একদম বাস্তবের কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার কাছে এরকম নাটকগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। আসলে এরকম অনেক গরিব পরিবার রয়েছে, যারা নিজের সন্তানকে পছন্দ মত ঈদের মার্কেট করে দিতে পারেনা। ঈদের সময় ভালো মন্দ খাবার খেতে পারে না। কিন্তু তখন যদি তাদের পাশে এসে কেউ দাঁড়ায়, তাহলে তারা তাকে ফেরেশতা মনে করে। আসলে আমাদের উচিত সামর্থ্য অনুযায়ী গরিবের পাশে থাকা। তাহলে তাদের মুখে একটু হলেও হাসি ফোটাতে পারবো। যাই হোক খুব ভালো লেগেছে আমার কাছে এই নাটকের মূল কাহিনীটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছেও এই ধরনের নাটক দেখতে ভালো লাগে জেনে খুশি হলাম। হ্যাঁ ভাইয়া আমাদের সবার উচিত নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। তাহলে তাদের মুখে একটু হলেও হাসি ফুটবে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকের কাহিনীর সাথে গরিবদের ঈদের সম্পর্ক ফুটে উঠেছে। যদিও বড়লোকের ঈদের আনন্দ অনেক বেশি হয়ে থাকে। তবে গরিবদের ঈদ আনন্দ কিছুটা হলেও তাদের তুলনায় কম হয়। আপনি সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ সুন্দর মতামত দিয়ে পাশে থাকার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটক দেখতে ফ্রি সময় পছন্দ করি। গরীবের ঈদ নাটকটির গল্প বেশ সুন্দর। এধরনের গল্পের নাটক গুলো দেখলে ভীষণ ভালো লাগে। ঈগল টিমের নাটক গুলো আমি মাঝে মধ্যে দেখি। আপনার রিভিউ দেখে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনিও ঈগল টিমের নাটক মাঝে মাঝে দেখেন জেনে খুশি হলাম। ঈগল টিমের নাটকগুলো খুব সুন্দর হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ চমৎকার একটি শিক্ষনীয় নাটক রিভিউ করেছেন আমাদের মাঝে। ঈদকে ঘিরে গরিবের ঈদ উদযাপনের অসাধারণ নাটক অভিনয়। খুবই ভালো লেগেছে নাটকটা কিছু অংশ দেখতে পেলে আর পাশাপাশি আপনার রিভিউ পড়ে। সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে আপনার রিভিউ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ অসাধারণ একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ আসলে এরকম নাটক সব সময় দেখা যায় না৷ এই নাটকের মধ্যে অনেকগুলো শিক্ষনীয় বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়েছে৷ তবে এই নাটকটি আমি এখনো দেখে নিতে পারিনি৷ তবে আপনার কাছ থেকে এই নাটক সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম৷ এই নাটকটি দেখার জন্য অনেকটা আগ্রহও জন্ম নিল৷ অবশ্যই সময় করে এই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit