স্বরচিত নতুন কবিতা " শুধু তোমার ভালোবাসার জন্য "

in hive-129948 •  2 years ago 

বন্ধুরা
আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আপনারা সবাই ভালো আছেন। সবাইকে মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বেশ কিছুদিন ধরে শরীরটা ভালো নেই। দুপুরের পর থেকে মাথায় যন্ত্রনাটা ও বাড়ছে। চোখের ব্যাথাটা ও বাড়ছে। ফোন ও ল্যাপটপের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না। তাই মন চাইলেও আপনাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না। আজ শরীরটা একটু ভালো লাগছিলো তাই ভাবলাম আপনাদের সাথে আজ ছোট একটি কবিতা শেয়ার করি। অনেকদিন হলো খুব একটা কবিতা হয়ে উঠছে না। আপনারা তো জানেন কবিতা পড়া ও লেখা আমার শক। তাই আমি যেখানেই যাই না কেনো কবিতার বই আমি আগেই কেনা হয়। কেন জানি কবিতার প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে।আজ যে কবিতাটি আপনাদের সাথে শেয়ার করবো সেই কবিতাটি আমি বেশ কয়েকদিন আগে লেখা। এটি লিখেছিলাম আমার স্পেশাল একটি দিনে। তাও আমার প্রিয় মানুষটি কে উদ্দেশ্য করে। আপনারা হয়তো জানেন আমার স্পেশাল দিনে আমার প্রিয় মানুষটি কে কবিতা লিখে থাকি। তার ভিতর থেকে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করি। তেমনই এই কবিতাটি ও তাই। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল পর্বে ফিরে যাই।আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

IMG-20221119-WA0011.jpg

শুধু তোমার ভালোবাসার জন্য

আমার ভালোবাসার সাক্ষী যারা,
আকাশ পাতাল এই সূর্য তারা।
তারার মাঝে খুঁজে বেড়াই তোমার ওই মুখ,
তোমার মুখে লুকিয়ে আছে আমার সর্ব সুখ।।
শূন্য মনটা পূর্ণ করতে
এলাম তোমার দ্বারে,
তাইতো আর সব ছেড়ে
এসেছে তোমার কাছে।
তুমি আমার আঁধার ঘরের
শেষ আলোর ছটা,
আমায় তুমি করে রেখো তোমার চোখের তারা।
তোমার জন্য চেয়েছি আমি অতীত বর্তমান,
ভালোবেসে দিও শুধু তাই একটু সম্মান।
তোমাকে পাওয়ার নেশায় আমি ভুলে গেছি সব
কত ভালোবাসি তোমাকে জানে স্বয়ংবর।
সারাক্ষণ ইচ্ছা করে জড়িয়ে রাখি তোমায় বুকে,
বাকি জীবন বাঁচতে চাই তোমায় নিয়ে সুখে।
তুমি আমার হয়ে থেকো চিরন্তন,
অসংখ্য নিরর্থক যন্ত্রণার মাঝে
থেকে যাও এক বসন্ত সুখ হয়ে।
সমস্ত কিছু থেকেও যখন আমি অসম্পূর্ণ,
তখনই তুমি এসে আমাকে করেছো পরিপূর্ন।।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৌদি এই এই সময়টাতে সবারই কম বেশি শরীর খারাপ করছে। বিশেষ করে মাথাব্যথা তো বলতে গেলে নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তোমার সুস্থ্যতা কামনা করছি।

তোমার লেখা কবিতা মনে হয় আজ প্রথমবার পড়ছি। আমাদের দাদাকে উদ্দেশ্য করে লেখা কবিতাটা এক কথায় অসাধারণ সুন্দর হয়েছে ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভালোবেসে দিও শুধু তাই একটু সম্মান।

হয়তো ভালোবাসার মানুষের কাছে সবার চাওয়া শুধুমাত্র এতটুকুই বৌদি। বেশ ভালো লাগলো পড়ে সকাল বেলা আপনার কবিতাটি।

তবে আপনার অসুস্থতার ব্যাপারটি জেনে বেশ ব্যথিত হলাম। বিশ্রাম নিন। শুভেচ্ছা রইল।

বৌদি আপনার দ্রুত সুস্থতা কামনা করি । কবিতা লেখা ও পড়া দুটোই আপনার শখ জেনে খুবই ভালো লাগলো। আপনার প্রিয় মানুষটিকে নিয়ে আপনি ভালোবাসার যে কবিতাটি লিখেছেন খুবই সুন্দর হয়েছে সেটি। কবিতার প্রত্যেকটা লাইন অসাধারণ।

  ·  2 years ago (edited)

প্রথমে সৃষ্টিকর্তার কাছে আপনার সুস্থতা কামনা করছি। আপনি সুস্থ হয়ে পুনরায় আমাদের মাঝে ফিরে আসবেন এই কামনাই করি। প্রিয় মানুষের জন্য সবাই চাই স্পেশাল কিছু করতে।আর এর জন্য আপনি স্পেশাল কবিতাটি আপনার প্রিয় মানুষের জন্যই লিখেছেন। আপনার কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো বৌদি। শুধু ভালোবাসার মানুষের জন্যই কষ্ট করে অনেক কিছু করা যায়। এই কবিতাটি আপনার ভালোবাসার মানুষ পড়লে আমার মনে হয় তিনি সার্থক হয়ে যাবেন।

বৌদি ভাই প্রথমতো আপনার সুস্থতা কামনা করি৷ ঈশ্বের নিকট আপনি যেন সুস্থ হয়ে আমাদের সাথে প্রতিনিয়ত থাকতে পারেন ৷
আপনি পরিবার সামলান , আবার আমাদের সাথে প্রতিনিয়ত নিত্য নতুন ইউনিক ব্লগ লিখেন ৷ এই যে শত ব্যস্ততার পরেও এতো সুন্দর সুন্দর পোষ্ট লিখেন ৷ সত্যি তাতে আমরা সবাই অনেক সৌভাগ্য বান ৷ আপনি আপনার পরিবার নিয়ে সর্বদা ভালো থাকেন এমনটাই প্রতার্শা করি ৷

বৌদি আপনি অসুস্থ জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে অসুস্থ হলে কোন কিছুতেই ভালো লাগেনা। ফোন কিংবা ল্যাপটপের সামনে বেশিক্ষণ থাকলে চোখের ব্যথা আর মাথাব্যথা অনেক বেড়ে যায়। যাই হোক বৌদি আপনি আপনার অসুস্থতার মাঝেও এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করেছেন পড়ে অনেক ভালো লাগলো। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি বৌদি।

প্রথমেই আপনার দ্রুত সুস্থতা কামনা করছি বৌদি। আপনার স্পেশাল দিনে প্রিয় মানুষটিকে নিয়ে লেখা কবিতাটি জাস্ট অসাধারণ হয়েছে। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত হয়েছে।

অসংখ্য নিরর্থক যন্ত্রণার মাঝে
থেকে যাও এক বসন্ত সুখ হয়ে।
সমস্ত কিছু থেকেও যখন আমি অসম্পূর্ণ,
তখনই তুমি এসে আমাকে করেছো পরিপূর্ন।

তবে আমার কাছে শেষের লাইন গুলো একটু বেশি ভালো লেগেছে। যাইহোক প্রিয়জনকে নিয়ে লেখা এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আহা বৌদি আপনার কবিতা পড়ে তো একেবারে হৃদয়টা জুড়িয়ে গেল। অসম্পূর্ণ হৃদয়কে সম্পন্ন করতে ভালবাসার মানুষকে কাছে পাওয়া এ যেন এক অন্যরকম অনুভূতি। এ ধরনের কবিতা পড়লে প্রাণটাই জুড়িয়ে যায়। আপনাকে অনেক অভিনন্দন এত সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য।

অসাধারণ সুন্দর একটি কবিতা লিখেছেন আপনি। আপনার কবিতার প্রতিটি চরণে এক অকৃত্রিম ভালবাসা প্রকাশিত হয়েছে।

তোমার জন্য চেয়েছি আমি অতীত বর্তমান,
ভালোবেসে দিও শুধু তাই একটু সম্মান।

প্রত্যেক মানুষই তার প্রিয় মানুষের কাছে যথার্থ সম্মান এবং ভালোবাসা প্রত্যাশা করে। তাই আমাদের সকলের উচিত আমাদের প্রিয় মানুষকে যথার্থভাবে ভালোবাসা এবং সম্মান করা।

অসুস্থ্য থাকলে কিছুই ভাল লাগে না। তবে বেশ অনেক দিন পর দিদি আপনার কবিতা পড়লাম। বেশ সুন্দর করে কবিতাটি আপনি উপস্থাপন করেছেন দিদি। বিশেষ করে নিচের কয়টি লাইন যেন মন ছুঁয়ে দিলো।

তুমি আমার হয়ে থেকো চিরন্তন,
অসংখ্য নিরর্থক যন্ত্রণার মাঝে
থেকে যাও এক বসন্ত সুখ হয়ে।
সমস্ত কিছু থেকেও যখন আমি অসম্পূর্ণ,
তখনই তুমি এসে আমাকে করেছো পরিপূর্ন।।

Is so beautiful...

অনেক দিন পর আবার সুন্দর একটা কবিতা পড়লাম বৌদি, সত্যি মাঝে মাঝে আপনি বেশ দারুণ কবিতা লিখেন এবং সুন্দর অনুভূতি প্রকাশ করেন। আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে, বিশেষ করে নিচের দুই লাইন-

তারার মাঝে খুঁজে বেড়াই তোমার ওই মুখ,
তোমার মুখে লুকিয়ে আছে আমার সর্ব সুখ।।