আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ এর সকল বাংলাদেশী ও ভারতীয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। এই বিশেষ ক্রিসমাস সপ্তাহ উপলক্ষে আপনাদের সবার কাছে আমার নতুন একটি ডাই নিয়ে চলে আসলাম। আজ আমি এমন একটি জিনিস দিয়ে ডাই বানাবো যা দেখলে আপনারা অবাকই হবেন। কারণ এই জিনিসটি সবার ঘরে আছে অথচ এটি একটি পরিত্যক্ত জিনিস। আমরা এতে তেমন কোনো কাজ করিনা। আমার ডাই হলো প্লাস্টিকের বোতল দিয়ে শোপিস। শোপিস দেখতে খুবই সুন্দর লাগে। কাগজের শোপিস, বাস্তবের শোপিস সবার অনেক প্রিয় তবে আজ আমি অনেক চেষ্টা করে নতুন জিনিস দিয়ে শোপিস বানিয়েছি। এর মধ্যে আমরা শুধু সেভেন আপ, পানি এসব জিনিস রাখি। তবে এটি দিয়ে যে কিছু জিনিস তৈরি করা যায় তা কেউই জানতাম না। সত্যিই এটি দিয়ে শোপিস বানালে অসাধারণ লাগে। যদি আমরা কেউ প্লাস্টিক ফেলে দেই তাহলে তাই একবারে নষ্ট করে ফেলব না হয়তো অন্য কেউ ব্যবহার করে এর মধ্যে পানি ভরে আবার বিক্রি করবে। আশা করছি আপনাদের সবার কাছে আমার এই শোপিস ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ
১. প্লাস্টিকের বোতল
২.গাম
৩. পুঁতি
৪. কাঁচি
৫. ব্লেড
ধাপ ১
প্রথমে একটি বোতল নেব। তারপর এটিকে দুই ভাগ করে নেব। আমি একটি বোতল দিয়ে করেছি ইচ্ছা করলে দুই তিনটা বোতল দিয়েও করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা ঘর সাজানোর জন্য কি বানাবো কি দিয়ে বানাবো খুঁজে পাই না। তবে যদি এরকম প্লাস্টিকের বোতল থাকে আর তা যে কোন কালারের হোক না কেন আমরা এটা দিয়ে খুব সহজেই শোপিস বানিয়ে ব্যবহার করতে পারি।যেকোনো জায়গায় আমরা এই শোপিস রেখে দিতে পারব।
ধাপ ২
এবার আমরা যে পাশে বোতলের মাথা থাকে ওই পাশে একটা কাঁচির সাহায্যে লম্বা লম্বা চিকন করে সম্পূর্ণ অংশ কেটে নেব। আপনারা চাইলে একটু মোটা করে কাটতে পারেন বা আমার মতো করেও কেটে নিতে পারেন। দুই অবস্থাতেই এই অনেক সুন্দর লাগে। সবার ঘরের সৌন্দর্য বাড়ায় বিভিন্ন কালারের ফুল ও বিভিন্ন ধরনের শোপিস গুলো। প্লাস্টিক দিয়ে শোপিস বানালে তো আর কোন কথাই নেই সবার মন কেড়ে নেয় এই অসাধারণ শোপিস।
ধাপ ৩
এবার আমরা চিকন লম্বা করে কেটে নেওয়া অংশগুলোর থেকে একটা বাদ দিয়ে আরেকটি ভেঙ্গে নেবো। এমন ভাবে ভেঙ্গে নিতে হবে যাতে দেখতে ফুলের পাপড়ির মত লাগে। আমার সবগুলো ভাঙ্গা হয়ে গেছে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। মনে হয় যেন কলি থেকে মাত্র একটি ফুল ফুটে আছে। দেখতে এতটাই সুন্দর লাগছে যে আমার এভাবে রেখে দিতে ইচ্ছা করছিল। আমরা কিন্তু এভাবেও শোপিস হিসেবে ব্যবহার করতে পারি। এটিও দেখতে দারুন লাগে।
শেষ ধাপ
এখন আমি একটি করে পুঁতি নিয়ে গামের সাহায্যে ছড়িয়ে রাখা সবগুলো লম্বা পাপড়ির মতো অংশের মধ্যে লাগিয়ে নেব। আমি বিভিন্ন কালারের পুঁতি নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন কালারের ফুল বানিয়ে দিতে পারেন। এবার একটি একটি পুঁতি গামের সাহায্যে লাগায়ে নেব। প্রথমে চিন্তা করেছিলাম অন্য কিছু বানাব কিন্তু জানিনা হঠাৎ করে এটি বানিয়ে নিলাম।যখন বানানো হয়ে গেল তখন আমি নিজেই দেখে মুগ্ধ হয়ে গেলাম।
অবশেষে আমাদের সুন্দর একটি শোপিস তৈরি হয়ে গেল। আমার এই শোপিস আপনাদের সবার কাছে ভালো লাগবে কি না জানি না। এভাবে শোপিস বানিয়ে আমরা ট্রি-টেবিলে বা শোকেসে সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারি। আমরা চাইলে বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে নানাধরনের জিনিস বানিয়ে আমাদের সৃজনশীলতার প্রমান দিতে পারি। কিন্তু আমরা তা করি না অনেক সময় দেখা যায় চাইলেও কিছু করতে পারিনা।যেহেতু "আমার বাংলা ব্লগে" আমরা আমাদের মনের ভাষা উজার করে লিখতে পারি সেজন্য আমাদের উচিত আমাদের প্রতিভাকে কাজে লাগিয়ে নতুন নতুন কোনো কিছু তৈরি করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সময় নিয়ে আমার এই ডাই পোস্টটি পড়ার জন্য।
প্লাস্টিকের বোতল দিয়ে শোপিস তৈরি সত্যিই চমৎকার ছিল। আপনি অনেক সময় ধরে এই শোপিস টি তৈরি করেছেন। যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার উপস্থাপনা ও বর্ণনা অসাধারণ হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া এভাবে কমেন্ট করে পাশে থাকার জন্য। দোয়া করবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বোতল দিয়ে খুব সুন্দর একটি জিনিস তৈরি করেছেন। বিশেষ করে পুঁতিগুলো দেওয়ার কারনে আরো বেশী সুন্দর লাগছে। সবমিলিয়ে খুবই সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি আপু পুঁতি গুলোর জন্য আমার কাছেও ভাল লাগছে। ধন্যবাদ আপু মনি পাশে থাকার জন্য। দোয়া করবেন সবসময় ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। দোয়া করবেন সবসময় যেন নিয়ম মেনে সামনে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit