রাতগুলো সব গভীর হয়, নিদ্রা নেই তবুও
কেমন করে কাটবে সময়, কি করিবো প্রভু!
জোছনাতে তাও আকাশ দেখি, প্রহর কেটে যায়-
অমাবস্যার অন্ধকারে কি করিবো হায়!
জীবন থেকে নিদ্রা গেছে, নেই ঘুমপরীদের গান
স্বপ্নরাও সব গেছে ছাড়ি- একাকিত্ব মোর প্রান;
বিষন্নতায় আছে ছেয়ে মনের কারাগার
ইচ্ছে আমার পেরিয়ে যায় দুঃখের পারাবার।
নিদ্রা আমায় ছেড়ে গেছে আপন ঠিকানায়
একলা আমি দগ্ধ হই মনের যাতনায়,
সংঘর্ষটা নিজের সাথে, নিদ্রা উপমা
দোহাই প্রভু নিদ্রা দাও, করো করুনা।