আমার বাংলা ব্লগের সকল বাংলাভাষী সদস্যগনকে জানাই আমার সালাম। সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ।
আজকে আমি আপনাদের সামনে একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। নাটকের নাম হচ্ছে যৌতুক হিসেবে বউ ২। এই নাটকটি এক বছর আগে রিলিজ হয়েছিলো। যাইহোক এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছে সবুজ আহমেদ আর জারা নুর। এই জুটির অনেক নাটক আমি দেখেছি এবং এই দুজনের জুটি সবসময়ই খুব ভালো লাগে আমার কাছে। মাঝে মধ্যে সময় পেলে আমি বাংলা নাটক দেখি। একসময় মুভি অনেক দেখা হতো, তবে এখন এতোটা সময় নিয়ে মুভি দেখার সময় হয়ে উঠে না। তাই বিনোদনের জন্য অল্প সময়ে বাংলা নাটক দেখা হয়। তবে বিশেষ করে ঈগল টিমের নাটক বেশি দেখা হয়। কারণ ঈগল টিমের নাটক যেমন শিক্ষনীয় থাকে তেমনি তাদের গল্পগুলোও খুব সুন্দর থাকে। যাইহোক আপনাদের সাথে এই নাটকের রিভিউ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
নাটক | যৌতুক হিসেবে বউ ২ |
---|---|
পরিচালনা | ঈগল টিম |
রচনা ও চিত্রনাট্য | শাহজাদা শাহেদ |
সহকারী পরিচালক | শুভজিৎ রায় |
চিত্রগ্ৰহণ | জহির রায়হান |
সম্পাদনা | অনিক ইসলাম |
অভিনয়ে | সবুজ আহমেদ, জারা নুর,রিজভিনা মৌসুমী,লিপু মামা, আলিশা তামান্নাসহ আরও অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
প্লাটফর্ম | ইউটিউব |
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
প্রথমেই দেখা যাচ্ছে মেয়ে দেখতে ছেলের বাড়ি থেকে লোক এসেছে। মেয়েটি হচ্ছে নাটকের নায়ক সবুজের বোন। মেয়েকে যা জিজ্ঞেস করা হয় তার সব উত্তর মেয়ের মা দিচ্ছিলো। এরপর ছেলের বাবা বলে আপনিই তো সব উত্তর দিচ্ছেন, মেয়ের কথাগুলো আমরা একটু শুনি। তারপর মেয়ের সাথে কথা বলে জানা যায় মেয়েটি কথা বললে কথা মুখে বাজে। সে ক্লিয়ার ভাবে কথা বলতে পারে না। এরপর ছেলের বাবা বলে বিয়ে তো আর দু'দিনের জন্য নয়। আমরা বাড়ি গিয়ে আলোচনা করে জানাবো। তারপর ছেলে পক্ষ জানায় যদি যৌতুক হিসেবে সবুজ তাদের বাড়ির মেয়ে কে বিয়ে করে তাহলেই তারা সবুজের বোনকে তাদের বাড়ির বউ হিসেবে নিয়ে যাবে। এরপর বোনের কথা চিন্তা করে মায়ের কথা মেনে নিয়ে সবুজ বিয়ে করে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
সবুজ নাটকের নায়িকা জারা কে বিয়ে করে। জারার আগে একবার বিয়ে হয়েছিল। কয়েকমাস সংসার করার পর এক্সিডেন্টে তার স্বামী মারা যায়। সেই হিসেবে জারা বিধবা ছিল। বাসর ঘরে এই নিয়ে তাদের মধ্যে কথা হয়। এরপর সকাল বেলা জারা ঘুম উঠে দেখে সবুজ অনেক আগেই উঠে পড়েছে তাছাড়া অনেক বেলাও হয়ে গিয়েছে। সবুজ বললো যাও ফ্রেশ হয়ে এসো একসাথে খাবো। তখন জারা বললো এমন কিছু নিয়ম আমার উপর চাপিয়ে দিয়েন না যা আমার জন্য কঠিন হয়ে যায়। এরপর তারা নাস্তা শেষ করে আর সবুজ কোচিং সেন্টারের উদ্দেশ্য বের হয়ে যায়। রাস্তায় চেয়ারম্যানের মেয়ের সাথে দেখা সবুজের দেখা। সে সবুজকে পছন্দ করে কিন্তু সবুজ তাকে গ্ৰহণ না করাতে সে প্রতিশোধ নিতে চায়। তাই সে সবুজের বউ এর কাছে এসে সবুজের চরিত্র নিয়ে বিভিন্ন কথা বলে যায়।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এরপর রাস্তায় আবার সবুজের বন্ধুর সাথে দেখা হয় আর সেও বিভিন্ন কথা বলে। তারপর একদিন সকাল বেলা সবুজের শ্বশুর খুব সুন্দর একটি বাইক পাঠায় তার বাড়িতে। কিন্তু সবুজ সেটাকে যৌতুক ভেবে ফিরিয়ে দিতে চায়। এরপর বাইক নিয়ে চলে যায় শ্বশুর বাড়ি। কিন্তু শ্বশুর বললো আমি তোমাকে খুশি মনে দিলাম এটা কোনো যৌতুক নয়। এরপরও সবুজ এটা নিতে রাজি হয়নি।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
সবুজের এমন আচরণ দেখে জারা খুব খুশি হয়। জারা সবুজকে বললো আপনি যদি বাইক নিতেন তাহলে খুব কষ্ট পেতাম। এভাবে তাদের মধ্যে খুব সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠে। সবুজ গাছ থেকে ফুল ছিড়ে জারা কে দেয় আর জারা খুশি মনে সেই ফুল মাথায় গুঁজে রাখে। একদিন চেয়ারম্যানের মেয়ে জারা আর সবুজের মধ্যে ভুল বোঝাবুঝি করার জন্য আসে। সবুজ তার ছাত্রীর সাথে কথা বলছিলো সেটাকে খারাপ ইঙ্গিত দিয়ে জারা কে সরাসরি এই দৃশ্য দেখাতে নিয়ে আসে আর জারা তা দেখে সবুজকে ভুল বুঝে। একদিন সকালে সবুজের মা চা বানাচ্ছিলো এমন সময় চেয়ারম্যানের মেয়ে আসে। তখন সবুজের মা তাকে বসিয়ে রেখে ঘর থেকে চিনি আনতে যায় আর সেই ফাঁকে মেয়েটি চায়ে বিষ ঢেলে দেয়। এই চা আবার জারা নিয়ে সবুজকে দিয়ে আসে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া হয়েছে
এরপর চা খেয়ে সবুজ মারা যাওয়ার অভিনয় ধরে। যখন চেয়ারম্যানের মেয়ে জারা কে বিভিন্ন কথা বলছিলো তখন সবুজের মা ও বললো তুমি যখন আমার ছেলেকে পছন্দ করনা আমাকে বললেই পারতে আমি তালাকের ব্যবস্থা করে দিতাম। তখন জারা বললো যাকে আমি ভালোবাসি তাকে কেন মারতে যাবো। এই কথা শুনে সবুজ উঠে বসে আর বলে তুমি যা বলেছো তা কি সত্যি। এরপর সবুজ বললো চা এ সত্যি বিষ ছিল আর সেই বিষ দিয়েছে এই মেয়েটি। তখন সবুজ সব খুলে বলে আর চেয়ারম্যানের মেয়েকে বলে জোর করে বিয়ে করা যায় কিন্তু ভালোবাসা যায় না। চেয়ারম্যানের মেয়ে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে চলে যায়। এরপর সবুজ জারা কে বলে যৌতুক হিসেবে আগে বউ পেয়েছি আর এখন আপনার কাছ থেকে যৌতুক হিসেবে ভালোবাসা চাই।
ব্যক্তিগত মতামত |
---|
এই নাটকের গল্প যেমন সুন্দর তেমনি শিক্ষনীয়। তবে বাস্তবে এখনও এই ধরনের ঘটনা দেখা যায়নি যে,যৌতুক হিসেবে বউ দেওয়া হয়। আমার মনে হয় এটা হলেও যৌতুকের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। যৌতুক দেওয়া নেওয়া দু'টোই অপরাধ। কিন্তু তারপরও এই প্রচলন বন্ধ হচ্ছে না। তাছাড়া ভালোবাসা মানুষের জীবনে একবারই আসে। এরপর যা আসে তা হয়তো মায়া তবে তাকেও ভালোবাসা বলা যায়। তাছাড়া বিশ্বাস জিনিসটাও খুব বড় একটি বিষয়। যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো কিছুর মূল্য থাকে না। এই নাটকে অনেক গুলো বিষয় ফুটিয়ে তুলা হয়েছে। বিধবা বিবাহও খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই নাটকে সবচেয়ে যেই বিষয় ফুটে উঠেছে তা হলো একজন ভাই তার বোনের জন্য সব করতে পারে। এই নাটকটি আসলে সবার জন্য একটি ম্যাসেজ। সবাই বেশ ভালো অভিনয় করেছে এই নাটকে। সবমিলিয়ে নাটকটি বেশ উপভোগ করেছি।
ক্যাটাগরি | নাটক রিভিউ |
---|---|
স্ক্রিনশট ক্রেডিট | @tanjima |
ডিভাইস | Vivo Y16 |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আপনাদের কাছে পোস্টটি কেমন লাগলো, তা কমেন্টে জানাতে ভুলবেন না। আবারো ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো পোস্টে। সেই পর্যন্ত ভালো থাকবেন,সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপু। নাটকটা বেশ শিক্ষনীয় এবং গুরুত্বপূর্ণ। যেখানে প্রেমিককে না পেয়ে প্রেমিকের নববধূকে বিভিন্নভাবে ভাঙ্গানোর প্রচেষ্টা। সমাজে ঠিক এমনটাই চলে আসছে অনেকদিন ধরে। এদিকে নাটকের নায়কের নীতিটা আমার কাছে বেশি ভালো লেগেছে। শশুরের দেওয়া বাইক সে যৌতুক মনে করে নিতে রাজি হননি। সমাজে এমন মহৎ এর পরিচয় দেয়া মানুষের সংখ্যা খুবই কম রয়েছে। জয় হোক খুবই ভালো লাগলো আপনার নাটক রিভিউ পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া সমাজে এমন মহৎ লোকের সংখ্যা খুবই কম রয়েছে। আপনার কাছে এই রিভিউ ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রিভিউ করা এ নাটকটা আমার কাছে অনেক ভালো লাগলো আপু। আসলে সমাজের সব মানুষ কিন্তু এক রকমের হয় না। অনেক ছেলেরা রয়েছে যারা যৌতুককে ঘৃণা করে। ঠিক আপনার আজকের এই নাটকের মাঝে তেমনি অনুভূতি খুঁজে পেয়েছি নায়কের চরিত্রে। খুবই ভালো লাগলো নাটকের রিভিউ পড়ে। সুযোগ হলে নাটক টা দেখার চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন আপু সমাজের সব মানুষ এক রকম হয়না। তবে কিছু ভালো মানুষের জন্যই এখনও সমাজ টিকে রয়েছে। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই নাটকটা যখন প্রথম রিলিজ হয়েছিল তখন আমি দেখেছিলাম। ঈগল টিমের নাটক সব সময় আমার দেখা হয়। আমার কাছে সবুজ এবং জারা নূরের জুটিটা সবথেকে বেশি ভালো লাগে। যদিও এখন বর্তমানে জারা নূর ঈগল টিমের হয়ে কাজ করতেছে না। তাকে ঈগল টিমে অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি না। যাইহোক আপনিও যত সুন্দর করে যৌতুক হিসেবে বউ ২ নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এই নাটকের মূল কাহিনীটা খুব ভালো লেগেছিল আমার কাছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি এই নাটক দেখেছেন জেনে খুশি হলাম। আপনার কাছেও ঈগল টিমের নাটক দেখতে ভালো লাগে জেনে ভালো লাগলো। জারা নূর আর সবুজের জুটি আমার কাছেও অনেক ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝেমধ্যে সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। ব্যস্ততার কারণে নাটক একেবারেই কম দেখা হয় আমার। আজ আপনি খুব সুন্দর একটা নাটকের রিভিউ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন, যেটা আমার অনেক ভালো লেগেছে। নাটকের রিভিউ পোস্ট সুন্দর করে লিখলে সেগুলো যদি পড়া হয়, তাহলে নাটক আর দেখাই লাগেনা। তেমনি আপনার শেয়ার করা নাটকটার রিভিউ পোস্ট পড়ে ভালো লেগেছে আর নাটক টা দেখাও লাগবেনা আমার। রিভিউর মাধ্যমে নাটকের পুরো কাহিনী তুলে ধরার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া নাটকের রিভিউ পোস্ট সুন্দর করে লিখলে নাটক আর দেখার প্রয়োজন হয় না। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর একটি নাটক এর রিভিউ শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি নাটক এর রিভিউ দেখে খুবই ভালো লাগলো৷ যেভাবে আপনি এই নাটক এর রিভিউ এখানে ফুটিয়ে তুলেছেন তা একেবারে অসাধারণ হয়েছে এবং এই নাটকটির রিভিউ দেখে অনেক কিছুই জানতে পারলাম৷ অবশ্যই নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কাছে এই নাটক রিভিউ পড়ে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit