Creative common licence under fair usage policy
বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা ।বাংলা নববর্ষ বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। বসন্ত বিদায়ের পর গ্রীষ্ম বরন করে নেওয়ার পালা। বৈশাখ নিয়ে বাঙ্গালীর মধ্য উৎসাহ উদ্দীপনা লেগেই থাকে। এই বাংলা নববর্ষ যেন আমাদের রক্তে মিশে আছে। এটি কেবল পালন করা নয় বরং অন্তর দিয়ে লালন করা হয়। পহেলা বৈশাখ বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষের বিশেষ উৎস হিসেবে পালন করা হয়ে থাকে। এটি বাঙালি ঐতিহ্য। বাঙালিরা বাংলা বছরের প্রথম দিন কে বরন করে নিতে আনন্দে মেতে ওঠে।
এই বর্ষবরণ উৎসব টি শোভাযাত্রা মেলা পান্তা ভাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বার্তা "শুভ নববর্ষ"। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
"মাসের কথা"
বৈশাখ বলল ইস, আমি ছিলাম ভাগ্যিস
তাই নতুন বছর আছে।
জ্যৈষ্ঠ বলে থাম লোকে কেমনে খেতো আম
যদি আমি না থাকতাম পাশে।
আসার বলল থাক
তোদের বর্ষপূর্তি রাখ,
আমি বাঁচাই গরমের শেষে।
শ্রাবণ বললো ইস
লোকে কোথায় পেত ইলিশ,
নদীর পাশে না দাঁড়ালে এসে।
ভদ্র বলল ইসে
আমি কম যাই বা কিসে
আমার সাথে ই শুরু শরতের যাত্রা।
আশ্বিন বলে থাম,
তোর গরমে ঝড়ে ঘাম।
আমি বয়ে নিয়ে আসি আগমনের বার্তা।।
কার্তিক বলে বেটা,
তোদের ঝগড়া এবার মেটা।
চেয়ে দেখ গাঁয়ে নবান্নের সুর।।
অগ্রহায়ণ বলে কথা বলেছিস সঠিক,
আনন্দের মাঝে ঝগড়া থাকুক দূর।
পৌষ বলল বেশ
হোক ঝগড়া ঝাঁটির শেষ,
আমি বইয়ে দিলাম শীতল হওয়ার রেশ।
মাঘ বললো ওরে
তুই টেক্কা দিবি মোরে,
আমিই না থাকলে লেপের মজা শেষ।।
ফাল্গুন বলল দেখ,
আমিই এনেছি রঙের ব্যাগ।
রঙিন ফুলে বৃক্ষ উঠবে দুলে।
চৈত্র বলল হোক বছরের অবসান,
নতুনের ভার বৈশাখের হাতে দেই তুলে।।
ঠিকই বলেছেন বৌদি, পহেলা বৈশাখ আমাদের বাঙ্গালীদের ঐতিহ্য। এই দিনটা পালন করার পাশাপাশি মনে লালন করা অনেক গুরুত্বপূর্ণ। কবিতাটা কিন্তু আসলেই বেশ মজার ছিল। কবিতার প্রতিটা লাইন পড়ে অনেক বেশি ভালো লেগেছে। কবিতার লাইনগুলোতে বাংলার প্রত্যেকটা মাসের কথাই উল্লেখ করেছেন। কবিতা টি ভালো লাগলো বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পহেলা বৈশাখ নিয়ে খুবই মজার কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার মাধ্যমে পহেলা বৈশাখের মুহূর্তগুলো আপনি খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন। আসলে এপার বাংলা ওপার বাংলা মিলেই এই পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। আর পহেলা বৈশাখ যেন বাঙালি জাতির ঐতিহ্য মনে করিয়ে দেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পহেলা বৈশাখ সম্পর্কে আপনি অনেক সুন্দর এবং মজার একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন। প্রত্যেকটি মাসেরই গুরুত্ব কতখানি তা কবিতাটি পড়লে বোঝা যায়। পহেলা বৈশাখ হলো বাঙালির ঐতিহ্য।
এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন দিদি নববর্ষ যেন আমাদের রক্তে মিশে আছে। পহেলা বৈশাখ নিয়ে আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে কবিতা লিখে উপহার দিয়েছেন ।আসলেই আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো । ধন্যবাদ দিতে এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। যাইহোক নববর্ষ উপলক্ষে বেশ মজার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি। কবিতার প্রতিটি লাইন একেবারে মন ছুঁয়ে গিয়েছে। সবমিলিয়ে কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ বৈশাখের এই নববর্ষ কে নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন ৷ অসংখ্য ধন্যবাদ বৌদি এমন সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে নববর্ষের শুভেচ্ছা বৌদি। কবিতা টা এককথায় অসাধারণ ছিল অনবদ্য। অনেক দিন পর কোন কবিতা পড়ে এতোটা মজা পেলাম। এ যেন বাংলা মাসগুলো তাদের ফিরিস্তি নিয়ে পড়েছে। কে সেরা সেরা নিয়ে তর্ক জুড়ে দিয়েছে হা হা। দারুণ ছিল কবিতা টা বৌদি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি পহেলা বৈশাখের দিনে আপনি খুবই মজার একটি কবিতা লিখেছেন পহেলা বৈশাখ সম্পর্কে। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। পহেলা বৈশাখের সম্পর্কে কত সুন্দর করে কবিতার মধ্য দিয়ে আপনি তুলে ধরেছেন। এত সুন্দর করে কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বৌদি আপনি ঠিকই বলেছেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য এবং সেটা বাঙালির রক্তে মিশে আছে। হয়তো এইজন্যই বাঙালিদের বলা হয় উৎসবমুখর জাতি। তবে কবিতাটি কিন্তু সত্যি মজার ছিলো, বেশ উপভোগ করেছি আমি। অনেক ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি আজকে আপনার এই কবিতাটি পড়ে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। কবিতার মাঝে ১২ মাসের চমৎকার দিকগুলো খুবই সুন্দরভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। একই সাথে কবিতার ভাষাগুলো ঐত্যধিক মজার হয়েছে। অসাধারণ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহাহা! বৌদি খুব মজা পেলাম কবিতাটি পড়ে। এমন টাইপের কবিতা নরমালি কেউ শেয়ার করে না। আপনার কাছ থেকে এমন মজার মজার কবিতা আরও চাই বৌদি!
এ লাইন দুটি আমার কাছে বেশি ভালো লেগেছে বেশি 😁
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
'চাঁদের বার্তা,' একটি বাংলা নববর্ষের কবিতা, জীবনের ভাটা এবং প্রবাহ এবং বছরের বিভিন্ন সময়ে চাঁদের বার্তাগুলিকে প্রতিনিধিত্ব করে। বৈশাখ সব মাসের মতোই আশা ও নতুন শুরুর সময়। ভবিষ্যতের দিকে নজর রেখে কী ঘটেছে এবং কীভাবে আমরা এটি থেকে বেড়ে উঠতে পারি তা প্রতিফলিত করার জন্য এটি একটি বছর।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বৌদি,১ম এই আশা করছি আপনার শরীর ভালো আছে,আপনি সুস্থ আছেন।আর জানাই শুভ নববর্ষ, যদিও বেশ দেরি হয়ে গিয়েছে।লেখাটি পড়ে দারুণ মজা পেলাম,আপনি যে এতো মজার লেখাও লিখতে পারেন তা তো জানতাম না।অনেক হিডেন টেলেন্ট আছে কিন্তু আপনার বৌদি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি বৌদি। ভীষণ ভালো লেগেছে। অনেক মজা করে লিখেছেন কবিতাটি। প্রথম থেকে শেষ পর্যন্তই উপভোগ করলাম। এত সুন্দর মজার একটি কবিতা উপহার দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
কিন্তু সমস্যা হলো নতুন বছরের এই গরমই তো সহ্য করতে পারছি না। 🥵
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit