বাঙালি পিঠার রেসিপি " গ্যাসের চুলায় তৈরি মাটির সাঁচে দুধ চিতই পিঠা"

in hive-129948 •  3 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো । আজ আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি পিঠার রেসিপি শেয়ার করবো। আমি আগেই বলেছি আমি খুব একটা ভালো পিঠা তৈরি করতে পারি না। তাই পিঠা তৈরিতে আমার মা সাহায্য করেছে। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20220115_101930.jpg
উপকরণ:
১. চালের গুঁড়া
২. নারকেল কোরা
৩. লবণ
৪. দুধ
৫. নলেন গুড়
৬. জল

IMG_20220114_182932.jpg
নলেন গুড়

IMG_20220114_182648.jpg
নারকেল কোরা

IMG_20220114_182637.jpg
চালের গুঁড়া

IMG_20220114_182505.jpg
দুধ
প্রস্তুত প্রণালী:
১. প্রথমে উষ্ণ গরম জলে পরিমান মতো চালের গুঁড়া সামান্য নারকেল কোরা ও এক চিমটি লবণ দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি বেটার তৈরি করে নিতে। খেয়াল রাখতে হবে বেটার টি যেনো পাতলা না হয় ।হালকা গাঢ় তৈরি করতে হবে।

IMG_20220114_182710.jpg

IMG_20220114_182722.jpg
২. এবার চুলার উপর মাটির ছাঁচ বসিয়ে দিতে হবে। ছাঁচ একটু গরম হয়ে গেলে চামচে করে ঢেলে দিতে হবে।

IMG_20220114_183415.jpg

IMG_20220114_183423.jpg
৩. এবার মাটির ছড়া দিয়ে ঢেকে দিতে হবে।

IMG_20220114_182747.jpg
৪. চুলার আঁচ মিডিয়ামে রেখে দিতে হবে। ৫ মিনিট রাখার পর ঢাকনা তুলে দিতে হবে।

IMG_20220114_182758.jpg
৫. এবার পিঠা হালকা ফুলে উঠলে একটা ছুরি দিয়ে দিয়ে তুলে নিতে হবে।

IMG_20220114_182820.jpg

IMG_20220114_182816.jpg
৬. এবার চিতই পিঠা তৈরি হয়ে গেল। এবার দুধে ভিজিয়ে রাখতে হবে।

IMG_20220114_203646.jpg
৭. এবার একটা পাত্রে দুধ জ্বাল দিতে হবে। বেশ কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর এর ভিতর পরিমান মতো নলেন গুড় ও কিছু নারকেল কোরা দিয়ে আবার কিছুক্ষণ জ্বাল দিতে হবে।

IMG_20220114_203003.jpg
৮. জ্বাল দেওয়া হয়ে গেলে একে একে চিতই পিঠা গুলো দিয়ে দিতে হবে।

IMG_20220114_203745.jpg
৯. সব পিঠা গুলো দেওয়া হয়ে গেলে আবার ১০ মিনিট ধরে জ্বাল দিতে হবে।

IMG_20220114_204428.jpg
১০. জ্বাল দেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।

IMG_20220115_014354.jpg
আমার দুধ চিতই পিঠা তৈরি হয়ে গেল।পরিবেশন করার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম।

IMG_20220115_101934.jpg
এই পিঠা টি আমার কাছে ঠান্ডা বেশি ভালো লাগে। তাই আমি একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আমার ও ঠান্ডা ভালো লাগে বৌদি।
এই পিঠাগুলো আমার খুবই প্রিয়।

বৌদি আমার খুব প্রিয় পিঠা চিতই। তবে বৌদি আমি কখনো এভাবে চিতই পিঠা তৈরি করে খাইনি। দেখে মনে হচ্ছে খুব খুব সুস্বাদু হয়েছে দুধ চিতই পিঠা। বৌদি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আমি অবশ্যই কালকে তৈরি করে খাবো। ধন্যবাদ বৌদি এতো মজাদার পিঠা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার জন্য অনেক দুআ ও ভালোবাসা রইলো।

শীতের সময় দুধ চিতই পিঠা অনেক মজা লাগে। পিঠা তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বৌদি। শুকনো চিতই পিঠা দেখে মন চাইছে খেজুরের গুড় দিয়ে একটু টেস্ট করে দেখি। লোভনীয় পিঠার রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বৌদি।

খুব ভালো লাগে আমার কাছে এই পিঠা।আর চিতই পিঠা যদি মাটির চুলায় তৈরি করা হয় তখন বেশি মজা হয়।তবে এখন মাটির চুলার পরিবর্তে গ্যাসেই তৈরি করা যায়। আর বৌদি এটি যেহেতু আমার খুব প্রিয় তাই আমার বাসায় শীতের সময়ে মাঝেমধ্যে তৈরি করা হয়।আর সত্যিই ঠান্ডা খেতে বেশ ভালো লাগে।

ওয়াও দুধ চিতই। এটা আমার অনেক ফেভারিট একটা খাবার। এইতো দুইদিন আগে দুধ খেলাম সেটা এখনো মুখে লেগে আছে। এতটা মজা হয়েছিল যে বলার বাইরে। আপু আপনার দুধ চিতই পিঠা খেতে মনে হয় অসাধারণ হবে দেখে তা বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু আবারো দুধ-চিতই এর স্বাদ উপলব্ধি করিয়ে দেওয়ার জন্য।

এই পিঠা গুলো সব সময় মাটির চুলায় বেশি ভালো লাগে। আগে আমার মা দাদি নানিদের দেখতাম বেশ আমেজের সাথে এই পিঠার আয়োজন করতেন।এখন আমার মা গ্যাসের চুলায় করেন।

খুবই সুস্বাদু একটি পিঠা।অসাধারন ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ দিদি।

বৌদি শহরের মানুষেরা এ পিঠা বানাতে পারে জানা ছিলনা। আপনি তো বেশ ভালো পিঠা বানিয়েছেন। আমাদের এলাকায় এটিকে ভিজানো পিঠা বলে।খেজুরের রস জাল দিয়ে তারমধ্যে এ পিঠা ভেজানো হয়। খুবই সুস্বাদু পিঠা। আপনি নারকেল যোগ করায় মনে হচ্ছে আরো টেস্টি হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

আপু এ পিঠাটা আমার অনেক পছন্দের। আমি কখনো বানাইনি।তবে মা বানাতো,মা চিতই পিঠা বানিয়ে,তারপর দুধ,গুড় দিয়ে ভিজানো হতো।তারপর সারা রাত রেখে দিতো।পরে সকালে খেতে দিতো।মনে পরে গেলো এই দিনগুলোর কথা।ধন্যবাদ আপনাকে।

পাই রেসিপি "দুধের টক পাই"

আপনার বানানো দুধ চিতই দেখতে খুবই সুস্বাদু লাগছে। এই পিঠা আমার খুব পছন্দ তবে ঠিক মতো বানাতে পারি না।আপনার রেসিপির প্রত্যেকটা ধাপ
ফলো করে চেষ্টা করবো বানাতে। শুভকামনা আপনার জন্য।

প্রিয় বৌদি আপনি খুব সুন্দর করে চিতই পিঠা তৈরি করেছেন। চিতই পিঠা আমার খুব প্রিয়। ছবি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আপনার হাতে তৈরি করা পিঠা নিশ্চয় অনেক সুস্বাদু এবং মজাদার হবে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন বৌদি।

দুধের সাথে চিতুই পিঠা এক কথায় অশাধারন।আমার আম্মু বাসায় রান্না করতো।অনেক সুন্দর করে চিতুই পিঠার সাথে দুধ দিয়ে রান্না করেছেন বউদি।আমার কাছে এই পিঠা অনেক ভালো লাগে।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপ বর্ণনা করেছেন ভালো লাগল।শুভ কামনা রইল বৌদি।

  • আসলে বাঙালিরা পিঠা খেতে খুবই পছন্দ করে,বিশেষ করে শীতকালে নানা রকম পিঠার আয়োজন করা হয়। আপনি শীতের এই সুস্বাদু দুধ পুলি পিঠা তৈরি করেছেন। দেখেই খেতে ইচ্ছা করছে। দুধ পুলি পিঠা আমার খুবই পছন্দ। আপনার পিঠার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনার পিঠার উপস্থাপন দেখে আমিও শিখতে পারলাম। আপনার জন্য শুভকামনা রইল।

দিদি আপনার তৈরি করা দুধ চিতই পিঠা দেখে তো ভীষণ খেতে ইচ্ছা করছে। আপনার তৈরি করা চিতই পিঠা একটু নতুন লেগেছে কারণ আমি দুধের মধ্যে কখনো নারকেল কোরা মিশিয়ে করিনি।ভাবছি এইভাবে একদিন করে দেখবো। এই চিতই পিঠা গুড়ের সাথে খেতে যেমন ভালো লাগে দুধের সাথে ও দারুন লাগে খেতে। সব মিলিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন দিদি।ভালোবাসা রইলো আপনার জন্য।

বৌদি আমার পছন্দের একটা রেসিপি আজকে পোস্ট করেছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি দুধ চিতই পিঠা খাইতে প্রচন্ড ভালোবাসি। এই শীতকালে দুধ চিতই পিঠা খাওয়ার মজাটাই আলাদা। বৌদি আপনি অনেক সুন্দর করে গ্যাসের চুলায় তৈরি মাটির সাঁচে দুধ চিতই পিঠা তৈরি করেছেন। আমার দেখে খুব ভালো লাগলো। আমি মনে করি অনেক টেস্ট হয়েছে। সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল বৌদি।

আপনার দুধ চিতই পিঠার রেসিপি খুবই চমৎকার হয়েছে। এই দুধ চিতই পিঠা আমার কাছে খুবই ভালো লাগে ।শীতকালে যেন এই পিঠাটি না খেলে শীতকাল কে শীতকাল মনে হতে চায় না ।খুবই চমৎকার ভাবে আপনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন ।খুবই ভালো লাগলো আপনার রেসিপি দেখে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

আমার এই রকম পিঠা পুলি খেতে অনেক মজা লাগে আর তাই আপনার এই রকম রেসিপি দেখে জিভে জল এসে গেল আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

কিছুদিন আগেই হিরা আর আমার শাশুড়ি মিলে এই পিঠা বাসায় বানিয়েছিল বৌদি । এই পিঠা খেতে বেশ ভালোই লাগে । সুন্দর ছিল আপনার উপস্থাপনা । শুভেচ্ছা রইল আপনার জন্য। 😊🙏

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বৌদি, আপনার দুধ চিতই পিঠা তৈরির রেসিপি টি আমার কাছে খুব ভালো লাগছে। এই পিঠা হলো আমাদের দেশের শীতকালীন পিঠাএ মধ্যে অন্যতম একটা পিঠা। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করয়েছন। আমার কাছে আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো বৌদি।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

বৌদি আপনার তৈরীকৃত পিঠা গুলো দেখতে খুবই চমৎকার লাগছে। দুধ দিয়ে চিতই পিঠা রান্না, আমাকে অবাক করে দিয়েছে। আমি এর আগে এরকম কখনোই খাইনি।আপনার সবগুলো পোস্ট থেকে অনেক কিছু শেখার আছে।দুধ এবং করে নারকেলের মিশ্রণটি দেখেই বোঝা যাচ্ছে কতটা স্বাদের হবে। আমি জানি না আমি রান্না করলে আপনার মত এতটা সুন্দর হবে কিন। তবে আমি চেষ্টা করব।

এই দুধ চিতই পিঠা আমার খুব পছন্দের। আমি এটা খেতে খুব ভালোবাসি। আপনার রেসিপিটি সুন্দর হয়েছে বৌদি। দেখে অনেক টেষ্টি মনে হচ্ছে। আপনি সুন্দর করে বর্ণনা করেছেন। অনেক ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক শুভকামনা।

দিদি তোমার রেসিপি গুলো সবসময় দারুন হয়। বাঙালিয়ানার একটা ছাপ থাকে। আমার কাছে দুর্দান্ত লেগেছে দুধ চিতই পিঠা। মাটির পাত্রে এরকমভাবে বানানো খুব বেশি আমি দেখিনি এবং নিজেও কখনো চেষ্টা করিনি। কিন্তু তোমার এত সুন্দর করে পিঠা করতে দেখে আমি নিজেকে আর সামলাতে পারছিনা। যত তাড়াতাড়ি পারি একদিন অবশ্যই তৈরি করে ফেলব।

বৌদি কেমন আছেন আশা করি ভাল আছেন ।দাদার ও টিনটিন বাবুর দিকে খেয়াল রাখবেন এই সময়ে।

শীতকাল মানেই পিঠার আমেজ পিঠার ছড়াছড়ি। শীতকাল ছাড়া পিঠা তেমন ভাল লাগেনা । আর শীতকালের পিঠার মধ্যে সবচাইতে আমার কাছে প্রিয় পিঠা চিতই পিঠা । তাও আপনি বানিয়েছেন দুধ চিতই দেখেই জিভে জল চলে আসছে ।ধাপে ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ।ধন্যবাদ বউদি ।

আমরা এভাবেই তৈরী করি ভেজানো পিঠা, মানে আমরা এগুলোকে ভেজানো পিঠা বলে থাকি বৌদি। তবে আমাদের এইদিকে পিঠার সাইজগুলো আরো একটু বড় বড় করে তৈরী করা হয়। বেশ দারুণ হয়েছে, দেখেই খেতে মন চাইছে হি হি হি। ধন্যবাদ

শীতের ঋতুতে দুধ-চিতই আমার সবচেয়ে পছন্দের পিঠা। আমার আম্মু অনেক মজা করে দুধ চিতই তৈরি করতে পারে। আপনার তৈরি দুধ চিতই পিঠা দেখে তো জিভে জল চলে এসেছে বৌদি। অসংখ্য ধন্যবাদ বৌদি এত লোভনীয় একটি রেসিপি এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য। অসংখ্য শুভকামনা ও ভালোবাসা রইল আপনার জন্য।

মাটির সাঁচে দুধ চিতই পিঠা শীতকালে খুবই জনপ্রিয়।আমাদের এ দিকে দুধ পিঠা বলে থাকি।নলেন গুড় দিয়ে আপনি একে আরো বেশি প্রিয় ও সুস্বাদু করে তুলেছেন।চিতই পিঠার পাশাপাশি আমরা নারিকেল বাটা দিয়ে পুলি পিঠা,ঝাল পিঠাও দুধে মিশিয়ে রাখি।খুবই চমৎকার হয়েছে আপনার ধাপে ধাপে চিত্রধারন, সেই সাথে পরিপাটি করে বর্ণনা করা।ধন্যবাদ,শ্রদ্ধেয়।

আপু আপনার দুধ চিতই পিঠা খুব অসাধারণ হয়েছে। দেখে খেতে ইচ্ছা করছে। এত সুন্দরএকটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

আহা কি মজা দুধ-চিতই
লাগে দেখে লোভ
পাইনা খেতে মনের মাঝে
তাই হয়েছে লোভ

কি চমৎকার পিঠা দিদি
বানিয়েছ তুমি
ইচ্ছে করে দিয়ে আসি
কপালে তোমার চুমি
♥♥

আপনি একটি খুব সুস্বাদু এবং সুন্দর রেসিপি তৈরি করেছেন, যা আমার ক্ষুধার্ত করে তোলে এবং এটির স্বাদ নিতে চাই, আপনার জন্য শুভকামনা এবং শুভকামনা