অনুভূতি: ব্যাংক একাউন্ট খোলার কিছু সুন্দর মূহুর্ত || ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊এর জন্য

in hive-129948 •  3 years ago 

আজ- ৩০শে মাঘ,১৪২৮ বঙ্গাব্দ

রবিবার,শীতকাল


আসসালামু আলাইকুম/নমস্কার

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুল্লিলাহ আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি।


আজ আমি আপনাদের মাঝে আমার নতুন এক অনুভূতি বা অভিজ্ঞতা যা ই বলি না কেন সেটা শেয়ার করবো। আমি এর আগেও অনেকবার ব্যাংকে গিয়েছি তবে এবারের মতো অনুভূতি হয়নি। নিজের জন্য করা যে কোনো কাজের মধ্যেই একটা সুখ খুঁজে পাওয়া যায়। আপনার কোনো কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে সেখান থেকে আপনি কোনো কিছুই শিখতে ও জানতে পারবেন না। সেজন্য নিজের কোনো কাজ নিজে করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

IMG20220209122529_01.jpg


কিছুদিন আগে "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যদের বিশেষভাবে জানানো হয় সবাই যেন নিজেদের প্রয়োজনের জন্য একটা ব্যাংক একাউন্ট খোলে নেয়। যাতে করে সবাই তাদের আর্থিক লেনদেন ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারে। এটা খুবই ভালো একটা কাজ কারণ ব্যাংক একাউন্টের মাধ্যমে যদি আমরা আমাদের লেনদেন করি তাহলে আমাদের সঠিক উপায়ে হবে এবং সেটি বৈধতা পাবে। এতে করে আমাদের আর অন্য কোনো বিকল্প পথ বেছে নিতে হবে না।


IMG20220209121716.jpg


আমি ঢাকার শনি আঁখড়ায় বসবাস করি। যখন থেকে জানতে পারলাম ব্যাংক একাউন্ট খুলতে হবে তখন থেকে আমি খুব উত্তেজিত হয়ে পড়ি। তারপর একাউন্ট খোলার জন্য গত বৃহস্পতিবার চলে যাই ডাচ্-বাংলা ব্যাংকে। আমার বাংলা ব্লগের সম্মানীত মডারেটরদের কথা মতো আমি ডাচ্-বাংলা ব্যাংকে একাউন্ট খোলার জন্য চলে গেলাম। আমি এই প্রথম বারের মতো আমার জন্য ব্যাংক একাউন্ট খোললাম।আমার নিজের একটা একাউন্ট আছে এটা ভেবে আমার অনেক ভালো লাগে। আমি যদি এই কমিউনিটিতে কাজ না করতাম তাহলে হয় তো আজ আমার ব্যাংক একাউন্ট খোলা হতো না।


IMG_20220209_163533.jpg


আমি যখন ব্যাংকের ভিতরে প্রবেশ করি তখন তাদের ব্যাংকের পরিবেশ দেখে মুগ্ধ হয়ে গেলাম। এছাড়া ভিতরে যে লোক ছিল তাদের ব্যবহার অনেক সুন্দর। আমি দুঃখিত আপনাদের ভিতরের কোনো ছবি দেখাতে পারি নি। আমার সেভিংস একাউন্ট খোলার জন্য আমার NID কার্ডের ফটোকপি,দু'কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বিদ্যুৎ বিল এর ফটোকপি লেগেছে। এরপর কয়েক জায়গায় আমার সিগনেচার দিলাম। শেষে আমার নমিনি দিলাম আমার স্বামী। তারও NID কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি লেগেছে। তারপর আমায় বলা হলো পরের দিন একটা মেসেজ আসবে। এরপর আমি চলে আসলাম।


IMG20220209121705.jpg


আজ আমি খুব খুশি কারণ অনেক দিন পর আমার নিজের একটা একাউন্ট হয়েছে। আমি মনে করি আমরা যদি সবাই ব্যাংক একাউন্ট খুলে হালাল ভাবে ইনকাম করি তাহলে নিজের যেমন ভালো হবে অন্যদেরও ভালো হবে। আমাদের সবার উচিত বিকল্প পথ ব্যবহার না করে ব্যাংকের মাধ্যমে লেনদেন করা।


IMG20220209123000_01.jpg


আজকের মতো আমার অনুভূতির পর্ব এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। সবসময় চেষ্টা করে যাচ্ছি আপনাদের মাঝে একটু নতুনত্ব আনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবে এই দোয়া কামনা করি।



পোস্টনতুন ব্যাংক একাউন্ট
ক্যামেরাrealme c21
পোস্ট তৈরি@tanjima
লোকেশনশনি আঁখড়া

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

নিজের সম্পর্কে কিছু বলা


আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সময় উপযোপী কাজ ও তথ্য শেয়ার করছেন । ধন্যবাদ আপনাকে ।

ভাইয়া আপনার মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে এত সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি খুব ভালো একটা কাজ করেছেন। আমাদের সবারই একটা করে ব্যাংক হিসাব খোলা অনেক জরুরী বিষয়। কারণ কিছুদিন পরই আমাদের এলিট ব্লগারদের একাউন্ট খুলতে বলা হবে। আমি খুব দ্রুত একটা একাউন্ট খুলে ফেলবো। আপনার পোস্টটি অনেকের জন্য উপকারে আসবে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলব সবাই যেন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে। আপনার জন্য শুভকামনা রইল আপু।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনি খুব ভালো একটি কাজ করেছেন আপু। নিজের একটি ব্যাংক অ্যাকাউন্ট সবার জন্য খুবই উপকারী। অনেক গুরুত্বপূর্ণ একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার এই পোস্ট দেখে সকলে অনুপ্রাণিত হবে ব্যাংক একাউন্ট খোলার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আপনার ব্যাংক একাউন্ট খোলার কিছু সুন্দর মূহুর্ত আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।

বাহ খুবই সুন্দর একটি সিদ্ধান্ত আপু। সাধুবাদ জানাই আপনারা এমন সিদ্ধান্ত। এখন থেকে সবকিছুই হবে বৈধ উপায়ে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

প্রথমেই ব্যাংক একাউন্ট খোলার জন্য আপনাকে জানাই অভিনন্দন। কমিউনিটির সিদ্ধান্ত মোতাবেক বৈধ পথে অর্থ উপার্জনের জন্য প্রত্যেকের একটি কার্যকর ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি। আর এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই যে আপনি ব্যাংক একাউন্ট খুলেছেন এটা জেনে খুবই ভালো লাগলো। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

খুবই ভালো কাজ করছেন ব্যাংক একাউন্ট থাকা মানে নিজেকে স্বচ্ছতা রাখা।এখন থেকে লেনদেন হবে ব্যাংক একাউন্ট এর মাধ্যমে। তাই আমাদের সবার উচিত ব্যাংকে একাউন্ট খোলা।ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ব্যাংক একাউন্ট করার মাধ্যমে আমাদের টাকাগুলো বৈধ উপায়ে আমরা বাংলাদেশ নিয়ে আসতে পারবো এটি অনেক দারুন একটা বিষয়। আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনি খুলে খুবই চমৎকার একটি কাজ করেছেন আপু । আমিও শীঘ্রই আমার ব্যাংক অ্যাকাউন্ট করে নিব এটি আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয় । ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর এই পোস্ট টি আমাদের মাঝে এমন সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করার জন্য আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইলো ❤️❤️🥰

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুন্দর একটি মুহুর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে খুব ভালো লাগলো। আপনি পুরো কাজটিকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
  ·  3 years ago Reveal Comment