বিষন্ন সময়
আকাশটা আজ বিষন্ন যে,
মেঘ করেছে কালো-
বিষন্নতায় মন ভরেছে
ক্যামনে লাগে ভালো?
মেঘলা আকাশ সূর্য্যি ঢাকে,
মনখারাপের চিঠি লিখে,
বৃষ্টি তোমার নিমন্ত্রণ
তোমার মাঝেই ক্ষতের যতন।
অভিমানে আধার দিলে,
ফিরবে পাখি আপন নীড়ে
তোমার মাঝে পূর্নতা পাই-
শূন্যতাদের ভীড়ে।
দেখতে চায় রোদের হাসি
আকাশ তোমায় ভালোবাসি।
সাঝের বেলায় অভিমান
তোমায় দেখে কাতর প্রান।
গোমড়া মুখে আর থাকা নয়
এবার হাসি চাই,
বিশাল তোমার মাঝেই যেন
আপন আলয় ঠিক খুজে পাই।